Tuesday, January 14, 2014

ফকিরাবাদ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ

পাইকগাছার ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিকের বিরুদ্ধে নানবিধ অভিযোগ উঠেছে। এ ব্যাপারে এলাকাবাসী শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, প্রধান শিক্ষক মাহামুদ গাজী’র বাড়ির পাশেই ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টির আবস্থান হওয়াই স্থানীয় ব্যক্তি হিসাবে এলাকাবাসীকে উপক্ষা করে ক্ষমতার অপব্যবহার করে আসছেন। তিনি সার্বক্ষনিক ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকায় ব্যাহত হচ্ছে বিদ্যালয়ের পাঠ দান।

এছাড়াও শিক্ষকের বিরুদ্ধে অন্যের সম্পতি জবর-দখল করার অভিযোগে গতকাল ৫ জানুয়ারী তাকে আসামী করে একই এলাকার আবিরুল ইসলাম পাইকগাছায় থানায় মামলা করেন। যার নং ৫। এসব নানাবিধ অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

রাবির সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সকল ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। রাবি জনসংযোগ প্রশাসক ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ২৩ থেকে ২৭ জানুয়ারি ভর্তি পরীক্ষার নতুন তারিখ ও সকল ইউনিটের সময়সূচি ঘোষণা করা হয়।

পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এ (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এ (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-বি (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-বি (জোড় রোল নম্বর) এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২৪ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা ইউনিট-ই (বিজোড় রোল নম্বর) ও সকাল সোয়া ১০টা থেকে সোয়া ১১টা ইউনিট-ই (জোড় রোল নম্বর), দুপুর ১২টা থেকে ১টা ইউনিট-ডি (বাণিজ্য: বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-ডি (বাণিজ্য : জোড় রোল নম্বর ও সকল অ-বাণিজ্য রোল নম্বর)।

২৫ জানুয়ারি শনিবার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-সি (বিজোড় রোল নম্বর) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-সি (জোড় রোল নম্বর), দুপুর ১টা থেকে ২টা ইউনিট-এইচ (বিজোড় রোল নম্বর) ও বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা ইউনিট-এইচ (জোড় রোল নম্বর)।

২৬ জানুয়ারি রোববার সকাল ৯টা থেকে ১০টা ইউনিট-এফ (বিজ্ঞান গ্রুপ) ও বেলা ১১টা থেকে ১২টা ইউনিট-এফ (অ-বিজ্ঞান গ্রুপ), দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ-ইউনিটে এমসিকিউ পরীক্ষায় পাশ নম্বর ন্যূনতম ৪০ প্রাপ্তদের লিখিত পরীক্ষার সময়সূচি: ২৭ জানুয়ারি সোমবার বাংলা, আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের লিখিত পরীক্ষা, চারুকলা এবং নাট্যকলা ও সঙ্গীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা যাবে।

রাবি জনসংযোগ প্রশাসক প্রফেসর ড. ইলিয়াস হোসেন জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।

এছাড়াও ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জানা যাবে বলেও জানান তিনি।

পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরি

পাইকগাছায় আবারও মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার সকালে ব্র্যাক ব্যাংক পাইকগাছা ব্র্যাঞ্চের সিনিয়র কর্মকর্তা ও তালা উপজেলার মহান্দী গ্রামের মৃত শেখ এনায়েত আলীর পুত্র আব্দুর রাজ্জাকের ব্যবহৃত হিরো হোন্ডা স্প্যালেন্ডার ঢাকা মেট্রো-হ-৩১-৮১১৬ গাড়িটি ব্যাংকের সামনে রাস্তার উপর রেখে অফিসে যান, কিছুন পর ফিরে এসে দেখেন মটরসাইকেলটি নাই।

এ ব্যাপারে আব্দুর রাজ্জাক থানায় অভিযোগ দায়ের করেছে। অনেকদিন পর মটরসাইকেল চোর সিন্ডিকেট আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে বলে এলাকাবাসী মনে করছেন।

দিপ্তী মোবাইল কর্নারে আলোচিত চুরির ঘটনায় যশোরের দু’ব্যক্তি আটক

পাইকগাছার পৌর সদরে আলোচিত দিপ্তী মোবাইল কর্ণারে চুরির ঘটনায় উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে থানা পুলিশ যশোর থেকে দু’ব্যক্তিকে আটক করা করেছে। এ ঘটনায় এর আগে স্থানীয় ৫ যুবকসহ পাবনার ঈশ্বরদির এক ব্যবসায়ীকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর গভীর রাতে পৌর সদরের কুমারেশ মন্ডলের দিপ্তী মোবাইল কর্ণারে দূধর্ষ চুরি সংগঠিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে ৬ ব্যক্তিকে আটক করা হলেও সর্বশেষ উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে চিহ্নিত করার মাধ্যমে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জালাল শনিবার অভিযান চালিয়ে যশোর থেকে পিরোজপুর জেলার কুমার খালী গ্রামের মৃত তৈয়ব আলী গাজীর পূত্র তহিদুল ইসলাম খোকন (৪০) কে এবং গোপালগজ্ঞ জেলার কাশিয়ানি থানার তাড়াইল বাজার গ্রামের দুলাল চন্দ্র অধিকারীর পূত্র মোহন অধিকারী (৩৫) কে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মশিউর রহমান জানান, আটক দু’ব্যাক্তি বর্তমানে যশোরের বাসিন্দা। স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করা হয়। ইতোমধ্যে চোরাইকৃত ২০ টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

পাইকগাছায় দু’সহযোগীসহ সন্ত্রাসী ছাব্বির আটক; অস্ত্র ও গুলি উদ্ধার

গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পাইকগাছা থেকে ৩ সন্ত্রাসীকে আটক করেছে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক ডুমুরিয়ার একটি বাগান থেকে দেশী তৈরী দু’টি পাইপগান ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, খুলনার এএসপি বি সার্কেল আব্দুল কাদের বেগ ও ডিবি পরিদর্শক ত ম রোকনুজ্জামানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাইকগাছা উপজেলার চৌহমনি বাজার থেকে ফুলতলা উপজেলার ধোপাখোলা গ্রামের মৃত তাজউদ্দিনের পুত্র সাব্বির আহম্মেদ মোল্যা (২৮) কে আটক করে।

পরে তার সহযোগী দেলুটি ইউনিয়নের আসাননগর গ্রামের সুভাষ মন্ডলের পুত্র মিহির মন্ডল (২৫) এবং ডুমুরিয়া উপজেলার চিংড়া গ্রামের বারিক মোল্যার পুত্র হালিম ম্ল্যোল্লা (৩০) সহ ৩ সন্ত্রাসীকে আটক করে।

আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক ডুমুরিয়ার মধ্যপাড়া জনৈক মুজিবরের বাঁশ বাগান থেকে ২টি দেশী তৈরী পাইপগান ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয় বলে এএসপি বি সার্কেল আব্দুল কাদের বেগ জানান।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

আজ ১২ রবিউল আউয়াল। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। আস্সালামু আলাইকুম ইয়া রাসুলুল্লাহ (সাঃ), আস্সালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ (সাঃ)। আজ এমন একদিন যে দিন বিশ্ব মানবের ইতিহাসে আলোকিত দিন।

আজ থেকে চৌদ্দশত বছর আগে এক আইয়ামে জাহেলিয়াতের যুগে, অন্ধকার যুগে পবিত্র মক্কার বিখ্যাত কোরাইশ গোত্রে সুবেহ সাদিকের সময় মা আমিনার কোলে আবির্ভূত হন বিশ্বমানবতার মহান দূত, মানব মুক্তির দিশারী, নবীকূল শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ (সাঃ)। আবার ৬৩ বছর বয়সে এ দিনেই তিনি মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন।

তাঁরই আবির্ভাবের মধ্য দিয়ে মানব জাতির প্রকৃত মুক্তির দিশা সূচিত হয়। ছোট কাল থেকে তিনি আল আমিন বা বিশ্বাসী হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেন। তাঁর চারিত্র্যিক মাধুর্য, মানুষের প্রতি তাঁর অকৃত্রিম দরদ জগতে আজও যেমন অদ্বিতীয় তেমনি ইহজগতে এবং পরজগতে কারও থাকবে না।

চল্লিশ বছর বয়সে তিনি নবুয়াতপ্রাপ্ত হন এবং মহান আল্লাহর বাণী পবিত্র কোরাআন নাযিল হয় তাঁর উপর। নবুয়াত প্রাপ্তির পর থেকে ওফাত পর্যন্ত সমগ্র জীবন তিনি মহান আল্লাহ পাকের বাণী নিজের জীবনে পরিপূর্ণরূপে ধারণ, পালন, প্রচার, একত্ববাদের প্রতিষ্ঠা এবং শান্তিময় বিশ্ব স্থাপনে, সমাজ ও ব্যক্তি জীবনের মহান আদর্শ স্থাপনে কাজ করে গেছেন। মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তি, শান্তির পথ প্রদর্শন করে গেছেন। সব কাজে, সব ক্ষেত্রে কেবলমাত্র মহান আল্লাহ পাকের কাছে নিজেকে সোপর্দ করা, তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি পরম দয়ালু, দাতা, ক্ষমাকারী, তিনি পরাক্রমশীল, সমস্ত শক্তির সর্বময় ক্ষমতার অধিকারী-এ শিক্ষা, এ মহান সত্যের প্রতি ডাক দিয়েছেন। মহান আল্লাহ পাকের দীনকে প্রতিষ্ঠার জন্য নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তেইশ বছরের নবুয়াতির জীবনে তিনি যে আদর্শ রেখে গেছেন কেয়ামত পর্যন্ত তা-ই মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে।

মহান আল্লাহ পাক পবিত্র কোরআনে পাকের মাধ্যমে তাঁকে রহমাতুল্লে আল আমিন রূপে প্রেরণের ঘোষণা করেছেন। মহান আল্লাহ পাকের বাণী পবিত্র কোরআন এবং রাসূলে পাক(সাঃ) এর হাদীস কেয়ামত পর্যন্ত মানুষের ইহলৌকিক ও পারলৌকিক মুক্তির একমাত্র অবলম্বন হয়ে থাকবে। আজ এ দিনে নবী মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক আলোচনার মাধ্যমে তাঁর আদর্শ অনুসরণ ও প্রতিপালন করেই একমাত্র ব্যক্তি, সমাজ এবং বিশ্বে শান্তি আসতে পারে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আজ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি এবং ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আজ মিডিয়ায় দিনটির বিশেষ গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার এবং সংবাদপত্রে বিশেষ নিবন্ধ প্রচার করা হবে।

পাইকগাছায় টানা হরতাল অবরোধে ব্যাংক লেনদেন ব্যাহত

পাইকগাছায় টানা হরতাল ও অবরোধে সরবরাহ না থাকায় রাষ্ট্রীয়াত্ব ও বাণিজ্যিক ব্যাংকগুলোতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে লেনদেন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ গ্রাহকরা। হুমকির মুখে ব্যবসা বাণিজ্য। বেতনের অভাবে মানবেতর জীবন-যাপন করছে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।

সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তপশীল ঘোষণার পর হতে অদ্যাবধি ১৮ দলীয় জোটের ডাকা টানা হরতাল অবরোধের কারণে অর্থ সরবরাহ বন্ধ হয়ে গেছে ব্যাংকগুলোর। উপজেলা সদরে অবস্থিত সোনালী, রূপালী, জনতা, ইসলামী ও সোস্যাল ইসলামী ব্যাংকসহ প্রতিটি ব্যাংকেই একই সংকট সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। গত দু’সপ্তাহ ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে মোটা অংকের কোন টাকা প্রদান করতে পারছেন না বলে ভূক্তভোগীরা জানিয়েছেন।

প্রদীপন সিঁড়ি প্রকল্পের ইনচার্জ কামরুন্নাহার জানান, ১৩ লাখ টাকা উত্তোলনের জন্য তিনি গত ১০দিন ধরে ব্যাংকে ধন্যা দিচ্ছেন। প্রকল্পের ৫শ ভূক্তভোগী প্রতিদিন অফিসে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন জানান, গত এক সপ্তাহে তিনি ১ লাখ টাকা উত্তোলন করতে পারেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী জানান, গত ১২ দিনের মধ্যে জানুয়ারী মাসের বেতন ভাতা প্রদান করা সম্ভব হয়নি। প্রায় দু’শ কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবন যাপন করছে বলে তিনি জানান। টানা হরতাল ও অবরোধের কারণে এ সংকট সৃষ্টি হয়েছে বলে সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম জানান।