Tuesday, December 31, 2013

পাইকগাছায় নতুন স্কুল ভবনের নির্মাণকাজ শুরু

সরকারের শেষ মেয়াদে পাইকগাছায় কপিলমুনি ইউপি’র ১০ নং জিপি চিনেমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মানের কাজ শুরু হয়েছে। ৫৮ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত ভবনের কাজ গতকাল বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দীপক মন্ডল ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলাউদ্দিনসহ এলাকার গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নির্মাণকাজ শুরু হয়েছে।

এ সময় অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক পবিত্র কুমার দাশ, সহকারী শিক্ষক মুকুন্দ বসু, উজ্জ্বল মন্ডল ও সুকুমার ঢালীসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পাইকগাছায় নিয়মিত মামলার আসামী আটক

পাইকগাছায় থানা পুলিশ অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গড়ুইখালী ইউপি’র সুড়িখালী বাজার থেকে এসআই খালেক বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহায়াতায় মামলার ১নং আসামী রফিকুল গাজীকে আটক করে। এদিকে মামলা প্রত্যাহারের জন্য বাদী ও সাক্ষীদের হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ১৫ ডিসেম্বর গড়ুইখালীর মোসলেম সানার পুত্র সালমিন সানা ব্যবসায়ীক উদ্দেশ্যে মটরসাইকেলযোগে কপিলমুনি আসছিলেন। পথিমধ্যে ইউপি পরিষদ ভবনের সামনে পৌছালে একই এলাকার মোমিনগাজীর পুত্র রফিকুল গাজী, ইকরাম গাজীর পুত্র লিটন ও আতাউল গাজীর পুত্র জনি স্বদলবলে সালমিনকে ব্যাপক মারপিট করে আহত করে। বর্তমানে সালমিন খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় সালমিন এর পিতা মোসলেম সানা বাদী হয়ে রফিকুল, লিটন ও জনিসহ একাধিক ব্যক্তির নামে থানায় মামলা দায়ের করে। এ ঘটনায় পুলিশ ১জনকে আটক করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খালেক জানিয়েছেন, আটক রফিকুলকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।

Monday, December 30, 2013

১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের অবরোধের ডাক ১৮ দলের

নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়ে আগামী ১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অবরোধের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন সোমবার এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন।

পাইকগাছায় সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা

পাইকগাছায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, ওসি এম মসিউর রহমান, আব্দুর রাজ্জাক মলঙ্গী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী, কাজল কান্তি বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, রতন ভদ্র, আনোয়ার ইকবাল মন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী এনামূল কবির, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ও পৌর ইমাম পরিষদের সভাপতি অলহাজ্ব হাফেজ মাওঃ জালাল উদ্দিন।

সভায় নাশকতা প্রতিরোধে ওয়ার্ড পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত এবং প্রতিরোধে ইমাম ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানানো হয়।

পাইকগাছায় কলেজ ছাত্র গুলিবিদ্ধ; আটক ২

পাইকগাছায় এক কলেজ ছাত্রের বাড়ীতে স্বশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের গুলিতে মারাত্মক আহত অবস্থায় কলেজ ছাত্র অভিজিৎকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ২ জনকে আটক করেছে। ছাত্রাবাসের ভাড়ার টাকাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও আহত পরিবার সুত্র জানিয়েছে।

থানা পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানা গেছে, পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের সঞ্জীব বিশ্বাসের পুত্র ও খুলনা সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র অভিজিৎ বিশ্বাস (১৭) ও একই এলাকার ৪নং ওয়ার্ডের মানিক মন্ডলের পুত্র অচিন্তসহ সহপাঠী ৩ বন্ধু লেখাপড়ার সুত্রে খুলনার একটি ছাত্রাবাস ভাড়া করে বসবাস করত। শনিবার বাড়ী আসার সময় অচিন্তর ছাত্রাবাসের ২ মাসের ভাড়ার টাকা বাকী থাকায় অভিজিৎ অচিন্তর ব্যবহৃত মোবাইলটি জামানত হিসাবে নিয়ে ভাড়ার টাকা পরিশোধ করে।

পরে বাড়ী আসার পর মোবাইল নেওয়ার অপরাধে রোববার অচিন্ত অভিজিৎকে কুপিয়ে জখম করার হুমকি দেয়। এ ঘটনায় সোমবার প্রথম প্রহর (রাত ১টা)’র দিকে অচিন্তর নেতৃত্বে ৩ দুর্বৃত্ত অভিজিতের বাড়ীতে স্বশস্ত্র হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঘুমিয়ে থাকা পরিবারের উপর আতর্কিত হামলা চালায়। এসময় অভিজিতের মা শেখরা বিশ্বাসের সাথে ধ্বস্তাধ্বস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা অভিজিতকে লক্ষ্য করে গুলি করে। গুলিটিতার পায়ে বিদ্ধ হলে সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় আত্মচিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে এলাকাবাসী আহত অভিজিতকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ খবর জানতে পেরে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও অচিন্ত্যর বাড়ীতে অভিযান চালায়। এ ঘটনায় সোমবার সকালে অচিন্তর বাবা মানিক মন্ডল ও পার্থ মন্ডল নামের দু’জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় জামায়াতের ৩ নেতাকর্মী আটক

পাইকগাছায় জামায়াতের ৩ নেতাকে আটক করা হয়েছে। রোববার বিকালে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা যায়, নাশকতার আশংকায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে রোববার বেলা সড়ে ৩টার দিকে ইসলামী ব্যাংক এলাকা থেকে বয়ারঝাপা গ্রামের ঈমান আল সরদারের পুত্র শিবিরের সাবেক পৌর সভাপতি ও বর্তমান সোলাদানা ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক এসএম ফিরোজ আহম্মেদ (২৪) এবং বিকাল ৫টার দিকে লক্ষ্মীখোলা গ্রামের আনসার আলী সরদারের পুত্র মোঃ শুকুর আলী (৩০) ও একই এলাকার জিল্লাব গাজীর পুত্র বাবু গাজী (২৩) কে আটক করে।

নাশকতার আশংকায় তাদেরকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

Sunday, December 29, 2013

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আনোয়ার নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার হাউলিয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন প্রতাপকাটি গ্রামের শহর আলীর পুত্র সন্ত্রাসী আনোয়ার হাউলিয়া বিলের একটি চিংড়ী ঘেরে অবস্থান করছিল। এ খবর জানতে পেরে থানা পুলিশের একটি চৌকুস দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মুনসুর হাসান, আব্দুল কুদ্দুস, মাখন লাল সরকার, শংকর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, আলাউল মোড়ল, তবিবুর রহমান, সোহেল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, শ্রাবন্তী কবিরাজ, পারভীন সুলতানা, কবরী সরকার, প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, সাংবাদিক জিএ রশীদ, অভিভাবক সদস্য আজিবর মোড়ল, নূরআলী গাজী, মুনসুর আলী ও শফিকুল ইসলাম।


পাইকগাছায় আলোচিত চুরির ঘটনায় পাবনার ব্যবসায়ী আটক

পাইকগাছায় দীপ্তি মোবাইল কর্নারের আলোচিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোরাই মোবাইলসহ পাবনার এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার পাবনার ঈশ্বরদি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ইতোপূর্বে গোবিন্দ দাশ ও রিপু নামে দু’যুবক আটক হয়ে জেল হাজতে রয়েছে। এ নিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য গত ২ নভেম্বর গভীর রাতে পৌর সদরের প্রাণকেন্দ্রে মৃত গোষ্ঠ বিহারীর পুত্র দীলিপ কুমারের দীপ্তি মোবাইল কর্নারের দোকানে দূধর্ষ চুরি সংগঠিত হয়। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে নিয়ে যায়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগিদ দেন।

অবশেষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসআই জালাল শুক্রবার পাবনার ঈশ্বরদির প্রাইম মোবাইল টেলিকমে অভিযান চালিয়ে পেয়ারাখালী গ্রামের আফসার আলীর পুত্র ব্যবসায়ী টুটুল (২৭) কে আটক করে। তার কাছ থেকে চোরাইকৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

পাইকগাছায় বিভিন্ন মামলার ১৫ ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, বিভিন্ন ঘটনায় আদালতে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীরা হচ্ছেন উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের শমসের সরদারের পুত্র ৬ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মতিয়ার সরদার, একই এলাকার মফিজউদ্দিনের পুত্র আনিছুর রহমান ভলু, আমজেদ সরদারেরর পুত্র আজিজুল সরদার, হায়দার সরদার ও শহীদুল সরদার।

গ্রেফতারকৃত ৫ আসামীকে রোববার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের JSC রেজাল্ট-২০১৩

পাশের হার: ৯৯.১৬%, মোট পরীক্ষার্থী: ১১৯, কৃতকার্য: ১১৮, অকৃতকার্য: ১

সর্বমোট: A+: ৩১, A: ৪৫, A-: ‌২৮, B: ৯, C: ৫, D: ০, F: ১


পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের JSC রেজাল্ট-২০১৩

পাশের হার: ৯৫.৯২%, মোট পরীক্ষার্থী: ৯৮, কৃতকার্য: ৯৪, অকৃতকার্য: ৪

সর্বমোট: A+: ২৫, A: ৩০, A-: ‌২৩, B: ১২, C: ৪, D: ০, F: ৪


যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে

যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.jessoreboard.gov.bd/result_on/ জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে।

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ; পাসের হার ৮৯.৯৪%

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৮৯.৯৪% ছাত্রছাত্রী।

১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭২ হাজার ২০৮ হাজার জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকাল ১০টায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

গত বছর জেএসসি-জেডিসিতে পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৭ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার বেড়েছে তিন শতাংশ পয়েন্টের মতো।

জেএসসি-জেডিসিতে গত বছর ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এর মধ্যে জেএসসিতে ৪৪ হাজার ১৫৮ জন এবং জেডিসিতে ২ হাজার ৭৮৪ জন পেয়েছিল পূর্ণ জিপিএ।

বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এর পর বেলা ২টা থেকে নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে জেএসসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেডিসির ফল পেতে একইভাবে JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। একই কারণে পিছিয়ে যায় জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা। ফলে ২০ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২২ নভেম্বর। তবে এবারো ঘোষিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হলো।

Saturday, December 28, 2013

সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে রাজনৈতিক সহিংসতা বন্ধের আহবান

দেশে বর্তমান বিরাজমান পরিস্থিতিতে সহিংসতারোধে রাজনৈতিক দলগুলোসহ সকল নাগরিকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন নবলোকের খুলনা জেলা পাবলিক পলিসি ফোরামের নেতৃবৃন্দ।

ফোরামের জেলা সদস্য সচিব শেখ মাসুম স্বাক্ষরিত পত্রে জানান, দেশে বিরাজমান পরিস্থিতিতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে বজায় রাখতে কোন প্রকার সহিংসতা কাম্য নয়। এমন রাজনৈতিক পরিবেশ থাকতে হবে যেখানে সকল পক্ষ স্বাধীন ও শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে।

সকলের মতামতের ভিত্তিতে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা বিদ্যমান রাখতে সকল দল মতের উর্দ্ধে থেকে নারী-শিশুসহ বিভিন্ন পর্যায়ের নাগরিকদের উপর সকল প্রকার রাজনৈতিক সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের প্রতি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।

পাইকগাছায় মুক্তিপণের বিনিময়ে অপহৃত ঘের ব্যবসায়ী উদ্ধার

পাইকগাছায় অবশেষে অপহৃত ঘের ব্যবসায়ী ব্রজেন মন্ডলকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫ লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে সন্ত্রাসীরা বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে তার বাড়িতে ফেরত দিয়ে গেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, সন্ত্রাসীরা গত সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার দেলুটী ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের পুত্র ব্রজেন মন্ডলের বাড়িতে ডাকাতি শেষে ব্রজেনকে অপহরণ করে নিয়ে যায়। অবশেষে অপহরণের ৩ দিন পর তার পরিবারের লোকজন মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এ ব্যাপারে শুক্রবার সকালে ব্রজেন বাড়িতে ফিরে এসেছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার।

কপিলমুনিতে গ্রাম দারিদ্র বিমোচন কমিটির পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ব্র্যাক সিএফপিআরএসিডি কর্মসূচীর অধিনে বৃহস্পতিবার গ্রাম পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’১৩ পরিচালিত হয়েছে। স্থানীয় হরিদাশকাটি গ্রাম দারিদ্র বিমোচন কমিটির স্বতস্ফুর্ত অংশগ্রহনে হরিদাশকাটি দাখিল মাদ্রাসা সংল্গ্ন রাস্তার পার্শ্বের জায়গায় ঝোঁপঝাঁড় কেটে পরিস্কার পরিচ্ছন্ন করে অভিযান পরিচালনা করা হয়। 


অভিযানে নের্তৃত্ব দেন ব্র্যাক কপিলমুনি শাখার ব্যাবস্থাপক সমীরন মন্ডল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হরিদাশকাটি গ্রাম দারিদ্র বিমোচন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, ক্যাশিয়ার আব্দুস সবুর মোড়ল, সদস্য আজিজ শেখ, কোমর আলী, মহিলা সদস্য আকলিমা বেগম, চায়না রানী ও পারুল বেগম। এ সময় স্থানীয় এলাকাবাসীর অনেকেই উপস্থিত ছিলেন।

Friday, December 27, 2013

রবিবার জেএসসির ফল প্রকাশ, পিএসসির সোমবার

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৯ ডিসেম্বর, রবিবার প্রকাশ করা হবে। একদিন পর ৩০ ডিসেম্বর, সোমবার প্রকাশ করা হবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

নভেম্বরের শুরুতে জেএসডি ও জেডিসি পরীক্ষা শুরু হয়েছিল। ২০ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েক দফায় পরীক্ষা পিছিয়ে নির্দিষ্ট সময়ের পর শেষ করা হয়। এবার পরীক্ষার্থী ছিল প্রায় ১৯ লাখ।

অন্যদিকে গত ২০ নভেম্বর শুরু হয়েছিল দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিল প্রায় ২৯ লাখ। ওই পরীক্ষা ২৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা অবরোধের কারণে তিন দফায় পেছাতে হয়। তবে বরাবরের মতো এবারও ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।

শুভ বড়দিন উদযাপন উপলক্ষে ক্যাথলিক মিশনের আলোকসজ্জিত তোরণ


ছবিটি পৌরসভাস্থ পাইকগাছা ক্যাথলিক মিশন থেকে তোলা।

Thursday, December 26, 2013

পাইকগাছা-খুলনা প্রধান সড়কে গর্তে আটকে যায় ট্রাক ও যাত্রীবাহী বাস

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পাইকগাছা-খুলনা প্রধান সড়কে এভাবেই গর্তে আটকে যায় একটি ট্রাক ও যাত্রীবাহী বাস। দীর্ঘ এক ঘন্টার প্রচেষ্টার পর উদ্ধার করা হয় বাসটি। 


ছবিটি আমাদের পাঠিয়েছেন Sajib Ahmed Joy.

পাইকগাছায় নূরুল হকের ব্যক্তিগত উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার

খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কপিলমুনি হতে কাশিমনগর পর্যন্ত জনগুরুত্বপূর্ন ২ কিলোমিটার রাস্তা ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব অর্থায়নে সংস্কারের উদ্যোগ নিয়েছেন এ্যাড. শেখ মোঃ নূরুল হক। তার পক্ষে বুধবার দুপুরে সংস্কারের কাজের উদ্বোধন করেন তার পুত্র শেখ মনিরুল ইসলাম। 

উল্লেখ্য দীর্ঘদিন সংস্কারের অভাবে জনগুরুত্বপূর্ন এ সড়কের কপিলমুনি থেকে কাশিমনগর পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা বিভিন্ন স্থানে খানাখন্দে পরিণত হয়ে দীর্ঘ দিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

গত কয়েক মাস যাবৎ ঢাকাগামী পরিবহন ও বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকায় যাতায়াতের চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। মানবেতর জীবন যাপন করছে পরিবহন শ্রমিক ও তাদের পরিবার।

পাইকগাছায় দুর্বৃত্তদের নির্যাতনে শিকার ৬ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু

পাইকগাছায় দুর্বৃত্তদের অমানসিক নির্যাতনে ৬ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু মারিয়ার মৃত সন্তান প্রসব হয়েছে বলে জানা গেছে। অসহায় পরিবারটি বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। 

এলাকাবাসী ও থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারী, শুক্রবার সন্ধ্যায় উপজেলার চাঁদখালী ইউপির ধামরাইল (কাওয়ালী) গ্রামে আব্দুর রাজ্জাক মোড়লের পুত্র বিল্লাল হোসেন ও তার স্ত্রী মারিয়া বেগম, ভাই হেলাল হোসেনের সাথে একই এলাকার সরকারী রাস্তার মাটি কাটাকে কেন্দ্র করে ধামরাইলের আমজাদ শেখের পুত্র ওয়াহিদুজ্জামান, শেখ সাহেব আলীর পুত্র আজিজুর রহমান, আব্দুল মজিদের পুত্র মীর সামাদদের সাথে বিরোধ দেখা দেয়।

ঘটনার দিন তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে বিল্লাল, হেলাল ও মারিয়াদের উপর অতর্কিত হামলায় চালায়। এক পর্যায়ে প্রতিপক্ষের উপর্যুপরি আঘাতে বিল্লালের ৬মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী মারিয়া ও হেলাল মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মারিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন থাকাবস্থায় ২৩ ডিসেম্বর, সোমবার মারিয়া মৃত সন্তান প্রসব করে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ ঘটনায় গত বুধবার মারিয়ার স্বামী বিল্লাল হোসেন শেখ ওয়াহিদুজ্জামান, শেখ আজিজুর রহমানসহ ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে পাইকগাছায় থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি এম. মসিউর রহমান জানিয়েছেন, এ অভিযোগটির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Wednesday, December 25, 2013

শুভ বড়দিন উদযাপন উপলক্ষে আয়োজিত বিচিত্রা অনুষ্ঠান

পাইকগাছা ক্যাথলিক মিশনে শুভ বড়দিন উদযাপন উপলক্ষে আয়োজিত বিচিত্রা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে এক শিশু।


ছবিটি পৌরসভাস্থ পাইকগাছা ক্যাথলিক মিশন থেকে তোলা।

শুভ বড়দিন উপলক্ষে আলোকসজ্জিত ক্যাথলিক মিশনের চার্চ


ছবিটি পৌরসভাস্থ পাইকগাছা ক্যাথলিক মিশন থেকে তোলা।

পাইকগাছায় উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে শুভ বড়দিন

পাইকগাছায় যথাযথভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে শুভ বড়দিন। এ উপলক্ষ্যে উপজেলা সদরস্থ বাতিখালী ক্যাথলিক খ্রীষ্টান মিশনে ৪ দিনের কর্মসূচী আয়োজন করেছে বড়দিন উদযাপন কমিটি। এছাড়াও উপজেলার ২৫টি চার্চে বড়দিন উদযাপন হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শুভ জন্মদিন উৎসবের উদ্বোধন করেন ফাদার জুয়েল ম্যাকফিল্ড। নানান রঙের আলপনা দিয়ে সাজানো হয়েছে প্রতিটি বাড়ী। শিশু থেকে শুরু করে সব শ্রেণীর নারী-পুরুষের মধ্যে বিরাজ করছে খুশির আমেজ। বুধবার সকাল থেকেই মিষ্টি বিতরণের মাধ্যমে চলছে অতিথি আপ্যায়ন। বিগত কয়েক বছরের তুলনায় এ বছর বড়দিন উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বলে জানিয়েছেন উদযাপন কমিটির আহবায়ক আগস্টিন সরকার।

মিশনের বাসিন্ধা এ্যানি মন্ডল জানান, চাকুরী সূত্রে তিনি অধিকাংশ সময় বাইরে থাকেন। বড়দিন উপলক্ষ্যে বাড়িতে এসেছেন। বড়দিনের অভিমত ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, পরিবারের সাথে বড়দিনের উৎসবের মজাই আলাদা। তবে রাজনৈতিক সংকটের কারণে ভেবেছিলাম এবারের উৎসবে অনেকটাই ভাটা পড়বে। কিন্তু বাড়িতে এসে দেখলাম বিগত সময়ের চেয়ে এবারের উৎসবে খুশির আমেজ বেশি পরিলক্ষিত হচ্ছে।

৪ দিন ব্যাপী কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালিত হবে বলে জানিয়েছেন পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও।

সিনিয়র আইনজীবী এ্যাডঃ সন্তোষ কুমার মন্ডল আর নেই

পাইকগাছার সিনিয়র আইনজীবী এ্যাডঃ সন্তোষ কুমার মন্ডল (৪৮) আর নেই। তিনি দূরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে বুধবার ভোর সাড়ে ৪টায় উপজেলা সদরস্থ নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কমরেড সন্তোষ কুমার আইন পেশার পাশাপাশি পৌর কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য ছিলেন। দুপুরে তার মরদেহ গ্রামের বাড়ি উপজেলার গড়ইখালীর কুমখালীতে দাহ করা হয়েছে।

Tuesday, December 24, 2013

পাইকগাছা ইউনিয়ন সমাজমিটিং অনুষ্ঠিত

পাইকগাছায় ইউনিয়ন সমাজমিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক মতায়ন কর্মসূচীর উদ্যোগে সোমবার দুপুরে গদাইপুর ইউনিয়ন পরিষদ ভবনে ইউনিয়ন সমাজ সভানেত্রী আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সামাজিক মতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মোহাঃ মুনতাসির রহমান, লতিফা আকতার, রেহানা খাতুন, আবু সাঈদ, হাসিনা বেগম, পারুল, সুলতানা, দেবলা, সালমা, রিমা, রেশমা, সাহিদা, আনোয়ারা, লক্ষ্মীরাণী, শান্তি, ঝুমুর, রহিমা, নাসিমা, নার্গিস, আম্বিয়া, আয়েশা, রেক্সনা ও সায়রা বেগম। 


সভায় মাতৃত্বকালিনভাতা, বাল্যবিবাহ ও শীতবস্ত্র বিতরণ প্রসংগে আলোচনা হয়।

পাইকগাছায় দুর্বৃত্ত কর্তৃক মটরসাইকেল চালককে পিটিয়ে জখম

পাইকগাছায় দুর্বৃত্তরা মফিজুল ইসলাম নামে এক মটরসাইকেল চালককে পিটিয়ে জখম করেছে। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। 

জানা যায়, উপজেলার সলুয়া গ্রামের মৃত শামসুর গাজীর পুত্র মটরসাইকেল চালক মফিজুল ইসলাম (৩৮) ঘটনার দিন সোমবার রাত ৯টার দিকে বাড়ীতে অবস্থান করছিল। এসময় নিকট আত্মীয় পরিচয়ে দুর্বৃত্ত মোবাইল ফোনের মাধ্যমে তাকে হরিদাশকাটির আমতলা মোড় নামকস্থানে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌছানোর পরপরই পূর্ব থেকে ওৎপেতে থাকা ৭/৮ জন যুবক তাকে পিটিয়ে গুরুত্বর জখম করে। এসময় তার আত্মচিৎকরে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে মঙ্গলবার সকালে তার পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ ব্যাপারে আহত মফিজুল জানান, তার শ্বাশুড়ির জায়গাজমি নিয়ে বিরোধের ঘটনায় প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটাতে পারে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

পাইকগাছায় ব্যবসায়ীদের সাদাপতাকা সমাবেশ ও মানববন্ধন

পাইকগাছায় সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত ২ ঘন্টা ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রাখার মাধ্যমে সাদা পতাকা সমাবেশ ও মানববন্ধন করেছে সর্বস্তরের ব্যবসায়ীরা। বর্তমান রাজনৈতিক সংকটের কারনে দেশের ব্যবসায়ী সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ এবং নিরাপত্তাহীনবোধ করায় প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর প্রতি আবেদন জানাতে পাইকগাছা ব্যবসায়ী নিরাপত্তা ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে। 

কর্মসূচীর অংশহিসাবে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বিভিন্ন সংগঠনের শত শত ব্যবসায়ীরা সাদা পতাকা হাতে নিয়ে কর্মসূচীতে অংশগ্রহণ করে। ব্যবসায়ী নিরাপত্তা ঐক্য পরিষদের আহবায়ক শিল্পপতি আলহাজ্ব ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মলঙ্গী, ষোলআনা ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক।

আরও বক্তব্য রাখেন চিংড়ী বিপনন সমবায় সমিতির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মনোহর সানা, জেলা হ্যাচারী চিংড়ী পোনা সমিতির সভাপতি গোলাম কিবরিয়া রিপন, ঠিকাদারী সমিতির শেখ কামরুল হাসান টিপু, কাঁকড়া সমিতির সভাপতি অধিবাস সানা, সাধারণ সম্পাদক দেবব্রত কুমার, পোনা সমিতির সভাপতি মাহাবুবুর রহমান সানা, মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক স.ম আব্দুর রব, বাস মালিক সমিতির অধ্যাপক আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, কাঁচাবাজার সমিতির কামরুল ইসলাম, কাজী আজিজুল করিম, রতন ভদ্র, দাউদ শরীফ, উত্তম কুমার সাধু, গাজী শহীদুল ইসলাম খোকন, বিদ্যুৎ আহম্মেদ, নাসির উদ্দিন, ফজলুর রহমান, সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।

পাইকগাছায় ডিবি পরিচয়ে স্বসস্ত্র ডাকাতি; ঘের ব্যবসায়ীকে অপহরণ

পাইকগাছায় এক ঘের ব্যবসায়ীর বাড়ীতে স্বসস্ত্র ডাকাতি সংগঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতদল নগদ অর্থ স্বর্ণালংকার লুট এবং ব্যবসায়ী ব্রজেন মন্ডলকে অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে উপজেলার জিরবুনিয়া এলাকায়। বনদস্যুরা এ ঘটনা ঘটাতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

এলাকাবাসীসুত্রে জানা গেছে, ২০/২৫ জনের স্বসস্ত্র ডাকাত ঘটনার দিন রাতে ডিবি পুলিশ পরিচয়ে উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়া গ্রামের মৃত কৃষ্ণপদ মন্ডলের পুত্র ঘের ব্যবসায়ী ব্রজেন মন্ডলের বাড়ীতে প্রবেশ করে পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙ্গে নগদ ৩০/৪০ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে বাড়ীর মালিক ব্রজেন ও তার পুত্র উত্তমকে ধরে নিয়ে যায়। পরে খেয়াঘাট থেকে পুত্র উত্তমকে ছেড়ে দিলেও ব্যবসায়ী ব্রজেনকে অপহরণ করে ট্রলারযোগে পালিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার জানান মুক্তীপনের দাবীতে ব্রজেনকে অপহরণ করা হতে পারে। ওসি এম মসিউর রহমান জানান, ঘটনার দিন রাত সাড়ে ৩টার দিকে ওই এলাকা থেকে এক ব্যক্তি ফোন করে বিষয়টি অবহিত করেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে পারেনি। তবে এলাকাবাসীর ধারণা বনদস্যুরা এ ঘটনা ঘটাতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ী ব্রজেন নিখোজ ছিল।

Monday, December 23, 2013

সুন্দরবন সুরক্ষায় পাইকগাছায় নৌকা র‌্যালী

সুন্দরবন সুরক্ষায় পাইকগাছায় ব্যতিক্রমধর্মী এক নৌকা র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সমতার জন্য প্রচারভিযান কর্মসূচির আওতায় সূশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগ ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর সহায়তায় সোমবার সকালে শিবসা নদীতে ২৫টি নৌকা নিয়ে শত শত পেশাজীবিরা “বন আইন মেনে চলি সুন্দরবন সুরক্ষা করি” এ ধরনের বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার, ফেষ্টুন ও প্লাকার্ড নিয়ে ২ কিলোমিটার নৌপথ প্রদক্ষিন করে।


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে চাঁদখালী পেশাজীবি সংগঠনের সিবিএ লিডার মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রজ্ঞন সেন, হেন্দু বিকাশ, সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভূঁইয়া, সংগঠক আমিনুর রহমান ও আনোয়ার হোসেন।

পাইকগাছা উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আটক

পাইকগাছায় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দীন’কে আটক করা হয়েছে। সোমবার সকালে উপজেলার আগড়ঘাটা থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, সোমবার তৃতীয় দিনের অবরোধ চলাকালে সকাল ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে আগড়ঘাটা বাজার থেকে জামায়াত নেতা ও পাইকগাছা সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিউদ্দীন কে আটক করে। নাশকতার আশঙ্কায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মশিউর রহমান জানান।

পাইকগাছা উপজেলার স্বাগতম স্তম্ভ

এখানে রাস্তার দুই পাশে দুইটি রয়েল বেঙ্গল টাইগার-এর প্রতিকৃতি তৈরি করা হয়েছে। একটি প্রতিকৃতিতে দেখা যাচ্ছে একটি রয়েল বেঙ্গল টাইগার একটি হরিণকে আক্রমন করে জখম করেছে। অপরটির কাজ এখনও অসমাপ্ত।


ছবিটি পাইকগাছা্ ও তালা উপজেলার সীমানা (কাছিঘাটা) থেকে তোলা।

Sunday, December 22, 2013

লস্কর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

গত ১৮/১২/২০১৩ ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় ৫১ নং লস্কর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের সময় উপস্থিত ছিলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু মানব সানা, শিক্ষক কমিটির সভাপতি এস, এম আনোয়ারুল কাদির, অভিভাবক সদস্য মুস্তাক আহম্মেদ, অত্র স্কুলের সকল শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ ও আরো অনেকে। 

একটি বছর পর সকল ছাত্র-ছাত্রীদের সাথে সাথে বিদ্যালয়ের আঙ্গীনায় ভীড় করতে থাকেন অভিভাবকরাও। উৎসবের আমেজে ভরে যায় স্কুল মাঠ। বহুল আলোচিত এই বিদ্যালয়টি পাইকগাছা উপজেলার লস্কর গ্রামে অবস্থিত।

অভিভাবকদের কাছে এই স্কুলের পড়াশুনার মান সম্পর্কে জানতে চাইলে তারা সর্ব প্রথম কৃতষ্ণতা জানান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাহানারা ম্যাডামের। এই শিক্ষককে উদ্দেশ্য করে বলেন তিনি শুধু ছাত্র ছাত্রীদের শিক্ষক নন তিনি তাদের অভিভাবকও। অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের যতটুকুনা খোজ-খবর নেন তার অধিক খোজ খবর রাখেন এই শিক্ষিকা।

কোন কোন এলাকায় দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা অধিকাংশ সময় কাটায় মায়ের আচল ছায়াতলে কিংবা বাড়ির আঙ্গিনায় খেলাধুলায়। কিন্তু এই এলাকার চিত্র ভিন্ন। এখানকার ছোট ছোট সোনামনিরা সময়ের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জ্ঞানের সন্ধানে ছুটে চলে বিদ্যালয় পানে।

বিদ্যালয়ের সময় হলে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা ঝাক বেধে পিঠে ব্যাগ ঝুলিয়ে গল্প করতে করতে চলে যায় বিদ্যালয় আঙ্গিনায়। এই দৃশ্য দেখে মনে হয় এরা যেন বিদ্যালয়ে ছুটে চলেছে নাড়ির টানে। বিদ্যালয়ের প্রতি এমন টান হওয়ার একটাই কারন যে, তারা এই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে খুজে পেয়েছে মায়া, মমতা, স্নেহ, ভালবাসা।

অভিভাবকরা মনে করেন, যেভাবে বিদ্যালয়ের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের খোজ খবর নিয়ে পড়াশুনা করান তাতে করে এই ছাত্র-ছাত্রীরা এই বিদ্যালয় ও এই গ্রামের মুখ উজ্জল করবে।

একটি সূত্রে জানা যায়, এই বিদ্যালয়ের পড়াশুনার মান ভাল হওয়ায় অনেক ছোট ছেলে মেয়েরা মা-বাবাকে রেখে নানার বাড়ী থেকে পড়াশুনা করতে আগ্রহী হয়। এমন এক শিক্ষার্থী ছালিমা ইয়াছমিন। লস্কর পশ্চিম পাড়ার মোঃ ইয়াছিন জোয়াদ্দার হলেন ছালিমার নানা। তাকে তার গ্রামের বাড়ী যাওয়ার কথা বললে সে বলে, "না আমি যাব না, আমাকে স্কুলে যেতে হবে।" সে যেন এই বিদ্যালয়ে খুজে পেয়েছে মায়ের ভালবাসা !

প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ে অতিদরিদ্র শিশুর নিয়মিত উপস্থিতি বিষয়ক ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী বাস্তবায়ন ও এ্যাডভোকেসী ফর সোস্যাল চেইঞ্জ-এর উদ্যোগে রোববার সকালে উপজেলা রিসোর্স সেন্টারে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাথে এ ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাহফুজুল হক কিনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের সহকারী ইন্সটেক্টর আজহারুল ইসলাম।

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী প্রকল্পের জেলা ব্যবস্থাপক মুহাঃ মোনতাসির রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক এস,এম, আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, ইউপি সদস্য জালাল আহমেদ, প্রধান শিক্ষক খালেদা খাতুন, শিক্ষক মুনছুর আলী, অভিভাবক সদস্য জাহান আলী গাজী, মিজানুর রহমান, হারুন-অর-রশিদ, মুজিবর রহমান, বাবর আলী সরদার, কামরুল ইসলাম, রহিমা খাতুন, আরিফা আক্তার, ফাহিমা বেগম ও ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক আবু সাঈদ।

রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছায় রোজ বার্ড কিন্ডার গার্টেন স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক অনিতা রাণী মন্ডলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ মুহাঃ কওসার আলী গাজী, ডাঃ জিনাত গুলশানারা, শিক্ষক মনতোষ কুমার বৈদ্য, শাহনাজ পারভীন, অসীম রায়, হোসনেয়ারা নাজমিন সুমি, দেবযানী মন্ডল, পূজা মন্ডল, অসিত বরণ গাইন, লায়লী খানম, সীমা রাণী, কল্পনা রাণী, অভিভাবক মোঃ সেলিম, অপতী রায় ও সুমাইয়া বেগম।

অনুষ্ঠানে প্লে থেকে ৪র্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা-২০১৩ সালের ফলাফল প্রকাশ করা হয়।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

গতকাল শনিবার সন্ধ্যায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী ৬ষ্ঠ শ্রেণীতে ১৪৪ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ৮২ জন।

৭ম শ্রেণীতে ১০ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ৪ জন এবং ৮ম শ্রেণীতে ১৯ জন অংশগ্রহনকারীর বিপরীতে ভর্তির অনুমতি প্রাপ্ত ছাত্র ১ জন।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয় থেকে পাঠানো ফলাফলের তালিকাটি হুবহু সংযুক্ত করা হল।





পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহন করে ১৭৩ জন পরীক্ষার্থী।


পাইকগাছায় জাতীয় পার্টির ডাকা অর্ধদিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত

পাইকগাছায় জাতীয় পার্টি ডাকা অর্ধবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতাল সমর্থনে পিকেটিং করার সময় পুলিশ বাঁধা দিয়েছে বলে সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছে।

এদিকে ১৮ দলীয় জোটের ৫ম দফার ১ম দিনের অবরোধে জোটের কোন নেতাকর্মীকে রাজপথে দেখা যায়নি। উল্লেখ্য জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে আটক করার প্রতিবাদ ও মুক্তির দাবীতে খুলনা জেলা জাতীয়পার্টি জেলার ৯টি উপজেলা ও মহানগরে শনিবার অর্ধদিবস হরতাল আহবান করে।

এরই অংশহিসাবে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে পাইকগাছা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জাপা মনোনিত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীরের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা পৌর বাজার হতে জিরো পয়েন্ট পৌছালে অবস্থানরত পুলিশ বাঁধা দিয়ে হটিয়ে দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলে সকাল ১০টার দিকে পুলিশ দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের বের করে দেয় বলে জাপা নেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর জানান।

এছাড়াও সকাল থেকে পৌর বাজারে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, নসিমন, করিমন, মাহেন্দ্রসহ ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোন বাস যাতায়াত করেনি।

Friday, December 20, 2013

গভীর রাতে স্কুল শিক্ষকের জমির ধান লুট, আহত ৩

কয়রায় গভীর রাতে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের এক স্কুল শিক্ষকের জমির ধান লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে কয়রা সদর ইউনিয়নের ২নং কয়রা গ্রামে। জমির মালিক ভুক্তভোগী স্কুল শিক্ষক নারায়ন চন্দ্র জানান, বুধবার রাত্র ৩ টার দিকে স্থানীয় ৩০/৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার রোপনকৃত কয়রা মৌজার ৮০ শতক জমির পাকা ধান কাটতে থাকে।

জানতে পেরে বসত বাড়ীর পিছনে ধানের জমিতে গিয়ে আমরা বাধা দিতে গেলে দুর্বৃত্তরা আমার পরিবারের লোকদের বেদম মারপিট করে তাড়িয়ে দিয়ে নির্বিঘ্নে সম্পূর্ণ জমির ধান কেটে নিয়ে চলে যায়।

এসময় দুর্বৃত্তদের লাঠির আঘাতে নারীসহ ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, ঊষা রাণী মন্ডল (৪৫), ললিতা মন্ডল (৩০), দীলিপ মন্ডল (৪৫)। আহতরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। এর আগে গত জুন মাসেও একবার এই দুর্বৃত্তদের হামলায় সংখ্যালঘু পরিবারটির কয়েকজন জখম হয়। এ ব্যাপারে ২নং কয়রা গ্রামের সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে জানতে চাইলে কয়রা থানার ওসি (তদন্ত) সুবীর দত্ত জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কপিলমুনিতে পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কপিলমুনিতে পল্লী উন্নয়ন সংস্থা (পাস)-এর উদ্যোগে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে দক্ষিন সলুয়াস্থ সংস্থার প্রধান কার্যালয় মিলনায়তনে পাইকগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।

এর আগে সংস্থার সাধারণ সম্পাদক শিবুপদ দাশের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনাসভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক মলঙ্গী, উপজেলা সমবায় অফিসার এফ এম সেলিম আক্তার, উপজেলা হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক রতন কুমার ভদ্র, প্রভাষক সেকেন্দার আলী, বিশিষ্ট সমাজ সেবক শেখ আছাদুর রহমান পিয়ারুল, নিরাপদ সড়ক চা’ই এর দক্ষিণাঞ্চল শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরদার আঃ মমিন, সাংবাদিক এ কে আজাদ, ইউপি সদস্য সন্তোষ সরদার, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা আনোয়ারা বেগম, রোকসানা বেগম, গৌরাঙ্গ দাশ, অমল কুমার দাশ, মুকুল কান্তি ঘোষ, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, শামছুর রহমান, সাধনা দেবনাথ ও আমেনা খানম। এ সময় ২শ অসহায় শীতার্ত ব্যাক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

Thursday, December 19, 2013

গোপালপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের অভিভাবক দিবসের আলোচনা সভা

পাইকগাছার ২৫ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন’র পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক খায়রুল ইসলাম, প্রকাশ বিশ্বাস, পঙ্কজ রায়, আঃ মজিদ, শিক্ষক সুষমা রাণী মন্ডল, সুলেখা ঘোষ, ইতু বিশ্বাস,ললিতা নাথ, শামছুর নাহার রুমা, রেহেনা আক্তার, রাজু আহমেদ, হফিজুর রহমানসহ অভিভাবকবৃন্দ।

গড়ুইখালীর শান্তায় রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন

পাইকগাছায় অবরোধ সমর্থকরা গড়ুইখালীর শান্তায় মধ্যরাতে রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, সুন্দরবন সংলগ্ন উপজেলার গড়ুইখালী ইউপি’র শান্তায় গত মধ্যরাতে দুর্বৃত্তরা রাস্তা কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি এম মসিউর রহমান জানিয়েছেন, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

শনিবার ২১তম জাতীয় টিকা দিবস

আগামী শনিবার সারাদেশে ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হবে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এমএম নিয়াজউদ্দীন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘শনিবার ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হবে। ঐদিন ০ থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।’

সচিব জানান, ০ থেকে ৫ বছরের শিশু পূর্বে জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে থাকলে বা কেউ না নিয়ে থাকলে প্রত্যেককেই টিকা খাওয়ানো হবে। এমনকি ঐদিন যেসব শিশু জন্মগ্রহণ করবে তাদেরকেও টিকা খাওয়ানো হবে।

নিয়াজউদ্দীন জানান, ২১তম জাতীয় টিকা দিবসে সারাদেশে ১লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও ভ্রমণরত ও ভ্রাম্যমান শিশুদেরকে বাসস্টেশন, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে পোলিও টিকা খাওয়ানো হবে।

টিকা কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানান সচিব। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় উল্লেখ করে সচিব ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুর অভিভাবকসহ দেশের সকল সচেতন নাগরিকদের প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানান।

পাইকগাছায় নিউসানের তথ্য অধিকার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা নিউসানের উদ্যোগে বুধবার দুপুরে উপজেলার লতায় নিউসানের প্রশিক্ষণ ও পরিকল্পনা বিভাগের প্রধান সদানন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিউসানের নির্বাহী প্রধান রায় সমীর কুমার।

উপস্থিত ছিলেন সিনিয়র প্রশিক্ষক এ্যাড. দীপায়ন মল্লিক, দিবাকর বিশ্বাস এবং চন্দন প্রভাকর। অনুষ্ঠান পরিচালনা করেন কর্মসূচী সমন্বয়ক ইন্দু মাধব মন্ডল। কর্মশালায় মোট ২৭ জন ব্যক্তি প্রশিক্ষণ গ্রহন করেন।

পাইকগাছায় প্রাক বড়দিন উপলক্ষ্যে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাক বড়দিন উপলক্ষ্যে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাটিপাড়া মেথোডিষ্ট চার্চে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৩৮ এর চেয়ারম্যান রেভাঃ সাইমন আর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদার, ওসি এম মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেথোডিষ্ট চার্চের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশপ নিবারণ দাশ, খুলনার ডায়সিস্ লিডার রেভাঃ প্যাট্রিক এস সরকার, পাঃ পিটার পি বিশ্বাস, সাতক্ষীরার ডায়সিস্ লিডার রেভাঃ সমরেশ মন্ডল ও পাইকগাছা কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও।

পাইকগাছায় ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় যুবলীগ নেতা আটক

পাইকগাছায় আলোচিত ইউনিয়ন পরিষদে হামলা, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী যুবলীগ নেতা শহীদুল্লাহকে আটক করা হয়েছে। বুধবার বিকালে প্রভাবশালী এ নেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গত কয়েকমাস পূর্বে লস্কর ইউনিয়নের সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ঘটনার দিন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা শহীদুল্লাহ ইউপি সদস্য আফজাল হোসেনকে ধাওয়া করলে, ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়। পরে শহীদুল্লাহ ও তার লোকজন ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারপিট করলে এসময় কর্তব্যরত গ্রামপুলিশ বাঁধা দেয়ার চেষ্ঠা করলে গ্রামপুলিশ আব্দুল কাদের ও তার স্ত্রীকেও লাঞ্ছিত ও মারপিট করে।

এ ঘটনায় ইউপি সদস্য ও গ্রামপুলিশ বাদী হয়ে যুবলীগ নেতা শহীদুল্লাহকে আসামী করে পৃথক দু’টি মামলা করেন। ঘটনার কয়েকমাস অতিবাহিত হলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় প্রভাবশালী এ নেতাকে আটক না করায় পুলিশের উপর চরম ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীর। অবশেষে ঘটনার কয়েকমাস পর পুলিশের খাঁচায় বন্দি হলেন প্রভাবশালী এ যুবলীগ নেতা। এ ব্যাপারে আটকের সত্যতা স্বীকার করেন এসআই প্রকাশ।

পাইকগাছায় মহিলা শিক্ষকদের সাথে সুশীলনের মতবিনিময়

পাইকগাছায় সুশীলন এম আর রোধ প্রকল্পের আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার মহিলা শিক্ষকদের সাথে সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ সুশীলণ কার্যালয়ে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রভাষক নাসরিন আক্তার বানু, হোসনেয়ারা খানম, নাসরিনয়ারা, সাজেদা পারভিন, শিক্ষক সুফিয়া পারভিন, পারভিন সুলতানা, শ্রাবন্তী কবিরাজ, অঞ্জলী রাণী শীল, ফাতেমা খাতুন, মর্জিনা খাতুন, মাসুমা খাতুন, কুসুমকলি সরকার ও লাকি আক্তার। 


সভায় এমআররোধ প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার দীপালি বিশ্বাস ও উপজেলা সমন্বয়কারী নাহিদ সুলতানা বয়সসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য ও প্রজনন তন্ত্রের সংক্রামন সহ নানা বিষয়ের উপর আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Wednesday, December 18, 2013

অবশেষে ফেইসবুকে ‘ডিসলাইক’

বাটন না নিয়ে এলেও অবশেষে ‘ডিসলাইক’ স্টিকার নিয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। তবে এখনই ওয়েবে ওই ফিচারটি ব্যবহার করা যাবে না। আপাতত ফেইসবুক মেসেঞ্জার থেকেই ব্যবহার করা যাবে এ ডিসলাইক স্টিকার।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত এক ফেইসবুক হ্যাকাথনে তৈরি করা ‘লাইকস’ স্টিকার প্যাকের মধ্যে রয়েছে এ ডিসলাইক স্টিকারটি।

বাটন না আসায় আশাহত হবার কোনো কারণ নেই। স্টিকার দিয়েই জানিয়ে দিতে পারবেন বন্ধুর কোন পোস্টটি পছন্দ হয়নি। লাইকস স্টিকার প্যাকেটে শুধু ডিসলাইকই নয়, আরও বেশ কিছু এ রকম স্টিকার রয়েছে। প্যাকটির মধ্যে রয়েছে সোর থাম্ব, ফিয়ারি থাম্ব, পোক এবং এ রকম আরও অনেক স্টিকার।

ফলে বন্ধুদের পোস্ট দেখে মানানসই স্টিকার ব্যবহার করেই জানিয়ে দেওয়া সম্ভব হবে মনের অনুভূতি। ওয়েব বা মোবাইলের মেসেঞ্জার ভার্সনের স্মাইলি ফেইসের মাধ্যমে স্টিকার স্টোরে গিয়ে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন আকর্ষণীয় এ স্টিকার প্যাকটি।

একটি সচেতনতামূলক বিজ্ঞাপন

আজ বিশ্বজিৎ হত্যাকান্ডের রায় হয়েছে। কি নির্মম এক হত্যাকান্ড ঘটেছিল কিছু অমানুষের দ্বারা। তার চেয়েও অবাক করা বিষয় ছিল হাজার হাজার মানুষ তখন দাড়িয়ে সেই দৃশ্য দেখেছে, সাংবাদিকরা সেই হত্যাকান্ড ভিডিও করায় ব্যস্ত ছিল। কেউ এগিয়ে আসেনি। কেউনা। একজনও না।
 
 
কোন বিপদগ্রস্থ মানুষকে দেখে দাড়িয়ে থাকলেন। দর্শকের ভুমিকা পালন করলেন। আপনি কি বলতে পারবেন আগামীকাল ওই জায়গায় আপনি থাকবেন না? আগামীকাল আপনার অবস্থাও হতে পারে সেই বিপদ্রগ্রস্ত মানুষের মত। তখন আপনার সহায়তায় কেউ এগিয়ে না আসলে কেমন হবে?

কোন বিপদগ্রস্ত মানুষ দেখে অন্ধের মত থাকবেন না। সাহায্যের হাত বাড়িয়ে দিন।

শুক্রবার সব ব্যাংক খোলা

বিরোধী দলগুলোর টানা অবরোধের কারণে শুক্রবার দেশের সব ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংকগুলোকে এ নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, জনস্বার্থে ২০ ডিসেম্বর (শুক্রবার) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিন ব্যাংকের ‘ক্যাশ ও ক্লিয়ারিংয়ের’ কার্যক্রম চলবে। দুপুরের নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজের জন্য কিছু সময় লেনদেন বন্ধ থাকবে। বাকি সময় গ্রাহকরা অন্যান্য স্বাভাবিক দিনের মতো লেনদেন করতে পারবেন।

পাইকগাছায় ব্যবসায়ী কর্তৃক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে জখম

পাইকগাছায় পথচারী এক ভারসাম্যহীন (পাগল) কে পিটিয়ে জখম করেছে এক বেকারী ব্যবসায়ী। স্থানীয় জনতা আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার নতুন বাজারে।

জানা যায়, ঘটনার দিন পথচারী ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ধারী এক ব্যক্তি উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার মা বেকারীতে প্রবেশ করে। এসময় বেকারী মালিক ও তার লোকজন তাকে বেদম মারপিট করলে সে জখম হয়। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে বেকারী মালিক কবির জানান, অজ্ঞাত পরিচয়ধারী ওই ব্যক্তি বেকারী থেকে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। এসময় তাকে ধাক্কা দিলে সে আঘাতপ্রাপ্ত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার পিংকু কুমার দাশ জানান, আহত ভারসাম্যহীন ব্যক্তির মাথায় গুরুত্বর জখম হওয়ার ফলে ক্ষতস্থানে কয়েকটি সেলাই দিতে হয়েছে।

পাইকগাছায় এমআররোধ প্রকল্পের সান্মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় অনাকাঙ্খিত গর্ভধারণ ও অনিরাপদ এম আর রোধ প্রকল্পের সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা সুশীলনের উদ্যোগে বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল। 


বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বক্তব্য রাখেন, এম আর রোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপালি বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী নাহিদা সুলতানা। সভায় দশ ইউনিয়নের ৫০ ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য অংশগ্রহণ করেন।

নিকটবর্তী দূরত্বে শুক্রগ্রহ; খুলনায় পর্যবেক্ষণের ব্যবস্থা

সৌরজগতে পৃথিবীর প্রতিবেশী গ্রহ দু’টি হলো শুক্রগ্রহ ও মঙ্গলগ্রহ। শুক্রগ্রহ বর্তমানে পৃথিবীর কাছাকাছি দূরত্বে অবস্থান করছে। আকারে পৃথিবী ও শুক্রগ্রহ প্রায় কাছাকাছি। পৃথিবীর ব্যাস ১২,৭৫৬ কিলোমিটার আর শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার যা’ পৃথিবীর ৯৫%।

পৃথিবী থেকে শুক্রগ্রহের কলা সুন্দরভাবে দেখা যায়। বর্তমানে শুক্র পৃথিবীর কাছাকাছি চলে এসেছে আর শুক্রের কলাও পৃথিবী থেকে দেখা যাচেছ। এখন সন্ধ্যায় দক্ষিণ-পশ্চিম কোণের আকাশে যে উজ্জ্বল তারাটি দেখা যাচেছ এটি সন্ধ্যাতারা। এটি তারা নয়, আসলে এটিই শুক্রগ্রহ। বর্তমানে টেলিস্কোপের মাধ্যমে দেখলে ৪/৫ দিনের চাঁদ যেমন দেখায় ইদানীং শুক্রগ্রহ তেমনি দেখা যাচেছ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক ব্যক্তিগত উদ্যোগে এটি পর্যবেণের ব্যবস্থা করেছেন। আজ থেকে কয়েকদিন সন্ধ্যায় খুলনার নিউমার্কেটস্থ সেফ এন্ড সেভ এর পিছনে কেডিএ এপ্রোচ রোডের পার্শ্বে এটি পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। এটি দেখার জন্য বিনা পয়সায় সকলের জন্য উম্মুক্ত থাকবে। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সকলের সহযোগিতায় এটি পর্যবেক্ষণ করার জন্য প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক আমন্ত্রণ জানিয়েছেন।

পাইকগাছায় ইউনিয়ন জামায়াত নেতা আটক

পাইকগাছায় অভিযান চালিয়ে এক জামায়াত নেতাকে আটক করেছে পাইকগাছা থানা পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ অভিযান চালিয়ে গদাইপুর গ্রামের আব্দুল মতিন গাজীর পুত্র ও গদাইপুর ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল মজিদ গাজী (৪৫) কে আটক করে।

নতুন বাজার ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের মামলায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

হরতাল অবরোধে পাইকগাছার চিংড়ি শিল্প ধ্বংসের পথে

পাইকগাছায় চিংড়ী বিপনন সমবায় সমিতির লিঃ নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে উপজেলা চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যবসায়ীরা জানিয়েছেন, পাইকগাছার অর্থনীতি চিংড়ির উপর নির্ভরশীল। কিন্তু ঘনঘন হরতাল অবরোধের কারনে এ শিল্প ধ্বংস হতে চলেছে।

ব্যবসায়ীদের মেরুদন্ড ভেঙ্গে গেছে। যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় জীবনের ঝুকি, লুটপাট ও গাড়ী ভাংচুরের আশংকায় ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে চিংড়ি মাছ সরবরাহ করছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা মৎস্য সেক্টরকে হরতাল অবরোধের আওতামুক্ত রাখার দাবী করেছেন। সাথে সাথে পুলিশি ব্যবস্থায় মৎস্য সরবরাহ করার জন্য সরকারের কাছে দাবী জানিয়েছেন।

আজ বিকাল ৩টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর কমিশনার মেয়র শেখ কামরুল হাসান টিপু।

বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার, বিমল বাছাড়, মনোহর সানা, গাজী ইমান আলী, রামপ্রসাদ মন্ডল, বিরিঞ্চিলাল মন্ডল, দাউদ শরিফ, আঃ রাজ্জাক, আব্দুর রশিদ, মোঃ বাবুল হোসেন, মোকসেদুর রহমান, নজরুল ইসলাম, রবিউল ইসলাম, তুষার কান্তি, আব্দুল মাজেদ, চিত্ত মন্ডল।

Tuesday, December 17, 2013

পাইকগাছা সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় ভবনে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, শিক্ষক জিন্নাতুননেছা পান্না, অজিত কুমার সরকার, আব্দুল ওহাব, পঞ্চানন সরকার, প্রণব কুমার বিশ্বাস, মৃণাল কান্তি রায়, রোকনুজ্জামান, ফজলুল আজিম, সাংবাদিক আব্দুল আজিজ, অভিভাবক প্রেমানন্দ দাশ, উদয় শংকর রায় ও রূপম সরদার।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ জিপিয়ে ৫ প্রাপ্তি নিশ্চিত করতে গতানুগতিক লেখাপড়া বাদ দিয়ে নতুন আঙ্গিকে গুণগত মান বৃদ্ধি করতে অভিভাবক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

Monday, December 16, 2013

কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদা আর ভাব গম্ভীর্যে পালিত হলো মহান বিজয় দিবস। এ দিন বাঙ্গালী জাতী মুক্তি পেয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষন ও নিপীড়নের হাত থেকে। তাই দিনটি পালনে তীব্র শীত উপেক্ষা করেও শহীদ বেঁদীতে পুস্পস্তবক অর্পণ করেন সকল শ্রেণীপেশার মানুষ।

দিনের প্রথম প্রহরে বিজয় দিবসের র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যামন্দি, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি প্রাথমিক বিদ্যালয় ও সলুয়া গোলাবাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিনটি উপলক্ষে কপিলমুনি বাজারের সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উত্তোলন করেন।

এছাড়া দিবসটি পালনে কপিলমুনির সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদ নানা কর্মসুচি গ্রহন করেছে। এ উপলক্ষে সন্ধায় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিশেষ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

৭২ ঘন্টার অবরোধ ডেকেছে ১৮ দল

নির্দলীয় সরকারের দাবিতে এবার তিন দিন অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

এর আগে তিন সপ্তাহে তিন দফা অবরোধ করেছিল বিরোধী দল। এবার চতুর্থ দফা তিন দিন অবরোধের ডাক দেয়া হল। ১৮ দলের বিরোধিতার মধ্যেই আগামী ৫ জানুয়ারি নির্বাচনের পথে এগিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন স্থগিত না করলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি রয়েছে বিএনপির।

তিন লক্ষ বাঙালির কণ্ঠে জাতীয় সঙ্গীত এখন বিশ্ব রেকর্ড

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল ৪টা ৩১ মিনিট। ঠিক এই দিন এই সময়টা থেকেই বাঙালি জাতি গলা ছেড়ে গাওয়ার অধিকার অর্জন করে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’। কারণ এসময়টায় মুক্তিযুদ্ধের যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকবাহিনী।

সেই বিজয়ের দিনটি স্মরণে ২০১৩ সালের ১৬ই ডিসেম্বরে সেই একই সময়ে একই স্থানে বিপুল সংখ্যক মানুষ একসঙ্গে গলা মিলিয়ে গাইলো প্রিয় গান ‘আমার সোনার বাংলা’। সে এক অভূতপূর্ব দৃশ্য ! স্বাধীনতার ৪২ বছর পর এ-ই প্রথম এতো বেশি সংখ্যক মানুষ একযোগে জাতীয় সংগীত গাইলো।

সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এ ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হতে যোগ দেয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও হাজার হাজার সাধারণ মানুষ। ৪৩তম বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন করা হয় গণজাগরণ মঞ্চের উদ্যোগে ও কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায়। এছাড়া, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণজাগরণ মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘কনসার্ট ফর ফ্রিডম’।

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ৪৩তম মহান বিজয় দিবস


ছবিটি পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দান থেকে তোলা।

আরেকটি ‘পতাকা বিজয়’; মানব পতাকা’য় বিশ্ব রেকর্ড

একাত্তরে পাকিস্তানের কাছ থেকে বিজয় ছিনিয়ে এনে লাল-সবুজ পতাকা তৈরি করেছিল বাংলাদেশ। এবার আরো একটি ‘পতাকা বিজয়’ ছিনিয়ে আনলো বাংলাদেশ। বিশ্বের সবচেয়ে বড় ‘মানব পতাকা’ তৈরি করে পাকিস্তানের রেকর্ড ভেঙে দিয়ে এ বিজয় সূচিত হলো বাংলাদেশের।

সোমবার দুপুর একটা ৪৫ মিনিটে শেরেবাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে রবির অজিয়াটার লিমিটেডের আয়োজনে লাল সবুজের বিশ্বজয় অনুষ্ঠানে বিশ্বের সবচেয়ে বড় এ ‘মানব পতাকা’ তৈরি করে রেকর্ড গড়া হয়। ছয় মিনিট ১৬ সেকেন্ড স্তায়ী ছিল বাংলাদেশের অনন্য এ মুহূর্তটি।

বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় রবি আজিয়াটা লিমিটেডের তত্বাবধানে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২৭ হাজার ১১৭ জন মানুষের সমন্বয়ে বিশ্বের সবেচেয়ে বড় এ মানব পতাকা তৈরি করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য স্কুলের শিশু এবং স্বেচ্ছাসেবীরা এতে অংশ নেয়।

বাংলাদেশের এ পদক্ষেপটি দেখার জন্য গিনিস ওয়ার্ল্ড কমিটির একজন অনুমোদিত পর্যবেক্ষক উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তিনি আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট তথ্য ও ছবি গিনিস ওয়ার্ল্ড কমিটির কাছে তুলে ধরবেন।

গিনেস বুকে এর আগের রেকর্ডটি পাকিস্তানের। গত বছর অক্টোবরে লাহোর হকি স্টেডিয়ামে ওই মানব পাতার অংশ হয়েছিলেন ২৪ হাজার পাকিস্তানি। এর আগে ২০০৭ সালে হংকংয়ের ২১ হাজার ৭২৬ জন নাগরিক মানব-পতাকা গড়েন।

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

পাইকগাছায় বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ৪৩তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষ্যে সোমাবার ভোরে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসুচীর শুভ সূচনা হয়।

উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ্য থেকে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের উদেশ্যে ১ মিনিট নিরাবতা পালন করার পর শপথ বাক্য পাঠ করান যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু। এরপর সকাল ৮ টায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রকিব উদ্দীন এর সভাপতিত্বে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস মেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি এম, মশিউর রহমান, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, গাজী রফিকুল ইসলাম, সুবোল চন্দ্র মন্ডল, আঃ রাজ্জাক মলঙ্গী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, সমাজসেবা কর্মকর্তা দেবাশিষ মন্ডল, যুবউন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অধ্যক্ষ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহীর বরণ মন্ডল, রমেন্দ্র নাথ সরকার, উপাধক্ষ্য সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, অপু মন্ডল, পুজা উদযাপন পরিষদের সভাপতি সমিরন সাধু, সাংবাদিক আব্দুল আজিজ, এস,এম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক জামাত আলী, অধ্যাপক আজাহারুল ইসলাম, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক ময়নুল ইসলাম ও প্রভাষক রেবা আক্তার কুসুম। অনুষ্ঠানে ষ্কাউটস্ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদর্শন করেন।

এছাড়াও দিনব্যাপী অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকালে চিত্রাঙ্কন প্রতিযোগীতা, প্রীতি ফুলবল ম্যাচ, আলোচনা সভা ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক পাইকগাছা পৌরসভা স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ

ছবিটি আমাদের পাঠিয়েছেন :: Gm Rajib.

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ চত্বরে অপেক্ষমান পাইকগাছাবাসী

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে পাইকগাছা পৌরসভা স্মৃতিসৌধ চত্বরে অপেক্ষমান পাইকগাছাবাসী।

ছবিটি আমাদের পাঠিয়েছেন :: Gm Rajib.

প্রথম বর্ষ পূর্ণ করল Voice of Paikgacha

আজ ১৬ই ডিসেম্বর প্রথম বর্ষ পূর্ণ হল Voice of Paikgacha‘র।

শুভ জন্মদিন Voice of Paikgacha !

আজ ১৬ই ডিসেম্বর প্রথম বর্ষ পূর্ণ হল Voice of Paikgacha‘র।

 
আজকে সময় পিছু ফিরে দেখার !!!

হাটি হাটি পা পা করে পুরো ১টা বছর পার হয়ে গেল ! ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, এক রৌদ্র মাখা সকাল ছিল
Voice of Paikgacha-এর জন্মলগ্ন।

৩৬৫ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ১ বছরের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

আগামীতে কেমন হওয়া উচিৎ আমাদের কার্যক্রম ? দয়াকরে আপনার মূল্যবান মতামত জানাবেন। কথা দিচ্ছি, নিরাশ করব না আপনাদের।

Sunday, December 15, 2013

Voice of Paikgacha স্পর্শ করেছে ১১০০ ফ্যান এর মাইলস্টোন

প্রথম বর্ষ পূর্তির ঠিক পূর্ব মুহূর্তে আজ Voice of Paikgacha স্পর্শ করেছে ১১০০ ফ্যান এর মাইলস্টোন। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকার জন্য !

কলেজের সভাপতির পদ থেকে বাদ পড়লেন এমপি ও তার প্রতিনিধিরা

দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রজ্ঞাপন জারী করায় পাইকগাছায় কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ থেকে বাদ পড়লেন সংসদ সদস্য ও তার মনোনিত প্রতিনিধিগণ। ফলে ঝুলে গেল প্রক্রিয়াধীন অনেক কলেজের নিয়োগ প্রক্রিয়া।

গত ৩০ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জাতীঃবিঃ/কঃপঃ/৬৯৩৩ নং স্মারকপত্র সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে দশম জাতীয় সংসদ নির্বাচনকে বিবেচনায় রেখে নির্বাচন কমিশনের ধারাবাহিকতায় অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য (পুনরাদেশ না দেয়া পর্যন্ত) যে সকল কলেজে সংসদ সদস্য অথবা তার মনোনিত প্রতিনিধিগণ গর্ভনিং বডি/এডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসাবে দায়িত্বরত আছেন সেই সকল কলেজে সংশোধন সংবিধি ১৯৯৮-এর ৬ ধারামতে ভাইস চ্যান্সেলরের ক্ষমতাবলে জেলা পর্যায়ের কলেজের ক্ষেত্রে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার সভাপতির দায়িত্ব পালন করবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রজ্ঞাপন তাৎক্ষনিকভাবে কার্যকর হওয়ার ফলে উপজেলার ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ, কপিলমুনি কলেজ ও আর কে বি কে হরিশ্চচন্দ্র ইনষ্টিটিউটসহ কয়েকটি কলেজের সভাপতি পদ থেকে বাদ পড়লেন স্থানীয় এমপি এ্যাড, সোহরাব আলী সানা।

এদিকে সভাপতি রদবদল হওয়ার কারনে কপিলমুনি কলেজের আলোচিত অধ্যক্ষ পদ ও পাইকগাছা কলেজের গুরুত্বপূর্ণ ৪টি পদে প্রক্রিয়াধীন নিয়োগ প্রক্রিয়া ঝুঁলে গেছে।

পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে পাইকগাছা স্মৃতিসৌধ চত্বরে

আগামীকাল ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রঙের কাজ চলছে পাইকগাছা স্মৃতিসৌধ চত্বরে।

ছবিটি আমাদের পাঠিয়েছেন :: Gm Rajib.


Saturday, December 14, 2013

পাইকগাছায় ১৮ দলের ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা; আটক ১

পাইকগাছায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় বিএনপি-জামায়াতের ৩০০ নেতাকর্মীকে আসামী করে মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি’র এক নেতাকে আটক করা হয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, জামায়াত নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পরপরই বৃহস্পতিবার রাতভর জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করে।

এ ঘটনায় শুক্রবার এসআই সিরাজুল ইসলাম বাদী হয়ে ১৮ দলীয় জোটের ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ নেতাকর্মীকে আসামী করে থানায় মামলা করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার বিকালে অভিযান চালিয়ে গোপালপুর গ্রামের আতশ আলীর পুত্র বিএনপি নেতা সাইফুল ইসলাম তারিককে আটক করে।

এদিকে গত বৃহস্পতিবার উপজেলার কপিলমুনি ইউনিয়নের উত্তর সলুয়া এলাকায় রাস্তা কাটার অভিযোগে আটক দক্ষিণ সলুয়া গ্রামের হাবিবুর রহমান গাজী (১৯), মালথ গ্রামের আলাউদ্দিন শেখ (১৯), তালার খলিলনগর গ্রামের ওবাইদুল্লাহ (১৮) ও কেশবপুর উপজেলার গড়েরডাঙ্গা গ্রামের নসউল্লাহ খান (১৮) কে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

পাইকগাছায় ছিনতায়ের ঘটনায় মোটরসাইকেল চালক আটক

পাইকগাছায় ছিনতায়ের ঘটনায় স্থানীয় জনতা হারুন-অর-রশীদ নামে এক মোটরসাইকেল চালককে পুলিশে দিয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার আমিরপুর গ্রামের শামসুর সরদারের পুত্র মোটরসাইকেল চালক হারুন-অর-রশীদ (২৯) ও অপর দু’ব্যক্তি ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পাইকগাছা-কয়রা সড়কের শরনখালী এলাকা থেকে এক নসিমন চালকের কাছ থেকে মোবাইল ছিনতাই করে যাওয়ার সময় স্থানীয় জনতা কাটাখালী বাজারে মোটরসাইকেলের গতিরোধ করলে দু’ব্যক্তি পালিয়ে গেলেও চালক হারুনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

এ ব্যাপারে চালক হারুন জানায়, যাত্রী বেশে কাটাখালীর শফিকসহ দু’ব্যক্তি ধারালো অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নিয়ে যায়। ছিনতায়ের ঘটনায় সে জড়িত নয় বলে সে জানায়।

পাইকগাছায় রাস্তা কেটে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ

পাইকগাছায় দুর্বৃত্তরা রাস্তা কেটে ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। কোন কর্মসূচী ছাড়াই দুবৃত্তরা শুক্রবার রাতে পাইকগাছা-কয়রা সড়কের আলমতলা নামকস্থানে এ ঘটনা ঘটাই।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, শুক্রবার রাতভর দুবৃত্তরা উপজেলার লস্কর ইউনিয়নের পাইকগাছা-কয়রা সড়কের আলমতলা নামকস্থানে দুর্বৃত্তরা গুরুত্বপূর্ণ সড়কটি কেটে ফেলে এবং সড়কের বিভিন্নস্থানে বড় বড় গাছের গুড়ি ফেলে অবরোধ করে রাখে। ফলে বিচ্ছিন্ন হয়ে যায় পাইকগাছা-কয়রার যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

পরে খবর পেয়ে থানাপুলিশ সড়ক সংস্কার ও অবরোধ অপসারণ করার চেষ্ঠা করে বলে জানা গেছে।

পাইকগাছায় প্রদীপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় নারীর প্রতি সহিংসতার কারণ ও প্রতিকারে তরুন ও বালকদের সম্পৃক্ত করার কৌশল বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদীপন জাগরণ প্রকল্পের উদ্যোগ ও এনগেজ ম্যান ও ভয়েস নেটওয়ার্কের সহযোগিতায় শনিবার সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিশু অধিকার সংরক্ষন ফোরামের সভাপতি এ্যাড. শফিকুল ইসলাম কচি। 


জাগরণ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আজমল আল-নূর পাভেলের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এ্যাড. এফএম এ রাজ্জাক, শিক্ষক মুনসুর হাসান, অশোক কুমার মন্ডল, আব্দুর রাজ্জাক, সাংবাদিক আব্দুল আজিজ, শম্পা রায়, জোর্ত্যমিয় মন্ডল, শিক্ষার্থী শারমিন, সোহানা, নাসরিন ও মাসুদুজ্জামান।

এর আগে বৃহস্পতিবার পাইকগাছা সরকারি বালিকা, বালক ও শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ে পৃথক ৩টি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Friday, December 13, 2013

পাইকগাছায় অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট; সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরপরই পাইকগাছায় ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় প্রধান সড়কের বিভিন্নস্থানে গাছ ফেলে, বাঁধ দিয়ে ও রাস্তা কেটে ফেলায় বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। বৃহস্পতিবার দিনগত রাতে দুবৃত্তরা এ তান্ডবলীলা চালায়। এসব ঘটনায় উদ্বিঘ্ন হয়ে পড়েছে এলাকাবাসী। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা উপজেলা।

জানা যায়, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের খবর বৃহস্পতিবার রাত ১০ টার পর বিভিন্ন গণমাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়লে এদিন রাতভর দুর্বৃত্তরা এলাকায় তান্ডবলীলা চালায়।

প্রাপ্ত খবরে জানাগেছে, দুর্বৃত্তরা উপজেলার গদাইপুর ইউনিয়নের নতুন বাজারের ব্যবসায়ী রমেশের ফার্নিচারের দোকানে অগ্নিসংযোগ করে। এতে দোকানঘর ও বিভিন্ন মালামাল সম্পূর্ণ পুড়ে ভষ্মিভূত হয়ে যায়, সরল বাজারের আলাউদ্দিন গাজীর কাপড়ের দোকানে অগ্নি সংযোগের চেষ্ঠা করে বলে এলাকাবাসীরা জানায়।

এছাড়াও নতুন বাজারের নির্মল অধিকারীর কম্পিউটারের দোকান, প্রদীপ রায়ের কসমেটিকনের দোকান, হাকিম বোরহান উদ্দিনের হার্বালের দোকানসহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে দুর্বৃত্তরা মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়ক কেটে দেয়, মাটি দিয়ে উঁচু বাঁধ দেয় এবং অসংখ্য গাছপালা কেটে ফেলে রাখায় পাইকগাছা-খুলনা সড়কটি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এ ব্যাপারে ব্যবসায়ী প্রদীপ রায় জানান দুর্বৃত্তরা তার ব্যবসায়ী প্রতিষ্ঠানটি ভাংচুর করার পাশাপাশি লুটপাটও করেছে। শুক্রবার সকাল থেকেই গাছপালা সরিয়ে ফেলার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্ঠা চলছে বলে ওসি এম মসিউর রহমান জানান।