Saturday, April 6, 2013

সোমবার সারাদেশে হরতাল দিলো হেফাজতে ইসলাম

আগামী ৮ এপ্রিল সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। শনিবার বিকেলে মতিঝিলের শাপলা চত্বরের মহাসমাবেশে মওলানা আবু জুনায়েদ বাবুনগরী এ হরতাল ঘোষণা করেন।

পাইকগাছায় হরতালে কোন প্রভাব পড়েনি; মাঠে নেই কোন সংগঠন

পাইকগাছায় সম্মিলিত সাংস্কৃতিক জোট, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সেক্টর কমান্ডার্স ফোরাম ‘৭১ সহ ২৭ সংগঠনের ডাকা ২৪ ঘন্টার হরতালে তেমন কোন প্রভাব পড়েনি জনজীবনে। হরতাল সমর্থনে মিছিল কিংবা পিকেটিং করতে দেখাযায়নি কোন সংগঠনের। হরতালে শুক্রবার সন্ধ্যা থেকে একমাত্র দূরপাল্লার কোন যানবাহন চলাচল করেনি।

শনিবার সকাল থেকে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ছিল খোলা। এদিকে হরতাল সমর্থনে কোন সংগঠনকে পিকেটিং কিংবা মিছিল করতে দেখাযায়নি। ফলে যাতায়াতে ভোগান্তি ছাড়া, হরতালের তেমন কোন প্রভাব পড়েনি জনজীবনে। এ ব্যাপারে সেক্টর কমান্ডার’স ফোরাম মুক্তিযুদ্ধ ‘৭১ এর সভাপতি শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু জানান-ব্যক্তিগত তিনি অসুস্থ ছিলেন এবং অন্যান্য সংগঠনের সাথে সমন্বয় না থাকার কারনে হরতাল সমর্থনে কোন কর্মসূচী পালন করা হয়নি। সংগঠনের দীর্ঘদিন কার্যক্রম নেই বলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আজমল হোসেন জানান।

পাইকগাছায় ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছায় আগড়ঘাটা হেলথ্ টেকনোলজি ইনষ্টিটিউট ও পাইকগাছা ডায়াবেটিস সেন্টারের যৌথ উদ্যোগে ডায়াবেটিস, হার্ট ও ব্লাড পেশার রোগীদের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে আগড়ঘাটা হেলথ্ টেকনোলজি ইনষ্টিটিউটে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে চিকিৎসা শিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ শেখ শহীদুল্লাহ, ডাঃ প্রশান্ত মন্ডল, হরিঢালী ডিগ্রী মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মেজবাহউদ্দিন, বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোশারফ হোসেন, স্বাস্থ্য সহকারী নূরআলী মোড়ল, আগড়ঘাটা হেলথ্ টেকনোলজি ইনষ্টিটিউটের ব্যবস্থাপক ডাঃ বিশ্বদেব অধিকারীর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী ২‘শ ডায়ারেটিস রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 
 

সাপ্তাহিক ছুটি দু’দিনই থাকছে

সাপ্তাহিক ছুটি আবার একদিন করার চিন্তাভাবনা থেকে সরে এসেছে সরকার। ছুটি একদিন করার প্রস্তাবে সায় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনানুষ্ঠানিক প্রস্তাবটি সরকারের উচ্চপর্যায়ের সাড়া না পেলেও সিদ্ধান্ত হয় যে, প্রয়োজনে সপ্তাহান্তে কাজ করে হরতালের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। দু’দিনের ছুটিতে অভ্যস্ততার বিষয়টিও বিবেচনায় নেয়া হয় ছুটি কমানোর উদ্যোগ নাকচ করতে।

ছুটি কমানো হলে শনিবার দিনও বিরোধী হরতাল দিতে পারে-এই বিবেচনাটিও কাজ করেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়। হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটি কমানোর প্রস্তাব করে সার সংক্ষেপ পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

পাইকগাছায় ছাত্র-যুব সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল

জামায়াত শিবির এর রাজনীতি নিষিদ্ধ ও ভিন্ন ভিন্ন নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি এর প্রতিবাদে ছাত্র-যুব সংগ্রাম পরিষদ শুক্রবার সন্ধ্যা ৬ টায় পাইকগাছায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এক পথাসভার মাধ্যমে শেষ হয়।