Tuesday, April 29, 2014

পাইকাগছায় সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে জখম

পাইকগাছায় সপ্তম শ্রেণীর এক ছাত্রকে পিটিয়ে জখম করেছেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এম.পি বরাবর অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সোমবার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আসলামুজ্জামান বিদ্যালয় চলাকালিন সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সপ্তম শ্রেণীর ছাত্র এস.এম. সোহানুর রহমান হৃদয়‘কে বেঞ্চের নিচে মাথা ঢুকিয়ে দিয়ে পিঠে আঘাত করেন। এক পর্যায়ে হৃদয়ের মাথা বেঞ্চের সাথে উপর্যপুরি আঘাত করলে সে মারাত্মকভাবে আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনার পর হৃদয়ের পিতা হায়দার আলী সরদার ও মাতা নাদীরা হায়দার বিদ্যালয়ে গিয়ে তাদের পুত্রকে এভাবে পেটানোর কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট শিক্ষক তাদের উপর চড়াও হন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এম.পি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয় ও উপজেলা নির্বাহী অফিসার।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) অপু মন্ডল বলেন, অবিভাবকরা বিদ্যালয়ে আসলে শিক্ষক তাদের উপর চড়াও হওয়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়।

এ ব্যাপারে সরেজমিনে তদন্ত করার সময় কেঁচো খুড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে। অভিযুক্ত শিক্ষক মোঃ আসলামুজ্জামান’এর বিরুদ্ধে যেন বিভিন্ন রকমের অভিযোগের ঝুলি নিয়ে দাড়িয়ে আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সকলেই ! এ সম্পর্কিত পরবর্তী প্রতিবেদনের জন্য
Voice of Paikgacha'র সাথেই থাকুন।

পাইকগাছায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

পাইকগাছায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্ভোধন ও প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৬ (পাইকগাছা-কয়রার) সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। বিশেষ অতিথির বক্তৃতা করেন এ্যাডঃ স.ম বাবর আলী, ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, পাইকগাছার দুর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, আইনজীবি সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুস সাত্তার, প্রধান শিক্ষিকা সুরাইয়া বানু ডলি, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ১৬টি তথ্য প্রযুক্তি বিষয়ক স্টল বসেছে।

কপিলমুনিতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা

কপিলমুনিতে এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন তার অসহায় পিতা। সে তার পিতা-মাতা ও স্ত্রী-কন্যাকে খুন করার উদ্দেশ্যে ধারালো দা নিয়ে তাড়িয়ে বেড়াচ্ছিল। প্রাণ ভয়ে তারা তাৎক্ষণিক পাশের বাগানে আশ্রয় নেয়।

পরে এলাকাবাসীর সহায়তায় তারা তাকে ধরে বাড়িতে লোহার শিকল দিয়ে বেঁধে রেখে সোমবার সকালে কপিলমুনি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ এসময় তার দেহ তল্লাশী করে প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাকে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কপিলমুনির কাশিমনগর গ্রামের জয়নাল গাজীর পুত্র হারুন গাজী (৩২) বেশ কিছুদিন যাবৎ গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক সেবন করছিল। সম্প্রতি সে পরকীয়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সকলের অমতে তাকে বিয়েও করে। এরপর থেকে দ্বিতীয় স্ত্রীকে ঘরে তুলতে সে আরো বেশী বেপরোয়া হয়ে ওঠে।

কয়েকদিন যাবৎ পিতা-মাতা, স্ত্রী কন্যাদের হত্যা করতে তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছিল। ভয়ে তারা বাড়িছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল। এরপর হারুন কিছুটা শান্ত হলে শনিবার বাড়ি ফেরে সকলেই। কিন্তু গভীর রাতে আকস্মিক হারুন ধারালো দা নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়লে কোন রকমে পাশের বাগানে পালিয়ে প্রাণ বাঁচায় তারা।

পাইকগাছায় ডাকাতদের গুলিতে পুকুর পাহারাদার গুলিবিদ্ধ

পাইকগাছায় ডাকাতদের গুলিতে মৎস্য পুকুর পাহারাদার অর্জুন ঋষি গুলিবিদ্ধ হয়ে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত রোববার গভীর রাতে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা দাশ পাড়া পদ্ম পুকুরের লীজ মালিক দীনেশ দাশের পুকুর পাহারাদার অর্জুন ঋষি পুকুর পাহারারত ছিলেন। পুকুর পাহারা দেওয়ার সময় অর্জুনের টর্চলাইটের আলো ডাকাত দলের উপর পড়লে ডাকাতরা অর্জুনকে তাক করে গুলি করে। গুলি তার উরুতে লেগে তিনি মারাত্মক জখম হন।

পরে তাকে পাইকগাছা হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বাঁকা গ্রামের ঠাকুর ঋষির পুত্র। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে।

পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তৃতা করেন সভার প্রধান অতিথি, আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য এ্যাড. শেখ নূরুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম, পাইকগাছা থানার ওসি সিকদার আক্কাস আলী ও শেখ মোহাম্মদ আলী,।