Wednesday, September 10, 2014

কয়রা স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন সম্পন্ন

বাংলাদেশ স্কাউটস কয়রা উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় মদিনাবাদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

কয়রা উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউটসের সভাপতি মোঃ শামীম হাসানের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউপি চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, স্কাউটসের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক গাজী খালেদ মাহমুদ, স্কাউটসের সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডল, আমীর আলী সরদার, মোস্তফা নুর মোহাম্মাদ প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানকে সভাপতি ও মোশাররফ হোসেনকে সাধারন সম্পাদক করে ৩ বছর মেয়াদি কয়রা উপজেলা শাখা স্কাউটসের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কয়রায় বৃক্ষমেলার অনুমতি নিয়ে অশ্লীল নাচ গানের প্রদর্শনী; চলছে চাঁদা আদায়

কয়রা উপজেলায় বৃক্ষমেলার অনুমতি নিয়ে কয়েকটি প্যান্ডেলে রাতের গভীরে চালানো হচ্ছে অশালীন নাচ গানের প্রদর্শনী। এ প্রদর্শনীর অশালীন পোস্টার আশ পাশের বাজার, বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে লাগানো হয়েছে। সরকারি জায়গায় অশালীন নাচ গানের প্যান্ডেল ও বিভিন্ন স্টল বরাদ্দ দিয়ে মেলা আয়োজক কমিটি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কমপক্ষে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ।

সংশিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নিয়ে কয়রা উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন ভুমি অফিস এবং সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় টাকার বিনিময়ে স্টল বরাদ্দ দিয়ে গত ৫ সেপ্টেম্বর থেকে বৃক্ষমেলার নামে কুরুচিপুর্ণ নাচ গানের প্রদর্শনী শুরু হয়েছে ।

১০ দিন ব্যাপি এ আয়োজনে অন্যন্য বছর কেবল গাছের চারা ও কাঠের তৈরি ফার্নিচারের সঙ্গে কিছু মনোহরি দোকান, নাগরদোলা এবং সন্ধ্যায় লোকগানের আসর বসতো। বর্তমানে তা নগ্ন নৃত্য প্রদর্শনীতে রুপ নেয়ায় এ অশ্লীলতা বন্ধের দাবীতে কয়রা থানা ছাত্রলীগ ও কয়েকটি সামাজিক সংগঠন প্রতিবাদ জানিয়েছেন।

স্থানীয় একটি সামাজিক সংগঠনের সভাপতি সালাউদ্দীন লিটন বলেন, আয়োজক কমিটি টাকা আয়ের লোভে এমন জঘন্য কাজ শুরু করেছে এবার। গ্রামের মধ্যে এমন জঘন্য প্রদর্শনী বন্ধ না হলে সামাজিক অবক্ষয় শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

মেলার স্টল মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ২০ বর্গ ফুটের স্টল বাবদ মেলা আয়োজক কমিটি ১০ হাজার টাকা অগ্রীম ও প্রতিদিন পাহারাদার, জেনারেটর খরচ বাবদ আলাদা দুইশ’ টাকা করে চাঁদা তুলছেন।

সরেজমিন দেখা গেছে, এবারের মেলায় মাত্র ৩৬টি গাছের চারা বিক্রির স্টল রয়েছে। সেখানে অন্যন্য স্টল রয়েছে এক হাজারের মত। যশোর জেলা থেকে আসা একজন নার্সারি মালিক বলেন, দশ হাজার টাকা দিয়ে মেলায় স্টল বরাদ্দ নিতে হয়েছে। তাছাড়া প্রতিদিন নানা অজুহাতে চাঁদা তোলা হচ্ছে। মেলার চার দিন পার হলেও এখনো এক হাজার টাকার চারা বিক্রি হয়নি। তিনি বলেন, লোকজন গাছ কেনার চাইতে নাচ গানের দিকে ঝুঁকছেন বেশি।

এ ব্যাপারে জানতে চাইলে মেলা আয়োজক কমিটির সভাপতি সরদার নুরুল ইসলাম বলেন, বৃক্ষমেলা এখন কেবল বৃক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলে না। মেলার দর্শনার্থীদের মনোরঞ্জনের ব্যবস্থাও থাকা দরকার। এ জন্য আমরা পুতুল নাচ ও সার্কাসের আয়োজন করেছি। এখানে অশ্লীলতার কোন সুযোগ নেই। তবে সরকারি জায়গা ভাড়া দিয়ে আদায় করা টাকা কোথায় ব্যায় করা হবে জানতে চাইলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন তিনি।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হাসান বলেন, বৃক্ষমেলার অনুমতি নিয়ে
সেখানে অশ্লীল নাচ গান হচ্ছে কিনা জানা নেই। যদি এমন কোন কিছু ঘটে থাকে তবে মেলার অনুমতি বাতিল করে দেওয়ার কথা বলেন তিনি। অন্যদিকে সরকারি জায়গায় স্টল বরাদ্দ দিয়ে আদায়কৃত টাকা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।

পাইকগাছায় ফিল্মি স্টাইলে মোটরসাইকেল ছিনতাই

পাইকগাছায় অভিনব কায়দায় মোটরসাইকেল ছিনতাই হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন ছিনতাইকারী ফরিদপুর এলাকার পরিচয় দিয়ে পৌর সদরের একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়। ঘটনার দিন মঙ্গলবার সকালে ছিনতাইকারীরা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত জাহাবক্সের পুত্র মোটরসাইকেল চালক হাসানের ব্যবহৃত প্লাটনা মোটরসাইকেলটি ভাড়া নেয়।

এদিন সন্ধ্যার দিকে ভাড়ার টাকা দেয়ার কথা বলে হোটেলে ডেকে নিয়ে চেতনানাশক মেশানো কোমল পানীয় খাইয়ে দেয়। মুহুর্তের মধ্যে হাসান অচেতন হয়ে পড়লে মোটরসাইকেলটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি শিকদার আককাস আলী জানান।

পাইকগাছায় মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদন্ড

পাইকগাছায় মাদকাসক্ত এক যুবককে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার সকালে থানার এস.আই বিশ্বজিত অধিকারী অভিযান চালিয়ে ঘোষাল গ্রামের মাদকাসক্ত যুবক আসাদুজ্জামান টিটু (৩৮) কে ৩০ গ্রাম গাজা’সহ বসত বাড়ী থেকে হাতে-নাতে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শরিকের আলোচনা সভা

মঙ্গলবার রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের আর্থিক সহযোগিতায় এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের বাস্তবায়নে শরিক প্রকল্প স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসেবার মান বৃদ্ধির জন্য অন্যান্য এলাকার পাশাপাশি পাইকগাছার ১০টি ইউনিয়নে কাজ করছে।

তার অংশ হিসেবে রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ কৃষ্ণ দাশ, সুশীলনের আজমিরা পারভীন, মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য সম ছহিলউদ্দীন, আব্দুর রাজ্জাক, সুইস ইন্টার কো-অপারেশনের কর্মকর্তা ফিরোজ আহমেদ, সদস্য আব্দুর রাজ্জাক গাজী, মহিলা সদস্যা আলেয়া বেদানা। আলোচনায় অংশ নেন, কাকুলি, কবিতা, মেম্বর ফয়জুল্লাহ, সাহেব আলী গোলদার, হাশেম মোড়ল, পরিমল ঘোষ, মমতা দাশসহ আরো অনেকে।

শেষে ইউনিয়নের সামাজিক মানচিত্র অংকনের মাধ্যমে ১০টি দরিদ্র এলাকা চিহ্নিত করে নমুনা হিসেবে তার উন্নয়নে একটি পরিকল্পনা তৈরী করা হয়।