Friday, December 19, 2014

পাইকগাছায় ভ্যান চালিয়ে সংসার চলে জীবনযুদ্ধে সংগ্রামী নারী হেনা পারভীনের

আত্মপ্রত্যয়ী ও জীবনযুদ্ধে পাইকগাছার সংগ্রামী নারী ভ্যান চালক হেনা পারভীন ভ্যান চালিয়ে জীবন জীবিকা নির্বাহ করছেন। হেনা পারভীন পাইকগাছা উপজেলার বিরাশী গ্রামের আব্দুল করিমের কন্যা। স্বামী মারা যাওয়ার পর থেকে হেনা পিতার বাড়িতে থেকে সংগ্রামী জীবন যাপন করছেন। তার দুই সন্তানকে নিয়ে বিরাশীর একটি খাস জমিতে খুপড়ি ঘরে বসবাস করেন। তিনি পুরুষের সাথে সমান তালে ভ্যান চালিয়ে রোজগার করেন। 
 

ভ্যান চালানোর পাশাপাশি তিনি গ্রাম থেকে জ্বালানি কাঠ ও শাক-সবজি ক্রয় করে পাইকগাছা পৌরসভায় ফেরি করে বিক্রি করেন। স্বামী মারা যাওয়ার পর ভূমিহীন পরিবারের এ আত্মপ্রত্যয়ী নারী জীবন যুদ্ধে অবিরাম সংগ্রাম করে চলেছেন।