Thursday, February 27, 2014

পাইকগাছায় ইউপি সদস্যের মোটরসাইকেল চুরি

পাইকগাছার রাড়ুলী ইউপি সদস্য সাহেব আলী গোলদারের মোটরসাইকেল চুরি হয়ে গেছে। তিনি জানান, গত মঙ্গলবার গভীর রাতে চোরেরা রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের নিজ বাড়ির বারান্দার গ্রীল কেটে নম্বরবিহীন নতুন ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে ইউপি সদস্য সাহেব আলী গোলদার পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

পাইকগাছায় জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে উপজেলা পরিষদ নির্বাচনে

উপজেলা চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা


পাইকগাছায় জাতীয় নির্বাচনের প্রভাব পড়েছে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে। উপজেলা পরিষদ স্থানীয় সরকার নির্বাচন হলেও জাতীয় নির্বাচনের প্রক্রিয়া অনুসরণ করে দলীয় মনোনিত প্রার্থী চূড়ান্ত করেছে রাজনৈতিক দলগুলো। ফলে দলীয় পরিচয়ে প্রচার-প্রচারণার মাধ্যমে নির্বাচনী লড়াই করছেন ৬ চেয়ারম্যান প্রার্থী। 

প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় পরিচয় তুলে ধরে প্রার্থীরা ভোট প্রার্থনা করছেন। অপরদিকে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তৎপর রয়েছেন স্ব-স্ব দলের উর্দ্ধতন ও তৃনমুল নেতাকর্মীরা।

সূত্রমতে, হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ুইখালীসহ ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে পাইকগাছা উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী জানান, গুরুত্বপূর্ণ এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৪৬৬ জন ও মহিলা ভোটার ৯২ হাজার ১৩৭ জন। ভোট কেন্দ্র ৬৯টি।

আগামী ১৫ মার্চ ৩য় দফায় অনুষ্ঠিতব্য এ নির্বাচনে চেয়ারম্যানপদে ১০ প্রার্থী মনোনয়ন দাখিল করলেও ইতোমধ্যে আ’লীগ ও বিএনপি’র ৪ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় নির্বাচনীয় লড়াই করছেন ৬ চেয়ারম্যানপ্রার্থী।

আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন আ’লীগ মনোনিত উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, ঘোড়া প্রতীক নিয়ে লড়াই করছেন উপজেলা জাতীয় পার্টি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, কাপ-পিরিচ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, চিংড়ী মাছ প্রতীক নিয়ে লড়ছেন বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) কবি আবদার রশিদ, মোটর সাইকেল প্রতীকে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী শেখ সোহরাওয়ার্দ্দী।

প্রতিদ্বন্দ্বী এসব প্রার্থীদের নির্বাচনী এলাকায় বেশ পরিচিতি থাকলেও এবারের নির্বাচনে ব্যক্তির চেয়ে কে কোন দলের এটাই মূখ্য ভূমিকা রাখছে ভোটারদের কাছে। ঠিক জাতীয় নির্বাচনের ন্যায় গুরুত্ব পাচ্ছে প্রার্থীদের রাজনৈতিক পরিচয়।

সবমিলিয়েই স্থানীয় সরকার এ নির্বাচন জমে উঠেছে জাতীয় নির্বাচনের ন্যায়। ৬ প্রার্থীর মধ্যে শেষ মুহুর্তে ত্রিমুখী লড়াই হতে পারে বলে সাধারণ ভোটাররা ধারনা করছেন।

আজ শিব চতুর্দশী উৎসব

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে শিব চতুর্দশী‘র প্রীতি ও শুভেচ্ছা !

 


ছবিতে কপিলমুনির উত্তর নাছিরপুর সার্বজনীন পূজা মন্দির এর পঞ্চমাথা শিব।

Wednesday, February 26, 2014

দাপটের সাথে চলাচল করছে অবৈধ যানবাহন, কেড়ে নিচ্ছে তাজা প্রাণ

খুলনা-পাইকগাছা ও পাইকগাছা-কয়রা প্রধান সড়কসহ দু’উপজেলার অভ্যন্তরীণ সব রুটে দাপটের সাথে চলাচল করছে অবৈধ যানবাহন। শ্যালো ইঞ্জিনের সাথে লাগসই প্রযুক্তি কাজে লাগিয়ে নসিমন-করিমন নামধারী এসব যানবাহন চলাচলের ক্ষেত্রে রয়েছে উচ্চাদালতের সরাসরি নিষেধাজ্ঞা। 

তা সত্বেও পুলিশের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের পরোক্ষ মদদে দুর্বার গতিতে চলছে এসব যানবাহন। ফলে সরকার একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ঝুঁকিপূর্ণ এসব যানবাহন হরহামেশাই কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। আবার প্রাণে বেঁচে গেলেও পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে অসংখ্য নিরীহ মানুষকে।

সর্বশেষ খবরে জানা গেছে, গত সপ্তায় পাইকগাছা-কয়রা ভায়া চাঁদখালী সড়কের মাঠামের গেট নামক স্থানে দু’টি নসিমন ক্রস করতে গিয়ে দুর্ঘটনায় ফরহাদ হোসেন (২৫) নামের এক নসিমন যাত্রীর বাম পা হাটুর নিচ থেকে কেটে পড়ে যায়। বর্তমানে গুরুতর আহতাবস্থায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

এরও সপ্তাহখানেক আগে একই সড়কের চাঁদখালী স্লুইস গেটের সন্নিকটে যাত্রী ছাড়াই একটি নসিমন পাল্টি খেয়ে রাস্তার পাশে পড়লে চালক মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

পাইকগাছা-কয়রার অভ্যন্তরীণ সকল সড়কে অবৈধ নসিমন-করিমনের দৌরাত্ম উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। রাস্তায় এতটাই অস্বাভাবিক গতিতে এসব নসিমন চলাচল করে যে, অন্যান্য যানবাহন তো’ দূরের কথা সাধারণ পথচারীরাও নিরাপদে হাটতে পারে না ফুটপাত দিয়ে। প্রতিদিন-প্রতিনিয়ত বিভিন্ন সড়কে নসিমন-করিমনের কারণে দুর্ঘটনা ঘটে থাকলেও এদের গতি কমানো সম্ভব হয়ে উঠছে না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এমন কোন দিন নেই যেদিন নসিমন দুর্ঘটনায় কেউ না কেউ হাসপাতালে আসে না। শতভাগ অবৈধ এই নসিমন-করিমন রাস্তায় চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করা না গেলেও জরুরীভাবে এর গতিবেগ নিয়ন্ত্রণ করতে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা জরুরী বলে মন্তব্য করেছেন সচেতন মহল।

কয়রায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

কয়রায় সড়ক দুর্ঘটনায় কবির হোসেন ও আজমল হোসেন নামে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কয়রা থানার সংগ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই কয়রা থানার শরিষামুট এলাকার আলী সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, আজমল হোসেন ও কবির হোসেন খুলনা থেকে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ির দিকে আসছিল। অপরদিকে একটি পিকাপ খুলনার উদ্দেশ্যে কয়রা থেকে ছেড়ে আসে। সংগ্রামের মোড়ে আসলে পিকাপের ধাক্কায় মোটরসাইকেলটি পাশে একটি খাদে পড়ে তারা নিহত হয়েছেন।

কয়রা থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল গনি বলেন, এ দূর্ঘটনা সম্পর্কে তাদের কাছে কোন তথ্য নেই।

Tuesday, February 25, 2014

বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার বাঁচতে চায়

পাইকগাছায় বিরল রোগে আক্রান্ত আবুল বাজাদার (২৫) বাঁচতে চায়। সে দীর্ঘদিন বিরল এ রোগে ভূগছে, তার অপারেশনের জন্য ৫ লাখ টাকার প্রয়োজন। এ জন্য সে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছে। 

জানা গেছে, পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মোঃ মানিক বাজাদারের পুত্র মোঃ আবুল বাজাদারের প্রায় ৬/৭ বছর পূর্বে সকল হাতে-পায়ে আঁচুলি হলে প্রথমে সে মঠবাটিস্থ ডাঃ তপনের নিকট হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহন করে। এতে সে আরোগ্য লাভ না করে উল্টো বিরল এ রোগটি আবুলের দু’হাত ও পায়ে তালগাছের পাতার মত ও শিকড়ের মত বাঁকানো মারাত্মক আকার ধারণ করেছে।

সে দেশের বিভিন্ন ডাক্তারের স্মরনাপন্ন হয়ে অবশেষে প্রতিবেশি দেশ ভারতের বেলভিউ ক্লিনিকের ডাঃ অমরেশ কুমারের নিকট চিকিৎসাধীন রয়েছে। এখানে পরীক্ষা-নীরিক্ষার পর কর্তব্যরত ডাক্তার তাকে মাদ্রাজে অপারেশনের জন্য পরামর্শ দিয়েছেন।

অপারেশন করতে এখন তার প্রয়োজন ৫ লাখ টাকা। যা হতদরিদ্র আবুল ও তার পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয়। এ জন্য সে দেশ-বিদেশের বিত্তবান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছে। তার সাহায্যের জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পাইকগাছা শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান। 


 
সাহায্য পাঠাবার ঠিকানা:

আবুল বাজাদার

সঞ্চয়ী হিসাব নং-১১৯৯৮
ইসলামী ব্যাংক, পাইকগাছা শাখা
মোবাইল নং: ০১৯১৮-৫৯৬৭২১

স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

পাইকগাছায় হোটেল রেষ্টুরেন্টে স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ ও নবলোক পরিষদ এবং ওয়াটার এইড ইন বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার সকালে স্থানীয় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আসমা আহম্মেদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, ষোলআনা সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, আবু জাফর, সাংবাদিক আব্দুল আজিজ, কাজী জাহাঙ্গীর হোসেন, ইমদাদুল হক, আসাদুল ইসলাম ও নবলোক পরিষদের মইনুদ্দিন শেখ, সুমন খান ও এজাজুর রহমান।

অনুষ্ঠানে মানসম্মত খাবার ব্যবস্থাপনার উপর নমিতা হোটেল মালিককে প্রথম, গাজী হোটেল দ্বিতীয় এবং সবুর হোটেল মালিককে তৃতীয় পুরস্কার প্রদান করা হয়।

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চূড়ান্ত ১৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের পর ১৭ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইলিয়াস হোসেন চূড়ান্ত এসব প্রাথীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। 

৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান (আনারস), ১৯ দলীয় জোট মনোনিত জেলা বিএনপি’র উপদেষ্টা সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী (দোয়াতকলম), উপজেলা জাপা ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর (ঘোড়া), সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল (কাপপিরিচ), বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) ডাক্তার জি,এম আবদার রশীদ (চিংড়ীমাছ)।

৭ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৯ দলীয় জোট মনোনিত উপজেলা জামায়াতের আমির মাওঃ শেখ কামাল হোসেন (টিউবওয়েল), স্বেচ্ছাসেবকলীগ নেতা আলহাজ্ব মাওঃ মুজিবুর রহমান সানা (তালা), বিএনপি নেতা মোঃ আব্দুল গফুর (টিয়াপাখি), এ্যাড. এস,এম মুজিবর রহমান (বই), যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু (উড়োজাহাজ), ডাঃ টিকেন্দ্র নাথ মন্ডল (মাইক), ইউনাইটেড কমিউনিষ্ট নেতা শাহাজান সিরাজ সাজু (চশমা)।

৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান ভাইস চেয়াম্যান ও বিএনপি মনোনিত রাবেয়া হোসেন (হাঁস), আ’লীগ মনোনিত ইউপি সদস্য দীপ্তি চক্রবর্তী (পদ্মফুল), জামায়াত মনোনিত শাহানারা খাতুন (কলম) ও মোছাঃ মাছুমা খাতুন (ফুটবল)।

ত্রিমোহিনী মোড়, পাইকগাছা পৌরসভা


 ছবিটি পাইকগাছাস্থ ঈগল পরিবহনের কাউন্টারের পাশ থেকে তোলা।

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ; পাল্টে গেছে ভোটের হিসাব নিকাশ


আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী চূড়ান্ত ও মনোনয়নপত্র প্রত্যাহারের দিন শেষ হবার সাথে সাথেই পাল্টে গেছে ভোটের হিসাব নিকাশ। নির্বাচনে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে ভোটারদের মাঝে খুব বেশি মাথাব্যথা না থাকলেও "কে হচ্ছেন আগামী পরিষদের চেয়ারম্যান ?"-এ প্রশ্নটি সবার মাঝে ঘুরপাক খাচ্ছে সারাক্ষণ। নতুন কোন মুখ আসছে, নাকি অপরিবর্তিতই থাকছে, বিষয়টির হিসাব মিলছেনা কারোরই।

গতকাল সোমবার শেষ দিনে মনোনয়ন প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে ৬ জন। তারা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এ্যাড. স,ম বাবর আলী, উপজেলা জাপা সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটি সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বর্তমান ভাইস চেয়ারম্যান ও সিপিবি’র কেন্দ্রীয় সদস্য কৃষ্ণপদ মন্ডল, শেখ সোহরাওয়ার্দী ও জি,এম আবদার রশীদ রবি।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন ৭ জন। তারা হলেন, উপজেলা জামায়াতের আমীর আলহাজ্ব মাওঃ শেখ কামাল হোসেন, ডাঃ টিকেন্দ্রনাথ মন্ডল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলহাজ্ব মুজিবর রহমান সানা, যুবদল নেতা শেখ সামছুল আলম পিন্টু, জি,এ গফুর, এ্যাড. এস,এম মুজিবর রহমান ও মোঃ শাহজাহান সিরাজ সাজু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি, সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন, আ’লীগ নেত্রী দীপ্তি রানী চক্রবর্তী, শাহানারা খাতুন ও মাসুমা খাতুন।

সাধারণ ভোটারদের আলোচনায় চেয়ারম্যান পদে উঠে এসেছে তিনজনের নাম। তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, ১৯ দল সমর্থিত বিএনপি নেতা ও সাবেক সাংসদ এ্যাড. স,ম বাবর আলী এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য্য, নির্মমতা কতদুর হলে জাতি হবে নির্লজ্জ !!!


Monday, February 24, 2014

পাইকগাছায় বিদ্যুৎ বঞ্চিত তিন পরিবার; কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা

পাইকগাছায় বিদ্যুৎ থাকার পরও সংযোগ পাচ্ছেন না পৌরসভার ৩ নং ওয়ার্ডের বান্দিকাটি গ্রামের ৩টি পরিবার। দু’টি খুঁটির মাঝ বরাবর বসতবাড়ি হওয়ায় দীর্ঘদিন আবেদন করেও সংযোগ মিলছে না বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে। ফলে বিদ্যুতের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এ ৩টি পরিবার।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, পৌরসভার ৩ নং ওয়ার্ডের বান্দিকাটি গ্রামের চারাবটতলা থেকে শুরু করে জহর চৌকিদারের বাড়ি হয়ে সাংবাদিক আব্দুল আজিজের বাড়ি পর্যন্ত প্রায় ১০/১৫ বছর পূর্বে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ লাইন স্থাপন করা হয়।

এদিকে উক্ত বিদ্যুৎ লাইনের পাশেই বসতবাড়ি হলেও দীর্ঘদিন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে বান্দিকাটি গ্রামের মোমিন সরদার, মহাসিন এবং সবুজের ৩টি পরিবার। ফলে বিদ্যুতের অভাবে ৩টি পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়াসহ ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম।

এ ব্যাপারে ভূক্তভোগী মোমিন সরদার জানান, বিদ্যুৎ লাইনের দু’টি খুঁটি স্বাভাবিকের চেয়ে দূরত্বে স্থাপন করায় খুঁটি দু’টির মাঝ বরাবর বসতবাড়ি হওয়ার কারনে দীর্ঘদিন আবেদন করার পরও কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ দিচ্ছে না।

এ ব্যাপারে পল্লী বিদ্যুতের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারগুলো।

পাইকগাছায় উপজেলা পরিষদ নির্বাচনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের শেষ মুহুর্তে মনোনয়ন জমাদানকারী ২৪ প্রার্থীর মধ্যে আ’লীগ ও বিএনপি’র ৪ চেয়ারম্যান প্রার্থী ও ৩ ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়পত্র প্রত্যাহার করেছেন। সোমবার জেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইলিয়াস হোসেনের দপ্তরে উপস্থিত হয়ে ৭ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যানপদে ৪ প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারের পূর্বেই আ’লীগ, বিএনপি দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করার মাধ্যমে একক প্রার্থী নির্ধারন করায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান প্রার্থী জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দূল মজিদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ ইমাদুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রাথী উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামসুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু ও আ’লীগ নেতা কুমারেশ মন্ডল জেলা রিটানিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন বলে সহকারী রিটানিং অফিসার মোহাম্মদ কবির উদ্দিন জানান।

Sunday, February 23, 2014

পাইকগাছায় নাগরিক কমিটির সমন্বয়সভা অনুষ্ঠিত

জেলার দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহন প্রকল্পের আওতায় পাইকগাছায় নাগরিক কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রুপান্তরের উদ্যোগে ইউএসএআইডি ও জাস্টিস ফর অল প্রোগ্রাম এর সহায়তায় রোববার বিকালে টাউন মাধ্যমিক বিদ্যালয়ে রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ্যাড. শফিকুল ইসলাম কচি, এ্যাড. আমজাদ হোসেন, রেখা রাণী বিশ্বাস, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, জিএম মোস্তাক আহম্মেদ, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, প্রাণকৃষ্ণ দাশ, বাবুল শেখ, আজিবর রহমান, শাপলা বালা মন্ডল, মোছাঃ আম্বিয়া খাতুন, মিজানুর রহমান, সঞ্জয় কুমার মন্ডল, এমএ রউফ, মিথুন মধু ও রুপান্তরের চম্পক কুমার ঘোষ।

সভায় এ্যাড. শফিকুল ইসলাম কচিকে আহবায়ক ও প্রভাষক ময়নুল ইসলামকে সদস্য সচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জমি নিয়ে বিরোধ; প্রতিপক্ষের দায়ের কোপে একই পরিবারের ৩ জন জখম

পাইকগাছায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে একই পরিবারের ৩ জন জখম হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
এলাকাবাসীসূত্রে জানা গেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের পশ্চিম কাইনমুখী গ্রামের সঞ্জয় বাছাড়ের সাথে চাচাতো ভাই নিমাই বাছাড় গংদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে।

বিরোধের জের ধরে ঘটনার দিন রোববার বিকালে নিমাই গংরা সঞ্জয় বাছাড়ের বসতবাড়ী সংলগ্ন ক্ষেতের বেড়া ভাংচুর করার সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষরা অনিল বাছাড়ের পুত্র সঞ্জয় বাছাড় (৩৫), মৃত মাধব বাছাড়ের পুত্র বিমল বাছাড় (৭০) ও সঞ্জয়ের স্ত্রী ঝর্না রাণী বাছাড়সহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সঞ্জয়ের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল জানান।

এ ব্যাপারে এলাকাবাসীরা জানান, নিমাই বাছাড় অধিকাংশ সময় ভারতে অবস্থান করে। দেশে যখনই আসে তখনই কোন না কোন অঘটন ঘটিয়ে ভারতে পাড়ি জমায়। বিষয়টি খতিয়ে দেখছেন বলে আব্দুল খালেক জানান।

Saturday, February 22, 2014

কয়রায় জামায়াত-আ.লীগ সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জের ধরে কয়রা উপজেলায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাবাদ মোল্লা। তিনি স্থানীয় যুবলীগ কর্মী। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছয় জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামে আড়াই বিঘা জমি নিয়ে জামায়াত সমর্থক ওয়াসার আলী মোল্লার পরিবারের সঙ্গে ওমর আলী মোল্লা’র পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াসার আলী মোল্লার ছেলে ওসমান, আলী, তৈয়ব ও প্রতিবেশি রাজ্জাক গাজীর নেতৃত্বে অর্ধশত লোক ধারালো অস্ত্র নিয়ে ওমর আলী মোল্লার ছেলে জাহাবাদ মোল্লাকে তাড়া করে।

এসময় জাহাবাদ মোল্লার লোকজন খবর পেয়ে এগিয়ে আসে। কিন্তু এর আগেই ওয়াসার আলী মোল্লা’র সমর্থকরা জাহাবাদকে কুপিয়ে আহত করে। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে উভয়পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের খুলনাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, জায়গীর মহল হাসপাতাল থেকে আহতাবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৪। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি এড. শেখ মোঃ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চু সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুল ইসলাম, ওসি এম মসিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ভেজালবিরোধী অভিযানে মেয়াদ উর্ত্তীর্ন কোমল পানীয় ও এনার্জি ড্রিংক জব্দ

পাইকগাছায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল মেয়াদ উর্ত্তীর্ণ কোমল পানীয় ও এনার্জি ড্রিংক জব্দ করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল পৌর বাজারে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম টুকু’র "ভাই ভাই বেকারী" থেকে মেয়াদ উর্ত্তীর্ণ মাউন্টেইন ভিউ ১, ফ্রুটিকা ৩, সেভেন আপ ২, পেপসি ৩, পাওয়ার আপ ৩ বোতল সহ ১২ বোতল কোমল পানীয় ও এনার্জি ড্রিংক জব্দ করেন। 


অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ বাহার উল্লাহ।

পাইকগাছায় স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির সভা

পাইকগাছায় স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির এক সভা শনিবার সকালে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে কাউনন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা ও নবলোক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর কাজী নেয়ামূল হুদা কামাল, আসমা আহম্মেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান রুলু, পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আবু জাফর, ইমদাদুল হক এবং নবলোক পরিষদের শেখ মইনউদ্দিন ও এজাজুর রহমান।

সভায় হোটেল রেস্তোরার মান উন্নয়নের উপর বিস্তারিত আলোচনা হয়।

পাইকগাছায় বিনয় মল্লিকের বসতবাড়ি ভষ্মীভূত; এমপি’র সহায়তা কামনা

পাইকগাছায় বিনয় মল্লিক নামের এক ব্যক্তির বসতবাড়ি ভষ্মীভূত হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেছেন নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার আধারমানিক গ্রামের মৃত বরদাকান্ত মল্লিকের পুত্র বিনয় মল্লিকের বসতবাড়িতে হঠাৎ করে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত বসতবাড়িতে ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় ঘরের ভিতরে থাকা নগদ অর্থ ও আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেন নাগরিক কমিটির সভাপতি। এ ব্যাপারে আর্থিক সহায়তা চেয়ে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ বিনয় মল্লিক।

একুশের প্রথম প্রহরে কপিলমুনির শহীদ মিনারে মানুষের ঢল

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে পাইকগাছার কপিলমুনি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ সাধারন মানুষের ঢল নামে। ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেত হন কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে।

একুশের প্রথম প্রহর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন, সম্মিলিত ২১ উদযাপন কমিটি। এরপর একে একে পুষ্পার্ঘ অর্পন করেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ সাধারন মানুষ।

নয়নাভিরাম পাইকগাছা !


ছবিটি পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে তোলা।

স্বপ্নের শিববাটী ব্রীজ আর গুরুত্বহীন হয়ে পড়া একটি ফেরীর গল্প !

পাইকগাছায় যখন প্রথম শিববাটী ফেরীঘাটে ফেরী চালু করা হল তখন এই ফেরীর গুরুত্ব ছিল অপরিসীম। কারণ, পাইকগাছা থেকে কয়রায় বাস চলাচলের একমাত্র মাধ্যম ছিল এই ফেরী।

কালের পরিক্রমায় পাইকগাছাবাসী পেল স্বপ্নের (টোলযুক্ত) শিববাটী ব্রীজ ! আর গুরুত্বহীন হয়ে পড়লো এই ফেরী !



বি.দ্র.: বর্তমানে শিববাটী ব্রীজকে টোলমুক্ত ঘোষনা করা হয়েছে।

Friday, February 21, 2014

বিশেষ পোষ্ট !

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা !

 
শহীদ মিনার; পাইকগাছা পৌরসভা।

 

একুশ এলেই পড়ছে মনে, বাংলা মোদের ভাষা

একুশ এলেই পড়ছে মনে, মাস যাবে যে খাসা !

 

একুশ এলেই অফিস পাড়ায় হই হই হই রব

একুশ এলেই সমাজ সেবার দারুণ উৎসব !

 

একুশ এলেই বিগ বসেরা দিচ্ছে জোরে হাঁকি

ফেব্রুয়ারি মাস এটা যে, মনে নেই নাকি ?

 

একুশ মানেই প্রভাত ফেরী, একুশ মা্নেই গান

একুশ মানেই মধ্য রাতে অস্ত্রেতে দেয় শান।

 

একুশ মানেই শহীদ মিনার, ছাত্রদের পাহারা

একুশ মানেই যুদ্ধ জয়ের দিচ্ছে তারা মহড়া।

 

রক্তে ভেজা শহীদ মিনার গুমরে কেঁদে কঁয়

একুশ একুশ করছো সবাই, ৮ই ফাল্গুন নয় !!!


১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিলো জানে না অনেকেই। এখন ইংরেজি ২১শে ফেব্রুয়ারি বাংলা ৯ই ফাল্গুন। কিন্তু ১৯৫২ সালের সে ২১শে ফেব্রুয়ারি ছিলো ৮ই ফাল্গুন।

৮ই ফাল্গুন কি হারিয়ে যাবে ? আসুন বাঁচানোর একটা চেষ্টা করি।

পাইকগাছা উপজেলা নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের ৩ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিলের পর একক প্রার্থী নির্ধারণে তৃণমূল পর্যায়ে ভোট আহবান করা হয়। শুক্রবার দিনভর কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ভোট অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে ভোটের মাধ্যমে একক প্রার্থী নির্ধারণ করা হয়।

চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে বর্তমান চেয়ারম্যান রশীদুজ্জামান ১০৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ৮৯ ভোট পান এবং তৃতীয় স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ পান ৬৩ ভোট।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দলীয় মনোনয়ন পান মুজিবুর রহমান সানা, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দেবব্রত রায় দেবু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় একক প্রার্থী হিসাবে দীপ্তি রাণী চক্রবর্তী’র নাম ঘোষনা করা হয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৪ উপলক্ষ্যে প্রভাত ফেরী ও আলোচনা সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৪ উদযাপন উপলক্ষ্যে প্রভাত ফেরীর পর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা।

ভাষা শহীদদের প্রতি পাইকগাছাবাসীর শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনার; পাইকগাছা পৌরসভা, খুলনা।

বুকের রক্তে মুখের ভাষা

পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রথম নজির অমর একুশে। একুশের আত্মত্যাগের মধ্য দিয়ে এদেশের মানুষের মনে স্বাধীনতা সংগ্রামের প্রথম বীজ বোনা হয়েছিল। একুশের অনন্য সাহসই প্রতিটি আন্দোলনে বাঙালিকে দুর্জয় শক্তি জুগিয়েছিল।

যেভাবে একুশ:


একুশে ফেব্রুয়ারির সেই সকালে প্রাদেশিক পরিষদের অধিবেশনকে ঘিরে রাষ্ট্রভাষার দাবিতে পরিষদ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে ছাত্ররা সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা, মেডিকেল কলেজ হোস্টেল গেটের সামনে ও বিশ্ববিদ্যালয় খেলার মাঠে। বিকেল সাড়ে ৩টায় প্রাদেশিক পরিষদের এ অধিবেশন ডাকা হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে আগে থেকেই ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

আমতলার সভা থেকে ১৪৪ ধারা ভাঙার ঘোষণা আসামাত্র একের পর এক দশ জনের মিছিল বের হতে থাকে বিশ্ববিদ্যালয় গেট থেকে। শুরু হয় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের রক্তাক্ত সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ হঠাৎ করেই মেডিকেল হোস্টেল গেটের সামনে ও বিশ্ববিদ্যালয় খেলার মাঠে জড়ো হওয়া ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই শহীদ হন আবুল বরকত, রফিকউদ্দিন আহমদ ও আবদুল জব্বার। ২১ ফেব্রুয়ারি পুলিশের গুলিতে গুরুতর আহত আবদুস সালাম মারা যান ৭ এপ্রিল।

সেই থেকে একুশের দিনটি মহান শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। একের পর এক আন্দোলন চলতে থাকে রাষ্ট্রভাষার দাবিতে। গণআন্দোলনের মুখে শেষ পর্যন্ত ১৯৫৬ সালের শুরুতেই পাকিস্তানি সামরিক শাসক নতি স্বীকারে বাধ্য হয়। ২৯ ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদে গৃহীত সংবিধানের মাধ্যমে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়।

 

আন্তর্জাতিক স্বীকৃতি:


ভাষার জন্য বাঙালির বিরল এ আত্মত্যাগ আজ কেবল এ ভূখণ্ডের সীমানায়ই আবদ্ধ নয়, কালের পরিক্রমায় আন্তর্জাতিক মর্যাদায়ও মহীয়ান হয়েছে একুশে ফেব্রুয়ারি।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তাদের ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

২০০০ সাল থেকে বিশ্বের ১৮৮টি দেশে একযোগে এ দিবসটি পালিত হচ্ছে। এ আন্তর্জাতিক স্বীকৃতি বাঙালি জাতির জন্য এক অনন্যসাধারণ অর্জন।

Voice of Paikgacha’র পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা !

পাইকগাছায় ডিসিআর'এর নামে চলছে সরকারি খাস জমি দখলের মহোৎসব

পাইকগাছা উপজেলায় ডিসিআর'এর নামে চলছে সরকারি খাস জমি দখলের মহোৎসব। স্থানীয় ভূমি অফিসের এক শ্রেণির অসাধু কর্মকর্তার সহযোগিতায় একসনা ডিসিআরের মাধ্যমে ভূমিদস্যুরা সরকারের কোটি কোটি টাকা মূল্যের জমি দখল করে অবৈধভাবে সেখানে বিভিন্ন প্রকার স্থাপনা নির্মান করছে বলে অভিযোগ উঠেছে।

সরকারি খাস জমি দখল প্রসঙ্গে খুলনা-৬ (পাইকগাছা-কয়রার) আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক
Voice of Paikgacha'কে বলেন, নামমাত্র টাকায় ডিসিআরের নামে সরকারের হাজার হাজার একর জমি বেদখল হয়ে আছে। স্থানীয় ভূমিদস্যুরা ভূমি অফিসের সার্ভেয়ার ও তহশীলদারকে ম্যানেজ করে সরকারি সম্পত্তি আত্মসাৎ করছে।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সার্ভেয়ারকে ডিসিআর দেয়া বন্ধ রাখতে বলা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যে যাদেরকে ডিসিআর প্রদান করা হয়েছে, তাদেরকে নোটিশ করে ডিসিআরকৃত জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করার ব্যাপারেও হুঁশিয়ার করতে বলা হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, একসনা ডিসিআরের নামে সরকারি খাস জমি সর্বোচ্চ বেদখল হয়েছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদ ও একই ইউনিয়নের কাটাখালী নদীর চরভরাটি জায়গায়। এই এলাকার নদ-নদীর চরভরাটি জায়গায় গড়ে উঠেছে বসতবাড়ি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি নদীর মধ্যে বাঁধ দিয়ে চলছে মৎস্য চাষ। অবৈধ দখলে ছেয়ে যাওয়ায় কাটাখালী নদীর চিহৃ পর্যন্ত অবশিষ্ট নেই বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

চাঁদখালী বাজারেও একই অবস্থা বিরাজ করছে। ডিসিআরের নামে সেখানকার কপোতাক্ষ নদের চরভরাটি জায়গা দিনে দিনে দখল হয়ে যাচ্ছে। এখনই নিয়ন্ত্রন করা না গেলে অদূর ভবিষ্যতে কাটাখালী নদীর মতো চাঁদখালীস্থ কপোতাক্ষ নদেরও কোন চিহৃ খুঁজে পাওয়া দায় হয়ে পড়বে বলে জানিয়েছেন এলাকাবাসি।

ওদিকে উপজেলার কপিলমুনি বাজার সংলগ্ন কপোতাক্ষ নদেরও একই অবস্থা। শুকিয়ে যাওয়া কপোতাক্ষ নদের চরভরাটি যায়গায় চলছে অবৈধ দখলের মহোৎসব।

অবশ্য সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক পর্যায়ক্রমে এসকল অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বেদখল হওয়া সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে বলে এলাকাবাসিকে আশ্বস্ত করেছেন। সংসদ সদস্যের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি তার বাস্তবায়ন দেখতে চায় এলাকাবাসি।

Thursday, February 20, 2014

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের সভাপতি হতে চলেছেন বর্তমান এমপি

অবশেষে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের সভাপতি হতে যাচ্ছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হক। ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সভাপতি হিসাবে সংশ্লিষ্ট এমপিকে প্রস্তাব করা হয়েছে। 

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ কলেজটিতে বিগত ৫ বছর সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা সভাপতির দায়িত্ব পালন করার পর সংসদ নির্বাচনকালীন সময়ে এ্যাড. সোহরাব আলী সানাকে সভাপতি পদ থেকে অব্যহতি দিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

অবশেষে দশম জাতীয় সংসদের (পাইকগাছা-কয়রা) থেকে নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হককে সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহনের জন্য বুধবার সন্ধ্যায় এমপি’র পৌর সদরস্থ বাসভবনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকল শিক্ষকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিক প্রস্তাব করেন। প্রস্তাবটি স্বাদরে গ্রহন করায় কলেজ কর্তৃপক্ষ স্থানীয় এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অবঃপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, অবঃপ্রাপ্ত অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক মোমিন উদ্দিন, রহমত উল্লাহ, নিখিল চন্দ্র মন্ডল, তরুন কান্তি মন্ডল, সুলতানা জাহান, বৈশাখী মন্ডল, লুৎফা ইসলাম ও আসমা আহম্মেদ।

Voice of Paikgacha’র পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা !

Wednesday, February 19, 2014

কয়রায় জামায়াত সমর্থিত প্রার্থী আ খ ম তমিজউদ্দিন জয়ী

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে কয়রা উপজেলায় বেসরকারিভাবে ১৯ হাজার ৩২৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আ খ ম তমিজউদ্দিন।

আ খ ম তমিজউদ্দিন পেয়েছেন ৫৩ হাজার ৬৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মহসিন রেজা পেয়েছেন ৩৪ হাজার ৩৭১ ভোট।

কয়রা উপজেলায় ৭টি ইউনিয়নে ৫৮টি ভোট কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৫ শত ২৮টি ভোট রয়েছে।

অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ব্যবসায়ীদের পুর্নবাসনে এমপির নির্দেশ

পাইকগাছায় পৌর বাজারের অবৈধ দখল উচ্ছেদ ও প্রকৃত ব্যবসায়ীদের পুর্নবাসনের নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। 

তিনি বুধবার সকালে পৌর বাজারে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত স্থান ও উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনকালে আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং উচ্ছেদকৃত প্রকৃত ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরূল হাসান টিপু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু’সহ আরও অনেকে।

এর আগে এমপি এ্যাড. শেখ নুরুল হকের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান ও এ্যাড. শফিকুল ইসলাম কচি’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি-২০১৪

২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ এপ্রিল। চলবে ৫ জুন পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত।
 
ভালো রেজুলেশনের জন্য ডাউনলোড করুন। প্রয়োজনে প্রিন্ট করতে পারেন।

Tuesday, February 18, 2014

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪

আ’লীগের দলীয় একক প্রার্থী নির্ধারণে বিলম্ব; নেতা-কর্মীরা হতাশ


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পাইকগাছায় আ’লীগ এখনও পর্যন্ত দলীয় একক প্রার্থী নির্ধারণ করতে না পারায় সংগঠনটির নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে। এদিকে বিএনপি তথা ১৯ দলের প্রার্থীর নাম ঘোষণা করা হলেও বিএনপির অপর দু’প্রার্থী বিষয়টির পুনঃ বিবেচনার জন্য জেলা নেতৃবৃন্দের নিকট আবেদন করেছেন বলে জানা গেছে।

পাইকগাছায় আ’লীগ দলীয় প্রার্থীর নাম ঘোষণা না হওয়ায় নির্বাচনী আমেজ তেমন জমে উঠছেনা। কারণ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনজন মনোনয়নপত্র জমা প্রদান করেছেন। এরা হলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগ সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখ আবুল কালাম আজাদ।

এর মধ্যে কে হবেন দলীয় প্রার্থী বিষয়টি এখনও পরিস্কার নয়। ফলে সিদ্ধান্তহীনতায় ভুগছে আওয়ামী দলীয় নেতাকর্মীরা। তবে আগামী ২১ ফেব্রুয়ারি জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে আওয়ামী দলীয় প্রার্থী নির্ধারন করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। উল্লিখিত তিন জনই মাঠে ময়দানে জোরালোভাবেই নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে ১৯ দলের প্রার্থী হিসেবে জেলা বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এ্যাড. স,ম বাবর আলীর নাম ঘোষণা করা হয়েছে। যদিও বিএনপির অপর দু’প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং রীতিমত নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এরা হলেন জেলা বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আঃ মজিদ ও জেলা যুবদল নেতা শেখ ইমাদুল ইসলাম।

এ প্রসঙ্গে ডাঃ আঃ মজিদ বলেন, আমরা যারা দলীয় মনোনয়ন পাইনি তাই পুনঃ বিবেচনার জন্য জেলা নেতৃবৃন্দের নিকট আবেদন জানিয়েছি। আর তা না হলে দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েই মনোনয়ন প্রত্যাহার করে নেব।

এ উপজেলায় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন উপজেলা জাপা সভাপতি ও পাইকগাছা নাগরিক কমিটি সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং কমিউনিষ্ট পার্টির প্রার্থী রয়েছেন কেন্দ্রীয় সিপিবি সদস্য ও বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। সব মিলিয়ে আওয়ামীলীগের প্রার্থী নির্ধারন হলেই ভোটের হিসেব নিকাশ কষা শুরু হবে এখানে।

কয়রায় ১ হাজার মিটার অবৈধ নেট ভস্মীভূত

কয়রায় অভিযান চালিয়ে ১ হাজার মিটার অবৈধ মনোফিলামেন্ট নেট আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, গতকাল ১৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় কয়রা মদিনাবাদ লঞ্চঘাট সংলগ্ন কপোতক্ষ নদ থেকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্যাহ আল মুনসুর অভিযান চালিয়ে এ সকল নেট আটক করেন। অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার মোঃ আলাউদ্দীনসহ পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ।

আটককৃত নেটগুলো উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসানের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্তরে ভস্মীভূত করা হয়।

পাইকগাছায় এক ব্যবসায়ীকে অপহরণ

পাইকগাছায় আবারও এক ব্যবসায়ীকে অপহরণ করেছে বনদস্যুরা। গত রবিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের গড়ুইখালী গ্রামের জনৈক কেসমত আলী গাইনের পুত্র ঘের ব্যবসায়ী কামরুল গাইন (৪৫) কে ১০/১২ জনের ডাকাত দল বাড়ি থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারযোগে নিয়ে যায়।

পরে অপহরণকারীরা অপহৃতর পরিবারের নিকট ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ব্যাপারে অপহৃতর পিতা কেসমত আলী গাইন গত সোমবার থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত কামরুল গাইনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছার কপিলমুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

পাইকগাছার কপিলমুনি কাঁচা বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ বজলুর রহমান (৫০) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কপিলমুনি শহরের পার্শ্ববর্তী হরিদাশকাটি গ্রামের শেখ আকবরের পুত্র কপিলমুনি বাজারের কাঁচামাল ব্যবসায়ী শেখ বজলুর রহমান সকালে তার নিজ দোকানে পলিথিন টাঙ্গানোর সময় অসাবধানতাবশত পলিথিনের উপর দিয়ে বয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা তাকে তৎক্ষণিক উদ্ধার করে কপিলমুনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজলুর রহমানের এ করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পাইকগাছায় প্রদীপনের মতবিনিময় সভা

পাইকগাছায় অতিদরিদ্র পরিবারের জন্য অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রদীপন ও সেভ দ্যা চিলড্রেনের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প ব্যবস্থাপক রামকৃষ্ণ মন্ডল, প্রদীপনের সুবীর কুমার সাহা।

উপস্থিত ছিলেন সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা।

পাইকগাছায় পানি সরবরাহ নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ নীতিমালা চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে লোনাপানি কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।

বক্তব্য রাখেন, ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার কলিমুল্লাহ কলি, নবলোক পরিষদের প্রোগ্রাম এন্ড প্লানিং এর প্রধান সমন্বয়কারী নূর মোহাম্মদ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, ইদ্রিস আলী গাজী, শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ মাহাবুবুর রহমান রনজু, কাজী নিয়ামুল হুদা কামাল, এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কবিতা রাণী দাশ, জাহানারা খাতুন, গাজী শহীদুল ইসলাম খোকন, পৌর সচিব তুষার কান্তি দাশ, উদয় শংকর রায়, সন্তোষ কুমার সরদার, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ম্ঈন উদ্দীন শেখ, মোঃ ইজাজুর রহমান ও সুমন হাসান খান।

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগ, ইউরোপিয়ান ইউনিয়ন, কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও বনবিভাগের সহায়তায় মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে শেষ হয়। 

চাঁদখালী ইউনিয়ন পরিষদ ভবনে সিবিও নেতা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজী।

সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া ও ফিল্ড অর্গানাইজার আমিনুর ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন-ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষন বিষয়ক মতবিনিময় সভা

পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তবায়ন ও দ্রব্য মূল্য নিয়ন্ত্রন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ।

বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রুহুল আমিন বিশ্বাস, এসএম এনামুল হক, কাজী আব্দুস সালাম বাচ্চু, আলহাজ্ব মুনসুর আলী গাজী, কাজল কান্তি বিশ্বাস, শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল, উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, উপজেলা মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, বি. সরকার, তৃপ্তি রঞ্জন সেন, স্নেহেন্দু বিকাশ, বুলবুল আহম্মেদ, আজমল হোসেন, প্রক্তন শিক্ষক রনজিৎ সরকার।

পাইকগাছায় লিগ্যাল এইড কমিটি গঠন

পাইকগাছায় লিগ্যাল এইড কমিটি গঠন ও কার্যকরকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে রুপান্তরের জেলা দরিদ্র এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠির ন্যয় বিচার প্রাপ্তির ক্ষেত্রে পদক্ষেপ গ্রহন প্রকল্পের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। 


বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার, কাজল কান্তি বিশ্বাস, রুপান্তরের ফিল্ড অফিসার মোঃ রবিউল ইসলাম ও উপজেলা সুপারভাইজার চম্পক কুমার ঘোষ।

সভায় ১৫ সদস্য বিশিষ্ট লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়।

পাইকাগাছায় মোবাইল সার্ভিসিং সমিতির কমিটি গঠন

পাইকগাছায় জিএম শুকুরুজ্জামানকে আহবায়ক করে মোবাইল সার্ভিসিং সমিতির ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সকালে সংগঠনের পৌর বাজারস্থ কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে এক জরুরী সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, গাজী রুবেল রাশেদ রকি, আবুল কালাম আজাদ, জিএম আসাদুজ্জামান আসাদ, জুয়েল রাশেদ পাপ্পু, সৈয়দ বুলবুল হোসেন ও নবদ্বীপ সানা।

পাইকগাছা উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে ২৪ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মোহাম্মদ ইলিয়াস হোসেনের দপ্তরে এ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
 
উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক উপজেলা নির্বাচনের তয় দফার তফশীল ঘোষনা অনুযায়ী গত ১৫ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমাদানের শেষদিনে গুরুত্বপূর্ণ এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ সহ ২৪ প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। মনোয়ন জমা দেয়ার একদিন পর সোমবার সকাল থেকে দিনভর সংশ্লিষ্ট প্রার্থীদের উপস্থিতিতে জেলা রিটানিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষনা করা হয় বলে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন নিশ্চিত করেছেন। উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারী মনোনয়ন প্রত্যাহার ও ১৫ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Monday, February 17, 2014

এইচএসসি পরীক্ষা ৩ এপ্রিল থেকে

আগামী ৩ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার এই তথ্য জানান।

গত পাঁচ বছর ১ এপ্রিল থেকেই এইচএসসি পরীক্ষা শুরু করা হয়। তবে এ বছর উপজেলা নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের অনুরোধের পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমামানের পরীক্ষা দুই দিন পেছানো হয়েছে বলে জানান ঢালী।

Voice of Paikgacha makes you nostalgic !


অবৈধ সিম কার্ডের সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ

আগামী তিন মাসের মধ্যে সব অবৈধ সিম কার্ডের সংযোগ বিচ্ছিন্ন করতে মুঠোফোন অপারেটরদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুঠোফোন অপারেটরদের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

বিশেষ করে বছরে যারা একবার সিম ব্যবহার করেন, দেশে ব্যবহার না করে বিদেশে গিয়ে রোমিং করে ব্যবহার করেন এবং যেসব সিম ব্যবহারকারীর ক্ষেত্রে অসামঞ্জস্যতা দেখা যায়, সেসব সিমের সংযোগও বাতিলের কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এখন থেকে যেকোনো মুঠোফোন ব্যবহারকারীর পরিচয় জানতে চাইলে তাৎক্ষণিকভাবে মুঠোফোন কোম্পানিকে জানাতে হবে। যদি না জানাতে পারে, তবে ওই কোম্পানিগুলো দায়ী থাকবে।

সংশ্লিষ্ট ওই সূত্র আরো জানায়, সিম কার্ড বন্ধ করে দেয়ার আগে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি ও খুদে বার্তা পাঠানো হবে ব্যবহারকারীদের। রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই পুরো ফরম পূরণ করতে হবে। শুধু নামের ঘর পূরণ করে ফরম বিক্রি করা চলবে না। চেয়ারম্যান সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা যেকোনো একটি তথ্য দিতে হবে, যা দিয়ে গ্রাহককে শনাক্ত করা যেতে পারে।

কর্মকর্তারা জানান, সিম কেনার তথ্য খতিয়ে দেখতে গিয়ে নানা অসংগতি চোখে পড়ে। অনেক সময় দেখা যায় এক তথ্যের সঙ্গে আরেক তথ্যের মিল নেই। এভাবে সিম বিক্রির ফলে অপরাধের সংখ্যা বাড়ছে। সিম কার্ড বিক্রির সময় গ্রাহক তথ্য নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র সার্ভারে তথ্য যাচাইয়ের সুযোগ দেয়া হবে অপারেটরদের।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, ‘অবৈধ সিম র্কাড ব্যবহার করে চাঁদা চেয়ে হুমকি দেয়াসহ বড় বড় অপরাধ করা হচ্ছে। এজন্যই অবৈধ সব সিম কার্ড বাতিল করার কথা বলা হয়েছে। এছাড়া রেজিস্ট্রেশন ছাড়া অবৈধভাবে সিম কার্ড বিক্রি করলে ওই দোকানদার বা ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তও নেয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অবৈধ ব্যবহার ও চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ছয়টি মুঠোফোন অপারেটরের ৭১ লাখ সংযোগ বন্ধ করা হয়েছে। সম্প্রতি একটি সেমিনারে মুঠোফোন অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বাংলালিংক ২১ লাখ, গ্রামীণফোন ১৪ লাখ, এয়ারটেল ১৩ লাখ ও টেলিটকের আট লাখ সিম কার্ড বন্ধ করেছে অপারেটররা।

সেমিনারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জানান, বিটিআরসির হিসাব অনুযায়ী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য ৭১ লাখ সিম কার্ড সম্প্রতি বন্ধ করা হয়েছে।

মোবাইল অপারেটরদের পক্ষ থেকে বলা হয়, ৯৮ শতাংশ সিম কার্ড অবৈধ কল টারমিনেশনের জন্য বন্ধ করা হলেও অবৈধ কল টারমিনেশনের সঙ্গে যুক্ত অপরাধীদের ৯০ শতাংশই ধরাছোঁয়ার বাইরে। যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে বিটিআরসি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়। অবৈধ কল টারমিনেশনের অভিযোগে গত চার বছরে ১৪৯ জন আটক হলেও তারা প্রত্যেকেই ছাড়া পেয়েছেন।

বিজ্ঞাপন, বিলবোর্ড ও গাড়ির নম্বর বাংলায় লেখার নির্দেশ হাইকোর্টের

গণমাধ্যমের সব বিজ্ঞাপন, বিলবোর্ড, গাড়ির নম্বরপ্লেট ও নেমপ্লেট এক মাসের মধ্যে বাংলায় রূপান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার দুপুরে বিচারপতি কাজী রেজা-উল হক ও এ বি এম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি শেষে এই নির্দেশ দেন।

আবেদনের পক্ষে আদালতের কার্যক্রমে অংশ নেন এডভোকেট ইউনুস আলী আকন। এর আগে রবিবার আদালতসহ সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কার্যকর চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট ড. ইউনূস আলী আকন্দ হাইকোর্টে একটি রিট আবেদন করেন। রিট আবেদনটি বাংলায় লেখা হয়।

রিট আবেদনে বাংলা ভাষা প্রচলন আইন-১৯৮৭ বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং বাংলা ভাষা আইন সর্বত্র অনুসরণ করতে কেন নির্দেশ দেয়া হবে না এবং ওই আইনের ৪ ধারা অনুসারে প্রয়োজনীয় বিধি জারি করার নির্দেশনা কেন দেয়া হবে না- এ বিষয়ে রুল চাওয়া হয়। রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

Sunday, February 16, 2014

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে ট্রান্সফরমার চুরির হিড়িক

উপজেলার চাঁদখালী ইউনিয়নে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত এক সপ্তাহে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, সর্বশেষ গত সোমবার দিনগত রাতের যেকোন সময় অত্র চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রাম এলাকায় কে বা কারা পল্লী বিদ্যুতের একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। এছাড়া একই এলাকায় গত এক সপ্তাহে আরো দু’টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী মোঃ কামরুল হাসান গত এক সপ্তাহে তিনটি ট্রান্সফরমার চুরির বিষয়টি স্বীকার করেন।

কে হচ্ছেন কয়রা উপজেলা চেয়ারম্যান ?

নির্বাচন কমিশন কর্তৃক কয়রা উপজেলা পরিষদ নির্বচনের আর মাত্র ২দিন বাকি আছে। আগামী ১৯ ফেব্রুয়ারি ১ম দফায় কয়রা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার পর চেয়ারম্যান পদে আ’লীগের ৫ জন, বিএনপির ২ জন, জামায়াতের ১ জন এবং ভাইস চেয়ারম্যান পদে বিভিন্ন দল থেকে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। 

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সিদ্ধান্তে আ’লীগের একক প্রার্থী চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীক নিয়ে জিএম মোহসিন রেজা, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোশারফ হোসেনের প্রতীক টিউবওয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলিমা চক্রবর্তী কলস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

অন্য দিকে ১৯ দলীয় জোটের সিদ্ধান্তে চেয়ারম্যান পদে জামায়াতের দক্ষিণ খুলনা জেলা আমীর ঘোড়া প্রতীক নিয়ে আ,খ,ম তমিজ উদ্দীন, ভাইস চেয়ারম্যান পদে কয়রা থানা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ আব্দুর রশিদ তালা প্রতীক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে খালেদা পারভীন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ দিকে আ’লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে ভাইস চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন বিজন কুমার রায়।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন। ইতোমধ্যে ১৯ দলীয় জোটের প্রার্থী আখম তমিজ উদ্দীন আ’লীগ প্রার্থী জিএম মোহসিন রেজার বিরুদ্ধে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ এনে রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে জানিয়েছেন। আ’লীগ প্রার্থী মোহসিন রেজাও বিভিন্ন জায়গায় মৌখিকভাবে জামায়াত প্রার্থীর বিপক্ষে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন।

প্রার্থীদের পোষ্টারে গ্রামগঞ্জ ছেয়ে গেছে। চলছে জোর প্রচারণা। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাইকিংসহ প্রার্থীরা গণসংযোগ ও ভোটারদের বাড়ীতে বাড়ীতে ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে দেখা গেছে কয়রা উপজেলার জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে সকল পর্যায়ের স্থানীয় নির্বাচন গুলো আ’লীগ ও জামায়াতের মধ্যে লড়াই হয়ে আসছে।

১৯৯১ সাল থেকে যতগুলো নির্বাচন হয়েছে একবার আ’লীগ একবার জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছে। এভাবেই আ’লীগ ও জামায়াতের মধ্যে পাল্টা পাল্টী লড়াই চলে আসছে। সেদিক দিয়ে বিবেচনায় সুষ্ট ও নিরপেক্ষ নির্বাচন হলে এবার বিজয়ের পালা জামায়াত প্রার্থী আ,খ,ম তমিজ উদ্দীনের। তবে কয়রায় বারবার জোটের প্রার্থী জামায়াত হওয়ায় এবার শরীক দল বিএনপি চেয়েছিল যে করেই হোক উপজেলা চেয়ারম্যান পদে নিজেদের প্রার্থী টিকিয়ে রাখতে। কিন্তু বিএনপি প্রার্থী এ্যাডঃ মোমরেজুল ইসলাম ও জামায়াত প্রার্থী আ,খ,ম তমিজ উদ্দীন দু’জন আপন সহদর ভাই হওয়ায় সেটা সম্ভব হয়নি বলে মন্তব্য করেন অনেকে।

এতে বিএনপির নেতা কর্মীদের মনে ক্ষোভের মাত্রা বেড়ে চলেছে। সে কারনে বিএনপির নেতা কর্মীদের জামায়াত প্রার্থীর পক্ষে নির্বাচনীয় কাজ করতে তেমন একটা দেখা যাচ্ছে না। বিএনপির সহযোগিতা ছাড়াই জামায়াত প্রার্থী বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন জামায়াতের নেতা কর্মীরা। ফলে জামায়াত ও বিএনপির মধ্যে চলছে স্নায়ূযুদ্ধ। অপরদিকে বিএনপি’র অন্য একটি গ্রুপ জামায়াত প্রার্থীর পক্ষে জোরে সোরে মাঠে নেমে পড়েছেন। এ গ্রুপটি দীর্ঘদিন যাবৎ জামায়াত বিরোধী কথা বলে আসছিল।

অপর দিকে আ’লীগের চেয়ারম্যান প্রার্থী জিএম মোহসিন রেজা গত ২০০৯ সালে নির্বাচনে ৬ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী আ,খ,ম তমিজ উদ্দীনকে পরাজীত করেছিলেন। জিএম মোহসিন রেজা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আ’লীগের মধ্যে শুরু হয় কঠিন দলীয় কোন্দল। তারই জের ধরে চেয়ারম্যান পদে আ’লীগের ৫ জন মনোনয়ন পত্র জমা দেন। তবে জেলা নেতৃবৃন্দ কয়রায় সরাসরি উপস্থিত হয়ে একটা সমন্বয় করে মোহসিন রেজাকে বিজয়ী করার জন্য আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে দলীয় কোন্দল ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার আহ্বান জানান। সে মোতাবেক বিবাদমান গ্রুপ দু’টি একত্রিত হয়ে মোহসিন রেজাকে জেতানোর জন্য ভোট ভিক্ষায় নেমে পড়েছেন।

তবে যতই নির্বাচনের দিন ঘনিয়ে আসছে ততই আওয়ামীলীগের একক প্রার্থীর পক্ষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে দলীয় কোন্দল ভুলে গিয়ে নিজেদের প্রার্থীকে জয়ী করার আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আওয়ামীলীগ ও জামায়াত প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে নির্বাচিত হবেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান।

প্রার্থীরা নিজেদেরকে একজন যোগ্যপ্রার্থী হিসেবে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা এবার বুঝে শুনেই তাদের ভোট প্রয়োগ করবেন এমন বক্তব্য প্রায় সকল ভোটারদের।

কয়রা উপজেলায় ৭টি ইউনিয়নে ৫৮টি ভোট কেন্দ্রে সর্বমোট ১লাখ ৩৭ হাজার ৫শ’ ২৮টি ভোট রয়েছে। এর মধ্যে ২৭ টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করেছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচন শান্তিপূর্নভাবে শেষ করতে কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন বলে জানা গেছে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান জানান, সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সরকার সকল প্রকার ব্যবস্থা গ্রহন করেছেন। আইনশৃংখলা রক্ষার্থে ও নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় সেজন্য আগামী ১৬ ফেব্রুয়ারি কয়রায় সেনাবাহিনী অবস্থান করবেন। এছাড়াও আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক এলাকা নজরদারীর ভিতরে রেখেছেন।

প্রাথমিকে বৃত্তি পেলো ৫৪ হাজার ৪১২ জন

রবিবার পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা ঘোষণা করা হয়েছে। দুপুর সাড়ে ১২টায় গণশিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এই তালিকা ঘোষণা করেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানিয়েছে, এবার মোট বৃত্তি পেয়েছে ৫৪ হাজার ৪১২ শিক্ষার্থী। এদের মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ২১ হাজার ৯৭৮ জন বৃত্তি পেয়েছে। যাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জন ছাত্র ও ১১ হাজার ২৪ জন ছাত্রী। সাধারণ কোটায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৩৪ জন। এরমধ্যে ১৬ হাজার ২২৮ জন ও ১৬ হাজার ২০৬ জন ছাত্রী।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ১৯ হাজার ৩২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৪ লাখ ৮৩ হাজার ১৪২ জন। আর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৮ দশমিক ৫৮ শতাংশ ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পাসের হার ৯৫ দশমিক ৮০ শতাংশ।

পরীক্ষা দুটিতে জিপিএ-৫ সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২১৪ জন। এর মধ্যে প্রাথমিকে জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৪০ হাজার ৯৬১ ও ইবতেদায়িতে পেয়েছে ৭ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।

পাইকগাছায় উপজেলা নির্বাচনে ২৪ প্রার্থীর মনোনয়ন জমা

পাইকগাছায় ১৫ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা নির্বাচনে শেষ দিনে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ সহ মোট ২৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার দিনভোর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের দপ্তরে এসব মনোনয়ন জমা দেন। 

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারী প্রার্থীরা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগ সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ, শেখ সোহরাওয়ার্দি, জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি এ্যাডঃ স.ম বাবর আলী, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল মজিদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শেখ ইমাদুল ইসলাম, উপজেলা জাপা’র সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সিপিবি নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, স্বতন্ত্র জি,এম, আব্দুর রশিদ।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু, যুবলীগনেতা টিকেন্দ্রনাথ মন্ডল, আ’লীগনেতা কুমারেশ মন্ডল, মুজিবর রহমান সানা, বিএনপিনেতা ও সাংবাদিক মোঃ আব্দুল গফুর, যুবদলনেতা শেখ সামছুল আলম পিন্টু, এ্যাডঃ এস,এম, মুজিবর রহমান, জামায়াতের উপজেলা আমীর মাওঃ শেখ কামাল হোসেন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের শাহজাহান সিরাজ সাজু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ’লীগের ইউপি সদস্য দিপ্তী চক্রবর্তী, বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান রাবেয়া হোসেন, শাহানারা খাতুন ও স্বতন্ত্র মাসুমা খাতুন।

Saturday, February 15, 2014

মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে র‌্যালী ও এ্যাডভোকেসি সভা

পাইকগাছায় মাদকাসক্তি ও মানসিক রোগ প্রতিরোধে দেশব্যাপী স্বাস্থ্য শিক্ষা প্রচারাভিযানের অংশ হিসেবে র‌্যালী ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে-এর উদ্যোগ এবং পরিপ্রেক্ষিতের সহযোগিতায় শনিবার সকালে এক বর্ণাঢ্য রালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে শেষ হয়। 

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক অপু মন্ডল, অধ্যাপক আজহারুল ইসলাম, সাংবাদিক গাজী সালাম, জি, এম, মিজানুর রহমান, বি সরকার, হাফিজুর রহমান রিন্টু, এস, এম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রজ্ঞন সেন, পৌর কাউন্সিলর, আব্দুল লতিফ, কবিতা রানী দাশ, শিক্ষক আব্দুল ওহাব, উদয় শংকর রায়, প্রভাষক জি এম এ রাজ্জাক, শেখ সেলিম, ব্লাড ডোনার জামিলুর রহমান রানা, শিক্ষার্থী সানজিদা জামান, তামান্না নিশাত রুম্পা ও অসিক ইনতেসার। উপস্থিত ছিলেন, শ্রমিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

পাইকগাছায় সোয়া কিলোমিটার রাস্তা জুড়ে লাগাতার যানজট

পৌর কর্তৃপক্ষের কার্যক্রম শুধু ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ;

..........জনদুর্ভোগ লোপ নয় দিন দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে।


পাইকগাছা বাসষ্ট্যান্ড (জিরোপয়েন্ট) থেকে পৌর বাজার পর্যন্ত প্রায় সোয়া এক কিলোমিটার রাস্তা জুড়ে সারাক্ষণ যানজট লেগেই রয়েছে। তাছাড়া রাস্তার দু’পাশের দোকানীদের মালামাল রাস্তার পাশে রাখায় ফুটপাতও দখল হয়ে গিয়েছে। পায়ে চলা পথচারীদের মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। 

এদিকে কোর্ট রাস্তা (ত্রিমোহিনী মোড়ে) সীমাহীন যানজট থাকে সব সময়। ফলে সেখানকার জনদুর্ভোগ ও দুর্ঘটনার হাত থেকে রেহায় পেতে জরুরীভাবে স্পীড ব্রেকার নির্মাণ ও ট্রাফিক পুলিশ প্রদানের ব্যাপারে জোর দাবি জানিয়েছেন পৌরবাসী।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিববাটী ব্রীজের সংযোগ সড়ক জিরোপয়েন্টে খুলনা ও কয়রাগামী যাত্রীবাহী বাসগুলো ঠিক রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী জোগাড় করছে। একটি বাস ছেড়ে যাবার পরপরই সেখানে আরেকটি বাস এসে দাঁড়াচ্ছে। এর কিছু দূরে এগিয়ে গেলেই প্রধান সড়কে বড় বড় খানাখন্দ। তার পাশে টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাস্তা ভেঙ্গে বিশাল আকারের গর্তের সৃষ্টি হয়েছে। যেখানে বৃষ্টির পানি জমে থাকে হাটু সমান। এরপর মূল বাসষ্ট্যান্ডে পায়েচলা ভ্যান ও যাত্রীবাহী বাস যত্রতত্র পার্কিং ও ঘোরাঘুরির কারণে স্বাভাবিকভাবে যাতায়াত করা যায় না।

হাসপাতাল ক্রস রোড (প্রাণীসম্পদ অধিদপ্তরের উত্তর পাশে) এলাকায় ওয়ার্কশপ দোকানীরা রাস্তার পাশেই ফুটপাত দখল করে ওয়েল্ডিংয়ের কাজ করছে এবং লোহার পাত দিয়ে নির্মিত বিভিন্ন সামগ্রী রাস্তা জুড়েই রাখা হয়েছে। একই মার্কেটের অন্যান্য দোকানের সামনে ফুটপাত দখল করে ভ্যান-বাইসাইকেল, মটরসাইকেল মোরামতের কাজ করছে মিস্ত্রীরা।

শুধু তাই’না প্রধান সড়কের পাশেই রাস্তা জুড়ে বিভিন্ন স’মিল ও ফার্নিচারের দোকানীরা বড় বড় গাছ ফেলে রেখেছে, এমনকি বিক্রির জন্য ইট-বালিও সাজিয়েও রাখা হয়েছে রাস্তার উপর।

কোর্ট রাস্তার ত্রিমোহিনী মোড়ে সারাক্ষণ যানজট লেগেই রয়েছে। যাত্রীবাহী নসিমন ও ভ্যান যত্রতত্র পার্কিং করে রাখা হয় এখানে। ব্যস্ততম এই সড়ক দিয়ে শিশু বিদ্যালয়, গার্লস স্কুল, পাইকগাছা সিনিয়র মাদ্রাসা, পাবলিক লাইব্রেরী, পৃথক তিনটি আদালত ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ একাধিক সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সংশ্লিষ্টদের যাতায়াত করতে হয়। অত্র মোড়েই রয়েছে বাতিখালী সার্বজনীন পূজা মন্দির। সর্বপরী কোর্ট রাস্তা মোড় সংলগ্ন ঢাকাগামী পরিবহন কাউন্টারগুলো স্থাপিত হওয়ায় বিশেষ করে দুপুরের পর থেকে জনসমাগম ঘটে মাত্রাতিরিক্তভাবে।

এদিকে পৌর কর্তৃপক্ষের ঘোষণা উপেক্ষা করে পৌর বাজার সংলগ্ন ডাকবাংলো (বটতলা) এলাকায় প্রধান সড়ক সংলগ্ন দোকানীরা রাস্তার উপরে ট্রাক, পিকআপ ও ঠেলাগাড়ী রেখে (রড-সিমেন্ট) মালামাল লোড-আনলোড করছে। ফলে যানবাহন চলাচলে মারাত্মক বি্ঘ্ন সৃষ্টি হলেও কর্তৃপক্ষের কার্যক্রম শুধু ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ রয়ে গেছে।

পৌরবাসীর অভিমত, উপরোক্ত বিষয়গুলি যাদের দেখার কথা তারা কেউ দেখছেন না, বা দেখেও না দেখার ভান করে আছেন, বিধায় জনদুর্ভোগ লোপ নয় দিন দিন শুধু বৃদ্ধিই পাচ্ছে।

Friday, February 14, 2014

পাইকগাছায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

পাইকগাছা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেযারম্যান পদের সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। শুক্রবার দিনভর প্রার্থীরা কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) মোহাম্মাদ কবির উদ্দীন এর নিকট জমা দেন। উল্লেখ্য, আজ মনোনয়ন জমা দেয়ার শেষ দিন।

চেয়ারম্যান পদে মনোনয়ন জমাদানকারী আ’লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন বর্তমান উপজেলা চেযারম্যান ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রশীদুজ্জামান, জেলা আ’লীগের সহ-সভাপতি গাজী মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ।

জেলা বিএনপি’র উপদেষ্ঠা সাবেক এমপি এ্যাডঃ স.ম বাবর আলী, উপজেলা জাপা ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, সিপিবি’র কেন্দ্রীয় সদস্য ও বর্তমান ভাইস চেযারম্যান কৃষ্ণ পদ মন্ডল।

ভাইস চেয়ারম্যান পদে (আ’লীগের) উপজেলা যুবলীগের সভাপতি এস. এম সামছুর রহমান, সাবেক সহ-সভাপতি দেবব্রত রায় দেবু। বিএনপি’র এ্যাডঃ এস,এম মুজিবর রহমান ও শাহাজান সিরাজ সাজু (স্বতন্ত্র)।

উল্লেখ্য, নির্বাচন কমিশন কর্তৃক তৃতীয় ধাপের তফশীল ঘোষনার পর আগামী ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে গুরুত্বপূর্ন এ উপজেলা থেকে ইতোমধ্যে চেযারম্যান পদে ৯, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই জন প্রার্থী মনোনায়ন ফর্ম সংগ্রহ করেছেন।