Sunday, September 14, 2014

পাইকগাছায় দরিদ্র বিশ্লেষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক ও সম্পদের মানচিত্র তৈরীর মাধ্যমে দরিদ্র বিশ্লেষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

সুশীলন শরিক প্রকল্পের উদ্যোগে রোববার সকালে লস্কর ইউনিয়ন পরিষদ ভবনে ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আফজাল হোসেন, মোফাজ্জেল হোসেন, মনিরুল ইসলাম, শাহজাহান আলী, গাউসুল, শামীম আহমেদ, পরমানন্দ মন্ডল, প্রণব কুমার হালদার, দিলিপ কুমার, শরিক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর আজমীরা পারভীন, ইউপি সচিব ফারুক হোসেন, স্থায়ী কমিটির সদস্য পরিমল, আফছার, মুরারী, শাহিনুর, জেলেখা বেগম, রুপালী খাতুন, কিশোর কুমার, সবুজ সানা, আফজাল হোসেন ও মিনতি রাণী।

পাইকগাছায় পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান এস.এম. এনামুল হক ও গোলক চন্দ্র মন্ডলের সমর্থকদের উদ্যোগে পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সোলাদানা বাজার চত্ত্বরে চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবীতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কিশোর কুমার মন্ডল।
 
বক্তব্য রাখেন, ইউপি সদস্য তৌহিদ বিশ্বাস ও কল্যাণী মন্ডল, ফনিন্দ্রনাথ মন্ডল, উদয় মন্ডল, খগেন্দ্রনাথ মন্ডল, দেবী সরকার, যুগল সানা, প্রশান্ত রায়, কৃষ্ণপদ সরদার, ডাঃ নিতাই চন্দ্র মন্ডল, আব্দুল আলিম বিশ্বাস, শিবপদ মন্ডল।

এর আগে সকালে আদালত চত্ত্বরের সামনে গোলক মন্ডলের উপর হামলা ও মারপিটের প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সভাপতিত্ব করেন সুধীর চন্দ্র মন্ডল। কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, শিক্ষক কুমুদ রঞ্জন ঢালী, আঃ মান্নান গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এ মাজেদ, এড. শিবু প্রসাদ, আবু সাঈদ কালায়, শাহিন সানা, পঞ্চানন মন্ডল, যুগোল মন্ডল ও বিশ্বজিৎ মন্ডল।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক’সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।

পাইকগাছায় সফল প্রকল্পের প্রশিক্ষণ ও টেস্ট কিট বক্স বিবতরণ

পাইকগাছায় সানটেইনেবল এগ্রিকালচার ফুড সিকিউরিটি এণ্ড লিংকেজেস (সফল) প্রোগ্রামের টেস্ট কিট বক্স ব্যবহার প্রশিক্ষণ এবং বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ৫০ জন কৃষক প্রতিনিধিকে ২২ প্রকার মাটি, পানি’সহ অন্যান্য পরীক্ষার যন্ত্র প্রদান করা হয়।
 

সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার সহায়তায় ও উত্তরণের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সফল প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেল, একোয়া কালচার সেক্টর স্পেশালিস্ট মঈনউদ্দীন আহমেদ, হর্টি কালচার স্পেশালিস্ট ড. নাজমুন নাহার, প্রোগ্রাম অফিসার মানজুরা খান। ফিল্ড অফিসার মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, কৃষক প্রতিনিধি এসোসিয়েশনের সভাপতি আজবাহার আলী গাজী, সম্পাদক এম,এম, আজিজুল হাকীম ও তপতী মন্ডল।

পাইকগাছায় দুই চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় অপদ্রব্য পুশ করার অভিযোগে দুই চিংড়ি ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা ও পুশকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত রোববার সকালে উপজেলার আমুরকাটা বাজারে অভিযান চালিয়ে অপদ্রব্য পুশ করার অভিযোগে আমুরকাটা গ্রামের খোকন মন্ডলের পুত্র চিংড়ি ব্যবসায়ী দিলিপ কুমার মন্ডল (২৭) কে ২০০০ টাকা, একই এলাকার অঘর মন্ডলের পুত্র কার্তিক মন্ডল (৪২) কে ৫০০০ টাকা জরিমানা করেন।

এ সময় পুশকৃত ৪০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেল।

পাইকগাছা-আঠারমাইল সড়কে আবারো যান চলাচল বন্ধ; জনদূর্ভোগ চরমে

পাইকগাছা-আঠারমাইল সড়কের ৩৩ কিলোমিটার সড়ক সংস্কার কাজ দীর্ঘদিনেও বাস্তবায়ন না হওয়ায় দক্ষিণ এ জনপদের মানুষের যেন দূর্দশার সীমা নেই। সুত্র মতে, অতি সম্প্রতি সড়কটির গোলাবাটি থেকে তালা ব্রিজ পর্যন্ত সবচেয়ে নীচু অংশ ৬ কিলোমিটার সংস্কার কাজ শুরু হলেও মানুষের মনে স্বস্তি ফিরে আসেনি। ৬ কিলোমিটার সংস্কার কাজ শেষ হতে না হতেই বাকি ২৭ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগি হয়ে পড়বে। 

তাছাড়া চলমান সংস্কার কার্যক্রম চলছে নানা অনিয়ম, খামখেয়ালীপনা ও একেবারেই ধীর গতিতে। সংস্কার কাজ করতে গিয়ে প্রধান সড়ক বন্ধ করে জন দূর্ভোগ আরো বাড়িয়ে দিয়েছে। বর্তমানে ২ ঘন্টার পথ পাড়ি দিতে হচ্ছে ৫ ঘন্টায়। তাছাড়া খরচও বেড়েছে বহুগুন, কিন্তু দেখার যেন কেউ নেই। চলমান এ সংস্কার কাজ শেষ হতে হতে তালা-আঠারমাইল ও কপিলমুনি-পাইকগাছা অংশের প্রধান সড়ক চলাচল অনুপযোগি হয়ে পড়বে তাতে কোন সন্দেহ নেই।

সরেজমিনে সংস্কার কাজ পরিদর্শনে গেলে দেখা যায়, বর্তমানে চলাচল করা একেবারে কষ্টকর হয়ে পড়ছে। ফলে এ জনপদের মানুষের দূদর্শার শেষ নেই। কাশিমনগর থেকে বিকল্প সড়ক হিসেবে খলিননগর হয়ে তালা পর্যন্ত জেলা বোর্ডের সড়ক দিয়ে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছিল যানবাহন।

সম্প্রতি সময়ে উক্ত সড়কটিও এতটাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে যে, প্রতিদিন মালবাহী ট্রাক যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে যেখানে সেখানে পড়ে থাকছে। পরিবহন সমস্যার কারণে মালামাল ঠিকমত আমদানী রপ্তানী না হতে পেরে দ্রব্য মূল্য লাগামহীন ঘোড়ার মত ছুটে চলেছে।

একাধিক ব্যবসায়ী জানান, ট্রলি-নছিমন ইত্যাদি বিকল্প ব্যবস্থায় মালামাল আমদানি অব্যাহত রাখলেও খরচ হচ্ছে দ্বিগুন। বড় বড় গর্ত গুলোতে ইট ফেলে কোন রকমে চলাচল করার ব্যবস্থা করলেও এক শ্রেণির সুবিধাবাদী মানুষ রাতের আধারে গর্তে ফেলা ঐ ইট তুলে ফেলে দিচ্ছে, কেউ কেউ আবার বাড়ি নিয়ে যাচ্ছে। ঐ চক্রটি বাড়তি রোজগারের আশায় কৃত্রিম এ সংকট তৈরী করছে। ওরা চায় না সুষ্ঠভাবে যানবাহন চলাচল করুক। ওরা চায় যানবাহন যেখানে সেখানে আটকা পড়ুক, তাহলে বাড়তি রোজগারের একটা সুযোগ হবে।

একদিকে সংস্কার কাজ চলছে অন্য দিকে কপিলমুনি বাজার, সলুয়া-গোলাবাটি, আগড়ঘাটা বাজার, লোনা পানি কেন্দ্র, টাউন স্কুলের সামনে এবং তালা-আঠারমাইল পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় বর্তমানে জন গুরুত্বপূর্ণ সড়কটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। পায়ে হেঁটেও চলার উপায় নেই। বেশ কয়েক মাস যাবৎ দুর-পাল্লার পরিবহন গুলো পাইকগাছায় প্রবেশ করছে না। সরাসরি যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার কারণে পাইকগাছা-কয়রার মানুষ তাদের আসা যাওয়া নিয়ে বেশ সংকটে পড়েছে।

আর মাত্র কয়েক দিন পর মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ-উল-আজহা ও সনাতন ধর্মীয়দের বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। একমাত্র যোগাযোগ ব্যবস্থা নেই, কবে কোন নাগাদ ঠিক হবে তার কোন নিশ্চয়তা নেই। সবমিলিয়ে ব্যবসায়ী, চাকরীজীবি, কৃষক, শ্রমিক, সর্বোপরি এ জনপদের মানুষ পড়েছে চরম বিপাকে। এ সড়কটির দৈন্যদশা দেখে মানুষের মনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

কপিলমুনিতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানী

খবর প্রকাশ না করার শর্তে অর্থ বাণিজ্য, বিয়ে দিয়ে দেবার শর্তে রফা


কপিলমুনিতে ৫ম শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্লীলতাহানী ঘটাবার অপরাধ ধামাচাপা দিতে ও কোন খবর প্রকাশ না শর্তে অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। অন্যদিকে আতিয়ার ঐ মেয়েটিকে বিয়ে করতে অস্বীকার করেছে। তবে অন্যত্র বিয়ে দিতে যাবতীয় খরচ সে বহন করবে মর্মে একটি রফা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট ইউপি মেম্বর।

সূত্রে প্রকাশ, গত ৮ সেপ্টেম্বর ২০১৪ রাত সাড়ে ৮টায় কাশিমনগর গ্রামের আব্বাস আলী মোড়লের পুত্র আতিয়ার রহমান (২১) তারই প্রতিবেশী স্থানীয় পূর্ব কাশিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে কৌশলে তার ঘরে ডেকে পাঠায়। সেখানে ঐ মেয়েটি পৌছানো মাত্রই আতিয়ার ঘরের দরজা বন্ধ করে শ্লীলতাহানী ঘটায়। পর মূহুর্তে মেয়েটি বাড়ি ফিরে তার মা ও অন্যান্যদের ঘটনার বিষয়টি জানালে ঐ পরিবারে তাৎক্ষনিক উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই হাসমত আলী ঘটনা স্থলে গেলে উভয় পরিবার তাদের বিয়ের ব্যবস্থা করবে এমন আশ্বাস পেয়ে তিনি ফিরে আসেন। তবে এর কোন অন্যথা হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান দেন। পরবর্তীতে রাত পোহালে শুরু হয় দেন দরবার, শালিশ বৈঠক, দর কষাকষি। কয়েক দফা বৈঠক হলেও তাদের বিয়ে তো দুরের কথা কোন রকম সমঝোতায় পৌছাতে পারেনি। ঘটনাটি ১২ সেপ্টেম্বর বিভিন্ন আঞ্চলিক দৈনিকে শিরোনাম হলে সর্বস্তরে হৈ চৈ পড়ে যায়। নিন্দা, ঘৃণা ও ক্ষোভ দ্রুত এলাকায় ছড়াতে থাকে।

আর এ সুযোগ কাজে লাগায় ঐ চক্রটি। চক্রটি মেয়ে পক্ষকে ভয় ভিতি দেখিয়ে বেশী বাড়া বাড়ি না করার কথা বলে শাসায়। অন্যদিকে আতিয়ারকে বলে তোর বিপদ আসন্ন, বাঁচার কোন উপায় নেই। তোর কোন ঝামেলা হবে না, কোন কাগজে লেখালেখি হবে না, পুলিশ কোন মামলা করবে না বলে আশ্বস্ত করে অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে।

তবে মেয়েটির পরিবার আতিয়ারের নিকট থেকে ভবিষতে সহযোগিতা পাবে, কি আদৌ পাবে না এ নিশ্চয়তা কোথায়? কপিলমুনি পুলিশ ফাঁড়ি এস.আই হাসমত আলী এখন কি বলবেন। এ প্রশ্ন এখন সকলের মুখে।

কপিলমুনিতে দারিদ্রতা বিশ্লেষন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

গত ১১ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১টায় ইউনিয়ন পর্যায়ে সামাজিক সম্পদের মানচিত্র তৈরীর মাধ্যমে দারিদ্রতা বিশ্লেষন বিষয়ক এক কর্মশালা কপিলমুনি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সুশীলন শরিক প্রকল্পের সহযোগিতায় এবং হেলভেটাস-এর আর্থিক সহায়তায় এ কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন ডাবলু। এ সময় পরিষদের সকল সদস্য-সদস্যা’সহ ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সকল সদস্য বৃন্দ, সুধী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।