Wednesday, January 15, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!! (০২)

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম।

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।

নাশকতার আশংকায় বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন আটক

পাইকগাছা বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় মঙ্গলবার বিকালে বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার আশংকায় থানার এসআই হারুন মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করে। নাশকতার আশংকায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিদেশী মদ, ফেনসিডিল ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার সদর (দক্ষিণ) সার্কেল কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পৌর সদরের শিববাটী গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র সুশান্ত মন্ডলকে ৮ বোতল বিদেশী মদ, ১১ বোতল ফেনসিডিল ও উপজেলার দক্ষিণ কাঠিপাড়া গ্রামের আনসার আলীর পুত্র আক্কাজ আলী মোড়োলকে ৫১০ লিটার চোলাই মদসহ আটক করে।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

পাইকগাছায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে কর্মসূচি পালন

সারাদেশে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসানায়, বাড়িঘর ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের প্রতিবাদে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে কালো পতাকা মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে কালো পতাকা মিছিল শেষে পোষ্ট অফিস চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রতন কুমার ভদ্র, আনন্দ মোহন বিশ্ব্সা, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, মনোহর চন্দ্র সানা, রমেন্দ্র নাথ সরকার, গৌরাঙ্গ মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, কৌস্তভ রঞ্জন সেন, সুকুমার দেবনাথ, দীপংকর মন্ডল, জগদীশ চন্দ্র রায়, দেবব্রত কুমার রায় দেবু, চিত্ত রঞ্জন, বিজন বিহারী মন্ডল।

পাইকগাছায় সিনিয়র সহকারী জজ'কে বিদায়ী সংবর্ধনা

পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে বিদায়ী সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নী'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদায়ী সিনিয়র সহকারী জজ ইশরাত জাহান মুন্নী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি এ্যাড. জিএ সবুর, এ্যাড. লোকমান হোসেন, টিএম মহিউদ্দিন, বিলাস রায়, আব্দুস সাত্তার মালী, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, শফিকুল ইসলাম কচি, আবুল কালাম আজাদ, জিএম আমজাদ হোসেন ও এফএমএ রাজ্জাক।