Tuesday, April 2, 2013

পাইকগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়ছিল "অটিজম জীবনের সাহসী যাত্রা"। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়াম ভবনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ সাফিকুল ইসলাম, ডাঃ প্রশান্ত মন্ডল,ডাঃ সঞ্জয় কুমার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সহকারী মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় কুমার মন্ডল, দেলোয়ার হোসেন ও নার্গিস পারভীন।


পাইকগাছায় গাছের গুড়ি, ইট ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

পাইকগাছায় বিক্ষিপ্ত বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধের মধ্যে দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার সকালে হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং শেষে তেলের পাম্প হতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরল বাজারে গিয়ে শেষ হয়।

পরে নেতাকর্মীরা সরল বাজার, চারাবটতলা ও পৌর এলাকার শেষ প্রান্তে প্রধান সড়কে গাছের গুড়ি, ইট ফেলে রেখে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সকাল থেকেই দুরপাল্লার কোন বাস চলাচল করেনি, অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। তবে অফিস, ব্যাংক, বীমা, ছিল অনেকটাই স্বাভাবিক।

অপরদিকে সকাল ১০ টার দিকে থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


পৌর ছাত্রলীগের ৩৩ নেতাকর্মীর একযোগে স্বেচ্ছায় পদত্যাগ

পাইকগাছায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ ৩৩ নেতাকর্মী একযোগে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত ২৮ মার্চ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক বরাবর পদত্যাগপত্র জমা দেয়া হয় বলে জানাযায়।

জানাযায়, সম্প্রতি পৌর ছাত্রলীগের সভাপতিসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় নেতাদের সাথে অসাদাচরণ করার অভিযোগ ওঠে। এ নিয়ে দলের উর্দ্ধতন নেতাদের সাথে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরোধ দেখা দেয়। এরই সুত্রধরে গত ২৮ মার্চ পৌরছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলামসহ ৫১ সদস্যবিশিষ্ট পৌর কমিটির ৩৩ নেতাকর্মী একযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেয়।

এ ব্যাপারে পৌর ছাত্রলীগের সভাপতি মফিজুল ইসলাম পদত্যাগপত্র জমা দেয়ার কথা স্বীকার করলেও কোন মন্তব্য করতে রাজি হয়নি।

তবে কিছুটা অভিমানের বহিঃপ্রকাশ বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রনেতা জানান। পদত্যাগপত্র গ্রহন করা হয়নি বলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ জানান। এ ধরনের কোন পদত্যাগপত্র পাওনা যায়নি বলে জেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত হোসেন পল্টু জানান।

উন্নয়নে বরাদ্দ কোটি টাকার বাজেট ফেরৎ যাওয়ার অপেক্ষায়

পাইকগাছা উপজেলার ১নং হরিঢালী ইউনিয়নের উন্নয়নে আসা প্রায় কোটি টাকার সরকারী বাজেট ফেরৎ যাওয়ার অপেক্ষায় রয়েছে। ইউপি চেয়ারম্যান এস এম রফিক উদ্দিন অসুস্থ্য থাকার কারনে দীর্ঘদিন ইউনিয়নে অনুপস্থিত থাকায় এ সব বাজেট ফেরৎ যাওয়ার পথে বলে সংশ্লিষ্ট একাধিক সুত্রে এ তথ্য জানাগেছে। ইউনিয়নের উন্নয়ন প্রশ্নে দেখা দিয়েছে চরম হতাশা।

আদৌ এ সব বাজেট ইউনিয়নের উন্নয়নে কাজে আসবে? না সেগুলি ফেরৎ যাবে এমন প্রশ্ন ইউপি সদস্যসহ এলাকাবাসীর।

সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, উপজেলার ১নং হরিঢালী ইউপি চেয়ারম্যান এস এম রফিক উদ্দিন প্যারালাইসিস জনিত কারনে প্রায় ৯/১০ মাস যাবৎ চিকিৎসাধীন রয়েছেন। এমতাবস্থায় ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট সকল কাজে চেয়ারম্যানের অনুপস্থিতি যেন বিড়াম্বনাসহ সার্বিক উন্নয়নের ক্ষেত্রে বাধাগ্রস্থ হয়ে দাড়িয়েছে। যার ফলে ইউনিয়নবাসী পরিষদ সংশ্লিষ্ট সকল সুযোগ সুবিধা থেকে এক প্রকার বঞ্চিত হয়ে পড়েছে। একইভাবে চেয়ারম্যানের অনুপস্থিতির কারনে ইউপি মামলার বিচার প্রক্রিয়া নিয়েও বিচারপ্রার্থীদের নানাভাবে হয়রানী হতে হচ্ছে। অথচ ইউনিয়ন পরিচালনার জন্য কোনো ব্যবস্থা এমনকি ভারপ্রাপ্ত কোন চেয়ারম্যান অদ্যবধি নিয়োগ করা হয়নি। এ সকল বিষয়ে নেই কার্যকর কোনো পদক্ষেপ। ইতোমধ্যে পরিষদ সংশ্লিষ্ট কাজে গতি বৃদ্ধির জন্য প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হলেও ইউনিয়নের উন্নয়নের জন্য তা আশানুরূপ নয়। কারন হিসাবে পুর্ণ ক্ষমতা প্রাপ্ত না হবার কারনে প্যানেল চেয়ারম্যান ইউনিয়নের উন্নয়নে তেমনটি কাজে আসছে না।

সুত্রমতে, চেয়ারম্যানের অনুপস্থিতি আর পূর্ণ ক্ষমতা না পাওয়ার কারনে ইউনিয়নের উন্নয়ন খাতে বরাদ্ধ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রায় কোটি টাকার বাজেট এখন ফেরৎ যাওয়ার অপেক্ষায় রয়েছে। যার মধ্যে রয়েছে, টি, আর প্রকল্পে সাড়ে ৮ টন চাউল, কাবিখাপ্রকল্পের জন্য দু’দফায় ২২টন, শিশু কার্ড ২৪ মাসে জন্য ২ শ ৩ জন ও ৬০ দিনের কর্মসৃজন কর্মসুচির আওতায় ২’শ জন’র কাজ যা ১লা এপ্রিল’১৩ থেকে শুরু করার কথা। অথচ এ সব এখন অনিশ্চয়তার পথে। থমকে গেছে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম।

অন্যদিকে ইউনিয়নের উন্নয়নে এমপি কোটার বিশেষ বরাদ্ধের কাজ চলছে বলে জানাগেছে। এর মধ্যে রয়েছে, মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ আভ্যান্তরীন সড়কের সংষ্কার কার্যক্রম। এ বিষয় ইউপি’র নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান আকবার আলী আকু জানান, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে এ সব উন্নয়ন কার্যক্রম পিছিয়ে পড়েছে। কারণ এ সব বাজেট ক্ষমতাপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ছাড়া অন্য কেহ দায়িত্ব বুঝে নিতে পারেনা। এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান জানান, উল্লেখিত কাজ সমুহ সবই বাস্তবায়ন হবে। কোন অসুবিধা হবেনা।