Wednesday, June 10, 2015

এক কিলোমিটার রাস্তা পাইকগাছা পৌরবাসীর ভোগান্তির কারণ

পাইকগাছা পৌর ও উপজেলা সদরের মাত্র সোয়া এক কিলোমিটার রাস্তা মানুষের দুর্ভোগ- ভোগান্তির যত কারণ হয়ে দাঁড়িয়েছে। বাসষ্ট্যান্ড-জিরোপয়েন্ট থেকে পৌর বাজার হয়ে থানা মোড় পার্যন্ত এই সোয়া এক কিলোমিটার সীমানাজুড়েই পৌর ও উপজেলার সমস্ত সরকারি-বেসরকারি অফিস-আদালত, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল সবকিছুই অবস্থিত। 

শহরের (বুকচিরে) প্রধান সড়কটি ভেঙ্গেচুরে বড় বড় গর্ত আর ইটপাথর উঠে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকায় যানবাহন চলাচল তো দুরহ ব্যাপার, এমনকি পথচারীদের পায়ে হেটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে। এদিকে অপ্রশস্ত রাস্তাটির ফুটপাতের‬ কোন‬ বালাই‬ নেই। রাস্তার দু’পাশের দোকানীরা বিভিন্ন মালামাল রেখেছে রাস্তার ফুটপাত দখল করে।

পাইকগাছা পৌর সচিব তুষার কান্তি দাশ বলেন, সওজ’র নিয়ন্ত্রণাধীন রাস্তাটি অদ্যবধি হস্তান্তর না করায় পৌর কর্তৃপক্ষও রাস্তার মেরামত কাজ করতে পারছেনা। তবুও জনদুর্ভোগের কথা বিবেচনা করে পৌরসভার থোক বরাদ্দ থেকে রাস্তার যেখানে যেখানে বেশি ভাঙ্গাচোরা ঠিক সেটুকু রাস্তাই মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে। তবে ‪‎সংস্কার‬ কাজ কবে‬ শুরু‬ হবে তা তিনি নির্দিষ্ট‬ ‪‎করে‬ বলতে‬ ‪‎পারেননি। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, বাসষ্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত পুরো রাস্তারই বেহাল দশা। জিরোপয়েন্ট থেকে পৌর বাজারের দিকে ১০ হাত এগুলেই শুরু হয় রাস্তা ভাঙ্গার দুর্ভোগ। টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ঠিক সামনের ভাঙ্গা-বড় গর্ত বহু বছর ধরে একই অবস্থা পড়ে থাকায় এলাকাবাসি ওটাকেই স্বাভাবিক ধরে নিয়ে মনেকে সান্তনা দিচ্ছেন। 

এছাড়াও গুরুত্বপূর্ণ যেমন হাসপাতাল ক্রস রোড এলাকা, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সামনের কালভার্ট এলাকা, উপজেলা পরিষদের দক্ষিণ পাশের প্রধান ফটকের ঠিক সামনের এলাকা, সেটেলমেন্ট অফিস-সিনেমা হলের সামনের এলাকা, মরহুম গাজী মিজানুর রহমান মন্টুর বাড়ির গেটের সামনের এলাকা, বাজার বটতলা এবং ‪‎পৌর‬ কার্যালয়ের‬ ‪‎প্রধান‬ ফটকের‬ ঠিক‬ সামনের‬ রাস্তা‬ ভাঙ্গায় এলাকাবাসীকে খুব ভোগান্তি দিচ্ছে। 

অপ্রস্বস্ত ও ভাঙ্গাচোরা রাস্তার ওপর (বাসষ্ট্যান্ড এলাকায়) যাত্রীবাহী বাসগুলো সারিবদ্ধভাবে পার্কিং করা হয়ে থাকে। প্রধান রাস্তা সংলগ্ন দু’পাশের বিভিন্ন ওয়ার্কশপ, কাঠের ফার্নিচার ও মটরসাইকেল, ভ্যান-রিক্সা গ্যারেজের দোকানের সামনের অংশজুড়ে রাখা হয়েছে বিভিন্ন মালামাল। ফলে পথচারীদের চলাচলের জন্য ন্যুনতম ফুটপাত বলতে কিছু নেই। 

পাইকগাছা পৌর তথা উপজেলা সদর বিধায় কর্মজীবী মানুষ ও যানবাহনের চাপ তুলনামূলক বেশি। সে কারণে গোটা রাস্তায় ঘিঞ্জি অবস্থার সৃষ্টি হয় সারাক্ষণ। সব মিলিয়ে পৌর শহরের জিরোপয়েন্ট থেকে বাজার পর্যন্ত রাস্তাটি‬ ‪‎গোদের‬ উপর‬ ‪‎বিশফোঁড়া হয়ে দেখা দিয়েছে।

--এম,আর মন্টু, পাইকগাছা।

কয়রায় বেড়িবাঁধে ড্যাম্পিং ও ব্লক বসানোয় কমেছে নদী ভাঙন

নদী ভাঙনে প্রতিনিয়ত ছোট হচ্ছিলো কয়রার মানচিত্র


কয়রায় এক সময়কার অব্যাহত নদী ভাঙনে বিধ্বস্ত বেড়িবাঁধ বর্তমানে ড্যাম্পিংসহ প্লেসিং ব্লক বসানোর কারণে ভাঙনের তীব্রতা অনেকটা কমে গেছে। সর্বাধুনিক এ প্রযুক্তি ব্যবহারে কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী সংলগ্ন প্রায় ১০ কিলোমিটার পাউবোর বেড়িবাঁধ ভয়াবহ ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, কাটকাটা, খাসিটানা, জোড়শিং, পদ্মপুকুর, গাববুনি, গোলখালি, মদিনাবাদ, দশালিয়া, ৫ নং কয়রা, শেখেরকোনা, কালিবাড়ি, হড্ডা বেড়িবাঁধে ড্যাম্পিং করে ব্লক ফেলানো হয়েছে। এ সকল জায়গায় ব্লক বসানোয় নদী ভাঙন সিংহভাগ রোধ হয়েছে। সবচেয়ে ভাঙন কবলিত পাউবোর ১৩-১৪/২ পোল্ডারের কাটকাটা বেড়িবাঁধে ৮০০ মিটার জায়গায় ১৪ কোটি টাকা ব্যয়ে ড্যাম্পিংসহ ব্লক ফেলানোর কাজ ৯০ ভাগ সম্পন্ন হয়েছে।

পর্যাপ্ত জায়গা না থাকার কারণে ড্যাম্পিংয়ের জন্য বস্তায় বালু ভর্তি করার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী শামীম আহসান। এ জন্য কর্তৃপক্ষের নিকট কিছুটা সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।

পাউবোর সাতক্ষীরা জোনের উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধে ড্যাম্পিং করায় নদী ভাঙন বহুলাংশে কমে গেছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায়ক্রমে সকল ভাঙন কবলিত বাঁধে ড্যাম্পিং করা হবে।

পাইকগাছায় প্রতারক চক্রের খপ্পরে শিক্ষক; অর্ধলাখ টাকা খোয়া

পাইকগাছায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অর্ধলাখ টাকা খোয়া গেছে এক শিক্ষকের। মোটরসাইকেলের প্রলোভন দেখিয়ে বিকাশ’র মাধ্যমে প্রতারক চক্র হাতিয়ে নিয়েছেন মোটা অংকের এ টাকা। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা (বিরাশি) গ্রামের আফছার আলী সরদারের ছেলে টিউটর শিক্ষক ও গ্রাম্য ডাঃ মিনাত আালী সরদার‘কে ঘটনার দিন একটি প্রতারক চক্র লটারীতে মোটরসাইকেল বেঁধেছে এবং মোটরসাইকেলটি রেজিষ্ট্রেশন করতে ০১৭৭০০৬৩৫৪৬ ও ০১৭৪৫৬৬২৬০৪ নং দুটি পার্সোনাল বিকাশ নম্বরে ৪৪ হাজার ৭৫০ টাকা হাতিয়ে নেন। 

পরবর্তীতে আরো টাকা দাবী করলে ভূক্তভোগী শিক্ষকের সন্দেহ হয় এবং এক পর্যায়ে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, এর আগেও এলাকায় এ ধরণের একাধিক ঘটনা ঘটেছে।

পাইকগাছায় ২ হাজার পিচ ইয়াবা‘সহ আটক ১

পাইকগাছায় র‌্যাব-৬ এর অভিযানে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট’সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।


থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর লেঃ কমান্ডার মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে ডিএডি নুরুল ইসলাম ও শাহাদাত হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে ২ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট‘সহ উপজেলার সোলাদানা ইউনিয়নের টেংরামারী গ্রামের মৃত দুলাল চন্দ্র মন্ডলের ছেলে সঞ্জীব মন্ডল (৩৭) কে হাতে-নাতে আটক করেন। 

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি (তদন্ত) শ্যামলাথ জানান।