Thursday, May 30, 2013

নিম্নচাপের প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

বঙ্গপোসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রভাবে পাইকগাছায় দিনভর ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় দূর্বল বেঁড়িবাঁধ উপচে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। এদিকে নিম্ন চাপের প্রভাবে মংলা সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী এলাকায় ৩নং সতর্ক সংকেত বলবৎ রয়েছে।

সুত্রমতে, বঙ্গপোসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি ঘনিভূত হয়ে গভীর নিম্নচাপে পরিনত হলে এর প্রভাবে বুধবার সকাল থেকে বিরামহীনভাবে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। বিপাকে পড়ে শ্রমজীবী মানুষেরা।

এদিকে নিম্নচাপের প্রভাবে শিবসা কপোতাক্ষসহ উপজেলার নদনদীগুলোতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন স্থানের দূর্বল বেঁড়িবাঁধ উপচে বিস্তৃর্ন এলাকা প্লাবিত হতে পারে বলে আশংকা হচ্ছে। নদীর পানি আর মাত্র ২ এক ফুট বৃদ্ধি পেলেই ওয়াপদার বাইরের নদীর চরের কয়েকশ চিংড়ী ঘের ভেসে যেতে পারে বলে এলাকাবাসীরা জানান।

পাইকগাছায় ইসলামী ব্যাংকের শিক্ষা উপকরণ বিতরণ

পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপহার হিসাবে নগদ অর্থ ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে ইসলামী ব্যাংক ভবনে পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা আব্দুস সালাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ২য় কর্মকর্তা মিজানুর রহমান। বক্তব্য রাখেন মোঃ আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্য পরিবারের ১৪৩ জন মেধাবী শিক্ষার্থী প্রত্যেকে নগদ ১৩০ টাকা ও একটি করে স্কুল ব্যাগ প্রদান করা হয়।


পাইকগাছার অভিভাবকহীন ইউনিয়নের নাম ১নং হরিঢালী

পাইকগাছা উপজেলার গুরুত্বপূর্ণ ইউনিয়ন ১নং হরিঢালী এখন অভিভাবকহীন। ইউপি চেয়ারম্যান এস এম রফিক উদ্দিন অসুস্থজনিত কারনে পদত্যাগ করায় দীর্ঘদিন অভিভাবকশুন্য হয়ে পড়েছে উপজেলার গুরুত্বপূর্ণ এ ইউনিয়নটি। ফলে পরিষদ সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ কাজে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় ইউনিয়নে উপনির্বাচন জরুরী বলে মনে করেন বিজ্ঞ মহল। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বিগত ২০১১ সালের মার্চে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার গুরুত্বপূর্ণ ১নং হরিঢালী ইউনিয়নে চেয়ারম্যানপদে নির্বাচিন হন এস এম রফিক উদ্দিন।

এরপর পরিষদ সংশ্লিষ্ট সকল কার্যক্রম এগিয়ে চললেও বিভিন্ন সময় ইউপি সদস্যদের বিতর্কিত কর্মকান্ডের কারনে নানা সমালোচনার মুখে পড়ে ইউনিয়নটি। এ সময় ইউপি চেয়ারম্যান এস এম রফিক উদ্দিনের শক্ত অবস্থানের কারনে সার্বিক বিষয় নিয়ে তেমন কোন অসুবিধা হযনি। ঘটনাক্রমে চেয়ারম্যান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এরপর থেকে পরিষদ সংশ্লিষ্ট কার্যক্রম বিঘ্নিত হতে থাকে। চেয়ারম্যানের দীর্ঘ চিকিৎসার পর শারীরিকভাবে আশানুরূপ উন্নতি না হওয়ায় ইউনিয়নবাসীর কথা চিন্তা করে গত ৭ মার্চ তিনি জেলা প্রশাসক বরাবর পদত্যাগপত্র জমাদেন। এরপর থেকে অদ্যবধি ইউনিয়নটি অভিভাবক শুন্য হয়ে পড়েছে।

এমতাবস্থায় ইউনিয়নে বিচারপ্রার্থীসহ পরিষদ সংশ্লিষ্ট সার্বিক কার্যক্রমে চরম বিঘ্নের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। নামমাত্র প্যানেল চেয়ারম্যান গঠন করা হলেও তাতে আশানুরূপ প্রতিফলন ঘটেনি। ইউনিয়নে চলছে ভুমি দখল আর ডিসিআর বানিজ্যের হলিখেলা। বর্তমানে কপোতাক্ষের জেগে ওঠা চর দখলে চলছে প্রতিযোগীতা। একইভাবে এ সব সরকারী সম্পত্ত্বির বন্দোবস্ত নিয়ে দলীল প্রক্রিয়ার নামে ও প্রাথমিক পর্যায় ডিসিআর এর নামে চলছে রমরমা বানিজ্য। লোপাট হচ্ছে কোটি কোটি টাকা। অথচ গুরুত্বপূর্ণ এ ইউনিয়ন দীর্ঘদিন অভিভাবক শুন্য অবস্থায় বিরাজ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন কুম্ভকর্ণের ঘুমে আচ্ছন্ন। ফলে একদিকে যেমন ইউনিয়নের সার্বিক আইন শৃঙ্খলা প্রশ্ন দেখা দিয়েছে। অন্যদিকে পরিষদ সংশ্লিষ্ট অনেক কাজ বিঘ্নিত হওয়ার আশংকা বিরাজ করছে।

অভিজ্ঞ মহলের মতে, ইউনিয়নের ভাবমুর্তি রক্ষাসহ সার্বিক কার্যক্রম সমুন্নত রাখতে ইউনিয়নে উপনির্বাচন অতিব জরুরী। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।