Wednesday, June 8, 2016

তালার মেয়ে নন্দিতা ঘোষ বৃষ্টি উচ্চাঙ্গ সংগীতে দেশব্যাপী ১ম স্থান অধিকারিনী

সাতক্ষীরার তালার মেয়ে নন্দিতা ঘোষ বৃষ্টি উচ্চাঙ্গ সংগীত শিল্পীর স্বীকৃতি হিসেবে দেশব্যাপী প্রথম স্থান অধিকার করেছে। নন্দিতা গত ২৮ মে ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি এ্যাড. মোহাম্মদ আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক প্রাপ্ত হয়। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। 

নন্দিতা ঘোষ বৃষ্টি তালার বে-সরকারী উন্নয়ন সংস্থা মুক্তি ফাউন্ডেশনের পরিচালক গোবিন্দ ঘোষ এবং সুনন্দা ভদ্রের প্রথম কন্যা। সে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্রী। ইতোপূর্বে সে জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক, শিশু পুরুষ্কার’সহ বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পুরষ্কার লাভ করেছে।

নন্দিতা ঘোষ বৃষ্টির বাবা গোবিন্দ ঘোষ জানান, ৫ বছর বয়স থেকে ওস্তাদ শ্যামল সরকারের নিকট থেকে সে সংগীতের তালিম নিচ্ছে। সে গণ-সাংষ্কৃতিক কেন্দ্রের একজন নিয়মিত শিক্ষার্থী। বৃষ্টির এ অবদানের পিছনে মা,বাবা,ছাড়াও সংগীত গুরু শ্যামল সরকার এবং গণ-সাংষ্কৃতিক কেন্দ্র ও তার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এনামুল ইসলামের অবদান রয়েছে। আগামীতে সে একজন গুণী শিল্পি হতে চায় সে জন্য সকলের সহযোগিতা ও আর্শিবাদ কামনা করেছে।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত দেশব্যাপি মাধ্যমিক ও কলেজ পর্যায় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৬ এ প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানের পর উপজেলা পর্যায় থেকে শুধুমাত্র প্রথম স্থান অধিকারীকে জেলা পর্যায় এবং এরপর বিভাগীয় পর্যায়ে অনুরুপভাবে জাতীয় পর্যায়ে প্রতি বিভাগে শধুমাত্র প্রথম স্থান অধিকারীকে পুরষ্কৃত করা হয়।