Friday, March 7, 2014

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০১৪

বিজয় নিশ্চিত করতে তৎপর ১৯ দলীয় জোট; নিষ্ক্রিয় আ’লীগ


পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনের সপ্তাহ খানেক বাকী থাকলেও এখনও পর্যন্ত ক্ষমতাসীন দল আ’লীগের শীর্ষ নেতাদের মধ্যে কোন তৎপরতা দেখা যায়নি বলে তৃনমুল নেতাকর্মীদের অভিযোগ। অপরদিকে দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতারা।

১৯ দলীয় জোটের শীর্ষ পর্যায়ের এসব নেতারা ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এ উপজেলায় একাধিকবার সফর করে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ ব্যাপক গনসংযোগ করেছে। আ’লীগের শীর্ষ নেতারা তৎপর না হলে জেলার সদ্যসমাপ্ত ৩ উপজেলার ন্যয় এ উপজেলাতে ক্ষমতাসীন দলের চরম ভরাডুবি ঘটতে পারে বলে অনেকেই আশংকা করছেন।

এদিকে নির্বাচন যতই ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচনের ন্যয় দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করছে ১৯ দলীয় জোটের শীর্ষ নেতারা। জোটের এসব শীর্ষ নেতারা একাধিকবার এ উপজেলা সফর করে চাঙ্গা করে তুলেছেন সংগঠনের তৃনমুল নেতাকর্মীদের। পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনি বলেন, শীর্ষ নেতাদের সফরের পর দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দ্বিধাবিভক্ত সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

এ ব্যাপারে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. শফিকুল আলম মনা বলেন, উপজেলা স্থানীয় সরকার নির্বাচন হলেও সরকার ৫ জানুয়ারী ভোটারবিহিন নির্বাচন করায় উপজেলা নির্বাচনকে ১৯ দলীয় জোট চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এরই ধারাবাহিকতায় জোটের মনোনিত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে নির্বাচন সংশ্লিষ্ট উপজেলা গুলো সফর করা হচ্ছে।

নির্বাচনের সময় প্রায় শেষদিকে হলেও ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে কোন তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা। সদ্য সমাপ্ত জেলার ৩ উপজেলায় ক্ষমতাসীন দলের চরম ভরাডুবি ঘটলেও দলের অনেক শীর্ষ নেতাদের এখনও কানে পানি ঢোকেনি বলে অভিযোগ করেন আ’লীগ নেতা স্নেহেন্দু বিকাশ। শেষ মুহুর্তে হলেও দলের শীর্ষ নেতারা তৎপর হলে সম্ভাবনাময় এ উপজেলায় দলীয় মনোনিত প্রার্থীর বিজয় সম্ভব বলে তিনি জানান।

এ ব্যাপারে জেলা আ’লীগের সভাপতি শেখ হারুন-অর-রশীদ জানান, আ’লীগের অবস্থা সাংগঠনিকভাবে অনেক ভাল। এক্ষেত্রে আমাদের প্রার্থী জয়লাভ করবে। তারপরও দলীয় মনোনিত প্রার্থীর বিজয় নীশ্চিত করতে গুরুত্বপূর্ণ এ উপজেলায় দ্রুত সফর করা হবে বলে।

পাইকগাছায় আবারো এক চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোট মনোনিত চেয়ারম্যান প্রার্থী এ্যাড. স.ম বাবর আলীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম এ জরিমানা ধার্য্য করেন।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, নির্বাচনী আচরণবিধির উপর অভিযান পরিচালনাকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপি’র উপদেষ্ঠা এ্যাড. স.ম বাবর আলীর (দোয়াত কলম) প্রতীকের পোষ্টার উপজেলার সোলাদানা বাজার এলাকায় বিভিন্ন দেওয়ালে লাগানো অবস্থায় পাওয়া যায়।

এই অভিযোগে সংশ্লিস্ট চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল ইসলাম জানান।

উল্লেখ্য, গত বুধবার নির্বাচনী আচরণবিধি পর্যবেক্ষণের উপর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করার সময় পৌর সদরে পরিবহন কাউন্টার সংলগ্ন টী স্টলে সিপিবি মনোনিত চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণপদ মন্ডলের (কাপ পিরিচ) প্রতীকের পোস্টার দেওয়ালে লাগানো অবস্থায় পাওয়া যায়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

কপিলমুনি কলেজ

রায় সাহেব বিনোদ বিহারী সাধুর স্মৃতি বিজড়িত পাইকগাছা উপজেলার ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।

ফাইল ফটো © Voice of Paikgacha

পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের স্মারকলিপি প্রদান

সদ্য ঘোষিত বাস্তবায়নাধীন বৈষম্যপূর্ণ বেতন স্কেল সংশোধনপূর্বক প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের স্কেল প্রদান, সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ বন্ধ ও শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিতকরণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন খুলনার পাইকগাছার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

শিক্ষকরা বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির মাধ্যমে উপজেলার কর্মরত সহকারী শিক্ষকরা জানিয়েছেন বর্তমান সরকার প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নয়নের জন্য উদ্যোগ গ্রহন করেছেন। যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে।

বাস্তবায়নাধীন স্কেলে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে একদিকে শ্রেণীগত বৈষম্য, অপরদিকে তিন ধাপ নিচে বেতন বৈষম্য রেখে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। এ ধরণের স্কেল বাস্তবায়ন হলে সহকারী শিক্ষকদের কর্মক্ষেত্রে একই যোগ্যতা নিয়ে প্রবেশ করে বিরাট বৈষম্যে শিকার হতে হবে।

এ জন্য স্কেল বাস্তবায়নের পূর্বে সারা দেশে কর্মরত সাড়ে ৩ লাখ সহকারী শিক্ষকদের কল্যাণে “প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে রেখে সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রণয়ন, সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে বিভাগীয় সর্বোচ্চ পদে উপজেলা ও জেলা কোটা বহাল রেখে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা, চাকুরীর মেয়াদ ৫ বছর পূর্ণ হওয়ার সাথে সাথে সহকারী শিক্ষকদের ২য় শ্রেণীর মর্যাদা প্রদান, শিক্ষক পরিবারের সুচিকিৎসা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব পূরণে স্থায়ী চিকিৎসা কার্ড ও রেশন কার্ডের ব্যবস্থা করা, বিদ্যালয়ে পাঠদান সময়সূচী সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত পূননির্ধারণ করা, প্রাথমিক শিক্ষকদের অর্জিত ছুটির বিধান প্রণয়ন করা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা ও জেলা শিক্ষা কমিটিসহ যাবতীয় প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কমিটিতে সহকারী শিক্ষক প্রতিনিধি রাখা ও জাতীয় দিবসের পরের দিন বিদ্যালয় ছুটি সহ সাপ্তাহিক ছুটি ২ দিন নির্ধারণ করা” সহ বিভিন্ন দাবী সম্বলিত সুপারিশ পুনঃবিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, শিক্ষক প্রসেনজিৎ সরকার, শহিদুল ইসলাম, কহিনুর ইসলাম, বি,এম, আক্তার হোসেন, জি,এম, আলমগীর কবির, মিলন দাশ, এনামুল, ভবজিৎ, রাজ্জাক, অনাদি কুমার সরকার, সুশান্ত কুমার বিশ্বাস, অমিয় কুমার দাশ, সঞ্জয় দেবনাথ, আব্দুস সালাম, আবু সাঈদ ও আব্দুল আলিম।

পাইকগাছায় চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছায় আচরণবিধি লংঘনের অভিযোগে সিপিবি মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণপদ মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম এ জরিমানা ধার্য্য করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নির্বাচন আচরণবিধি পর্যবেক্ষণের উপর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান পরিচালনা করার সময় পৌর সদরে পরিবহন কাউন্টার সংলগ্ন টী স্টলে চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণপদ মন্ডলের কাপ পিরিচ প্রতীকের পোস্টার দেওয়ালে লাগানো পায়।

এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাচন বিধিমালা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান অহেদুজ্জামান কাগজী আর নেই

পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান ও বর্তমান লস্কর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কে, এম, আরিফুজ্জামান তুহিনের পিতা অহেদুজ্জামান কাগজী আর নেই। তিনি বৃহস্পতিবার দুপুরে খুলনাস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না................রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, অহেদুজ্জামান কাগজী ইতোপূর্বে লস্কর ইউনিয়নের ৩ বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান ছিলেন।