Monday, July 24, 2017

কমিটি আছে, কমিটি নেই- কি হচ্ছে পাইকগাছা উপজেলা ছাত্রলীগে?

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ২২ জুলাই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে খুলনার পাইকগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। সেই সাথে খুলনা জেলা শাখার সম্মেলনের পূর্ব পর্যন্ত কোনো কমিটি গঠন ও বিলুপ্ত করা যাবেনা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২১ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ খুলনা জেলা শাখার সভাপতি ও সম্পাদ স্বাক্ষরিত এক দলীয় প্যাডে সভাপতি ও সম্পাদক এর নাম উল্লেখ করে পাইকগাছা উপজেলা শাখার ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়। কিন্তু নতুন কমিটির আয়ু হয় মাত্র কয়েক ঘন্টা! ২২ জুলাই শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ পাইকগাছা উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

উল্লেখ, আগামী ২৭ জুলাই খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলনের দিন নির্ধারিত আছে। সম্মেলনের আগে প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কলেজ ও ওয়ার্ড কমিটি গঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দেয়। সর্বশেষ গত ১৩ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি প্রতিটি জেলা ও উপজেলাসহ সকল ইউনিটে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ২৫ জুলাইয়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশনা আছে বলে দলীয় একটি সূত্র জানায়। 
কয়েক ঘন্টার মধ্যে কমিটি বিলুপ্ত ঘোষণায় উপজেলা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা হতাশা ও নিন্দা জানিয়েছে। অন্যদিকে অপর অংশ কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
উপজেলায় দলীয় একাংশ বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ নূরুল হকের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করছে। অপর অংশ সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব আলী সানা, উপজেলা আ.লীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলী ও সদস্য সচিব মোঃ রশিদুজ্জামানের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করে আসছে।
গ্রুপিং এর কারণে ইতোপূর্বে দলের দুটি পক্ষের মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে। ক্ষমতাসীন দল হওয়া সত্ত্বেও মামলায় জড়িয়ে পড়েছে অসংখ্য নেতাকর্মী। 
উল্লেখ, উপজেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১০ সালে। সম্মেলনে শেখ আবুল কালাম আজাদকে সভাপতি ও এসএম আমিনুর রহমান লিটুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। গত ৭ বছরেও দলের গুরুত্বপূর্ণ এ অঙ্গ সংগঠনের সম্মেলন না হওয়ায় অনেকটা ঝিঁমিয়ে পড়েছে সাংগঠনিক কার্যক্রম। বেড়েছে নামধারী ছাত্রলীগ নেতাকর্মী। ছাত্রলীগ এবং নামধারী ছাত্রলীগের মধ্যে কয়েকটি সংঘাত-সংঘর্ষের ঘটনাও ঘটেছে ইতোমধ্যে।