Sunday, May 5, 2013

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী পৌরসভার মিষ্টি পুকুর

পাইকগাছায় সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে পৌর সদরের মিষ্টি পুকুর। চলতি শুষ্ক মৌসুমে পুকুরটি শুকিয়ে যাওয়ায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে পৌর এলাকায়। পুকুরটি জেলা পরিষদের অধীনে থাকায় ইচ্ছা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় খননের উদ্যোগ নিতে পারছে না পৌর কর্তৃপক্ষ। পৌর বাজারের শত শত হোটেল রেস্তোরা মালিক ও বসতবাড়ীর লোকদের পানির প্রধান উৎস্য পৌর সদরের এ পুকুরটি।

সুত্রমতে, সদরের পৌর পরিষদের পাশেই (মধুমিতা পার্কে) জেলা পরিষদের ১ একর আয়তনের একটি পুকুর রয়েছে। পৌর বাজারের শত শত হোটেল রেস্তোরার মালিক ও আশপাশের লোকেরা পুকুরটির পানি ব্যবহার করে প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে থাকে। পুকুরটি দীর্ঘদিন সংস্কারের অভাবে হাজা-মজা পুকুরে পরিনত হয়েছে। তারপরও মানুষ প্রয়োজনের তাগিদে পুকরের পানি ব্যবহার করে থাকে। বর্তমানে পুকুরটি শুকিয়ে পানি তলদেশে চলে যাওয়ায় পানি নিয়ে মহাবিপাকে পড়েছেন পৌরবাসী। এলাকাবাসীর অভিযোগ পুকুরটি জেলা পরিষদের জায়গায় হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনও ফিরে দেখে না পুকুরটি’র কি অবস্থা।

অপরদিকে ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করতে পারছে না পৌর কর্তৃপক্ষ। ভারপ্রাপ্ত মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত বলেন স্বেচ্ছাসেবী সংগঠন নবলোক পরিষদ এবং পৌরসভা যৌথভাবে পুকুরটি সংস্কারের উদ্যোগ নেয়। কিন্তু জেলা পরিষদ কর্তৃপক্ষ অনুমোদন না দেয়ায় সংস্কার করা সম্ভব হয়নি।

তিনি বলেন জনস্বার্থে পুকুরটি সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণ জরুরী হয়ে পড়েছে। পৌরসভা ফুড হাইজিন কমিটির সদস্য আবু জাফর জানান-পুকুরটি কার অধীনে এটা বড় বিষয় নয়, হাজারো মানুষের ভোগান্তির কথা চিন্তা করে সংস্কার প্রয়োজন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

▣►আমরাও এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করছি

সুন্দরবনে কয়লাবিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি খালেদার

বাগেরহাটের রামপালে সুন্দরবন এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরোধিতা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার মতিঝিলের শাপলা চত্বরে ১৮ দলের সমাবেশে তিনি এ বিরোধিতা করে প্রকল্প বন্ধের আহ্বান জানান। সুন্দরবন বাঁচানোর স্বার্থে প্রকল্প বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, '‘সুন্দরবনের স্বার্থে এ প্রকল্প বন্ধ করতে হবে। এ প্রকল্পটি বাস্তবায়ন হলে সুন্দরবনে কোনো গাছ থাকবে না। এমনিতেই আমরা পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। বিভিন্ন অঞ্চলে পানি পাওয়া যাচ্ছে না।’'

জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘'প্রতিবাদ করুন, আমরা আপনাদের সহযোগিতা করবো।’'

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার মৌখালী গ্রামের মৃত ভোলা সানার পুত্র আ. রউফ সানা (৪৪) স্থানীয় হালিম মোল্লার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। ঘটনার সময় মিস্ত্রি দোতালার ঘরের সেন্টারিংয়ের তক্তা শাবল দিয়ে ছাড়াতে গিয়ে ঘরের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে শাবল লাগলে তিনি ছিটকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে মারাত্মক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। দুপুরের দিকে খুলনায় যাওয়ায় সময় পতিমধ্যে রাজমিস্ত্রির মৃত্যু হয়।

▣ একমাত্র তুমিই তোমাকে রক্ষা করতে পার !


বন্ধুরাই আনলক করবে ফেইসবুক অ্যাকাউন্ট

পাসওয়ার্ড ভুলে গিয়ে ফেসবুকের অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাওয়ার বিড়ম্বনায় পড়েন অনেকেই। এক্ষেত্রে ফেসবুক বিভিন্ন ইঙ্গিত দিয়ে পাসওয়ার্ড খুঁজতে সাহায্য করলেও অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যাওয়া পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করা সম্ভব হয় না। বিভিন্ন জরুরি তথ্য অ্যাকাউন্টটিতে থাকলে, তা চিরতরে হারিয়ে যায়। এ সমস্যা সমাধানে ফেসবুক কর্তৃপক্ষ ব্যবহারকারীকে লক হয়ে যাওয়া অ্যাকাউন্টটি আনলক করতে বন্ধুদের সাহায্য নেয়ার সুযোগ করে দিয়েছে। 

বিশ্বস্ত বন্ধুর তালিকা করা থাকলে কোনো কারণে অ্যাকাউন্ট লক হয়ে গেলেও কোনো ধরনের নিরাপত্তা প্রশ্নের উত্তর দেয়া ছাড়াই অ্যাকাউন্টটি আনলক করা সম্ভব হবে বলে জানায় ফেসবুক। এ সুবিধাটি গ্রহণের জন্য ব্যবহারকারীকে তার তিনজন বিশ্বস্ত বন্ধুর একটি তালিকা তৈরি করতে হবে। কোনো কারণে ফেসবুক অ্যাকাউন্টটি লক হয়ে গেলে তালিকায় থাকা বন্ধুদের অ্যাকাউন্টে লক খোলার কোড পাঠানো হবে। বন্ধুদের একটি ফোনকল করেই এখন লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট আনলক করা সম্ভব বলে জানায় ফেসবুক কর্তৃপক্ষ।

পাইকগাছায় সুশীলনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় সুশীলনের নিরাপদ মাতৃত্ব অনাকাঙ্খিত গর্ভধারন রোধ প্রকল্পের দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকালে সোলাদানা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক ছিলেন প্রকল্প সুপারভাইজার নাদিয়া আফরিন। কর্মশালায় সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ২০ জন প্রশিক্ষনার্থীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।