Wednesday, March 5, 2014

পাইকগাছায় বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ

পাইকগাছায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু'দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার এশিয়াকাপ টূর্নামেন্ট চলাকালীন সময়ে উপজেলার লস্কর যুবমৈত্রী সংঘে খেলার শেষ দিকে পাকিস্তানের খেলোয়ার আফ্রিদি ছক্কা হাকানোর সময় পাকিস্তানের সমর্থকরা আনন্দ উল্লাস ও হাততালি দেয়।

এসময় বাংলাদেশ দলের সমর্থকদের মধ্যে মিজান গাজী দেশের বিরুদ্দে তাদের উল্লাস করতে নিষেধ করলে পাকিস্তানের সমর্থকরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এতে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্লাবের ভিতরে দু'দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। পরে খেলা শেষে বাড়ি যাওয়ার পথে বাংলাদেশ দলের সমর্থক পাকিস্তান দলের সমর্থক শহীদের উপর হামলা করে।

এ ঘটনায় দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছুটে এসে দু’পক্ষকে শান্ত করলেও বর্তমানে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল

পাইকগাছায় অবস্থিত এই বিদ্যাপীঠটি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কে, এম, মেছবাহুল ইসলাম। মোট শিক্ষার্থীর সংখ্যা ৮৯৮ জন। পাশের হার ৯৮.২১%।


খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ ও সাজানো গোছানো ক্যাম্পাস। লেখাপড়ার মানও নিশ্চয়ই ভালো। আন্তরিক ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, শিক্ষার্থীদের এমন সুন্দর একটি কলেজ ক্যাম্পাস উপহার দেওয়ার জন্য !