Thursday, November 30, 2017

পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার বিকালে উপজেলা চেয়ারম্যানের বাসভবনে সংগঠণের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপকূল সাহিত্য পরিষদের পক্ষ থেকে বিশেষ স্মরণিকা প্রকাশ এবং ৩০ ডিসেম্বর মাইকেল মধুসুধন দত্তের কেশবপুরের সাগরদাঁড়িতে সাহিত্য সফরের সিদ্ধান্ত গৃহীত হয়।


অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপকূল সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. স. ম. বাবর আলী। উপস্থিত ছিলেন, শাহিনা বাবর, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক অপু মন্ডল, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, মোজাফফার হাসান, সাংবাদিক আব্দুল আজিজ, হিরন্ময় রায়, প্রাণকৃষ্ণ দাশ, পঞ্চানন সরকার, কবি মুনছুর হাসান, প্রভা রঞ্জন বিশ্বাস ধীরাজ ও শংকর মন্ডল।

পাইকগাছা উপজেলা প্রশাসনের বিজয় দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসের এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।


উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স. ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল আউয়াল, ওসি (তদন্ত) এস,এম, শাহাদাৎ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু।


উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, প্রকৌশলী আবু সাঈদ, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সেটেলমেন্ট কর্মকর্তা আসাদুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, একটি বাড়ী একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জয়া রাণী রায়, আনসার ও ভিডিপি কর্মকর্তা মারুফ হোসেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, অধ্যাপক জি,এম,এম, আজহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, বজলুর রহমান, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, এন. ইসলাম সাগর, পৌর ইমাম পরিষদের সহ-সভাপতি মাওঃ সামছুদ্দীন, আজহারুল ইসলাম লাভলু'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পাইকগাছায় ঢিলেঢালা হরতাল পালিত

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন বাম দলের ডাকা অর্ধদিবস হরতালে পাইকগাছায় উল্লেখযোগ্য সাড়া মেলেনি। সকাল থেকে অধিকাংশ দোকান-পাট খোলা ছিল। অফিস আদালতে চলেছে স্বাভাবিক কার্যক্রম। যানবাহন চলাচলও ছিল স্বাভাবিক।


এর আগে বুধবার সন্ধ্যায় সিপিবি মিছিল সহকারে পাইকগাছা পৌর সদরে পথসভা করে ব্যবসায়ীদের হরতাল পালনের আহবান জানায়।

এদিকে সকাল থেকে হরতালের সমর্থনে কোন পিকেটিং বা মিছিল লক্ষ্য করা যায়নি তবে থানা পুলিশের বড় একটি অংশ পৌর সদরের গুরুত্বপুর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছিল।