Friday, April 12, 2013

পাইকগাছা ৮ দলীয় এরশাদ কাপ ফুটবল র্টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পাইকগাছায় শুরু হয়েছে ৮ দলীয় এরশাদ কাপ ফুটবল টূনামেন্ট ‘১৩। শুক্রবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সুন্দরবন স্পোটিং ক্লাবের পৃষ্টপোষকতায় উক্ত খেলার সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। প্রধান অতিথি ও খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান। সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন সুন্দরবন স্পোটিং ক্লাবের কোচ তুষার কান্তি মন্ডল, সহযোগি হিসেবে আছেন মাসুম, বাবু।

উদ্বোধনী দিনে তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব ও গজালিয়া সোনালী ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। তালা সেন্টমেরি স্পোটিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে।


পাইকগাছায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

পাইকগাছায় হেফাজতে ইসলামের কমিটি গঠনের একদিন পর শুক্রবার জুম্মার নামাজের পর নাস্তিক ব্লগারদের ফাঁসি, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবী বাস্তবায়ন ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে।

বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টি, বিএনপি, জামায়াতসহ ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা অংশ গ্রহন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাজার জিরো পয়েন্টের সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন নবগঠিত হেফাজতে ইসলামের উপজেলা আমির ও পৌর ঈমাম পরিষদের সেক্রেটারী মাওঃ সোলায়মান হোসেন নোমানী, থানা মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ জালাল উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বিএনপি নেতা স ম আব্দুর জব্বার, ইসলামী আন্দোলন এর পৌর সভাপতি গাজী সালাম,গজালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ দেলোয়ার হোসেন।




পাইকগাছায় ইমামদের মত বিনিময় সভা

পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সাথে স্থানীয় ইমামদের এক মত বিনিময় সভা শুক্রবার সকালে থানা ভবনে ওসি শেখ আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।

সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয় কতিপয় কিছু ব্লগার কুটুক্তিযুক্ত মন্তব্য ব্যবহার করলেও এর জন্য সকল ব্লগার দায়ী নয়। প্রকৃত অপব্যবহারকারী ব্লগারদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে উপস্থিত ইমামদের আশ্বস্থ করা হয়। এছাড়াও জনস্বার্থ বর্হিভুত কোন কাজে মসজিদের মাইক ব্যবহার এবং সহিংস আন্দোলন থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়। প্রশাসনের দাবীর প্রতি সমর্থন জানিয়ে ইমাম পরিষদের নেতারা বলেন, সহিংস আন্দোলন হেফাজতে ইসলাম সমর্থন করে না এবং জনস্বার্থ বহিভুত কোন কাজে মসজিদের মাইক ব্যবহার করা হবে না বলে আশ্বস্থ করেন।


পাইকগাছায় মাদকদ্রব্য বিনষ্ট

পাইকগাছায় থানা পুলিশ কর্তৃক জব্দকৃত মাদকদ্রব্য বিনষ্ট করা হয়েছে। শুক্রবার সকালে থানা চত্বরে উপস্থিত থেকে বিভিন্ন সময়ে উদ্ধারকৃত ৩৫ বোতল ফেনসিডিল বিনষ্ট করেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী আতিয়ুর রহমান।


বাস্তবতা !

▣ গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দী। কিন্তু কারো নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দী হয়ে গেলে। .......হযরত আলী (রাঃ)

••সাপ যখন জীবিত থাকে তখন পিপঁড়া খায়। আবার সাপ যখন মারা যায় তখন পিপঁড়া সাপকে খায়। সময় কখনও কখনও বদলায় !

••একটি গাছ দিয়ে কয়েক লাখ ম্যাচের কাঠি তৈরী যায় আবার একটি ম্যাচের কাঠি দিয়ে কয়েক লাখ গাছ পুড়িয়ে দেওয়া যায়।

আমাদের ভুলে গেলে চলবেনা আমাদের চাইতেও শক্তিধর কেউ আছে !!!