Friday, November 29, 2013

খুলনা-৬ আসনে জাপা প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন উপজেলা সভাপতি (জাপা) মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বি.দ্র. :: এটি একটি রাজনৈতিক রিপোর্ট কিন্তু এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্য
Voice of Paikgacha’র নেই। জন্মলগ্ন থেকেই Voice of Paikgacha রাজনৈতিক সংবাদ পরিহারের চেষ্টা করে আসছে।

কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে একাধিক পাঠকের আনুরোধের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করা হল। খুলনা-৬ আসনে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত হলে, এ সংক্রান্ত সংবাদ
Voice of Paikgacha’য় প্রকাশ করা হবে।

অবরোধে শনিবারের পিএসসি পরীক্ষা ৬ ডিসেম্বর

বিরোধী দল অবরোধের ডাক দেয়ায় শনিবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এই পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শুরু হবে বলে শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান।

শনিবার থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ

ফের টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।

শুক্রবার রাত ১০টার দিকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

কপিলমুনিতে কে এই পাগল ?

গত ১ মাস ধরে পাইকগাছার কপিলমুনি বাজারে ৫০ উর্দ্ধো বয়সে পাগল বেশে এক ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে। মানুষের দোকানে দোকানে গিয়ে ভাত খাবার কথা বলে ২ টাকা থেকে ১০ টাকা নিচ্ছে। 

সে তার নাম বলছে ইন্দ্রজিৎ গোস্বামী, পিতার নাম বলছে পিয়েন গোস্বামী। বাড়ি যাদবপুর কলকাতা। পাগল বেশে এই ব্যক্তির সঠিক কোন পরিচয় না মিললেও অনেকেই বলছে সে মানষিক রোগী। অনেকের নিকট এই ব্যক্তি বলেছে, ভারতের যাদবপুরে তাদের ৪তলা বাড়ি আছে। তারা ৭ ভাই বোন। সে অটো ব্যবসা করতো। তার ৮/১০ অটো আছে। বাড়িটি দখল করে নিয়েছে বাড়ির ভাড়াটিয়ারা। পিতার কোন খোজ নেই। ৬ বোনও তার কোন খোজ নেয়না। সে সীমান্ত দিয়ে বাংলাদেশে এসেছে।

আসলে এসব কথা পাগল ইন্দ্রজিৎ বললেও এর কোন সত্যতা আছে কিনা জানা যায়নি। বর্তমানে পাগরটি কপিলমুনি বাজারে অবস্থান করছে।

কপিলমুনিতে নিরাপদ সড়কের সহযোগী অফিসের উদ্ধোধন

বুধবার সন্ধ্যায় কপিলমুনি বাজারের দক্ষিণ প্রান্তে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সহযোগী অফিস ও রাফিদ এন্টার প্রাইজের শুভ উদ্ধোধন করা হয়। ফিতা কেটে এর উদ্ধোধন করেন, উপজেলার জনপ্রিয় পথ শিল্পী সরদার ইছার উদ্দিন। 

এ সময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় সদস্য ও পাইকগাছা দক্ষিণাঞ্চলের সভাপতি এইচ, এম শফিউল ইসলাম, ফাষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের অফিসার সোলাইমান হোসেন, মহাসিন হোসেন, কপিলমুনি প্রেস ক্লাবের সভাপতি শেখ সালাম, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক শেখ মোসলেহ উদ্দিন বাদশা, সাংবাদিক এ, কে আজাদ, চারু শিল্পী হিরালাল সিংহ, শংকর সাধু, আবুবক্কর হাজরা, ডাঃ আজমল হোসেন, আব্দুস সাত্তার, খুলনা ভিশনের কপিলমুনি পরিচালক দয়াল সাধু, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মঈন, নূর ইসলাম প্রমুখ।

পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন, শ্রীরামপুর জামে মসজিদের খতিব মুফতি মাওঃ আব্দুল হান্নান।

মৃত্যুদাবীর টাকা পরিশোধে ইন্সুরেন্স কোম্পানীর টালবাহানা

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ পাইকগাছা শাখার কর্তৃপক্ষের বিরুদ্ধে মৃত্যুদাবীর টাকা পরিশোধ না করার অভিযোগ উঠেছে। ভূক্তভোগী পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বছরের পর বছর ধর্না দিচ্ছে বলে জানা যায়। এ ঘটনা জানার পর সংশ্লিষ্ট কোম্পানী থেকে আগ্রহী গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানা গেছে।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার শিলেমানপুর গ্রামের আলহাজ্ব মুনসুর আলী মোড়লের পুত্র মোঃ অহিদুজ্জামান ২০০৯ সালের ২৪ ডিসেম্বর ৫ লাখ টাকা মূল্যের ইনহাউজ পলিসি বীমা চালু করেন। যার পলিসি নং-০৭০০০১৫৪০২-৬, এমএম কোড নং-৭৫৫৬।

এদিকে বীমা চালু করার পর ২০১০ সালে ৩০ আগষ্ট অহিদুজ্জামান স্বাভাবিক মৃত্যুবরণ করে। মৃত্যুর কয়েকমাস পর বীমার নমিনি ও অহিদুজ্জামানের মা আয়রা বেগম ইউপি চেয়ারম্যানের মৃত্যুসনদপত্র সহকারে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বরাবর মৃত্যু দাবী টাকা পাওয়ার জন্য আবেদন করেন। উক্ত আবেদনে খুলনা ডিভিশন ইনচার্জ মোস্তফা হামিদী স্বাধীন আবেদন সত্য এবং মানবিক দিক বিবেচনা করে মৃত্যুদাবী টাকা প্রদানের জন্য সুপারিশ করেন।

এদিকে মৃত্যুর ২ বছর অতিবাহিত হলেও মৃত্যুদাবী টাকা না পাওয়ায় ভূক্তভোগী পরিবারের লোকজন মানবেতর জীবনযাপন করছে। ভূক্তভোগী আয়রা বেগম জানান, স্থানীয় জোন অফিস কর্তৃপক্ষ আজ হবে কাল হবে বলে টালবাহানা করে আসছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ায় সংশ্লিষ্ট কোম্পানী থেকে আগ্রহী গ্রাহকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন।

এ ব্যাপারে স্থানীয় জোন অফিসের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, ২০০৯ সালে চালু হওয়া এই বীমা পলিসিটির মাঝপথে সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষ বীমার দাবীকৃত টাকা ফেরৎ দেয়ার উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে অহিদুজ্জামানের মৃত্যুদাবী বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পাইকগাছায় বিএনপি ও জামায়াতের ৫ নেতা আটক

পাইকগাছায় সাবেক কমিশনারসহ বিএনপি ও জামায়াতের ৫ নেতাকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা ও রাতে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতদের বৃহস্পতিবার সকালে পুলিশের উপর হামলা ও ভাংচুর মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

থানা পুলিশ সুত্রে জানা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় থানা পুলিশ বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গদাইপুর ইউনিয়ন জামায়াতের ধর্ম বিষয়ক সম্পাদক মৃত রজব শেখের পুত্র আবু বকর সিদ্দিক (৫১), প্রচার সম্পাদক মোঃ সাকাম সরদারের পুত্র আব্দুর রহমান সরদার (৪৫), চাঁদখালী ইউপি’র দেবদুয়ার গ্রামের শেখ আব্দুল বারীর পুত্র শেখ হাফিজুল ইসলাম (৩৫) ও আগড়ঘাটা গ্রামের নওশের মোড়লের পুত্র জামায়াত নেতা মিজানুর রহমান এবং রাতে অভিযান চালিয়ে পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার গাজী সৈয়েদুর রহমানের পুত্র বিএনপি নেতা গাজী আব্দুস সালামকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটক হাফিজুলের বিরুদ্ধে ৩টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে এবং নির্বাচন কাজে বাঁধা ও নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে।

শনিবার সব ব্যাংক খোলা

আগামী শনিবার ৩০ নভেম্বর সব ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বৃহস্পতিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সচিবালয় মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান।

তিনি জানিয়েছেন, সব তফশীলি ব্যাংকগুলোকে আগামী শনিবার খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে। যাতে আগামী নির্বাচনের মনোনয়ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিতে পারেন।

কপিলমুনিতে শান্তিপূর্ণ অবরোধ পালিত

কপিলমুনিতে অবরোধে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অবরোধ পালিত হয়েছে। বৃহস্পতিবার হাটের দিনে সর্বত্র দোকান পাট খোলা ছিল। দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ভাড়ায় চালিত অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বাজারে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল দিতে দেখা গেছে।

জানা গেছে, সমঝোতা ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা দেয়ায় তা প্রত্যাহারের দাবীতে বিএনপি নের্তৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা অবরোধ ও পরে আরো ১ দিন বৃদ্ধি করে বৃহস্পতিবার ৬০ ঘন্টা অবরোধ আহবান করে ১৮ দলীয় জোট।

পাইকগাছায় নবলোক পরিষদের কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় নবলোক পরিষদের টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের সমস্যা অগ্রাধিকারকরণ ও সমাধানে কার্যকর কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নবলোক পরিষদ কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, কাজী নিয়ামূল হুদা কামাল, এসএম তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, জাহানারা বেগম, পৌর প্রকৌশলী কামরূল আকতার, সাংবাদিক আজিজ, নবলোক পরিষদের মনিটরিং অফিসার লিটন হালদার, প্রকল্প সুপারভাইজার সুমন হাসান খান, নাজমিন নাহার, গোবিন্দ লাল বাছাড়, লক্ষ্মীরাণী সরদার, আসমা খাতুন, জাহানারা বেগম, রওশানারা ও রেহানা পারভীন।

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সুন্দরবন সুরক্ষায় সুপারিশমালা তৈরী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজ। প্রধান অতিথি ছিলন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম।

বক্তব্য রাখেন, সুন্দরী প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া, ফিল্ড অর্গানাইজার আমিনুর রহমান, উপজেলা পরিষদের সিএ গোলাম সরোয়ার।