Monday, December 11, 2017

মুমূর্ষু শিবসা’র কান্না!

কপোতাক্ষ তো কাঁদতে কাঁদতে শেষ! এবার কি তবে শিবসার পালা?


এ কান্নার আওয়াজ কি আমাদের জনপ্রতিনিধিদের কর্ণকুহরে পৌছায় না? নাকি তারা কর্ণপাত করার প্রয়োজন মনে করেন না?

ছবিটি পাইকগাছা পৌরসভাস্থ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে তোলা।

বিশেষ দ্রষ্টব্য : এটি 'ভয়েস অফ পাইকগাছা'র ২০১৪ সালের সেপ্টেম্বর মাসের একটি পোস্ট। ছবিতে দৃশ্যমান স্থানটিতে এখন 'মিনি সুন্দরবন' সৃষ্টি হয়েছে!

কর্তৃপক্ষের কর্ণকুহরে শিবসার কান্নার আওয়াজ পৌঁছেছে কিনা জানা নেই! তবে নদী খননের উদ্যোগ না নিয়ে জেগে ওঠা চরে গাছ লাগানো আর শিবসার গলা টিপে কান্না থামানো সম্ভবত একই ব্যাপার।