Sunday, December 29, 2013

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক

পাইকগাছায় অস্ত্র ও গুলিসহ আনোয়ার নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার হাউলিয়া বিল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন প্রতাপকাটি গ্রামের শহর আলীর পুত্র সন্ত্রাসী আনোয়ার হাউলিয়া বিলের একটি চিংড়ী ঘেরে অবস্থান করছিল। এ খবর জানতে পেরে থানা পুলিশের একটি চৌকুস দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক দেশী তৈরী একটি পাইপগান ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে। রোববার সকালে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মুনসুর হাসান, আব্দুল কুদ্দুস, মাখন লাল সরকার, শংকর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, আলাউল মোড়ল, তবিবুর রহমান, সোহেল আহম্মেদ, আব্দুর রাজ্জাক, শ্রাবন্তী কবিরাজ, পারভীন সুলতানা, কবরী সরকার, প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, সাংবাদিক জিএ রশীদ, অভিভাবক সদস্য আজিবর মোড়ল, নূরআলী গাজী, মুনসুর আলী ও শফিকুল ইসলাম।


পাইকগাছায় আলোচিত চুরির ঘটনায় পাবনার ব্যবসায়ী আটক

পাইকগাছায় দীপ্তি মোবাইল কর্নারের আলোচিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চোরাই মোবাইলসহ পাবনার এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার পাবনার ঈশ্বরদি থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ইতোপূর্বে গোবিন্দ দাশ ও রিপু নামে দু’যুবক আটক হয়ে জেল হাজতে রয়েছে। এ নিয়ে ৩ জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য গত ২ নভেম্বর গভীর রাতে পৌর সদরের প্রাণকেন্দ্রে মৃত গোষ্ঠ বিহারীর পুত্র দীলিপ কুমারের দীপ্তি মোবাইল কর্নারের দোকানে দূধর্ষ চুরি সংগঠিত হয়। সংঘবদ্ধ চোরেরা নগদ অর্থসহ প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ব্রান্ডের মোবাইল চুরি করে নিয়ে যায়। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হলে জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রউফ ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে তাগিদ দেন।

অবশেষে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসআই জালাল শুক্রবার পাবনার ঈশ্বরদির প্রাইম মোবাইল টেলিকমে অভিযান চালিয়ে পেয়ারাখালী গ্রামের আফসার আলীর পুত্র ব্যবসায়ী টুটুল (২৭) কে আটক করে। তার কাছ থেকে চোরাইকৃত ৫টি মোবাইল উদ্ধার করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় ওয়ারেন্টভূক্ত ৫ আসামী গ্রেফতার

পাইকগাছায় বিভিন্ন মামলার ১৫ ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, বিভিন্ন ঘটনায় আদালতে দায়ের করা একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত আসামীরা হচ্ছেন উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের শমসের সরদারের পুত্র ৬ মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মতিয়ার সরদার, একই এলাকার মফিজউদ্দিনের পুত্র আনিছুর রহমান ভলু, আমজেদ সরদারেরর পুত্র আজিজুল সরদার, হায়দার সরদার ও শহীদুল সরদার।

গ্রেফতারকৃত ৫ আসামীকে রোববার আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের JSC রেজাল্ট-২০১৩

পাশের হার: ৯৯.১৬%, মোট পরীক্ষার্থী: ১১৯, কৃতকার্য: ১১৮, অকৃতকার্য: ১

সর্বমোট: A+: ৩১, A: ৪৫, A-: ‌২৮, B: ৯, C: ৫, D: ০, F: ১


পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের JSC রেজাল্ট-২০১৩

পাশের হার: ৯৫.৯২%, মোট পরীক্ষার্থী: ৯৮, কৃতকার্য: ৯৪, অকৃতকার্য: ৪

সর্বমোট: A+: ২৫, A: ৩০, A-: ‌২৩, B: ১২, C: ৪, D: ০, F: ৪


যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে

যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.jessoreboard.gov.bd/result_on/ জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে।

জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ; পাসের হার ৮৯.৯৪%

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সারা দেশে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এই সমাপনী পরীক্ষায় এবার পাস করেছে ৮৯.৯৪% ছাত্রছাত্রী।

১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭৫ হাজার ১০৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭২ হাজার ২০৮ হাজার জন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রোববার সকাল ১০টায় গণবভনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন।

গত বছর জেএসসি-জেডিসিতে পাসের হার ছিল ৮৬ দশমিক ৯৭ শতাংশ। সেই হিসাবে এবার পাশের হার বেড়েছে তিন শতাংশ পয়েন্টের মতো।

জেএসসি-জেডিসিতে গত বছর ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছিল। এর মধ্যে জেএসসিতে ৪৪ হাজার ১৫৮ জন এবং জেডিসিতে ২ হাজার ৭৮৪ জন পেয়েছিল পূর্ণ জিপিএ।

বেলা ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এর পর বেলা ২টা থেকে নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে www.educationboardresults.gov.bd জেএসসি ও জেডিসির ফল পাওয়া যাবে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে জেএসসির ফল জানতে মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

জেডিসির ফল পেতে একইভাবে JDC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

জেএসসি-জেডিসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ৩০ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

৪ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিরোধী দলের অবরোধের কারণে ৪ ও ৬ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়। একই কারণে পিছিয়ে যায় জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা। ফলে ২০ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হয় ২২ নভেম্বর। তবে এবারো ঘোষিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হলো।