Friday, April 4, 2014

অবহেলিত বিশ্ব বরেণ্য বিজ্ঞানী পি,সি রায়ের স্মৃতি বিজড়িত বসতবাড়ি

পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবী


বিশ্ব বরেণ্য বিজ্ঞানী রসায়নবিদ স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় (পি.সি রায়) ১৮৬১ সালের ২ আগস্ট পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদের তীরবর্তী রাড়ুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আরবী, ফার্সী ও ইংরেজী ভাষায় দক্ষ জমিদার হরিশ্চন্দ্র রায়। মাতা ভূমন মোহিনী দেবী। পিতা-মাতার আদরে সন্তানটি হলেন প্রফুল্ল চন্দ্র রায়। পিতা তাকে ডাকতেন ফুলু বলে। ফুলুর শিক্ষা জীবন শুরু হয় পাঁচ বছর বয়স থেকে।

১৮৬৬ থেকে ১৮৭০ সাল এ চার বছর কাটে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে। এরপর ১৮৭১ সালে ভর্তি হন কলিকাতার হেয়ার স্কুলে। তারপর ১৮৭৪ অ্যালবার্ট স্কুলে। এখান থেকেই ১৮৭৮ সালে এন্টান্স, ১৮৮১ সালে এফ,এ পাশ করেন তিনি। ১৮৮২ সালে প্রেসিডেন্সী কলেজে ভর্তি এবং অনার্স সহ স্নাতক শ্রেনীতে অসাধারন মেধার বলে তিনি গিলক্রিইষ্ট বৃত্তি নিয়ে চলে যান এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে। এখান থেকেই বি,এস,সি ডিগ্রি নেন।

রসায়ন শাস্ত্রে গবেষনারত প্রফুল্ল চন্দ্র মারকুইরাস নাইট্রাইট’এর মত রসায়ন শাস্ত্রে মৌলিক পদার্থ উদ্ভাবন করার মাধ্যমে চমকে দেন বিশ্বকে। এরপর থেকে সম্মান সূচক ডিগ্রী হিসেবে ১৮৮৬ সালে পি,এইচ,ডি, ১৮৮৭ সালে ডি,এস,সি, ১৯১১ সালে সি,আই,ই, ১৯১২ সালে আবার ডি,এস,সি, এবং ১৯১৮ সালে নাইট উপাধি পান।

ব্যক্তি জীবনে তিনি ছিলেন অবিবাহিত। দেশ-বিদেশে তার প্রতিষ্ঠত অসংখ্য সেবামূলক প্রতিষ্ঠান আজও মানব সেবা দিচ্ছে। অথচ ফাদার অফ নাইট্রাইট খ্যাত বিশ্ব বরেণ্য বিজ্ঞানী স্যার পি,সি রায়ের জন্ম ভিটা বাড়ির ভবনগুলো আজও অবহেলিত। ধসে ধসে পড়ছে ভবনের বিভিন্ন অংশ। স্বাধীনতার পরবর্তী সময় বিভিন্ন ভাবে অপচেষ্টা চলে পি,সি রায়ের জন্মভূমির স্মৃতি চিহ্ন বসতভিটা দখলের।

সর্বশেষ ২০০৯ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে স্মৃতিচিহ্ন বসতভিটা দখল নেয় স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে ফুঁসে উঠে পি,সি, প্রেমী এলাকার সচেতন মানুষসহ প্রসাসনের সর্বস্তরের কর্মকর্তা। কঠোর আন্দোলনের মুখে সে সময় রাতের অন্ধকারে ঐ স্থানের মূল্যবান সম্পদ নিয়ে পালিয়ে যায় কথিত দখলদাররা। গত কয়েক বছর যাবৎ সরকারি উদ্যোগে পালিত হয়ে আসছে তার জন্ম ও মৃত্যু বার্ষিকী। বর্তমানে পিসি রায়ের জন্ম ভিটাবাড়ি সরকারের প্রত্মতত্ত্ব বিভাগ সংরক্ষণ করছে।

দেশ-বিদেশে বিরল সাধনার ক্ষেত্রে স্যার জগদীশ চন্দ্র বসু ছাড়া এমনভাবে বাঙালী মানুষকে অন্য কেউ মহিমান্বিত করতে পারেনি। পি.সি রায় ছিলেন একাধারে বিজ্ঞানী, দার্শনীক ও শিল্পী। সমাজ সংস্কারে মানবতাবোধে উজ্জীবিত ছিলেন তিনি।

তদানিন্তন সময়ে পল্লী মানুষের অর্থনৈতিক উন্নয়নে সমবায় ব্যাংক পদ্ধতি চালু করেন। ১৯০৯ সালে নিজ জন্মভূমিতে কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। চারটি গ্রামের নাম মিলে ১৯০৩ সালে বিজ্ঞানী স্যার পিসি রায় দক্ষিণ বাংলায় প্রথম আর,কে,বি,কে হরিশচন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পিতার নামে এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। একই স্থানে স্যার পিসি রায়ের পিতা উপমহাদেশে নারী শিক্ষা উন্নয়নকল্পে ভূবন মোহিনীর নামে ১৮৫০ সালে রাড়ুলী গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। আজও প্রতিষ্ঠানগুলো স্বমহিমায় এগিয়ে চলেছে।

দেশ-বিদেশে তার স্থাপিত প্রতিষ্ঠান ও বিজ্ঞান সাধনা স্মরণ করে সর্বস্তরের মানুষ। ১৯৪৪ সালে ১৬ জুন কোন উত্তরসূরী না রেখে জীবনাবসান ঘটে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের।

বিশ্বখ্যাত বিজ্ঞানীর পদচারনা ও নিজ হাতের ছোঁয়ায় অসংখ্য প্রতিষ্ঠান আজও অবহেলীত রয়েছে। খুলনা জেলা থেকে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেনি পিসি রায়ের জন্মভূমি পর্যন্ত। পাইকগাছা উপজেলা থেকে এখনও বিছিন্ন ফাদার অফ নাইট্রাইট খ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্মস্থান রাড়ুলী গ্রামটি আজও অবহেলিত। সরাসরি সড়ক যোগাযোগের অন্যতম মাধ্যম বোয়ালিয়ায় কপোতাক্ষ নদের উপর আজও সম্পন্ন হয়নি নির্মাণাধীন ব্রীজটি। ফলে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক পর্যটকরা আসেন না।

এলাকাবাসীর মতে, বিশ্ব বরেণ্য এ বিজ্ঞানীর বসত বাড়িকে কেন্দ্র করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে দেশ-বিদেশের অসংখ্য পি.সি প্রেমী, বিজ্ঞানীর জীবনী সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। অপর দিকে অবহেলিত এ অঞ্চলের ব্যাপক পরিচিতি ঘটবে বলে পি,সি রায় স্মৃতি সংরক্ষণ কমিটির অন্যতম ব্যক্তি শিক্ষক হরেকৃষ্ণ দাশ জানান।

সর্বপরি বিশ্ব বরেণ্য এ বিজ্ঞানীর বসতবাড়ি সংরক্ষণসহ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করা হোক এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।

ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পাইকগাছা

পাইকগাছায় কাল বৈশাখী ঝড়ো হাওয়ায় মৌসুমী ফল আমের ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গোটা উপজেলা। শুক্রবার সকালে হঠাৎ করে বৃষ্টিহীন কাল বৈশাখী ঝড় আঘাত হানলে মুহূর্তের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা উপজেলা।

এছাড়া বিভিন্ন স্থান থেকে ঝড়ো হাওয়ায় মৌসুমী ফল আমের ব্যাপক ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।

পাইকগাছা উপজেলার স্বাগতম স্তম্ভ

এখানে রাস্তার দুই পাশে দুইটি রয়েল বেঙ্গল টাইগার-এর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। একটি প্রতিকৃতিতে দেখা যাচ্ছে একটি রয়েল বেঙ্গল টাইগার একটি হরিণকে আক্রমন করে জখম করেছে। অপর প্রতিকৃতিতে রয়েল বেঙ্গল টাইগারকে দেখা যাচ্ছে শিকারের (হরিণ) সামনে গর্জনরত অবস্থায়।
 

ছবিটি পাইকগাছা্ ও তালা উপজেলার সীমানা (কাছিঘাটা) থেকে তোলা।

পাইকগাছায় সন্ত্রাসী হামলায় এক চিংড়ি ঘের মালিক আহত

পাইকগাছায় সন্ত্রাসী হামলায় এক চিংড়ি ঘের মালিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মাছ লুটপাটে বাঁধা দেওয়ায় বুধবার গভীর রাতে উপজেলার চাঁদখালী ইউপির কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটনা ঘটেছে। আহত সুব্রত বাদী হয়ে একজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৫ জনের নামে থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সন্তোষ মন্ডলের ছেলে সুব্রত মন্ডল একই মৌজার নিজস্ব জমিতে দীর্ঘ দিন ধরে মৎস্য ঘের করে আসছেন। ঘটনার দিন গভীর রাতে একই গ্রামের ইসলাম বিশ্বাসের ছেলে ইছাক বিশ্বাস (২৮) সহ ৪/৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত চিংড়ি ঘেরে চড়াও হয়ে জোর পুর্বক ঘেরের ধৃত বাগদা চিংড়ি লুটপাট করতে থাকলে সুব্রত বাঁধা দিলে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করে।

এ সময় সুব্রতর চিৎকারে স্থানীয় লোকজন ঘটানস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় ওসি এম মসিউর রহমান জানিয়েছেন, পুরো ঘটনাটি তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঠবাটী রামকৃষ্ণ সেবাশ্রমে ১০১তম মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু

পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন মহানামযজ্ঞ স্থান মঠবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে বিশ্ব শান্তি ও সর্ব জীবের মঙ্গল কামনায় ২৪ প্রহরব্যাপী ১০১তম মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে।

৪ঠা এপ্রিল (২০শে চৈত্র) শুক্রবার মহানামযজ্ঞের শুভ অধিবাস ও ভাগবত আলোচনা। শনি, রবি ও সোম তিন দিনব্যাপী অহরাত্র অখন্ড মহানাম সংকীর্ত্তণের মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ শেষ হবে। মঙ্গলবার রাত ৭টায় পদাবলী কীর্ত্তণ ও বুধবার ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে মহানামযজ্ঞ অনুষ্ঠানের সমাপ্তি হবে।

ফাইল ফটো

কপিলমুনিতে অবশেষে বন্ধ হলো যাত্রা ও অশ্লীল নৃত্য

কপিলমুনিতে যাত্রা ও যাদুর অন্তরালে অশ্লীল নৃত্য প্রদর্শন অবশেষে বন্ধ হয়েছে। স্থানীয় সাংসদ এড. শেখ নুরুল হক ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কবির উদ্দিনের নির্দেশে বুধবার রাতে নৃত্য, জুয়া ও সার্কাস বন্ধ করে দেওয়া হয়।

উল্লেখ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন ক্ষেত্র ঐতিহ্যবাহী এ মেলা রীতিমত কলুষিত করে তুলেছিল যাত্রা ও যাদুর নৃত্য শিল্পীরা। আদি রং মহল অপেরা, বলাকা অপেরা, প্রতীমা অপেরার মধ্যে যেন অশ্লীলতার প্রতিযোগিতা চলছিল।

কপিলমুনি বাইপাস সড়কে মাছ বাজার, চলাচলে ভোগান্তি

কপিলমুনি বাইপাস সড়কের উপর মাছ বাজার বসায় জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছে। একই সাথে বাজারের বর্জ্যে নির্মাণাধীন মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন এলাকায় পরিবেশ দূষণ ঘটছে।

জানা যায়, কপিলমুনি বাজারে যানজট নিরসনে উপজেলা প্রশাসন প্রধান সড়কের গোলাবাড়ি থেকে কালীবাড়ি স্নানঘাট পর্যন্ত ইট সলিংয়ের বাইপাস সড়ক নির্মাণ করে। যা আগামীতে কাশিমনগর বাজারে প্রধান সড়কের সাথে সংযুক্ত হবে।

সম্প্রতিকালে মাছের কাটা বৃদ্ধি হবার কারণে এবং তাদের নির্ধারিত কোন বসার জায়গা না থাকায় মাছ ব্যবসায়ীরা বাইপাস সড়কের উপর কেনা বেচা শুরু করে। আর এ সুযোগে মাছের চাদনীতে থাকা খুচরা মাছ বিক্রেতারাও চাদনী ছেড়ে দল বেধে এসে সড়কটির উপর ও স্মৃতি সৌধ চত্বরে মাছ বিক্রি শুরু করেছে।

পাইকগাছার ব্রততী শিশু ও কল্যান ট্রাস্টে লন্ডন প্রবাসীর অনুদান

লন্ডন প্রবাসী এফসিএ শেখ রউফ আহম্মেদ ও শেখ মিলি আহম্মেদ পাইকগাছা ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট তহবিলে ২য় বার ২৫ হাজার টাকা দান করেছেন।

অনুদান প্রদান উপলক্ষে গত রবিবার বিকালে উপজেলার হিতামপুর গ্রামে দাতাদের পক্ষে মরহুম মহিউদ্দীন আহম্মেদ এর কন্যা শেখ জেবুন্নেছা (রানী আপা) ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সম্পাদক প্রজিৎ কুমার রায়ের কাছে নগদ ২৫ হাজার টাকা প্রদান করেন।

টাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবক শেখ সোহরাব উদ্দীন, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস, এন্তাজ আলী স্মৃতি পাঠাগারের গ্রন্থাগারীক কল্লোল মল্লিক, প্রভাষক শহিদুল ইসলাম, শিক্ষক মোজাম্মেল হক, পরিতোষ বিশ্বাস, ডাঃ নিরাপদ কবিরাজ প্রমুখ।

উল্লেখ্য, শেখ রউফ আহম্মেদ ব্রততী রায় শিশু ও প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট তহবিলে এক বছরে সর্বমোট ৫০ হাজার টাকা দান করলেন।

নম্বরপ্লেট ঢাকা অবস্থায় ট্রাক জব্দ; অতঃপর ছেড়ে দেয়ার অভিযোগ

পাইকগাছায় মালামাল ভর্তি একটি ট্রাক জব্দ করার পর তল্লাশী না করেই ছেড়ে দিয়েছে বলে থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অধিকতর তদন্তের দাবী জানিয়েছে এলাকাবাসী। বুধবার রাত ৯টার দিকে জিরো পয়েন্ট এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন বুধবার রাতে উপজেলার চাঁদখালী এলাকার জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি চাঁদখালী থেকে কুষ্টিয়া-ট-১১-০৫০৭ নং ট্রাকভর্তি মালামাল নিয়ে যাওযার সময় বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে ট্রাকটির সামনে, পিছনে ও পাশের নম্বরপ্লেটগুলো ঢেকে রাখা দেখে এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়।

পরে থানার এসআই জালাল সঙ্গীয় ফোর্স নিয়ে ট্রাকটিকে জব্দ করে। পরবর্তীতে আসিফ ফিলিং স্টেশনে বিভিন্ন শ্রমিক ও মিডিয়া কর্মী উপস্থিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ট্রাকটিকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে বললে গভীর রাত হওয়ায় শ্রমিক ও মিডিয়া কর্মীরা বাড়ী ফিরে যায়।

এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী শ্রমিকনেতা শেখ মিথুন মধু জানান, ট্রাকটিতে কোন অবৈধ মালামাল না থাকলে নম্বরগুলো ঢাকা থাকতো না। এরপর বৃহস্পতিবার সকালে থানায় ট্রাকটিকে দেখতে না পেয়ে জানতে চাইলে ওসি এম মসিউর রহমান জানান ট্রাকটিতে শামুকের চুন ছিল বলে ছেড়ে দেয়া হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রীয়া দেখা দেয়ায় অধিকতর তদন্তের দাবী জানিয়েছে তারা।

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় নারীসহ ৮ ব্যক্তি আটক

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে নারীসহ পাইকগাছা, পাটকেলঘাটা, আশাশুনি‘র ৮ ব্যক্তিকে বিজিবি আটক করেছে। ২ এপ্রিল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।

আটকৃতরা হলেন, পাইকগাছা উপজেলার মৃত গোপাল সরকারের স্ত্রী উর্মীলা (৭২), ধীরেন রায়ের পুত্র অপূর্ব রায় (২৩), অধীরের পুত্র সুভাষ (২৫), মৃত গোপাল চন্দ্রের পুত্র সুভাষ কুমার (২৫), সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার মৃত মনিরুজ্জামানের পুত্র মোফাজ্জেল (৪৫), মনিন্দ্র সরকারের পুত্র ধীরেন্দ্র নাথ সরকার (২৪), আশাশুনি থানার অমৃতের পুত্র রবিন (১৪) ও সুজন পালের পুত্র মাদার চন্দ্র পাল (১২)।

কেঁড়াগাছির চারাবাড়ি সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তলুইগাছা বিওপির সুবেদার এমএ কবিরের নেতৃত্বে বিজিবি সদস্যরা তাদের আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের থানায় সোপর্দের প্রস্তুতি চলছিল।

পাইকগাছায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

মোট পরীক্ষার্থী ২৪০৬, অনুপস্থিত ২০


পাইকগাছায় শান্তিপূর্ণভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ৫টি কেন্দ্র ও ৪টি উপকেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেও ফসিয়ার রহমান মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাঁধা প্রদান করা হয় বলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

কেন্দ্রগুলো হচ্ছে পাইকগাছা কলেজ, গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ, রাড়ুলী আরকেবিকে হরিশ্চন্দ্র কলেজিয়েট, কপিলমুনি ডিগ্রী কলেজ ও পাইকগাছা সিনিয়র মাদ্রাসা। উপকেন্দ্রগুলো হচ্ছে ফসিয়ার রহমান মহিলা ডিগ্রী কলেজ, গড়ুইখালী আলমশাহী ইনষ্টিটিউট, রাড়ুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিঢালী মহিলা কলেজ।

কেন্দ্রগুলোতে এইচএসসি/আলিম এবং এইচএসসি (বিএম) কোর্সের মোট ২ হাজার ৪০৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১ম দিন ২০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে কেন্দ্র সচিবরা জানান।

এদিকে প্রচন্ড গরমের কারনে পাইকগাছা কলেজ কেন্দ্রে বিথি মন্ডল নামে এক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে ডাক্তার ঋষিকেষ সাহা তাকে চিকিৎসা প্রদান করেন বলে কেন্দ্র সচিব মিহির বরণ মন্ডল জানান। সাংবাদিকদের প্রবেশে বাঁধা প্রসংগে অধ্যক্ষ রবিউল ইসলাম জানান, এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের নিষেধাজ্ঞা রয়েছে।

পৌর বাজারের চর ভরাটি জায়গা জবর দখলের অভিযোগ

পাইকগাছায় কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে পৌর বাজারের শিবসা নদীর চর ভরাটি জায়গা জবর দখল করে ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রশস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা সরেজমিন পরিদর্শন করে অনেকের নির্মাণাধীন কাজ বন্ধ করে দিয়েছেন বলে জানা গেছে। 

উল্লেখ্য, গত কয়েক মাস আগে বেশ কয়েকজন ব্যক্তি বন্দোবস্ত নিয়ে পৌর বাজারের শিবসা নদীর ধারে ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্মাণ করেন এবং পরবর্তীতে এসব ব্যক্তিরা প্রতিষ্ঠান প্রশস্ত করার লক্ষে প্রতিষ্ঠানের পাশ থেকে সরকারি জায়গা জবর দখলে নেয়ার জন্য মাটি ভরাট সহ অন্যান্য কাজ শুরু করেন।

এ খবর জানতে পেরে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আনোয়ার হোসেন ও ছবেদ নামে এক চারো ব্যবসায়ীর নির্মাণ কাজ বন্ধ করে দেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বলেন, বন্দোবস্তকৃতদের আধা শতক বরাদ্দ দেয়া হলেও কিছু কিছু ব্যক্তি অতিরিক্ত জায়গা জবর দখলে নেয়ার চেষ্টা করছেন। যা সম্পূর্ণ অবৈধ। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।