Thursday, May 2, 2013

কপিলমুনিতে স্কুল ছাত্রী অপহরনের অভিযোগে মামলা

কপিলমুনিতে এক স্কুল ছাত্রী (১৭) অপহরনের ঘটনা ঘটেছে। সে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার দীর্ঘ দু’সপ্তাহ অতিবাহিত হলেও অপহরনের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, তালা থানার কানাইদিয়া গ্রামের শেখ শহিদুল ইসলামের কন্যা ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী (১৭) প্রতিদিনের ন্যায় গত ২১ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফিরছিল। পতিমধ্যে কপিলমুনি-কানাইদিয়া ব্রিজ সংলগ্ন জায়গায় পৌছালে পুর্ব পরিকল্পনানুযায়ী একই এলাকার নজরুল শেখের পুত্র মিরাজুলের নের্তৃত্বে লোকজন তার গতিরোধ করে গায়ের ওড়না দিয়ে মুখ বেঁধে মটর সাইকেল যোগে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর প্রত্যাক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরে প্রথমে খোঁজাখুঁজির এক পর্যায় মিরাজুলকে প্রধান আসামী করে অভিযুক্তদের বিরুদ্ধে ভিকটিম কন্যার পিতা শেখ শহিদুল ইসলাম বাদী হয়ে তালা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং ২২, তাং-২৮/০৩/১৩ ইং।

এদিকে ঘটনার দু’সপ্তাহ অতিবাহিত হলেও কোন আসামী আটক হয়নি।

কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

শ্রমীকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সারা দেশের ন্যায় খুলনার কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় উৎযাপিত হলো মহান মে দিবস। কপিলমুনি হ্যান্ডলিং শ্রমীক ইউনিয়নের উদ্যোগে দিবসটি পালনে গ্রহন করা হয় বিভিন্ন কর্মসুচি। দিনের কর্মসুচি অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কালোব্যাজ ধারণ ও বর্ণাঢ্য র‌্যালী। এরপর বিকেলে স্থানীয় ধান্য চত্ত্বরে আলোচনা সভায় দুলাল পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান।

মৎস্য গবেষনা ইনষ্টিটিউটের প্রকল্প পরিচালকের উন্নয়ন কাজ পরিদর্শন

পাইকগাছাস্থ লোনাপানি কেন্দ্রের চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউটের প্রকল্প পরিচালক ও বাগেরহাট চিংড়ী গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খান কামাল উদ্দিন আহমেদ। তিনি বৃহস্পতিবার সকাল ১০ টায় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কেন্দ্রের অভ্যন্তরীন এক কিলোমিটার হেরিংবোন্ড (ঐই) সড়কের নির্মাণকাজ পরিদর্শন করেন এবং নির্মানকাজ দ্রুত গতিতে চলমান থাকায় সন্তোষ প্রকাশ করেন।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা আজাহার আলী, উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, ব্যবসায়ী নজরুল ইসলাম, মহিদুল ইসলাম, সুব্রত মন্ডল, আব্দুল আজিজ, আলতাপ হোসেন, শ্রীপদ সরদার, ও পঙ্কজ মন্ডল।


পাইকগাছায় দুর্বৃত্তদের হামলায় লোনাপানি কেন্দ্রের কর্মচারী জখম

পাইকগাছায় মহান মে দিবসের শুরুতেই দুর্বৃত্তরা হামলা চালিয়ে বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিউট লোনা পানি কেন্দ্রের ৪র্থ শ্রেণীর এক কর্মচারীকে জখম করেছে। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

জানা যায়, ঘটনার দিন ভোর ৫টার দিকে জাহিদুল ইসলামসহ ৩ দুর্বৃত্ত জোর পূর্বক কেন্দ্রের ভিতরে প্রবেশের চেষ্টা করলে এসময় কর্তব্যরত কর্মচারী সরল গ্রামের মৃত হরস্বীত মন্ডলের পুত্র নীলকোমল মন্ডল (৪৮) তাদেরকে বাধা দেয়ার চেষ্টা করলে দুবৃত্তরা কর্মচারীর উপর হামলা চালিয়ে বেদম মারপিট করে রক্তাত্ব জখম করে পালিয়ে যায়।

পরে কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে কেন্দ্রের কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি খন্দকার সাকির হোসেন বলেন দুবৃত্তদের হামলায় আহত কর্মচারীর মাথার জখম স্থানে কয়েকটি সেলাই লেগেছে এবং তার বামচোখটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।


পাইকগাছায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

পাইকগাছায় র‌্যালী, আলোচনাসভা, কাঙ্গালীভোজসহ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে পৌর হ্যান্ডলীং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে সংগঠনের কার্যালয়ে সভাপতি হাশেম আলী গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বক্তব্য রাখেন গাজী আব্দুস সামাদ, কাশেম গাজী, আলম গাজী, নূর ইসলাম গাজী, সালাম মোড়ল, মহাসীন আলী, আবুল গাজী। 


এদিকে দুপুরে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লোনাপানি কেন্দ্রের সামনে এক কাঙ্গালী ভোজের আয়োজন করে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ হোসেন গোলদার, শ্রমিকনেতা জাস্টিস, জামাল, জাহাঙ্গীর হোসেন, ফারাদুল ইসলাম সবুজ, রশীদ, মনি, রফিকুল, দবিরউদ্দিন, সাঈদ, ফসিয়ার ও শাহিন। এছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও শ্রমিক সংগঠন বিস্তারিত কর্মসূচী পালন করে।