পাইকগাছায়
কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল
৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে
অনুষ্ঠিত নির্বাচনকে ঘীরে নেয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়ন করা
হয় র্যাব, পুলিশ ও আনসার।
মোট
২ হাজার ৯০৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার
প্রয়োগ করেন। ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে বৈদ্যুতিক পাখা প্রতীকে ১ হাজার
১৫৭ ভোট পেয়ে আ’লীগনেতা শেখ রেজাউল করিম বেসরকারি ভাবে ইউপি সদস্য
নির্বাচিত হয়েছেন। প্রতিপক্ষ অপর প্রার্থী আ’লীগ নেতা মোঃ রমজান আলী সরদার
টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮০ ভোট। ৫৭ ভোট বাতিল করা হয়।
এদিকে
নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পুলিশ
সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা
মোঃ হযরত আলী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান ও রাড়ুলী
ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলাদার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানান।
উল্লেখ্য,
চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত
ইউপি সদস্য সাহেব আলী গোলদার শপথ গ্রহণের পূর্বেই সড়ক দূর্ঘটনায় নিহত হলে
নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসনটি শূণ্য ঘোষনা করেন।