Wednesday, August 20, 2014

প্রধানমন্ত্রীর শাড়িকে ‘পাখি ড্রেস’ বলায় রিমান্ডে

প্রধানমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে শামসুজ্জোহা (৪৩) নামে এক ব্যক্তিকে। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত ৫ দিন মঞ্জুর করেন।

কাফরুল থানার ওসি জানান, মঙ্গলবার গুলশান থানার এসআই মো. ইব্রাহিম খলিল এ বিষয়ে একটি মামলা (নং-৩৭, ১৯/৮/১৪) করেন। তথ্য প্রযুক্তি আইনে মামলাটি করা হয়।

ডিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আবু ইউসুফ জানান, মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মঙ্গলবার ভাটারায় তার কর্মস্থল থেকে শামসুজ্জোহাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করা হলে আদালত ৫ দিন মঞ্জুর করেন।

ফেসবুকে প্রধানমন্ত্রীর শাড়ি ও চাদর পরা একটি ছবিতে শামসুজ্জোহা মন্তব্য করেন, ‘আচ্ছা, এটাই কি পাখি ড্রেস?’ এর আগেও তিনি ফেসবুকে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেছেন বলে জানান আবু ইউসুফ।

পাইকগাছায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে সর্বস্ব লুট

পাইকগাছায় একই পরিবারের ৩ জনকে অচেতন করে নগদ অর্থসহ সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা। অচেতন অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে উপজেলার দেলুটি ইউনিয়নের হরিনখোলা গ্রামে।

থানা পুলিশ ও এলাকাসুত্রে জানা গেছে, ঘটনারদিন রাতে দুর্বৃত্তরা খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দিলে রাতে খাওয়ার পর ডিহিবড়ুয়া সমবায় সমিতির সাধারণ সম্পাদক মঙ্গল সরদারের পরিবারের সকলেই অচেতন হয়ে পড়লে এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের ভিতরে থাকা বাক্স ও আলমারি ভেঙ্গে নগদ অর্থসহ সর্বস্ব লুট করে পালিয়ে যায়।

পরে বুধবার সকালে স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মঙ্গল সরদার (৪৮), স্ত্রী টুকু রাণী সরদার (৩৫) ও সপ্তম শ্রেণী পড়ুয়া কন্যা রাখি সরদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ঘটনাটি খতিয়ে দেখছেন বলে থানার এস.আই জালাল খান জানান।

পাইকগাছায় বজ্রপাতে মহিলাসহ আহত ৪

পাইকগাছায় আকষ্মিক বজ্রপাতে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দক্ষিণ গড়েরাবাদ গ্রামের ঘের মালিক মোঃ শহীদুল সানার চিংড়ী ঘেরের মাছ ধরার সময় আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই শহীদুলের স্ত্রী ফিরোজা বেগম (৪০), একই এলাকার মৃত আককাছ সানার পুত্র সামছুর আলী সানা (৭০), সিদ্দিক মোল্যার পুত্র নসিমন চালক বাদশা মোল্যা ও কয়রা উপজেলার বানিয়াখালী গ্রামের শাহাবুদ্দিন সানার পুত্র নূর ইসলাম সানা (২৮) গুরুত্বর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পাইকগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন

পাইকগাছায় রবীন্দ্রনাথকে আহবায়ক ও সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেনকে সদস্যসচিব করে ৫১ সদস্য বিশিস্ট উপজেলা হিন্দু, বৌদ্ধ্য, খ্রীষ্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার সংগঠনের জেলা সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র নবগঠিত কমিটি অনুমোদন দেন।

কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মনোহর চন্দ্র সানা, প্রাণকৃষ্ণ দাশ, প্রকাশ ঘোষ বিধান, মুরারী মোহন সরকার, তপন কুমার বাইন, গুরুদাশ রায়, অরবিন্দু কুমার মন্ডল, রনজিৎ নন্দি, দেবব্রত কুমার মন্ডল, নব কুমার গাইন, এ্যাড. শিবু প্রসাদ সরকার, প্রণব কান্তি মন্ডল, জগদিশ রায়।

সদস্য রতন ভদ্র, এ্যাড. অজিত কুমার মন্ডল, সমিরণ কুমার সাধু, সন্তোষ কুমার সরদার, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, পঞ্চানন সানা, হিমেশ চন্দ্র মন্ডল, সুভাষ সানা মহিম, নির্মল অধিকারী, শ্যামপদ মন্ডল, দেবব্রত রায়, গৌতম মন্ডল, সুজন সানা, অজিত মন্ডল, অখিল মন্ডল, গৌরাঙ্গ মন্ডল, আন্দ্রিয় ডি রোজারিও, সুধীর কুমার দাশ, প্রশান্ত কর্মকার, রনজিৎ মন্ডল, বিধান ভদ্র, পংকজ রায়, গোলক বিহারী মন্ডল, সুকৃতি মোহন সরকার, এ্যাড. পিযুষ কান্তি সরকার, কালিপদ মন্ডল, বিভাষিন্দু সরকার, রনজিৎ মন্ডল, চিত্তরঞ্জন বাছাড়, শংকর দেবনাথ, অসিম দাশ, ভবতোষ বাছাড়, পবিত্র কুমার মন্ডল, নিখিল চন্দ্র মন্ডল ও রমেশ চন্দ্র বর্মন।

কপিলমুনি-হরিঢালীর সর্বত্র কুকুর আতংক

সম্প্রতি হরিঢালী ও কপিলমুনিতে পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সব বয়সের পথচারীকে কামড়ানোসহ অসংখ্যক ছাগল ভেড়া তাড়িয়ে ধরে মেরে ফেলায় সর্বত্র এখন কুকুর আতংক বিরাজ করছে।

এলাকাবাসী সুত্রে প্রকাশ, পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের প্রায় সর্বত্র এক শ্রেণীর পাগলা কুকুরের উপদ্রব মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। এসব কুকুর গুলো রাস্তায় নির্বিঘ্নে পথচলা শিশু থেকে বৃদ্ধ বয়সের মানুষকে দৌঁড়ে এসে আকস্মিক ভাবে কামড়িয়ে দিচ্ছে। কুকুরের আক্রমনের শিকার অনেকেই রক্তাক্ত জখম হয়ে বর্তমান ডাক্তারের চিকিৎসাধীন আছেন।

এ ছাড়া গ্রাম অঞ্চলের বেধে রাখা পোষা ছাগল ভেড়া, কখনো ছেড়ে রাখা পোষা ছাগল ও গরুর বাছুরকে তাড়িয়ে ধরে কামড়িয়ে মেরে ফেলছে। হরিঢালী এলাকার ব্যবসায়ী হায়বাত আলীর ২টি ছাগল জীবিত খেয়ে ফেলেছে। গতকাল দুপুরে খোকন নামের ৫ বছরের শিশুকে পিছন থেকে পায়ে কামড় দিয়ে রক্তাক্ত জখম করেছে।

সরকারি ভাবে এ সব বেওয়ারিশ কুকুর নিধন করার কার্যক্রম থাকলেও তা উপজেলা ও পৌরসভা অভ্যান্তরে সীমাবদ্ধ থাকায় বর্তমানে গ্রামাঞ্চলে বেওয়ারিশ ও পাগলা কুকুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২টি ইউনিয়নের সর্বত্র বলা যায় বর্তমানে কুকুর আতংক বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি এলাকাবাসী।

পাইকগাছার সন্তান

পড়াশোনাটা ছোটবেলা থেকেই ভালো লাগত। ভালো লাগত স্কুলে যেতে। যার ধারাবাহিকতায় দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষায় সবচাইতে প্রতিযোগিতামূলক অনুষদ আইন ও বিচার অনুষদে প্রথমস্থান লাভ। শিক্ষা জীবনের সব ক্ষেত্রেই সফলতার স্বাক্ষর রেখেছেন।

পুরো নাম কার্তিক চন্দ্র বর্মন। গ্রামের বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলায়। স্কুল-কলেজের গণ্ডি আমাদের পাইকগাছাতেই। স্বাক্ষর রেখেছেন মেধার এসএসসি এবং এইচএসসি দুটো পরীক্ষাতেই। জিপিএ-৫ নিয়ে শেষ করেছেন এ দুটি পাবলিক পরীক্ষা।

আসন্ন ২০১৪-২০১৫ সালের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা কি বিষয়ে প্রস্তুতির বিষয়টি এগিয়ে রাখবে? সরল উক্তি কার্তিকের। অবশ্যই সময়ের মূল্য দিয়ে সময়ের কাজ সময়েই করতে হবে।

বিষয়ভিত্তিক কোন বিষয়গুলোতে বিশেষ যত্ন নিবে শিক্ষার্থীরা? কার্তিক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা যে বিষয়টিতে ঘাবড়ে যায় তা হলো এখানকার প্রশ্নপত্রে বিশ্লেষণাত্মক গণিত থেকে প্রশ্ন করা হয়ে থাকে। যা আবার ইংরেজী মাধ্যমে। এছাড়া বাংলা এবং ইংরেজী বিষয়ের প্রতিও জোর দিতে হবে।

পড়াশোনার ক্ষেত্রে কোনটি আগে দরকার? কার্তিক জানান, রুটিন মেনে নিয়মিত পড়াশোনা করতে হবে। সময় নষ্ট করা যাবে না একদমই। এতদূর আসার পেছনে উৎসাহ পেয়েছেন বাবা-মা এবং মামার। ইচ্ছা আছে বারিস্টারি করার। এগিয়ে যাবার প্রত্যয় সামনের দিকে।

পাইকগাছায় জাল টাকা উদ্ধার

পাইকগাছা থানা পুলিশ গোপন খবরের ভিত্তিতে পৌর বাজারের এক হোমিও ফার্মাসিস্ট-এর বাসা থেকে রহস্যজনকভাবে জাল ২৫০০ টাকা উদ্ধার করেছে।

মঙ্গলবার দুপুরে পৌর বাজারের মাসুম হোমিও ফার্মেসির মালিক মোঃ সেকেন্দার আলীর (৫০) পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ বাতিখালী পূর্ব ওয়াপদা এলাকার ভাড়াবাসার একটি কাঠের আলমারীর মধ্যে থেকে ২৫টি জাল ১০০ টাকা ও একটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেকেন্দার আলীকে গ্রেফতার ও থানায় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে গোপন সংবাদদাতাকে জিজ্ঞাসাবাদ করলে এর মূল রহস্য উদঘাটন করা সম্ভব বলে এলাকাবাসি জানিয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাছ আলী বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।

মেডিকেলে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

মেডিকেলে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকসূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করতে বুধবার দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

জনদুর্ভোগের আরেক নাম বাঁকা-শ্রীকন্ঠপুর সড়ক

দক্ষিণ খুলনার মানুষের যোগাযোগের একটি অন্যতম রুট বাঁকা-শ্রীকন্ঠপুর-কাটাখালী রোড। কিন্তু অতিসম্প্রতি এই রাস্তায় গিয়ে দেখা গেছে যে, রাস্তার যে বেহাল দশা তাতে একে রাস্তা না বলে খানাখন্দ বলাই বেশি মানানসই।

শ্রীকন্ঠপুর মাঝের পাড়া থেকে বাঁকা গনেষের দোকান মোড় পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তায় অন্তত ডজন খানেরও বেশি জায়গায় বড় বড় খানাখন্দ ও গর্ত দেখা গেছে। তবে সবচেয়ে ভয়াবহ অবস্থা শ্রীকন্ঠপুর দিঘীর পুকুর সংলগ্ন জায়গাটি। 

এখানে প্রতি দিন শত শত ভ্যান, সাইকেল, মোটরসাইকেল, অটো, করিমন ও নছিমনের মত যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। আহত আর হতাহত এখানে নিত্যদিনের ঘটনা। ফলে এ অঞ্চলের মানুষের জীবনে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ।

কিন্তু এ অঞ্চলের মানুষ কি অভিভাবকহীন? তাদের কি কোন জনপ্রতিনিধি নেই? সত্যিই আজ তাদের দুঃখ দেখার কেউ নেই।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নের্তৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জনগণের কষ্ট একটু উপলব্ধি করুন। আপনারাই পারেন জনগণের দুঃখ-কষ্ট লাঘব করতে, এ দায়িত্ব আপনাদেরই।

পরিশেষে বলতে চাই, "রাস্তা আর কতটুকু খারাপ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হবে নির্লজ্জ, জনগনের জন্য কিছু করিতে চাহিয়া করিতে পারিনাই, শুধু নিজেকে দিয়েছি ধিক্কার।"


Courtesy :: G.m. Shahidur Rahman

মোবাইল কলের চার্জ বাড়ছে সেপ্টেম্বর থেকে

সেপ্টেম্বর থেকে প্রতি কলে অতিরিক্ত চার্জ বসানোর সব প্রক্রিয়া সম্পন্ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বর্তমানে দেশে বিভিন্ন অপারেটরের ১১.৬৫ কোটি গ্রাহক রয়েছে।

এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন বলেন, “১ সেপ্টেম্বর থেকেই ফোন কলের ওপর অতিরিক্ত সারচার্জ বসানো সব প্রক্রিয়া শেষ।“ তার মতে বাজেট সেশনেএ নিয়ে অর্থমন্ত্রী এই কথা বলেছিলেন, এখন শুধু অর্থ এবং আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে অনুমতি নিতে হবে।”
 
আগে মোবাইল কলের ভ্যাট এর পরিনাম ছিল ১৫ পার্সেন্ট এখনে এক পার্সেন্ট জোগ হয়ে সেটা হবে ১৬ পার্সেন্ট। এই চার্জ ভয়েস কল, এসএমএস, মাল্টিমিডিয়া মেসেজ এবং ডাটার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে।

শকতরা ১ টাকা সারচার্জ অনেক কম মনে হলেও প্রতিবছর এ খাত থেকেই ৫০০-৭০০ কোটি টাকার রাজস্ব আয় করা সম্ভব হবে, যা কিনা শিক্ষাখাতে ব্যয় করা যেতে পারে বলে জানান গোলাম হোসেন।

মোবাইল অপারেটররাও মনে করেন, ১ শতাংশ সারচার্জ এ খাতের বৃদ্ধিকে ব্যাহত করবে এবং এটি ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায়।

পাইকগাছায় ১০০ জন নারী-পুরুষের সনাতন ধর্ম গ্রহণ

পাইকগাছার বাইনবাড়িয়ার কাঠালতলার ঋষি পল্লীর বাসিন্দারা খ্রীষ্টান ধর্ম পরিত্যাগ করে সনাতন ধর্মে ফিরে এসে জাকজমকভাবে শ্রীকৃষ্ণের শুভ আভির্বাব তিথিতে জন্মাষ্টমী উৎসব পালন করেছেন। নতুন মন্দির প্রতিষ্ঠা করে সকাল-সন্ধ্যায় র‌্যালী, আলোচনা ও বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এ সব উৎসব পালন করেন। এ ঘটনায় এলাকাবাসীসহ সনাতন সম্প্রদায়ের লোক সাধুবাদ জানিয়েছেন।

সরেজমিনে জানা গেছে, উপজেলার গড়ইখালী ইউপির বাইনবাড়িয়ার মিনহাজ নদীর তীরে কাঠালতলায় এক খন্ড সরকারী জমিতে কয়েক যুগ ধরে ঋষি পল্লীতে ৩৬ টি পরিবারেরর ১০০ জনের অধিক নারী-পুরুষ বসবাস করে আসছেন। আর্থিক অনাটন, এলাকাবাসীর অসহযোগিতা, নিজের অভ্যন্তরীন দ্বন্দ্বের কারণে কয়েক বছর আগে উন্নত জীবন গড়ার আশায় প্রলুব্ধ হয়ে এ সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্ম ত্যাগ করে খ্রীষ্টান ধর্মে দিক্ষিত হন। কিন্তু কয়েক বছর যেতে না যেতেই মোহ কেটে যায়।

গৃহবধু ময়না ও সন্ধ্যা দাশ জানান, সমাজে আমরা খুব অবহেলিত ছিলাম। আমাদের ছেলে-মেয়েদের কেউ ভাল নজরে দেখত না, সরকারি সাহায্য সহযোগিতা পেতাম না, নানা কারণে আমরা ধর্ম ত্যাগ করি। কিন্তু নতুন মন্দির প্রতিষ্ঠা হওয়ায় আমরা আবার স্ব-ধর্মে ফিরে এসে খুশি হয়েছি।

যশেব মিস্ত্রী বলেন, এলাকাবাসীর আর্থিক অসহযোগিতা ও মাগুরা জেলার পাড়ুয়াখুন গ্রামের ধীরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে উত্তম বিশ্বাসের সহযোগিতা ও এলাকার দেবজ্যোতি বাছাড় (পল্টু) সার্বক্ষনিক তদাকরি করে তারা ১ লাখ টাকা ব্যয় করে এ মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন।

গত রবিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে মিরান মাখালের সভাপতিত্বে অনুষ্ঠিত জন্মাষ্ঠমীর আলোচনা সভায় অতিথি উপস্থিত ছিলেন মুরারী গোসাই, গড়ইখালী ইউনিয়ন পূজা কমিটির সভাপতি নিহার সানা, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় রায়, উত্তম বিশ্বাস, বিভাস চন্দ্র সানা, ভবেশ রায়, পরিতোষ মন্ডল, বিপুল মন্ডলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।