Tuesday, November 26, 2013

পাইকগাছায় ইমাম আটকের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

পাইকগাছায় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আটক করার প্রতিবাদ ও মুক্তির দাবীতে বিক্ষুদ্ধ মোটর শ্রমিকরা সড়ক অবরোধ করে। পরে পুলিশের মধ্যস্থতায় শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়। 

জানা গেছে, পুলিশ মঙ্গলবার সকালে হেফাজত ইসলামের সাবেক নেতা ও বাসস্ট্যান্ড জামে মসিজদের ইমামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এর প্রতিবাদে সকাল ১০ টার দিকে খুলনা মটরশ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ শ্রমিকরা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রধান সড়ক জিরো পয়েন্ট এলাকায় কয়রা সড়ক ও অভ্যন্তরীন সড়কের ৪টি স্থানে মিনিবাস বেড়িকেট দিয়ে সড়ক অবরোধ করে রাখে।

অবরোধের ফলে উপজেলা সদরে প্রবেশের সকল পথ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। পরে খবর পেয়ে থানার ওসি এম মসিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করার পর বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেয়।

প্রাথমিক সমাপনীর বুধবারের পরীক্ষা শুক্রবার

১৮ দলীয় জোটের অবরোধের কারণে বুধবারের প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। আগামী ২৯ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত এই পরীক্ষা হবে বলে মঙ্গলবার জানিয়েছেন সর্বদলীয় সরকারের প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার প্রাথমিক সমাপনীতে প্রাথমিক বিজ্ঞান এবং ইবতেদায়িতে আরবি পরীক্ষা হওয়ার কথা ছিল। মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণার পর মঙ্গলবার ভোর থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছে ১৮ দলীয় জোট। সচিবালয়ে নিজ দফতরে নাহিদ সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীরা চরম বিড়ম্বনার মধ্যে দিন কাটাচ্ছে। প্রচণ্ড চাপের মধ্যেও তারা পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল। অবরোধ প্রত্যাহারে কোনো সাড়া না দেয়ার পরীক্ষা পিছিয়ে দেয়া হলো বলে জানান নাহিদ।

গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে, যাতে অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী। এবার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও জেএসসি-জেডিসির বেশ কয়েকটি পরীক্ষাও হরতালের কারণে পিছিয়ে যায়।

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতা আটক

পাইকগাছায় ইসলামী ঐক্যজোট ও বিএনপি’র ৩ নেতাকে আটক করা হয়েছে। পুলিশ পৃথক অভিযান চালিয়ে মঙ্গলবার দিনগত রাত দেড়টায় বিএনপি’র দু'নেতাকে বাড়ী থেকে এবং সকালে বাসস্ট্যান্ড এলাকা থেকে ইসলামী ঐক্যজোট নেতাকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর নির্বাচন কাজে বাঁধা দেয়ার আশংকায় মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে বাসস্ট্যান্ডের একটি চায়ের দোকান থেকে ইসলামী ঐক্যজোটের উপজেলা সভাপতি, বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব ও পৌর ইমাম পরিষদের সেক্রেটারী আলহাজ্ব মাওঃ সোলাইমান হোসাইন নোমানীকে আটক করে।

এর আগে রাতে সরল গ্রামের মৃত মোক্তার গাজীর পুত্র জেলা বিএনপি’র সহ-ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম পারভেজ এবং পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরদার মনিরুজ্জামান (ডিপজল মনি) কে আটক করা হয়।

নির্বাচনী কাজে বাঁধা প্রদানের আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান। এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে নির্বাচনী তফশীল প্রত্যাখান করে বাসস্ট্যান্ড সংলগ্ন টাউন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করার চেষ্ঠা করলে পুলিশের ধাওয়ায় বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

আন্তর্জাতিক মানের সড়কের বাস্তব অবস্থার চিত্রায়ণ !!!! (৬)

পাইকগাছা-আঠারমাইল সড়কের ৩ কি.মি. রাস্তা ঘেরের পানিতে নিমজ্জিত


খুলনা-পাইকগাছা সড়কের তালার গঙ্গারামপুর থেকে গোনালী হয়ে তালা উত্তরণ অফিস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পার্শ্ববর্তী লীজ ঘেরের পানিতে নিমজ্জিত থাকায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা তাদের মৎস্য ঘেরের সুবিধার্থে পানি না কমানোই এই দুর্ভোগের কারণ বলে বাস মালিক সমিতি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।

নেতৃবৃন্দ Voice of Paikgacha'কে বলেন, "সেখানকার জনপ্রতিনিধিরাই তাদের ব্যক্তি স্বার্থে রাস্তার পানি সরাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। ভাঙ্গাচোরা রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় প্রায় দু’মাস যাবৎ ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি পাইকগাছা না এসে তালা পর্যন্ত চলাচল করছে। ফলে পাইকগাছা-কয়রার যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। আর এ অবস্থা চলতে থাকলে খুব শিঘ্রই খুলান-পাইকগাছা যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দিতে আমরা বাধ্য হব।"

খুলনা-পাইকগাছা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা এই ৩৩ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। যাত্রবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে সীমাহীন ভোগান্তি ও জানমালের ঝুঁকি নিয়ে।

কয়রা-পাইকগাছা-খুলনা সড়কের এমন দুরবস্থা এক দু’দিন বা দু’এক বছরের নয়। বছরের পর বছর ধরে অবহেলিত অত্র সড়কটি। এতটুকু রাস্তা ভালো নেই যেখানে নিরাপদে বা নির্বিঘ্নে চলাচল করা যায়। পিচ-পাথর (কার্পেটিংসহ) ইটের খোয়া উঠে গিয়ে রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্তে বৃষ্টির পানি জমে পুকুর বা খালে পরিণত হয়েছে। কর্দমাক্ত হয়ে থাকে সারা রাস্তা।

জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার সাথে খুলনা তথা সারাদেশের সড়ক যোগাযোগের একমাত্র এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। অথচ বিগত কয়েক বছর ধরে জনগুরুত্বপুর্ণ রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। পাইকগাছা-খুলনা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত রাস্তা উঁচু ও টেকসই করে নির্মানের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপরে হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ছবিটি পাইকগাছা উপজেলার কাশিমনগর থেকে তোলা। (ফাইল ফটো)

দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

খুলনা, যশোর, সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আন্ত:জেলা বাস মালিক সমিতি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিইসির তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ১৮ দলের ঝটিকা মিছিল ও খুলনায় বিক্ষিপ্ত ঘটনার পরিপরই এ সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

খুলনা বিভাগের সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, 'তফসিল ঘোষণার পর শহরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ঝটিকা মিছিল ও খুলনায় বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে সোমবার রাত থেকে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় আন্ত:জেলা বাস মালিক সমিতি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।'

কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৩-১৪ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল ২৫ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।

আগামী ২৮ নভেম্বর ভর্তি পরীক্ষার এই ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকগণের নিরলস প্রচেষ্টায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই এই ফলাফল প্রকাশ করা হলো। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.kuet.ac.bd এই ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।

পাইকগাছায় বিতর্কিত মাদ্রাসা অধ্যক্ষের বিরূদ্ধে তদন্ত শুরু

কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ পদের পরীক্ষা বাতিল, তথ্য গোপন ও নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে সরকারের নীতি ভঙ্গের অপরাধে ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দফতরে আবেদনের প্রেক্ষিতে তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে পাইকগাছা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম গত ১৮ নভেম্বর তার কার্যালয়ে উভয় পক্ষকে ডেকে তাদের নিজ নিজ বক্তব্য শোনেন এবং কাগজপত্রাদি পর্যালোচনা করেন। যেখানে প্রথমিক ভাবে উক্ত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নিয়োগে তঞ্চকতার প্রমান মিলেছে বলে ঐ কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে বরাবরের মত সদ্য নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সাত্তার দীর্ঘ বহর নিয়ে উপস্থিত হয়েছিলেন ঐ কর্মকর্তার কার্যালয়ে। তবে তার পক্ষে বিশেষ যুক্তি উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এবং বহর প্রসঙ্গে ঐ অধ্যক্ষ’র বিরুদ্ধে ক্ষেপে যান ঐ কর্মকর্তা। উল্লেখ্য তিনি অভিযোগকারী ও অভিযুক্ত আব্দুস সাত্তারকেই শুধু মাত্র তদন্তের জন্য চিঠি দিয়েছিলেন।

প্রসঙ্গত, কপিলমুনিস্থ ঐ প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে গত ৬ জুলাই অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ব্যাপক দূর্নীতি, অনিয়ম, তথ্য গোপন ও সরকারি নীতি ভঙ্গ করে জনৈক মোঃ আব্দুস সাত্তার অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান বলে কপিলমুনি প্রেস ক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক ও দৈনিক দিনকালের পাইকগাছা উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম বজলু বিভিন্ন দফতরে করা আবেদনের প্রেক্ষিতে ধারাবাহিক ভাবে এই তদন্ত কার্যক্রম শুরু হল।

জনস্বার্থে অভিযোগকারী আমিনুল ইসলাম বজলু জানান, সরকারের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, থেকে আরো একটি তদন্তের নোটিশ তার হস্তগত হয়েছে। তিনি আশা করেন সবগুলোর তদন্তের রিপোর্টও আব্দুস সাত্তারের বিরুদ্ধে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, মাদ্রাসার গভর্ণিং বডি ৩৬৪৩৮২ নম্বর ইনডেক্সধারী শিক্ষক মোঃ আব্দুস সাত্তার ৬ জুলাই নিয়োগ পান এবং ৭ আগষ্ট এক প্রকার তড়িঘড়ি করে মাদ্রাসায় যোগদান করেছেন।

অভিযোগে প্রকাশ, নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষ ঐ পদে আবেদন করারই অযোগ্য। কেননা সরকারের সর্বশেষ জনবল কাঠামোর পরিশিষ্ঠ ১১(২) ‘ঘ’ বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ব্যতিত কাউকে নিয়োগ দেয়া যাবে না। কিন্তু নিয়োগ প্রাপ্ত অধ্যক্ষের অভিজ্ঞতা নেই। মূলত তার চাকুরি ১/৩/৯৯ তারিখে মাদ্রাসায় যোগদান ১/৫/১৩ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত ১৫ বছর পূর্ণ হয়নি।

সবমিলিয়ে দেরিতে হলেও তদন্ত কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী।

মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ

বিরোধী দলের দাবি উপেক্ষা করে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ১৮ দল।