Thursday, April 4, 2013

ফেসবুকের অশ্লীল পেজে হামলার হুমকি

ফেসবুকের অশ্লীল পেজে হামলার হুমকি দিলো বাংলাদেশ গ্রে হ্যাট হ্যাকার্স। হ্যাকার সংগঠনটি জানায়, একজন ভুক্তভোগীনারীর অনুরোধের প্রেক্ষিতে তারা এ সীদ্ধান্ত নেয়। যেসব ফেসবুক আইডি কিংবা পেজে অশ্লীল প্রচারণা বা নারীদের ব্যক্তিগত ছবি সংগ্রহ করে প্রকাশ করা হয়, সেসব পেজের ওপর হামলা চালাবে এ হ্যাকার সংগঠন। সংগঠনটি জানায়, ইতোমধ্যে ১০ হাজার ফেসবুক আইডি তৈরি করা হয়েছে, যাতে এ ধরণের অভিযোগ পেলে যেকোনো সময় হামলা চালানো যায়।

এর আগে ২টি ফ্যান পেজেও পরীক্ষামূলক হামলা চালিয়ে বন্ধ করা হয় বলে জানায় গ্রে হ্যাট হ্যাকার্স। এসব পেজের ফ্যান সংখ্যা ১ লাখেরওবেশি ছিল বলে জানায় সংগঠনটি।


পাইকগাছায় ১০ দিনের ব্যবধানে আবারও মটরসাইকেল চুরি

পাইকগাছায় ১০ দিনের ব্যবধানে আবারও প্রকাশ্য দিবালোকে মটরসাইকেল চুরি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আদালত চত্ত্বরে। জানাযায়, ঘটনার দিন উপজেলার তকিয়া গ্রামের মৃত পাগল কারিকরের পুত্র আব্দুল হাকিম কারিকর তার ব্যবহৃত ১৩৫ ডিসকভার মটরসাইকেলটি আদালত চত্ত্বরে রেখে আদালত ভবনে অবস্থান নেয়। কিছুক্ষন পরে এসে দেখেন নির্ধারিত স্থানে মটরসাইকেলটি নাই।

উল্লেখ্য গত ২৫ মার্চ একই এলাকা থেকে উপজেলা যুবলীগের সহ-সভাপতি এসএম রেজাউল হকের মটরসাইকেলটি চুরি হয়।

পাইকগাছায় প্রদীপন সিঁড়ি প্রকল্পের উদ্যোগে সেলাইমেশিন বিতরণ

পাইকগাছায় প্রদীপন সিঁড়ি প্রকল্পের অতি দরিদ্রদের জন্য অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে প্রদীপন সিঁড়ি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। অনুষ্ঠানে ৩৬ জন হতদরিদ্র নারীকে ১টি করে সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়। এর আগেরদিন ৪৫ হতদরিদ্র নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়।


খুলনায় ১৫ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

খুলনা সার্কিট হাউজ ময়দানে ১৫ এপ্রিল শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ১২তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে বাংলাদেশ বেনারসি মসলিন এন্ড জামদানি সোসাইটি। আয়োজক খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সূত্র জানায়, মেলায় ৩১টি স্টল এবং ৩টি প্যাভিলিয়ন থাকবে। প্যাভিলিয়নে পাকিস্তান ও চীনের পণ্য থাকবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চালু থাকবে। ফার্নিচার, চামড়াজাত দ্রব্য, কসমেটিকস, পাটজাত দ্রব্য, রাবার, ইলেকট্রনিক্স, সিরামিক্স, ক্ষুদ্র ও কুটির শিল্প, বস্ত্র ও গার্মেন্টস, মেশিনারীজ, তথ্য প্রযুক্তি ও জুয়েলারী পণ্যের প্রচার ও প্রসার বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন।


শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে ঘাতক দালাল নির্মূল কমিটি (ঘাদানিক), সম্মিলিত সাংস্কৃতিক জোট, সম্মিলিত পেশাজীবী পরিষদ ও সেক্টরকমান্ডার্স ফোরাম।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক (টিএসটি) তে সংগঠনগুলোর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ হরতালের ঘোষণা দেয়া হয়।

৭ এপ্রিল থেকে লাগাতার হরতাল !!!

সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষশক্তির ৬ এপ্রিলের হরতাল প্রত্যাহার করা না হলে ৭ এপ্রিল থেকে লাগাতার হরতাল ডাক দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে এই হরতাল প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে দলটি। লংমার্চ কর্মসূচিতে বাধা আসলেও লাগাতার হরতালের হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতে ইসলামীর আমীর আল্লামা শাহ আহমেদ শফি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

সাপ্তাহিক ছুটি একদিন করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার

হরতালের ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকে সরকারি অফিসে দুই দিনের পরিবর্তে একদিন সাপ্তহিক ছুটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কারণে শনিবার সরকারি অফিস খোলা থাকবে। এখন থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সাপ্তাহিক ছুটি কেবল শুক্রবার ভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রস্তার স্বাক্ষর করলে তা কার্যকর হবে।

১৯৯৬ সালে আওয়ামী-লীগ সরকার ক্ষমতায় আসার পর সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে দুদিন করা হয়। পরে ২০০১ সালে বিএনপির ক্ষমতায় এসে দুদিনের সাপ্তাহিক ছুটি বাতিল করে শুক্রবার সাপ্তাহিক ছুটি করে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার করে।

এ বিষয়ে জন প্রশাসন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবাহান শিকদার নতুন বার্তাকে বলেন, “এ ধরনের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে স্বাক্ষর করলে তা পরে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী স্বাক্ষর না করলে তা হবে না।”


কপিলমুনিতে কপোতাক্ষের কান্না চলচিত্রের শুটিং ও শুভ মহরত

বুধবার সকাল ৯ ঘটিকায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির মাঠে কপোতাক্ষের কান্না ছবির শুভ মহরত ঘোষনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হরেকৃঞ্চ দাশ। মহরত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আফসার আলী, এম বজলুর রহমান এবং ছবির কাহিনী সংলাপ ও চিত্র নাট্যকার সাঈদ হোসেন লাভলু।

নাট্যকার মৃতপ্রায় কপোতাক্ষ নদী অববাহিকার মানুষের দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার কাহিনী নিয়ে ছায়াছবি তৈরী করে দেশের মানুষ, সরকার এবং আর্ন্তজাতিক মহলের দৃষ্টি আকর্ষন করে কপোতাক্ষ খননের আন্দোলনকে বেগবান করার জন্যে এই ছবি নির্মান করতে চান। এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে সহচরী বিদ্যামন্দিরের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।


কপিলমুনির নোয়াকাটি অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন

কপিলমুনির নোয়াকাটি সার্বজনীন পূজা মন্দিরে অষ্ট প্রহরব্যাপী ২য় তম মহানাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশমার্তৃকা ও বিশ্ব জননীর সকলের মঙ্গল কামনায় মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করেন নোয়াকাটি মহানাম যজ্ঞ কমিটি। এতে অত্র এলাকাসহ দুরদুরন্ত থেকে সনাতন হিন্দু ধর্মের ধর্মপ্রাণ হাজার হাজার ভক্তবৃন্দ যজ্ঞানুষ্ঠানে উপস্থিত হন।

গত ১৮ই চৈত্র ১লা এপ্রিল থেকে অনুষ্ঠানের শুভসূচনা হয় এবং ২০ চৈত্র ৩রা এপ্রিল উষালগ্নে মহানাম সমাপন, কুঞ্জভঙ্গ, নগর কীর্ত্তন, মধ্যাহ্নে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা ও মহা প্রসাদ বিতরনের মধ্যদিয়ে এর সমাপ্তি ঘটে।

পাইকগাছায় আকবর হজ্ব গ্রুপের সুধী ও হাজী সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় আকবর হজ্ব গ্রুপ বাংলাদেশের উদ্যোগে সুধী ও হাজ্বী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলহাজ্ব মাওঃ আকবর হুসাইনের সভাপতিত্বে ও মাওঃ রইসুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আকবর হজ্ব গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মুফতী লুৎফর রহমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, আ’লীগ নেতা আনোয়ার ইকবাল মন্টু।

বক্তব্য রাখেন ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওঃ জালাল উদ্দিন, সেক্রেটারী মাওঃ সোলাইমান হোসাইন নোমানী, আলহাজ্ব মাওঃ মনিরুল ইসলাম, আলহাজ্ব জবেদ আলী, আলহাজ্ব আব্দুস সোবহান সরদার, আলহাজ্ব রেজাউল করিম, আলহাজ্ব জবেদ আলী, আলহাজ্ব আব্দুস সবুর, মাওঃ সাইফুল ইসলাম সাহিদ।


পাইকগাছায় অতি দরিদ্র নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ

পাইকগাছায় প্রদীপন সিঁড়ি প্রকল্পের অতি দরিদ্রদের জন্য অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্প ব্যবস্থাপক সুবীর কুমার সাহা, সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন, ইকরামুল ইসলাম, উপজেলা ইনচার্জ কামরুন্নাহার, বিচিত্রা বিশ্বাস ও রিতা রায়। অনুষ্ঠানে ৪৫ জন হতদরিদ্র নারীকে ১টি করে সেলাই মেশিন ও অন্যান্য উপকরণ প্রদান করা হয়।