Friday, April 5, 2013

পাইকগাছায় বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২

পাইকগাছা বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পুলিশের সদ্য নিয়োগপ্রাপ্ত এক সাব ইন্সপেক্টরসহ দু’ভাই মারাত্মক আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে রাখলে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক বাসটিকে জব্দ করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫ টায় পাইকগাছা-খুলনা সড়কের সায়েদের মিল নামক স্থানে।

সুত্রে জানা যায়, কয়রা উপজেলা জায়গীর মহল গ্রামের আব্দুর সবুর ঢালীর পুত্র সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বাচ্চু (৩০) ও তার ছোট ভাই আলমগীর হোসেন বাদশা(২৮) ঘটনারদিন মোটরসাইকেলযোগে চাকুরীতে যোগদানের লক্ষ্যে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে পথিমধ্যে পাইকগাছা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরত্বে সায়েদের মিল নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা খুলনা মেট্রো জ-০৪০০৬৪ যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পুলিশের সাবইন্সপেক্টরসহ দু’ভাই মারাত্মক আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মটরসাইকেলটি উদ্ধার ও ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে থানার এসআই আব্দুল খালেক জানান।