Friday, January 3, 2014

আগামী ১৪ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)

১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানিয়েছে।

রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই হিসেবে আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

অবরোধের সঙ্গে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল

নির্বাচন বর্জনের ডাক দিয়ে ভোট ও তার আগের দিন ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক শুক্রবার বিকালে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, লাগাতার অবরোধের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকে তার বাসায় ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল চলবে।

পাইকগাছা পৌরসভার একাধিক স্থানে চুরি

পাইকগাছা পৌর সদরে আবারো দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পৌর সদরের হিরা মোবাইল সাভিসিং এর দোকান থেকে প্রায় ১ লক্ষ টাকার মালামালসহ সরল গ্রামের একটি মসজিদের মাইক সেট ও পৌর জিরো পয়েন্টে একটি মুদির দোকানে চুরির ঘটনা ঘটেছে। এদিকে বারবার চুরির ঘটনায় ব্যবসায়ীরা আতংকিত হয়ে পড়ছে।

জানা যায়, পৌর বাসষ্ঠ্যান্ড সংলগ্ন হিরা মোবাইল সাভিসিং এর দোকানের তালা ভেঙ্গে চোরেরা ৬/৭ টি মোবাইল ও একটি কম্পিউটার সেট চুরি করে। দোকান মালিক বনি আমিন জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে যথারীতি বাড়ীতে চলে যায়। পরদিনে শুক্রবার সকালে এসে দেখে দোকানের তালা ভাঙ্গা এবং ঘরের মোবাইল সেট ও কম্পিউটার নেই। সব মিলিয়ে প্রায় ৭০/৮০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে।

এ দিকে সরল গ্রামের মদিনা জামে মসজিদের মাইক সেট চুরি হলেও গতকাল সকালে বাসষ্ঠ্যান্ড এলাকায় সেটি আবার পাওয়া যায় বলে জানিয়েছেন পৌর সভার প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত।

এ ছাড়াও পৌর জিরো পয়েন্ট এলাকার একটি মুদির দোকনেও চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনায় শনিবার ভোর ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল

শনিবার ও রোববার খুলনায় হরতাল ডেকেছে ১৮ দল। খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে মহানগর ও জেলায় এ হরতালের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ১৮ দলের সভা শেষে এ ঘোষণা দেন ১৮ দলের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি।

এ সময় তিনি জানান, বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা, তার বাসভবনের সামনে হাতবোমা নিক্ষেপ, দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করতে না দেয় এবং নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করতে না দেয়ার প্রতিবাদে খুলনায় শনিবার ভোর ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা হরতালের আহ্বান করা হয়েছে।