Monday, May 13, 2013

মঙ্গলবার ফের হরতাল জামায়াতের

আগামী মঙ্গলবার সারাদেশে ফের সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত। এক সংবাদ বিজ্ঞপ্তিতে, জামায়াতের সিনিয়র নায়েবে আমির একে এম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে তারা এ হরতাল করবে বলেও জানানো হয়।

এদিকে জামায়াতের এই হরতালের সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আগামী বুধ ও বৃহস্পতিবার টানা দু’দিনের হরতাল জুড়ে দিতে পারে বলে দলীয় সূত্রে আভাস পাওয়া যাচ্ছে।

বিদেশ সফর শেষে সংবর্ধিত পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর

১০ দিনের বিদেশ সফর শেষে দেশে ফেরার পর খুলনার পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরকে সংবর্ধনা প্রদান করেছেন এলাকাবাসী। উল্লেখ্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৮ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসাবে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর গত ২৮ এপ্রিল ১০ দিনের সরকারি সফরের মালেয়েশিয়া ও ভিয়েতনাম গমন করেন। 

সফলভাবে সফর সম্পন্ন শেষে তিনি রোববার সকালে এলাকায় পৌছানোর পর স্থানীয় সরল দীঘির পাড়ে সরল খাঁ স্মৃতি সংঘ ও ১,২,৩ নং ওয়ার্ডবাসী গণসংবর্ধনার আয়োজন করে। কাউন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সংবর্ধিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান। লুৎফর রহমান ও মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, ইদ্রিস আলী গাজী, শেখ মাহাবুবুর রহমান রনজু, এসএম তৈয়েবুর রহমান, মনিরুল ইসলাম মন্টু, কবিতা রাণী দাশ ও জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, নূর আলী গাজী, আহম্মদ আলী গোলদার।

পাইকগাছায় সুন্দরবনের চোরাকারবারী সাজাপ্রাপ্ত আসামী আটক

পাইকগাছায় থানাপুলিশ অভিযান চালিয়ে সুন্দরবনের চোরাকারবারী সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামের মইদুল গাজীর পুত্র মিজান গাজী (৪০)।
 

থানা পুলিশ সুত্রে জানাযায়, উপজেলার গড়ইখালীর ফকিরাবাদ গ্রামের মইদুল গাজীর পুত্র মিজান গাজী (৪০)’র বিরুদ্ধে এ পর্যন্ত বন আইনে ৭টি মামলা রয়েছে। যার মধ্যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট খুলনা আদালত ১ এ দায়ের করা সিআর ৩৫২/১০ দায়ের করা মামলায় ইতোমধ্যে ১ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সাজা প্রদান করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে দায়ের করা অন্যান্য মামলাগুলো হচ্ছে ৩৫২/১০, ৪৮১/১০, ৪৩/১১, ৪৬/১১, ১৩৭/১১, ১৯২/১১। ঘটনার দিন রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন শান্তা বাজার থেকে তাকে আটক করেন বলে থানার এএসআই গোবিন্দ শর্মা জানান।

পাইকগাছায় ব্র্যাকের মাঠদিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের শষ্য কর্তন ও মাঠ দিবস রোববার সকালে উপজেলার রাড়ুলীতে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উপজেলা ব্যবস্থাপক সুজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাহার আলী। বক্তব্য রাখেন সিনিয়র এ্যগ্রোনমিষ্ট হাফিজুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার আকাইদ হোসেন, ফিরোজ আলী, গোলজার রহমান, মনিটরিং কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষক সৈয়দ আলী শেখ, গৌতম দত্ত, সাহানারা বেগম ও ফাহিমা বেগম। অনুষ্ঠানে ৭৬ জন আমন্ত্রিত প্রতিবেশি কৃষককে ২০০ টাকা করে সম্মানী ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে রাড়ুলী ব্লকের ৩৩.১০ একর আবাদকৃত হাইব্রিড শক্তি-২ জাতের ধানের কর্তনশেষে একর প্রতি ৭৭ মন (শুকনা) উৎপাদন হয়েছে বলে উল্লেখ করা হয়।