Tuesday, August 22, 2017

নির্মাণের এক যুগ পর পাইকগাছায় পোনা মার্কেটের উদ্বোধন

পাইকগাছায় নির্মাণের এক যুগ পর পোনা মার্কেটের উদ্বোধন করলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। মঙ্গলবার দুপুরে পাইকগাছা পোনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ সাজ্জাত আলী সরদারের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা সাবেক কমিশনার শেখ আনিছুর রহমান মুক্ত’র পরিচালনায় উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তবে শেখ হারুনুর রশিদ এলাকার চিংড়ি সংশ্লিষ্ট মানুষসহ ব্যবসায়ীদের উদ্দেশ্যে সরকারী নীতিমালা অনুসরণ করে পোনা আহরন করে বেকার সমস্যা সমাধানের জন্য পরামর্শ দিয়ে নিজেদেরকে ও দেশকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান।








অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগ সহ-সভাপতি এএফএম মাকসুদুর রহমান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. শেখ মোহাঃ শহীদ-উল্লাহ, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক নিমাই রায়, মহিলা আ’লীগ সম্পাদক হালিমা ইসলাম, জেলা পরিষদ সদস্য আঃ মান্নান গাজী ও জয়ন্তী রানী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন কুমার সাধু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ রায়, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির লিঃ এর সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, ওয়ার্ড কাউন্সিলর শেখ মাহাবুবুর রহমান রঞ্জু, মাসুমা খাতুন।

উপস্থিত ছিলেন পোনা সমিতির সম্পাদক মনিরুজ্জামান মনি ও ব্যবসায়ীদের মধ্যে গোলাম ফারুক বুলু, গাজী মোহাম্মদ আলী, শিবপদ মন্ডল, শেখ ফজলুর রহমান, বাবুরাম মন্ডল, বিনয় মন্ডল, ইলিয়াস হোসেন, কনেক সরকার, অলকেশ ঢালীসহ অনেকে।

পাইকগাছায় জেলা পরিষদ চেয়ারম্যান; জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশগ্রহন

খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্রের অংশ ছিল বঙ্গবন্ধু হত্যাকান্ড। মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তানি দোসররা স্বাধীনতার পরও তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখে। যার অংশ হিসাবে ৭৫ এর ১৫ আগস্ট পাকিস্তানের মদদপুষ্ট ষড়যন্ত্রকারী ওই চক্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরও ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। পৃথিবীর সবচেয়ে ন্যাক্কার জনক এ হত্যা কান্ডের বিচারের পথও বন্ধ করে দিয়েছিল। এমন কি আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে খালেদা, তারেক ও নিজামী চক্ররা ২০০৫ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে। আল্লাহর রহমত ও দেশের কোটি কোটি মানুষের দোয়ায় সেদিন শেখ হাসিনা বেঁচে গিয়ে ছিলেন। আজও ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সোচ্চার থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি মঙ্গলবার বিকালে পৌর চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাইকগাছা পৌরসভা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা, সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ও এএফএম মাকসুদুর রহমান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহীদ উল্লাহ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, জেলা সদস্য মোঃ রশীদুজ্জামান, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরকার, আব্দুল মান্নান গাজী, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, দিবাকর বিশ্বাস, কেএম আরিফুজ্জামান তুহিন, আমির আলী গাইন, আ’লীগনেতা গাজী রফিকুল ইসলাম, অধ্যক্ষ লুৎফর রহমান, আকতারুজ্জামান সুজা, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী। প্রভাষক মাসুদুর রহমান মন্টু ও যুবলীগ নেতা প্রণব কান্তি মন্ডলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মাসুমা বেগম, পৌর সভাপতি জুলি শেখ, ছাত্রলীগ নেতা এসএম মশিয়ার রহমান, মেহেদী হাসান, তানজিম মোস্তাফিজ বাচ্চু, মাসুদ পারভেজ রাজু ও রায়হান পারভেজ রনি।

এর আগে প্রধান অতিথি শেখ হারুনুর রশীদ উপজেলার সীমান্ত পৌঁছালে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। এরপর তিনি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় পরিদর্শন শেষে পৌর সদরের পোনা ব্যবসায়ী সমিতির নবনির্মিত মার্কেটের উদ্বোধন করেন। ব্যবসায়ী সাজ্জাত আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা মেয়র সেলিম জাহাঙ্গীর, মোর্তজা জামান আলমগীর রুলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু ও উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।