Saturday, December 14, 2013

পাইকগাছায় ১৮ দলের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা; আটক ১

পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি’র এক নেতাকে আটক করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই বৃহস্পতিবার রাতভর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনায় শুক্রবার এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে ১৮ দলীয় জোটের ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার বিকালে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের আতশ আলীর পুত্র বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিককে আটক করে।

এদিকে গত বৃহস্পতিবার উপজেলার কপিলমুনি ইউনিয়নের উত্তর সলুয়া এলাকায় রাস্তা কাটার অভিযোগে আটক দক্ষিণ সলুয়া গ্রামের হাবিবুর রহমান গাজী (১৯), মালথ গ্রামের আলাউদ্দিন শেখ (১৯), তালার খলিলনগর গ্রামের ওবাইদুল্লাহ (১৮) ও কেশবপুর উপজেলার গড়েরডাঙ্গা গ্রামের নসউল্লাহ খান (১৮) কে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় ছিনতায়ের ঘটনায় মোটরসাইকেল চালক আটক

পাইকগাছায় ছিনতায়ের ঘটনায় স্থানীয় জনতা হারুন-অর-রশীদ নামে এক মোটরসাইকেল চালককে পুলিশে দিয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার আমিরপুর গ্রামের শামসুর সরদারের পুত্র মোটরসাইকেল চালক হারুন-অর-রশীদ (২৯) ও অপর দু’ব্যক্তি ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শরনখালী এলাকা থেকে এক নসিমন চালকের কাছ থেকে মোবাইল ছিনতাই করে যাওয়ার সময় স্থানীয় জনতা কাটাখালী বাজারে মোটরসাইকেলের গতিরোধ করলে দু’ব্যক্তি পালিয়ে গেলেও চালক হারুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

এ ব্যাপারে চালক হারুন জানায়, যাত্রী বেশে কাটাখালীর শফিকসহ দু’ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নিয়ে যায়। ছিনতায়ের ঘটনায় সে জড়িত নয় বলে সে জানায়।

পাইকগাছায় রাস্তা কেটে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

পাইকগাছায় দুর্বৃত্তরা রাস্তা কেটে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোন কর্মসূচী ছাড়াই দুবৃত্তরা শুক্রবার রাতে পাইকগাছা-কয়রা সড়কের আলমতলা নামকস্থানে এ ঘটনা ঘটাই।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার রাতভর দুবৃত্তরা উপজেলার লস্কর ইউনিয়নের পাইকগাছা-কয়রা সড়কের আলমতলা নামকস্থানে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ সড়কটি কেটে ফেলে এবং সড়কের বিভিন্নস্থানে বড় বড় গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে। ফলে বিচ্ছিন্ন হয়ে যায় পাইকগাছা-কয়রার যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

পরে খবর পেয়ে থানাপুলিশ সড়ক সংস্কার ও অবরোধ অপসারণ করার চেষ্ঠা করে বলে জানা গেছে।

পাইকগাছায় প্রদীপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিকারে তরুন ও বালকদের সম্পৃক্ত করার কৌশল বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদীপন জাগরণ প্রকল্পের উদ্যোগ ও এনগেজ ম্যান ও ভয়েস নেটওয়ার্কের সহযোগিতায় শনিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি। 


জাগরণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আজমল আল-নূর পাভেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ্যাড. এফএম এ রাজ্জাক, শিক্ষক মুনসুর হাসান, অশোক কুমার মন্ডল, আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুল আজিজ, শম্পা রায়, জোর্ত্যমিয় মন্ডল, শিক্ষার্থী শারমিন, সোহানা, নাসরিন ও মাসুদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার পাইকগাছা সরকারি বালিকা, বালক ও শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে পৃথক ৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।