Saturday, December 28, 2013

সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহবান

দেশে বর্তমান বিরাজমান পরিস্থিতিতে সহিংসতারোধে রাজনৈতিক দলগুলোসহ সকল নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন নবলোকের খুলনা জেলা পাবলিক পলিসি ফোরামের নেতৃবৃন্দ।

ফোরামের জেলা সদস্য সচিব শেখ মাসুম স্বাক্ষরিত পত্রে জানান, দেশে বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে বজায় রাখতে কোন প্রকার সহিংসতা কাম্য নয়। এমন রাজনৈতিক পরিবেশ থাকতে হবে যেখানে সকল পক্ষ স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে।

সকলের মতামতের ভিত্তিতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বিদ্যমান রাখতে সকল দল মতের উর্দ্ধে থেকে নারী-শিশুসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের উপর সকল প্রকার রাজনৈতিক সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

পাইকগাছায় মুক্তিপণের বিনিময়ে অপহৃত ঘের ব্যবসায়ী উদ্ধার

পাইকগাছায় অবশেষে অপহৃত ঘের ব্যবসায়ী ব্রজেন মন্ডলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে তার বাড়িতে ফেরত দিয়ে গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সন্ত্রাসীরা গত সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার দেলুটী ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের পুত্র ব্রজেন মন্ডলের বাড়িতে ডাকাতি শেষে ব্রজেনকে অপহরণ করে নিয়ে যায়। অবশেষে অপহরণের ৩ দিন পর তার পরিবারের লোকজন মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এ ব্যাপারে শুক্রবার সকালে ব্রজেন বাড়িতে ফিরে এসেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার।

কপিলমুনিতে গ্রাম দারিদ্র বিমোচন কমিটির পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ব্র্যাক সিএফপিআরএসিডি কর্মসূচীর অধিনে বৃহস্পতিবার গ্রাম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’১৩ পরিচালিত হয়েছে। স্থানীয় হরিদাশকাটি গ্রাম দারিদ্র বিমোচন কমিটির স্বতস্ফুর্ত অংশগ্রহনে হরিদাশকাটি দাখিল মাদ্রাসা সংল্গ্ন রাস্তার পার্শ্বের জায়গায় ঝোঁপঝাঁড় কেটে পরিস্কার পরিচ্ছন্ন করে অভিযান পরিচালনা করা হয়। 


অভিযানে নের্তৃত্ব দেন ব্র্যাক কপিলমুনি শাখার ব্যাবস্থাপক সমীরন মন্ডল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হরিদাশকাটি গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ক্যাশিয়ার আব্দুস সবুর মোড়ল, সদস্য আজিজ শেখ, কোমর আলী, মহিলা সদস্য আকলিমা বেগম, চায়না রানী ও পারুল বেগম। এ সময় স্থানীয় এলাকাবাসীর অনেকেই উপস্থিত ছিলেন।