Wednesday, May 7, 2014

চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়

চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টি সর্ব প্রথম ১৯২৭ সালে এম ই বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৫৮ সালে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং ১৯৬৫ সালে উচ্চ বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। 

বিদ্যালয়টি পাইকগাছা উপজেলার অন্তর্গত চাঁদখালী ইউনিয়ানে অবস্থিত। বহু গুনিজনদের আগমনে ধন্য হয়েছে প্রকৃতির রুপসী কণ্যা সুন্দরবনের নাভি পদ্মে অবস্থিত এই বিদ্যালয়টির আঙ্গিনা।

বিদ্যালয়টিতে তিন কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন (১ টি) এবং তের কক্ষ বিশিষ্ট একটি দোতলা পাকা ভবন রয়েছে। এছাড়া বিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে রয়েছে শহীদ মিনার। বিদ্যালয়ের সম্মুখ দিয়ে পাইকগাছা-কয়রা সড়ক তাছাড়া কপোতাক্ষ নদ প্রবাহিত হচ্ছে।

পাইকগাছায় বিটিসিএলের গ্রাহক ভোগান্তি চরমে

পাইকগাছার ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটির জনবল সংকট ও যান্ত্রিক ক্রুটির কারণে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাইকগাছা টেলিফোন এক্সচেঞ্জটি (বিটিসিএল) অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তরিত করার সাথে সাথে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায় এবং পাইকগাছা পৌরসভাসহ পার্শ্ববর্তী এলাকায় সংযোগ সম্প্রসারিত হয়। 

কিছুদিন সেবার মান যথেষ্ট ভাল থাকলেও জনবল সংকট ও যান্ত্রিক ক্রুটি দেখা দিলে ভোগান্তির শিকার হন গ্রাহকরা। সমস্যা সমাধানে যথেষ্ট পরিমাণ জনবল বা অভিযোগ কেন্দ্র না থাকায় গ্রাহকরা সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হন।

জানা গেছে, ডিজিটালে রূপান্তরিত হওয়ার পর গ্রাহক সংখ্যা ২৬০ থেকে ৭ শতাধিক হয়। বর্তমান বেহাল অবস্থার কারণে গ্রাহক সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ শতাধিকে।

দেখা গেছে অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সাধারণ মহলে গ্রাহক নেই বললেই চলে। একজন টেলিকম ম্যাকানিক একজন লাইনম্যান ও একজন ব্যাটারীম্যান দিয়ে চলছে অফিসটির কার্যক্রম।

এমতাবস্থায় বিটিসিএলের স্লোগানের ("দেশ ও মানুষের সেবায়") সাথে তাদের সেবার মান কতখানি সঙ্গতিপূর্ণ সে প্রশ্ন থেকেই যায়। এ বিষয়ে অভিজ্ঞ টেকনিশিয়ান নিয়োগের পাশাপাশি সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।

খুলনা বিভাগে ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

প্রথম পর্বে ফুলতলার পরিবর্তে পাইকগাছার নাম অন্তর্ভুক্তির দাবি


নির্বাচন কমিশন সচিবালয়ে তিনটি যুক্তি দেখিয়ে জেলা নির্বাচন অফিস ভোটার তালিকা হালনাগাদের প্রথম পর্বে খুলনা জেলার ফুলতলার পরিবর্তে পাইকগাছা উপজেলার নাম অন্তর্ভুক্তির দাবি করেছে। প্রাথমিক পর্যায়ে জেলার কয়রা, রূপসা ও তেরখাদা উপজেলায় হালনাগাদকরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ১৫ থেকে ২৪ মে পর্যন্ত প্রথম ধাপে হালনাগাদকরণ কার্যক্রম চলবে।

জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয় ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য খুলনার কয়রা, তেরখাদা, রূপসা ও ফুলতলা উপজেলার নাম অন্তর্ভুক্ত করে। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান গত রবিবার জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনু বিভাগের মহাপরিচালক বরাবর এক পত্রে হালনাগাদকরণের প্রথম পর্বে ফুলতলার পরিবর্তে পাইকগাছার নাম অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন।

তিনি তার যুক্তিতে উল্লেখ করেন, বর্ষায় বাড়ি বাড়ি ঘোরা দুরূহ, ভৌগলিক অবস্থান এবং দুর্গম এলাকায় যাতায়াত কষ্টসাধ্য হয়ে পড়বে। ফলে হালনাগাদকরণের প্রথম পর্বে পাইকগাছাকে অগ্রাধিকার দেয়ার অনুরোধ জানান তিনি।

জেলা নির্বাচন অফিসের সূত্রমতে, ২০১৫ সালের জানুয়ারিতে যাদের বয়স ১৮ বছর হবে, তারাই হালনাগাদকরণে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাদ যাবে। নিবন্ধন ও ছবি তোলার জন্য ভোটারদের তথ্য কেন্দ্রে যেতে হবে।

উল্লেখ্য, সর্বশেষ তালিকা অনুয়ায়ী ভোটার সংখ্যা হচ্ছে রূপসা উপজেলায় ১ লাখ ২১ হাজার ৮৪৯ জন, তেরখাদা উপজেলায় ৭৬ হাজার ১৬২ জন, কয়রা উপজেলায় ১ লাখ ৩৭ হাজার ৫২৮ জন এবং পাইকগাছা উপজেলায় ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন।

২৬ ঘণ্টা বিদ্যুৎবিহীন পাইকগাছা

সোমবার বিকাল ৪টার দিকে বিদ্যুৎ চলে যায়, মঙ্গলবার বিকাল ৬ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি ! টানা ২৬ ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে পৌর বাজারের প্রায় ৩০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে সার্বিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কারন জানতে চাইলে পল্লী বিদ্যুৎ পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম মোঃ বদরুল আনাম
Voice of Paikgacha'কে বলেন, বাজারের একটি ২৫ কেভি ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছে। প্রায় দু’লাখ টাকা মূল্যের ট্রান্সফরমারটি খুলনা থেকে এনে প্রতিস্থাপন না করা পর্যন্ত সংশ্লিষ্টদের বিদ্যুৎ সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।

কবে-কখন ভুক্তভোগি ব্যবসায়ীরা বিদ্যুৎ পাবে জানতে চাইলে ডিজিএম নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

নয়নাভিরাম পাইকগাছা !

ছবিটি পাইকগাছা উপজেলার আগরঘাটা থেকে তোলা।

পাইকগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাইকগাছায় এক সহকারী ভূমি কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও উচ্চ আদলতের আদেশ সম্পর্কে কটূক্তি করার অভিযোগ এনে বিভাগীয় কমিশনার বরাবর অভিযোগ হলেও গত এক বছরে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সোলদানা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা লতিফা খানমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও উচ্চ আদালতের আদেশ সম্পর্কে কটূক্তি করাসহ উপজেলা নির্বাহী অফিসারের দফতরের ১২০/১২ নং মিস কেস ও ১০৬/১২ নং মিস কেসের প্রতিবেদনে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে মনগড়া তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন বলে জানা গেছে।

এছাড়া তিনি সরকারি খাস জমি বেহাত, বাড়ির শ্রেণীর জমি বিলান দেখিয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ের খাজনা গ্রহণ করে নিজে সুবিধা ভোগ করছেন এমন অভিযোগ এনে আমুরকাটা গ্রামের ভুবনেশ্বর সরকার বাদী হয়ে গত ১৭/০৭/১৩ তারিখে খুলনা বিভাগীয় কমিশনারের দপ্তরে অভিযোগ করেন।

অভিযোগের প্রেক্ষিতে কমিশনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারকে তদন্ত প্রতিবেদন প্রদানের নির্দেশ প্রদান করেন। ইতোমধ্যে নির্বাহী অফিসার সাক্ষী গ্রহণ করলেও অদ্যবধি তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা হয়নি বলে বাদী অভিযোগ করেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের জানান খুব শীঘ্র তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দফতরে জমা দেয়া হবে।

আজ কপিলমুনির রূপকার রায় সাহেবের ১২৬তম জন্মজয়ন্তী

কর্মগুনে যিনি হয়েছেন মহাপুরুষ। তিনি আর কেউ নন, বানিজ্যিক শহর কপিলমুনির প্রাণ পুরুষ ও আধুনিক কপিলমুনির রূপকার ক্ষনজন্মা মহাপুরুষ দানবীর স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু। 

শুধু কপিলমুনি বা খুলনার নয়, তৎকালীন পূর্ববঙ্গের একজন স্বনামধন্য, নিজস্ব কৃতিত্বে ও কীর্তিতে ভাস্কর একটি নাম, একটি প্রতিষ্ঠান এক অবিস্মরনীয় ব্যক্তিত্ব। আজ তার ১২৬তম শুভ জন্মজয়ন্তী। রায় সাহেব কপিলমুনিতে অনেক জনহীতকর কাজ করেছেন।

কপিলমুনি বেদ মন্দির পরিচালনা কমিটির সভাপতি চম্পক কুমার পাল ও সাধারন সম্পাদক সাধন কুমার ভদ্র জানান, রায় সাহেবের জন্ম দিন উপলক্ষে বেদ মন্দির ও রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গনে ৭ মে থেকে ৯ মে পর্যন্ত তিন দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাইকগাছায় দুই মাদক সেবিকে জেল জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমান আদালত গত দু’দিনে এক মাদক সেবিকে ৬ মাসের জেল ও অপর একজনের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে থানার এস আই বিশ্বজিৎ অধিকারী উপজেলার রাড়ুলী ইউপির ভাটপাড়া গ্রাম থেকে আনছার গাজীর ছেলে রহমত গাজী (২৫) কে এক পুরিয়া গাজাসহ আটক করেন।

এর আগে সোমবার দুপুরে এস আই হারুণ-অর রশিদ উপজেলার গোপালপুর গ্রামের মোঃ শামছুল সানার ছেলে অহেদুর রহমান (৩৫) কে পৌর বাজার থেকে আটক করে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের মধ্যে অহেদুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও রহমতের নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

পাইকগাছায় চাকুসহ আটক ১

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক অপরাধমুলক কর্মন্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আজগার ওরফে রাজু নামের এক ব্যক্তিকে চাকুসহ আটক করেছে।

জানা গেছে, থানার এসআই বিশ্বজিৎ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার রাড়ুলী ইউপির ভাটপাড়া গ্রামের দবির উদ্দীনের ছেলে আলী আজগর ওরফে রাজু (৪২) কে বসত বাড়ী সংলগ্ন একটি বাগান থেকে চাকুসহ আটক করে।

ওসি শিকদার আককাছ আলী জানিয়েছেন, সাতক্ষীরার একটি হত্যা মামলাসহ এলাকার বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ডের সাথে রাজুর সস্পৃক্ততা রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও রয়েছে।

Voice of Paikgacha মেকস ইউ নস্টালজিক !

পাইকগাছার বাইরে যেকোন কোথাও "পাইকগাছা" নামটি লেখা দেখলে অন্য রকম একটি অনুভূতি হয়। সেই অনুভূতিটি হল নস্টালজিয়া ! এবং অবশ্যই Voice of Paikgacha মেকস ইউ নস্টালজিক !


ছবিটি ঢাকার কারওয়ানবাজার মৎস্য মার্কেটের পাশের সড়ক থেকে তোলা। ছবিতে দেখা যাচ্ছে রাস্তার পাশে প্রচুর (পাইকগাছার মৎস্য ব্যবসায়ীদের) মাছের কন্টেইনার রাখা এবং সেগুলিতে লেখা "আজগার পাইকগাছা" ও "যুবায়ের পাইকগাছা"।

সুন্দরবনের কাটকাটা এলাকা থেকে বনদস্যু আটক

সুন্দরবনের কাটকাটা এলাকা থেকে এক বনদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মংলা) কর্মকর্তা লে. মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের কয়রা কন্টিনজেন্ট সদস্যরা মঙ্গলবার সকালে কয়রার কাটকাটা এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু রাজু বাহিনীর সদস্য ও ক্যাশিয়ার নজরুল ইসলামকে আটক করে। 

এ সময় দস্যু বাহিনীর দুটি ইঞ্জিনচালিত বোট ও আদায়কৃত চাঁদার ৬ লাখ টাকা মূল্যের বাগদার পোনা জব্দ করা হয়। আটক নজরুল দীর্ঘদিন ধরে সাধারণ জেলে-মাঝিদের অত্যাচার ও চাঁদা আদায় করে আসছিল। জব্দকৃত মাছের পোনা নদীতে ছেড়ে দেয়া হয় এবং আটক দস্যুকে কয়রা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কয়রায় ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গিলাবাড়ী লঞ্চ পল্টন থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ ইফতেখার উদ্দীন (৪০) নামের এক ফেন্সিডিল ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার ওসি সুবির দত্ত, এস.আই নাজমুল হুদা ও এস.আই হাফিজুর রহমান এর নেতৃত্বে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত ইফতেখার খুলনার হাজী মোহসিন রোডের নিহারিকা ভবনের নীচ তলার বাসিন্দা বলে জানা গেছে।

তার পিতার নাম মৃত এহসান উদ্দীন। পেশাদার এ মাদক ব্যবসায়ী সাতক্ষীরা থেকে ফেন্সিডিল এনে খুলনাসহ বিভিন্ন শহরে ফেন্সিডিল কেনাবেচা করে। এ ব্যবসায়ী গত কয়েক মাস আগে ফেন্সিডিল সহ কয়রা থানা পুলিশের কাছে আটক হয়ে জেল হাজতে গেলে জামিনে মুক্তি পেয়ে আবারও ব্যবসা করা কালে ধরা পড়লো।

খুলনা বিভাগের ১০ জেলায় ১৫ মে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অতি সম্প্রতি নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ মে থেকে ২৪ মে পর্যন্ত সপ্তাহব্যাপী প্রথম পর্যায় খুলনা বিভাগের দশ জেলার ২৩টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে।

নির্বাচন কমিশনের দায়িত্বশীল সূত্র বলছে, এবারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার বাড়ার সম্ভাব্য হার ৫ শতাংশ।

২০১৫ সালের ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ বছর হবে, তাঁদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। প্রতিবারের মতো এবারও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন। তবে নিবন্ধন ও ছবি তোলার জন্য ভোটারদের তথ্যকেন্দ্রে যেতে হবে।

খুলনা বিভাগের দশ জেলার যে ২৩টি উপজেলায় ১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদ করার কার্যক্রম শুরু হবে সেগুলো হচ্ছে মেহেরপুরের গাংনী, কুষ্টিয়ার কুমারখালী ও খোকশা, চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা, ঝিনাইদহের সদর, হরিণাকুন্ডু ও কালীগঞ্জ, যশোরের অভয়নগর, শার্শা ও বাঘারপাড়া, মাগুরার সদর ও মোহাম্মদপুর, নড়াইলের কালিয়া, বাগেরহাটের সদর ও কচুয়া, খুলনার কয়রা, তেরখাদা, রূপসা ও ফুলতলা এবং সাতক্ষীরার তালা, কলারোয়া ও দেবহাটা।

লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল

পাইকগাছায় অবস্থিত এই বিদ্যাপীঠটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান শিক্ষক কে, এম, মেছবাহুল ইসলাম। মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৯৮ জন। পাশের হার ৯৮.২১%।


খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সাজানো গোছানো ক্যাম্পাস। লেখাপড়ার মানও নিশ্চয়ই ভালো। আন্তরিক ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, শিক্ষার্থীদের এমন সুন্দর একটি কলেজ ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য !