Monday, April 6, 2015

শোক সংবাদ ::

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব এস এম আলী আকবর (৮৮) আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। অসুস্থ হয়ে পড়লে প্রবীণ এ শিক্ষককে সোমবার সকাল ৭টা ৫৫ মিনিটে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

তার জেষ্ঠ্য পুত্র পাইকগাছা উপজেলা জাতীয় পার্টি ও নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, মেজো পুত্র পাইকগাছা ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু এবং কনিষ্ঠ পুত্র ফসিয়ার রহমান ডিগ্রী মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক মুশফেকা হুমায়ুন কবীর পিন্টু।

এখন পাইকগাছা থেকে খুলনা ২ ঘন্টা ২০ মিনিটের পথ !

পাইকগাছা-খুলনা রুটে বাস চলাচলের ক্ষেত্রে প্রতি ট্রিপের জন্য সর্বোচ্চ সময় নির্ধারন করে দিয়েছে বাস মালিক সমিতি। পাইকগাছা জিরো পয়েন্ট থেকে খুলনা জিরো পয়েন্ট পর্যন্ত পৌছাতে নির্ধারিত সর্বোচ্চ সময় ২ ঘন্টা ২০ মিনিট। বিলম্ব হলে প্রতি মিনিটের জন্য জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে।

আজ সোমবার থেকে এ নিয়ম চালু হয়েছে বলে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নির্ভরযোগ্য সূত্র 'ভয়েস অফ পাইকগাছা'কে নিশ্চিত করেছে।


# পাইকগাছা থেকে প্রথম ট্রিপ ছাড়ার সময় :: ভোর ৫টা ৫০ মিনিট
# পাইকগাছা থেকে শেষ ট্রিপ ছাড়ার সময় :: সন্ধ্যা ৬টা ২০ মিনিট
# এছাড়া প্রতি ১৫ মিনিট অন্তর একটি করে ট্রিপতো রয়েছেই।

পাদটিকা :: যেহেতু বর্তমানে পাইকগাছা-আঠারমাইল সড়ক চলাচল উপযুক্ত, তাই আশাকরি এই নিয়ম শুধু নামের নয় কামেরও হবে।