Saturday, September 13, 2014

আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ; আহত ১

পাইকগাছায় আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছে। সংঘর্ষের আধা ঘন্টা পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বহিরাগত এক প্রাক্তন ছাত্রের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এরই জের ধরে প্রাক্তন ছাত্র সজলের নেতৃত্বে সংশ্লিষ্ট ইউনিয়নের বোরহানপুর এবং প্রাক্তন ছাত্র তরিকুল ইসলামের নেতৃত্বে কাটিপাড়া গ্রামের দুটি গ্রুপ সৃষ্টি হয়।

ঘটনার দিন শনিবার সকালে কলেজ এলাকায় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ১জন আহত হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া বলে ওসি শিকদার আককাস আলী জানান।

পাইকগাছায় মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পাইকগাছায় মিথ্যা মামলা ও পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উপজেলার দরগাহমহল উপজেলার দরগাহমহল গ্রামের মৃত সৈয়দ সালামতউল্লাহর পুত্র সৈয়দ সালামুল্লাহ লিখিত বক্তব্যে বলেন, পুত্র মিনার হোসেন কপিলমুনি ইউনিয়নের রামচন্দ্রনগর মৌজায় বিভিন্ন দাগে ৩.৯৮ একর সম্পত্তির মধ্যে ১.৪১ একর সম্পত্তি ক্রয় সূত্রে ভোগ দখলকার আছে এবং বর্তমান জরিপে তার নামে এ সম্পত্তি রেকর্ড হয়েছে।

উক্ত সম্পত্তি দক্ষিণ সলুয়া গ্রামের মৃত আফতাব ফকিরের পুত্র আইয়ুব আলী ফকির বেশ কিছু দিন ধরে ভোগ দখলের পায়তারা এবং তার ও তার পরিবারের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা করে আসছে। গত বৃহস্পতিবার সাজানো মারামারির অভিযোগে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। যা সম্পূর্ণ ভিত্তিহীন বলে তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন।

পাইকগাছায় ফেনসিডিল ও গাঁজা’সহ আটক ১

পাইকগাছায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে ফেনসিডিল ও গাঁজা’সহ এক মাদক বিক্রেতাকে আটক করেছেন। শনিবার দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে উপজেলার শিববাটীতে অভিযান চালিয়ে মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র সুশান্ত মন্ডলকে নিজ বসতবাড়ী থেকে ২০ বোতল ফেনসিডিল ও ১শ গ্রাম গাজাসহ আটক করে।

এ ঘটনায় মাদক আইনে থানা মামলা হয়েছে বলে ওসি শিকদার আককাস আলী জানান।

পাইকগাছায় অর্ধশত মোটরসাইকেল জব্দ

পাইকগাছায় জেলা ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় অর্ধশত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল মালিকরা আতংকে রয়েছেন।

জেলা ট্রাফিক পুলিশের টিএসআই নজরুল ইসলামের নেতৃত্বে শনিবার দিনভোর শিবসা ব্রীজ ও শিববাটী ব্রীজ সড়ক’সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে প্রায় অর্ধশত মোটরসাইকে জব্দ করেন। জব্দকৃত প্রত্যেক মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন অথবা ভেরিফাই করুন

অনলাইনে জন্ম নিবন্ধনের আবেদন করতে, আবেদনপত্র সংগ্রহ বা আপনার জমা দেয়া আবেদন কোন পর্যায়ে আছে জানতে অথবা জন্ম নিবন্ধন ভেরিফাই করতে এই লিংকে ক্লিক করুন :: (http://bris.lgd.gov.bd/pub/)

জন্ম নিবন্ধন হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় একজন মানুষের নাম, লিঙ্গ, জন্মের তারিখ ও স্থান, বাবা-মায়ের নাম, তাদের জাতীয়তা এবং স্থায়ী ঠিকানা নির্ধারিত নিবন্ধক কর্তৃক রেজিস্টারে লেখা বা কম্পিউটারে এন্ট্রি প্রদান এবং জন্ম সনদ প্রদান করা।

জন্ম নিবন্ধন আইনে বলা হয়েছে, বয়স, জাতি-গোষ্ঠি, ধর্ম-কিংবা জাতীয়তা সকল নির্বিশেষে বাংলাদেশে জন্ম গ্রহণকারী প্রত্যেকটি মানুষের জন্য জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। জন্ম নিবন্ধন প্রক্রিয়া শেষে জন্ম নিবন্ধন কর্তৃপক্ষ নিবন্ধনকারীকে একটি সার্টিফিকেট প্রদান করেন।

জন্ম নিবন্ধন আইনের বিধান অনুযায়ী এই বিধি লংঘনকারী নিবন্ধক বা ব্যক্তি অনধিক ৫০০ (পাঁচশত টাকা) অথবা অনধিক দুইমাস বিনাশ্রম কারাদন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হতে পারেন।

কয়রায় পল্লী বিদ্যুৎ সমিতির ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কয়রা উপজেলায় নিয়ম বহির্ভূতভাবে নতুন সংযোগ স্থাপনের অভিযোগ এনে পল্লী বিদ্যুৎ সমিতির ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উপজেলার দক্ষিণ দেয়াড়া গ্রামের বিদ্যুৎ বঞ্চিত লোকদের পক্ষে স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন গাজী বাদি হয়ে গত ৯ সেপ্টেম্বর কয়রা সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন। বাদী সংশ্লিষ্ট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ম বহির্ভূত কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারীর আবেদন করেন।

মামলায় খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ শহীদুজ্জান, নির্বাহী প্রকৌশলী (চঃ দঃ) গণপতি বিশ্বাস,সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম, সহকারী জেনারেল ম্যানেজার ইঞ্জি. মো. ইনামুল হক, প্রজেক্ট ইঞ্জি. শেখ জাহিদ হোসেন, ফিল্ড অর্গানাইজার মুজিবর রহমান, অফিস ইনচার্জ (ডি,জি,এম-সাব ষ্টেশন পাইকগাছা) এবং অফিস ইনচার্জ অভিযোগ কেন্দ্র কয়রা মদিনাবাদকে বিবাদী করা হয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, বিবাদীরা পরস্পর যোগসাজসে জেলার কয়রা থানাধিন মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপনের স্টকিং সীটে নিয়ম বর্হিভুতভাবে এলাকার স্থায়ী বাসিন্দাসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান বাদ দিয়ে অন্য ইউনিয়ন ও গ্রামের লোকদের নাম তালিকাভুক্ত করেন।

এ প্রেক্ষিতে ২০১৩ সালের ৩১ মার্চ পাইকগাছা সাব-ষ্টেশনের সার্কিট ৩ এবং ৬৭০ লটে স্কেচ ম্যাপ স্টকিং সীট মোতাবেক দক্ষিণ দেয়াড়া গ্রামের মধ্যে বাগালী ইউনিয়নের বায়লারহারানিয়াসহ জয়পুর গ্রামের স্থায়ী বাসিন্দাদের নাম অর্ন্তভুক্ত করার বিষয়ে অভিযোগ করা হয়।

বাদি পক্ষের দাবী, বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম খুলনা পল্লী বিদ্যু সমিতিতে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে ফিল্ড অর্গানাইজার মুজিবর রহমান দক্ষিণ দেয়াড়া সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংযোগ স্থাপনের বিষয়ে আশ্বস্থ করেন। পরর্তীতে অর্থের বিনিময়ে তিনি গোপনে জয়পুর গ্রাম ও বাগালী ইউনিয়নের বায়লারহারানিয়া গ্রামের বাসিন্দাদের নাম তালিকাভুক্ত করে স্টকিং সীট প্রস্তুত করেন। যার প্রত্যেক পাতায় ইউনিয়ন মহারাজপুর, গ্রাম দক্ষিণ দেয়াড়া লেখা রয়েছে।

এ ব্যাপারে এলাকাবাসী গত গত ২৩ জুন কয়রা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন এবং সমিতি বরাবর লিখিত আবেদনসহ যোগাযোগ করার পর কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তে গিয়েও কোন রিপোর্ট প্রকাশ করেননি। উপরন্তু কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও বাদী পক্ষ অভিযোগ করেছেন।

পাইকগাছায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাইকগাছায় ৮ দলীয় অনুর্ধ ১৮ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারের মাধ্যমে ৫-৪ ব্যবধানে সুন্দরবন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে কলেজ পাওয়ার স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে সুন্দরবন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কবির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ওসি শিকদার আককাস আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল হক, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু।

খেলা পরিচালনা করেন রবিউল ইসলাম, ধারা ভাষ্যে ছিলেন নুরুজ্জামান টিটু। ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পান রায়হান ও ম্যান অফ দ্যা সিরিজ পুরস্কার লাভ করেন প্রীতম সরকার। সেরা দর্শকের পুরস্কার পান প্রতিবন্ধী অলোক ব্যানার্জী।

পাইকগাছায় মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে মামলা

পাইকগাছায় মাদকাসক্ত যুবক আসাদুজ্জামান টিটু’র বিরুদ্ধে কারাদন্ডের পর হামলা ও চাঁদা দাবীর ঘটনায় থানায় মামলা হয়েছে। এর আগে থানা পুলিশ গাঁজা’সহ তাকে আটক করলে ভ্রাম্যমান আদালত ১ বছরের কারাদন্ড প্রদান করেন।
 
গত সোমবার মঠবাটী গ্রামের জ্যোতিন্দ্রনাথ সরকার’এর পুত্র রবীন্দ্রনাথ সরকার’এর নিকট চাঁদা দাবী ও বাড়ীতে প্রবেশ করে স্ত্রী নিলুর উপর হামলা ও মারপিটের ঘটনায় বুধবার রবীন্দ্রনাথ বাদী হয়ে টিটু’সহ ৩ জনকে আসামী করে থানায় মামলা করেন। যার নং ১৭।

কপিলমুনি ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মারধরের পর কান ধরে ওঠবস করানোর অভিযোগ

পাইকগাছায় ইউনিয়ন পরিষদে আদালত প্রেরিত মামলার শুনানিকালে জনসমক্ষে এক ব্যক্তিকে মারধরের পর কান ধরে ওঠবস করানোসহ একাধিক অভিযোগ উঠেছে কপিলমুনি ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় এমপি, উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে সংশ্লিষ্ঠ দপ্তরে অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কাশিমনগরের একটি মারামারির ঘটনায় সিদ্দিক সরদারের স্ত্রী জেসমিন (২৫) প্রতিপক্ষ আনছার সরদার গংদের বিরুদ্ধে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আনছার গং বিরুদ্ধে অভিযোগ (চার্জ সিট) পত্র দাখিল করে। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

এদিকে আনছার সরদার প্রতিপক্ষ সিদ্দিক সরদার গংদের বিরুদ্ধে অনুরূপ একটি অভিযোগ এনে একই আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কপিলমুনি ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরন করেন। গত রবিবার দু’পক্ষের উপস্থিতিতে শুনানির একপর্যায়ে সিদ্দিককে মামলা তুলে নিতে বললে সে রাজি না হওয়ায় তাকে মারধরের পর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু এর নির্দেশে কুড়িবার কান ধরে উঠবস করানো হয় বলে সিদ্দিক অভিযোগ করেছেন।

নছিমন চালক সিদ্দিকের স্ত্রী জেসমিন জানিয়েছেন তার স্বামী এখনও স্বাভাবিক হতে পারেনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিলেও সরাসরি কেউ মুখ খুলছেন না। এদিকে ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে কপিলমুনির আঃ রব মিঠু নামে এক ব্যবসায়ী জীবনের নিরাপত্তা চেয়ে গত মাসের ১০ তারিখে থানায় সাধারন ডায়েরী করেছেন।

অপরদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা নিয়ন্ত্রানাধীন মাতৃ ভাউচার স্কীমের কপিলমুনি ইউনিয়নে দায়িত্বরত লায়লী খাতুন, মোঃ সাইফুল ইসলাম, মুসলিমা খাতুন, জাহানারা, আঞ্জুমানারা, মোঃ আবু জাফর, তুষার সরকারসহ ১২ জন কর্মচারী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আপত্তিকর ভাষা ও আশোভন কথাবার্তারার অভিযোগ এনে স্থানীয় এমপি এড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন’কে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তরেও লিখিত অভিযোগ করেছেন।

এ সমস্ত অভিযোগ সর্ম্পকে ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলুর ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে ফোনটি বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।