Friday, November 10, 2017

বাড়িওয়ালাকে অচেতন করে ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা ভাড়াটিয়া

পাইকগাছায় ভাড়াটিয়া সেজে ঘর ভাড়া নিয়ে বাড়িওয়ালা পরিবারকে অচেতন করে নগদ টাকাসহ ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে প্রতারক চক্র। অচেতন একজনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রয়াত এ্যাডঃ বিলাস চন্দ্র রায়ের বাড়ির নিচের তলায় তার স্ত্রী স্কুল শিক্ষিকা সাধনা রায় প্রতিবন্ধী জনৈক কালাম ও তার স্ত্রীকে এক সপ্তাহ পূর্বে ঘর ভাড়া দেন। ভাড়াটিয়া কালাম ও তার স্ত্রী বৃহস্পতিবার রাতে (বাড়ির মালিক সাধনা রায় তখন খাবার তৈরী করছিলেন) তাদেরকে জানায়, তাদের পরিচয়ের সমস্ত কাগজপত্র তারা শুক্রবার প্রদান করবেন। সুকৌশলে ঐ সময় রুটির সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে তারা নিজেদের ঘরে চলে যায়।

বাড়ির মালিক সাধনা রায়, মেয়ে সুস্মিতা রায়, বিশাখা ও শিশু পুত্র অসীম সরকার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে গভীর রাতে ভাড়াটিয়া প্রতারক চক্র দোতলার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আলমারী খুলে নগদ ১৫ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার ভোর বেলায় বাড়ির মালিকদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে অচেতন অবস্থায় সকলকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় বিশাখা (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় থানার ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার জন্য বাড়ির মালিকদের দায়িত্বহীনতাকে দায়ি করেছেন। তিনি জানান, ভাড়াটিয়া সম্পর্কে পৌরসভায় মাইকিং ও সংশ্লিষ্ট কাউন্সিলরদের অবহিত করার পরেও বিনা তথ্যে কিভাবে ভাড়া দিলেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।