Friday, September 20, 2013

নৌকার বিনিময়ে ভোট !!!

এখনই শিবসা নদী খনন না করলে, খুব শীঘ্রই আমাদেরও নৌকায় চড়তে হবে। তাই, ভাবছি আগামী নির্বাচনে ভোট চাইতে আসলে নেতাদের কাছে নৌকা চাইবো।
নৌকার বিনিময়ে ভোট !!!


বি.দ্র.: আনুগ্রহ করে কেউ জানতে চাইবেন না, ধানের শীষ, দাড়িপাল্লা, লাঙল কেন চাইবো না। অর্থাৎ এই পোস্টের সাথে কোন রাজনৈতিক সংশ্লিষ্ঠতা খুজবেন না। 


দুর্গা পূজার নির্ঘণ্ট- ২০১৩

অনন্ত জলিল বিএনপিতে যোগ দিচ্ছেন !!

 ....চমকে গেলেন ? প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, “আওয়ামী লীগকে হারানো অসম্ভব।”

আর আপনারাতো জানেন, অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ। কাজেই বিএনপি নিশ্চয় চাইবে অনন্তকে দলে নিতে।

(এইটা কোন খবর না, ফেসবুক থেকে সংগৃহীত স্ট্যাটাস অবলম্বনে চ্যানেল আইয়ের মিডিয়া পার্টনার প্রিয় থেকে)

স্ট্যাটাস সূত্র: (https://www.facebook.com/shafi.abdullah)

একটি মানবিক আবেদন

পাইকগাছায় অর্থাভাবে উচ্চ শিক্ষা গ্রহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে মেধাবী শিক্ষার্থী আলেয়ার। সে উপজেলার পুরাইকাটি গ্রামের আব্দুল জব্বার শেখের একমাত্র কন্যা। তার হতদরিদ্র পিতা দুরারোগ্য ব্যাধিতে দীর্ঘদিন শয্যাশায়ী রয়েছে। মা সখিনা বেগম দিনমজুরের কাজ করে কোনমতে সংসার চালালেও মেয়ের লেখাপড়ার খরচ যোগাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

মেধাবি শিক্ষার্থী আলেয়া আক্তার ২০১৩ সালে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ ৫ পেয়েও অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে সে ইংরেজী ও আইন বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা চেয়েছে।

►সাহায্য পাঠাবার ঠিকানা:


নাম- আলেয়া আক্তার, পিতার নাম- আব্দুল জব্বার শেখ, সাং- পুরাইকাটি, পোঃ- গদাইপুর, থানা- পাইকগাছা, জেলা- খুলনা।

আলেয়া আক্তার, সঞ্চয়ী হিসাব নং- ১৯১০৯,
ইসলামী ব্যাংক পাইকগাছা শাখা, খুলনা।
মোবাইল নং-০১৭১১-৩৯৮৭৬৭।