Saturday, November 23, 2013

পাইকগাছায় মাদকসহ আটক ৩

পাইকগাছায় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ৩ জনের ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ী থেকে ১১ লিটার মদ, ৬ গ্রাম হিরোইন, ৩শ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে খুলনার মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে ও মাদকদ্রব্য আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর খুলনার পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্মকর্তারা অভিযান চালিয়ে উপজেলার আগড়ঘাটা গ্রামের খোদাবক্স মোড়লের পুত্র আসলাম পারভেজ (২৮) কে মাহমুদকাটিস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান ফাতেমা হোমিও ক্লিনিক থেকে ১শ এম এল এর ৮৪ বোতল, ২ লিটারের ২ বোতলসহ (১১ লিটার মদ) আসলাম পারভেজকে, ৬ গ্রাম হিরোইনসহ বন্দিকাটি গ্রামের কওসার গাজীর পুত্র হারুন অর- রশীদ মাইকেল (৩২) কে এবং ৩শ গ্রাম গাঁজাসহ রামনাথপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র শেখ জাহাঙ্গীর (৪৫) কে আটক করা হয় বলে উপ-পরিদর্শক মোজাম্মেল হক জানান।

গাঁজাসহ আটক জাহাঙ্গীরকে খুলনায় ভ্রাম্যমান আদালতে বিচার করা হবে বলে তিনি জানান। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পাইকগাছায় ইসলামী ব্যাংকের উদ্যোগে ২৫ শিশুকে সুন্নতে খাতনা

পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ২৫ শিশুকে ফ্রি সুন্নতে খাতনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে নূরজাহান মেমোরিয়াল ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাতনা অনুষ্ঠানের উদ্ভোধন করেন ইসলামী ব্যাংক স্থানীয় শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিশু সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল আজিম, ডাঃ মুহাম্মদ কওসার আলী গাজী, ডাঃ জিনাত গুলসান, দি একমি ল্যাবটরিজ লিমিটেডের রিজিওনাল সেলস ম্যানেজার মৃধা মোস্তাক আহম্মেদ, পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তা আব্দুস সালাম মল্লিক, মোঃ আক্তারুজ্জামান, আব্দুল মান্নান, আব্দুর রহমান, মোঃ আব্দুল্লাহ, নূরে আলম শেখ, ইকরাম হোসাইন, ইয়াছিনুর রহমান ও আবু সাঈদ।

অনুষ্ঠানে খাতনাপ্রাপ্ত শিশুদের মধ্যে বিনামূল্যে ঔষধ, লুঙ্গি, গেঞ্জী ও খাবার বিতরণ করা হয়।

পাইকগাছা পৌরসভা মৎস মার্কেট


স্মৃতিশক্তি কম ? বাড়িয়ে নিন !!!

►সকালের নাশতা সময় মত খাবেন, কোন ভাবেই যেন বাদ না পারে। সকালে নাশতা না করলে রক্তে গ্লুকোজের মাত্রা দ্রুত হ্রাস পায় এবং পুষ্টির অভাবে মাথার কার্যকারিতা মন্থর হয়ে পড়ে।

►গোলাপ ফুলের সুগন্ধি নিন। গোলাপ ফুলের সুগন্ধ সেলিব্রাল কর্টেক্সের তত্পরতা আরো সক্রিয় করে তোলে, যা স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে।

►বেশি করে কিশমিশ খেলে স্মৃতিশক্তি বাড়ে। কিশমিশে আছে মানবদেহের জন্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বোরন। প্রতিদিন ৩.২ মিলিগ্রাম বোরন খেলে স্মৃতিশক্তি ও মনোযোগের ক্ষমতা ১০ শতাংশ বাড়বে। ২৫ গ্রাম কিশমিশের মধ্যে রয়েছে ৩.২ মিলিগ্রাম বোরন।

►একটানা ঘুমান, একটানা ঘুমালে মাথার সেলিব্রাল অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। সেলিব্রাল মানুষের চিন্তার গতি ও সঠিকতা নির্ধারণ করে। সেজন্য পর্যাপ্ত ও গভীর ঘুম মানুষের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে।

►যে হাত বেশি ব্যবহার করা হয় না, সেটা বেশি করে চর্চা বা ব্যবহার করুন। যারা ডান হাত বেশি ব্যবহার করেন, তারা মাঝে মধ্যেই বাম হাত দিয়ে দাত ব্রাশ করুন, বল খেলুন ইত্যাদি। এ ধরনের চর্চা স্নায়ু কোষ উন্নতির জন্য সহায়ক।