Wednesday, October 2, 2013

একটি মানবিক আবেদন

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রক্তনছাত্রী ”মনিকা” কে বাঁচাতে এগিয়ে আসুন আপনার সামান্য সাহায্যই বাঁচিয়ে দিতে পারে ফুলের মত একটি জীবন।

জীবনের অনেক কিছুই বাকি রয়ে গেছে দেখার, অনেক কিছুই পায়নি এখনো সে। এখনো হয়নি অনেক কিছু জানা। এখনো সে সদ্য এক তরুনী। তবু তারুন্যের উচ্ছলতায় আজ সে মন খুলে হাঁসতে পারে না। পারে না জীবনকে নিয়ে স্বপ্ন দেখতে। সর্বনাশা ব্রেইন টিউমার চুরমার করে দিতে চাইছে ওর সব আশা, স্বপ্ন।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০০৪ ব্যাচের ছাত্রী ’মনিকা’ দূরারোগ্য ও ব্যায়বহুল ব্রেইন টিউমারে আক্রান্ত। ইতিমধ্যে তার পরিবার তার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যায় করেছে। কিন্তু সম্প্রতি চিকিৎসকরা যত শিঘ্রী সম্ভব তার টিউমার অপারেশন এর জন্য পরামর্শ দিয়েছেন। কারন, প্রতি মুহূর্তে টিউমার টি একটু একটু করে মনিকার মাথার আরো ভেতরে প্রবেশ করছে।

মনিকা এখন খুলনা সাজিকালের নিউরো সার্জন ডঃ মহাসীন ফরায়েজীর তত্বাবধানে আছে।

এত সীমিত সময়ের মধ্যে অপারেশনের টাকা জোগাড় করতে মনিকার পরিবার ও মনিকার জীবন উভয়ই আজ এক ভয়াবহ বিপদের সম্মূখীন। তাদের এই বিপদে অসীম মনোবল নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে পাইকগাছার তরুন যুব সমাজের তারুন্যদীপ্ত প্রতিধ্বনি ‘পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ এর তরুন সদস্যবৃন্দ, পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও
Voice of Paikgacha। কিন্তু তারপরও এত সীমিত সময়ের মধ্যে চিকিৎসার সব খরচ যোগাড় করা সম্ভব হচ্ছে না।

এমতাবস্থায় মনিকা, তার পরিবার ও পাইকগাছা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এর সকল সদস্য মনিকার জীবন বাঁচাতে সকল পেশাজীবী মানুষের কাছে সাহায্য প্রার্থী। আপনার সামান্য সাহায্যই বাঁচিয়ে দিতে পারে ফুলের মত একটি জীবন। আবারও স্বপ্ন দেখবে মনিকা, একটি নতুন জীবনের.......

সাহায্য পাঠানোর ঠিকানা:

G.M. Nahidul Ehsan Milon
A/C: 16677 (Saving account)
ISLAMI BANK BANGLADESH LTD.
DHANMONDI BRANCH.

 

অথবা,  

BIKASH ACCOUNT NO: 01717795547 (Personal)
FARHANA SULTANA IVY

বাংলাদেশের মোবাইল কোম্পানি এয়ারটেল সুন্দর এবং চমৎকার ওয়ালপেপারটি তৈরি করেছে


পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের বিবৃতি

দাকোপ উপজেলার চালনার পুকুরপাড় সার্বজনীন দূর্গা মন্ডপে কতিপয় দূর্বত্তরা মন্ডপের দূর্গা প্রতিমা ভাংচুর করায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ঘটনায় ক্ষোভ, গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ,প্রতিবাদ ও এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তরুন কান্তি দাশ, যুগ্ম সম্পাদক চম্পক পাল, জেলা নেতা সাধন ভদ্র, এ্যাডঃ অজিত মন্ডল, উপজেলা সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আহবায়ক রতন ভদ্র, পূজা পরিষদ নেতা যুগোল কিশোর দে, রবীন্দ্র নাথ রায়, সন্তোষ সরদার, এ্যাডঃ চিত্ত রঞ্জন সরকার, তাপস বসু, উত্তম সাধু, মনোহর সানা, দুলাল বিশ্বাস, উত্তম দাশ, শংকর দেবনাথ, তৃপ্তি রঞ্জন সেন, অনাথ বন্ধু সরকার, কৌস্তভ রঞ্জন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, স্নেহেন্দু বিকাশ, মতিলাল সিংহ, অপুর্ব রায়, বিমল পাল, জগদিশ রায়, দিপঙ্কর মন্ডল, সুকৃতি মোহন, গুরুদাশ মন্ডল, অখিল মন্ডল, পীযুষ সাধু, স্বপন ঘোষ, রবীন্দ্রনাথ দত্ত, অসিত সাহা ভোলা।

পাইকগাছা সিনিয়র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

পাইকগাছার ঐতিহ্যবাহী সিনিয়র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা ভবনে অনুষ্ঠিত নির্বাচনে মাদ্রাসার মোট ১৮ জন শিক্ষক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটে সর্বোচ্চ ১৪ ভোট পেয়ে কৃষি বিষয়ের সহকারী শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল ও রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক নজরুল ইসলাম ১৩ ভোট পেয়ে দু’ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।

নিকটবর্তী প্রার্থী সমাজ বিজ্ঞান শিক্ষক জি,এ গফুর পান ৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মোঃ আজহার আলী।

মোবাইলে স্কুল ছাত্রীদের ছবি ধারন করায় চা বিক্রেতাকে গনপিটুনি

পাইকগাছায় মোবাইলে স্কুল ছাত্রীদের ছবি ধারন করার অভিযোগে স্থানীয় জনতা এক চা বিক্রেতাকে গনপিটুনি দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত রুহুল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় জরুরী বৈঠক করেছে সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর গ্রামের ফরিদ মোড়লের পুত্র রুহুল আমিন মোড়ল (২৮) এর শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন বোয়ালিয়া মোড় নামক স্থানে একটি চায়ের দোকান রয়েছে। সে দোকানে বসে দীর্ঘদিন যাবত যাতায়াতের সময় বিদ্যালয়ের শত শত ছাত্রীর ছবি মোবাইলে ধারন করে।

এছাড়াও সে অনেক ছাত্রীর খোলামেলা দৃশ্য ধারন করে ঘটনার দিন বুধবার সকালে পাশ্ববর্তী রাসেল কম্পিউটারে লোড দেয়ার সময় বিষয়টি জানাজানি হয়। পরে এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে রুহুল আমিনকে গনপিটুনি দেয়। পরে পুলিশ অচেতন অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কাশেম জানান, রুহুল আমিন এ পর্যন্ত আড়াই হাজার স্কুল ছাত্রী ও অনান্য মেয়েদের ছবি ধারন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বিদ্যালয়ে জরুরী বৈঠক ডাকা হয়েছে। রুহুল আমিন বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে থানার এস.আই. প্রকাশ জানান।

বৈরী আবহাওয়ায় পাইকগাছার জনজীবন বিপর্যস্ত

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা গত ৩ দিন গুড়ি গুড়ি ও ভারী বৃষ্টিপাতের ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে পাইকগাছার জনজীবন। বিরুপ প্রভাব পড়েছে ব্যবসা বানিজ্যেসহ বিভিন্ন কাজকর্মে। বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। স্কুল, কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল খুবই কম।

এদিকে লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় মংলা সমুদ্রবন্দরসহ তৎসংলগ্ন এলাকায় গত রোববার থেকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

উল্লেখ্য, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত রোববার থেকে শুরু হওয়া গুড়ি- গুড়ি ও ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার আড়াইলাখ মানুষের জনজীবন। সোম ও মঙ্গলবার টানা ভারী বৃষ্টিপাতে প্রধান সড়কসহ বিভিন্ন সড়কের খানাখন্দে পানি জমে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

গত দু’দিন কাজকর্ম কমে যাওয়ায় বিপাকে রয়েছেন ভ্যানচালক থেকে শুরু করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বেচাকেনা কমে গেছে ব্যবসায়ী প্রতিষ্ঠানে। স্কুল, কলেজ খোলা থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠানে উপস্থিতি ছিল খুবই কম।