Thursday, March 20, 2014

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত পাইকগাছার দু’দপ্তরে পদায়ন

খুলনা-৬ আসনের এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক ক্ষমতা গ্রহনের পর হতে ভারপ্রাপ্তমুক্ত হতে শুরু করেছে পাইকগাছা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর। ইতোমধ্যে গত একমাসে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পদে সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগদান করায় দীর্ঘদিন পর ভারপ্রাপ্ত মুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ এ দু’টি দপ্তর।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর হতে গত টানা ৫ বছর সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে আসছিলেন। অপরদিকে প্রায় গত ৪ বছর যাবৎ সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাহী অফিসারগণ গুরুত্বপূর্ণ এ পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে গুরুত্বপূর্ণ এ দু’টি দপ্তরের পদ দীর্ঘদিন শূন্য থাকায় মারাত্মকভাবে ব্যাহত হয় সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম। চরম ভোগান্তি পেতে হয় সাধারণ মানুষকে।

অবশেষে চলতি বছর ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ্যাড. শেখ মোঃ নূরুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ২৩ ফেব্রুয়ারী সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে ১৮ ফেব্রুয়ারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন এএসএম রাসেল।

দীর্ঘদিন পর হলেও গুরুত্বপূর্ণ এ দপ্তর দুইটি ভারপ্রাপ্ত মুক্ত হওয়ায় একদিকে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সংশ্লিষ্ট দপ্তরে, অপরদিকে কাঙ্খিত সেবা পেতে শুরু করেছে সাধারণ মানুষ। এ দু’টি দপ্তরের মত যেসব দপ্তর ও প্রতিষ্ঠান এখনও পর্যন্ত ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে সেসব প্রতিষ্ঠানগুলোর শূন্যপদ পূরণে স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমপি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

পাইকগাছায় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্ঠা এ্যাড. স.ম বাবর আলী। তিনি বুধবার সন্ধ্যায় এমপি’র পৌরসভাস্থ নিজস্ব বাসভবনে এ সাক্ষাত করেন। এলাকার উন্নয়ন নিয়ে দু'নেতা প্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় করেন। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর সভাপতি অবঃ অধ্যক্ষ লুৎফর রহমান, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, শেখ কামরুল হাসান টিপু, অবঃ অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, শেখ সেলিম, বিএনপি নেতা হারুন গোলদার, ছাত্রনেতা দিপংকর মন্ডল, আল ইদ্রিস, শেখ তুহিন, আসিফ ইকবল রনি।।

পাইকগাছা থানার হত্যা মামলার আসামী ডুমুরিয়ায় গ্রেফতার

ডুমুরিয়া থানা পুলিশ বুধবার সকালে পাইকগাছা থানার একটি হত্যা মামলার পলাতক আসামী বক্কার ওরফে আবু বক্কার’কে (৪৮) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এসআই নিয়াজ মাহমুদ সঙ্গীয় ফোস নিয়ে বুধবার সকাল ১০টায় উপজেলার খর্নিয়া বাজারের সোনাতনের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেন।

সে উপজেলার রানাই গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে বক্কার ওরফে আবু বক্কার। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল।

দি বুল বুল সার্কাস

মহাবারুণী মেলা উপলক্ষে "দি বুল বুল সার্কাস" এখন কপিলমুনিতে। সেই চিরচেনা প্যান্ডেল এবং গেট !


গত ১৬ মার্চ রবিবার থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ঐতিহ্যবাহী কপিলমুনি মহাবারুণী মেলা। প্রতি বছরের ন্যায় এবারও মেলায় থাকছে বিভিন্ন দোকান, সার্কাস, যাত্রা, নাগরদোলাসহ নানান আয়োজন।

পাইকগাছায় কথিত সাংবাদিক ও প্রতারক বিল্লাল আটক

পাইকগাছায় কথিত সাংবাদিক ও ভূয়া মেজর পরিচয়ধারী, প্রতারক বিল্লালকে আটক করা হয়েছে। পুলিশ বুধবার বেলা ১১টায় পৌর বাজার থেকে তাকে আটক করে। সে পৌরসভার ৯নং ওয়ার্ডের শহর আলী মোড়লের পুত্র।

থানার ওসি এম মসিউর রহমান জানান, আটক বিল্লাল দীর্ঘদিন যাবৎ প্রথম আলো, ডেইলী স্টার থেকে শুরু করে বিভিন্ন পত্রিকার পরিচয় দিয়ে চাকুরীর প্রলোভন, খাসজমি বন্দোবস্ত, ব্যাংক ঋন প্রদান, উচ্চ আদালত থেকে জামিনলাভ, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত, অবৈধ মোটরসাইকেলের কাগজপত্র তৈরী করে দেওয়া ও এমনকি পুলিশকে বিদেশে মিশনে পাঠানোর নাম করে প্রায় অর্ধশত ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় এসআই জালাল ঘটনার দিন অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার কাছ থেকে আলোর পরশ, আজাদ বার্তা, সেরা খবর, গন আজাদি ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এর পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে উপজেলা প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তার সাথে তার গভীর সখ্যতা রয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে ইতোপূর্বে সে প্রতারণার অভিযোগে একাধিকবার আটক হয়।

পাইকগাছায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

পাইকগাছায় দেলূটি ইউনিয়নের তেলিখালী গ্রামের বিপন্ন সরদারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে বুধবার বিকালে সৈয়দখালী কালিবাড়ী ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড শেখ আব্দুল হান্নান, অনুকুল মজুমদার, মহাদেব রায়, বিপ্লব শেখ, শিশির রায়, নাগরিক কমিটির স্বপন রায়, প্রভাষ সরকার, রিটন রায়. অশোক মন্ডল, প্রদীপ মন্ডল, রঞ্জন সরকার, অজিত রায়, রিংকু মন্ডল, নজরুল শেখ, অমরেশ সরকার ও হিরন্ময় সরদার।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচনের দিন রাতে সন্ত্রাসীরা বিপন্ন সরদারের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নবাগত সিনিয়র সহকারী জজ এর সাথে আইনজীবীদের মতবিনিময়

পাইকগাছায় নবাগত সিনিয়র সহকারী জজ এর সাথে আইনজীবীদের এক মতবিনিময় সভা বুধবার সকাল ১০টায় আইনজীবী সমিতি ভবনে এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় প্রধান অতিথি ছিলেন ছিলেন সদ্য যোগদানকারী সিনিয়র সহকারী জজ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আবু বককর সিদ্দীক। সাধারণ সম্পাদক জিএম আক্কাজ আলীর পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এ্যাড. জিএ সবুর, বক্তব্য রাখেন, এ্যাড. মহিউদ্দিন, এ্যাড. শেখ লোকমান হোসেন, ক্ষিলাস চন্দ্র রায়, কিশোরী মোহন মন্ডল, বিপ্লব কান্তি মন্ডল, মোহাম্মদ লিয়াকত আলী সরদার, মোহাম্মদ সাইদুর রহমান মিঠু। উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সকল সদস্যবৃন্দ।