Friday, November 3, 2017

পৌর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন; শত বছরের গ্যারান্টি মেয়রের

পাইকগাছায় ১০০ বছরের গ্যারান্টি দিয়ে নির্মাণাধীন আরসিসি সড়কের উদ্বোধন করেছেন মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর। তিনি শুক্রবার সকালে পৌরসভার জনগুরুত্বপূর্ণ পৌর বাজার থেকে মৎস্য আড়ৎদারী মার্কেট সড়কের মধ্যবর্তী স্থানে নির্মাণাধীন আরসিসি স্টোন চিপস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৬ ইঞ্চি উচ্চতা ১৬ ফুট প্রস্থ ও সাড়ে ৪শ ফুট দৈর্ঘের সড়ক নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ১২ হাজার টাকা।
উদ্বোধন শেষে মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, সড়কটি পৌর এলাকার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ, এ জন্য ১০০ বছরের গ্যারান্টি সহকারে সর্বোচ্চ মান বজায় রেখে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

পাইকগাছায় ছিনতাইকারীর হামলায় আহত ২

পাইকগাছায় ছিনতাই চেষ্টা কালে ছিনতাইকারীদের হামলায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নাকশা স্কুলের সামনে হামলা ও ছিনতাই চেষ্টার এ ঘটনা ঘটে।
বাসমালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম জানান, আমাদের বাস মালিক সমিতির একটি বাস কয়রায় নষ্ট হয়ে পড়ে, পরে বারইডাঙ্গা গ্রামের মুলতান গাজীর ছেলে মোটরসাইকেল চালক সামিরুল গাজী (২৮) ও সিলেমানপুর গ্রামের মৃত সায়েদ মোড়লের ছেলে ম্যাকানিক শফিকুল ইসলাম (২৬) বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়রা যায়। গাড়ি মেরামত শেষে রাত ১টার দিকে বাড়ী ফিরে আসার সময় চাঁদখালী ইউনিয়নের ধামরাইল স্কুলের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তাদেরকে আটকায়।
পরে তারা ঘুরে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদেরকে ধাওয়া করে নাকশা স্কুলের সামনে পৌছালে সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে মোটরসাইকেল চালক সামিরুল ও আরোহী শফিকুল কে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।