Monday, September 15, 2014

চাঁদখালী ও গদাইপুর ইউনিয়ন ছাত্র যুব ঐক্য পরিষদের কমিটি গঠন

পাইকগাছায় চাঁদখালী ও গদাইপুর ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ছাত্র যুব ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। গতকাল উপজেলা ছাত্র, যুব ঐক্য পরিষদের সভাপতি অঞ্জন কুমার মন্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব মৃনাল কান্তি বাছাড়ের পরিচালনায় কৃষ্ণনগর সার্বজনীণ পূজা মন্দিরে শারদিয়া দূর্গোৎসব উপলক্ষ্যে বিশেষ সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় দিনেশ সরকারকে সভাপতি, লিটন দাশকে সাধারণ সম্পাদক ও উত্তম কুমার মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে চাঁদখালী এবং সঞ্জয় কুমার ঘোষকে সভাপতি, বিপ্লব কুমার ঘোষকে সিনিয়র সহ-সভাপতি দ্বীপ বিশ্বাসকে যুগ্ম সম্পাদক ও অসিত হালদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট সংগঠনের গদাইপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

পাইকগাছায় বানরের কামড়ে যুবক আহত

পাইকগাছায় বানরের কামড়ে শেখ রাসেল হোসেন রাজা নামের এক যুবক আহত হয়েছে। আহত রাজাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলামের পুত্র রাজা গত ৫ বছর যাবৎ পৌর সদরের বাসাবাড়ীতে একটি বানর লালন-পালন করে আসছে। ঘটনার দিন গতকাল সকালে বানরটি খাঁচা থেকে বের হয়ে গেলে পরে খাঁচায় ঢোকানোর সময় বানরটি পালকের শরীরের বিভিন্ন অংশে কামড়িয়ে মারাত্মক আহত করে।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

পাইকগাছায় ১টি শর্ট গান, ৩০টি বোমা, ২টি ধারালো কাচি ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার

পাইকগাছা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি শর্ট গান, ৩০টি বোমা, ২টি ধারালো কাচি ও বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধার করেছে। সোমবার ভোর রাতে এস.আই জালাল ও সাঈদ উপজেলার গড়ইখালী বাজারের কাছে শিবসা নদীর তীরে মন্টু গাজীর মাছের ডিপোর পিছন থেকে মাটি খুঁড়ে বস্তা বন্দী অবস্থায় এ অস্ত্র বোমা উদ্ধার করেছেন। 

ওসি শিকদার আককাস আলী জানিয়েছেন, দুষ্কৃতকারীরা কোন নাশকতার কাজে ব্যবহার করার জন্য এগুলি রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে কাউকে আটক করা যায়নি।

R.K.B.K. হরিশ্চন্দ্র কলেজিয়েটে সংঘর্ষের ঘটনায় আটক ১; তদন্ত কমিটি গঠন

পাইকগাছায় আর.কে.বি.কে হরিশ্চন্দ্র কলেজিয়েটে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ পূর্বেক অজ্ঞাত ৪০০ জনের নামে মামলা করে। মামলা নং-২৭। এ ঘটনায় এস.আই লিয়াকত রাড়ুলী গ্রামের মুনসুরের পুত্র মনিরুলকে আটক করে জেল হাজতে পাঠান।

অপর দিকে রাড়ুলী কলেজিয়েটে জরুরী সভায় আব্দুল হাকিমকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৩ দিনের মধ্যে সঠিক তদন্ত করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলে কলেজ অধ্যক্ষ গোপাল ঘোষ জানিয়েছেন।

তবে অতীতে একাধিকবার কলেজে তান্ডব চালিয়ে পার পেয়ে যাওয়ায় এবারের ঘটনা নিয়ে সাধারণ মানুষ উদ্ধিগ্ন।

পাইকগাছায় সংখ্যালঘু এক সম্ভ্রান্ত পরিবারকে দেশ ছাড়ার হুমকি

পাইকগাছায় সংখ্যালঘু এক সম্ভ্রান্ত পরিবারকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দেশ ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার রাড়ুলী বাঁকা ভবানীপুর মৃত মানিক লাল সরকারের পুত্র নারায়ন সরকার ও তার পরিবারকে একই এলাকার তছির উদ্দীন পুত্র বছির উদ্দীন ভারতে পাঠানোর হুমকি দিয়েছে বলে ভূক্তভোগী পারিবারিক সূত্র জানায়।

ঘটনায় প্রকাশ, উপজেলার ভবানীপুর তছিরউদ্দীনের পুত্র বছিরউদ্দীন নারায়ন সরকারের শরীক জমি দালিলিক সূত্রে ক্রয় করেন। দীর্ঘ দিন যাবত বছির ও নারায়নের পূর্বের শরীক ভাগাভাগিতে বসবাস করে আসছে। সম্প্রতি নারায়ন তার পৈত্রিক সূত্রে পাওনা জমির টিনের বেড়া নষ্ট হলে তা সংস্কার করতে গেলে বছির বাঁধা দেয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে নারায়ন ও তার পরিবারদের ভারতের পাঠানোর কথা বলে হুমকি দেয়। উক্ত ঘটনা স্থানীয় চেয়ারম্যানের কাছে জানানো হলে তিনি স্থানীয় মেম্বর আব্দুর রাজ্জাকের কাছে তদন্তপূর্বক প্রতিবেদনের কথা জানিয়েছেন।

অপরদিকে সম্ভ্রান্ত পরিবার নারায়ন ও তার পরিবারদের কথা কাটাকাটির এক পর্যায়ে বছির ও তার পরিবারের সদস্যরা গালি দিয়ে ভারত পাঠানোর কথা বলায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে সুষ্টু বিচারের দাবী করেছে এলাকার সুশিল সমাজ।

এ প্রসঙ্গে মুঠোফোনে বছিরের সাথে বার বার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

পাইকগাছায় ইউপি চেয়ারম্যানের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছায় ৫ নং সোলাদানা ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হকের গ্রেফতারের প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সোলাদানা বাজার চত্ত্বরে চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবীতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন কিশোর কুমার মন্ডল।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য তৌহিদ বিশ্বাস ও কল্যাণী মন্ডল, ফনিন্দ্রনাথ মন্ডল, উদয় মন্ডল, খগেন্দ্রনাথ মন্ডল, দেবী সরকার, যুগল সানা, প্রশান্ত রায়, কৃষ্ণপদ সরদার, ডাঃ নিতাই চন্দ্র মন্ডল, আব্দুল আলিম বিশ্বাস, শিবপদ মন্ডল।

কয়রায় পুলিশ-ছাত্রলীগ গোলাগুলি

কয়রায় কাচারিবাড়িতে পুতুলনাচের আসরে ছাত্রলীগের কর্মীরা ভাঙচুর চালিয়েছে। এ ঘটনায় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে গোলাগুলি হয়। এতে আহত হয়েছেন ১৪ জন। রবিবার রাত পৌনে ১২টায় এ ঘটনা ঘটে।

কয়রা থানার এ.এস.আই মৃত্যুঞ্জয় জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০-৩০ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে ৩০ জনের নাম উল্লেখ রয়েছে। বাকিদের অজ্ঞাত আসামি হিসেবে দেখানো হয়েছে।

পাইকগাছায় শিববাটী ব্রীজের টোল অফিস ভাংচুর

পাইকগাছায় শিববাটী ব্রীজের টোল অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় বাস শ্রমিকরা এ ঘটনা ঘটায় বলে ঠিকাদারী প্রতিষ্ঠান জানিয়েছে।

জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যার সময় কয়রা থেকে ছেড়ে আসা ঢাকা গামী ঢাকা মেট্রো-জ-১১-৩১০২ নং আনন্দ সিলকী পরিবহন শিববাটী ব্রীজ অতিক্রম করাকালে টোলের টাকা দেয়ার সময় টোল আদায়কারীদের সাথে ড্রাইভার মিজানুর রহমানের বিরোধ সৃষ্টি হয়। বিরোধকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ড্রাইভার টোল আদায়কারী একজনকে লাঞ্ছিত করে এবং সাথে সাথে জিরো পয়েন্টে অবস্থানরত স্থানীয় বাস শ্রমিকদের খবর দেয়।

পরে বাসশ্রমিকরা দু’টি টোল অফিস ঘর, লাইট পোষ্ট ও বেরীকেট ভাংচুর করে বলে টোল ঘরের ম্যানেজার আল-আমিন জানান। পরে খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

এ ব্যাপারে ঠিকাদার মিনারুল জানান, সরকারি নির্ধারিত রেট অনুযায়ী ড্রাইভাররা বাসের যাওয়া-আসা পারাপার মূল্য ২৮০ টাকার স্থলে ২৫০ টাকা এবং মিনিবাস কোষ্টারের ১৪০ টাকার স্থলে ৮০ টাকা দিয়ে আসছে। তারা একদিকে কম ভাড়া দেয়, অন্যদিকে এ নিয়ে প্রতিনিয়ত বিরোধ সৃষ্টি করে। এরই সুত্র ধরে স্থানীয় বাস শ্রমিকরা ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।

ড্রাইভার মিজানুর রহমান জানান, টোলের টাকা দেয়ার পর টোলের লোকজন ইচ্ছা করেই ফিরতি টাকা দিতে বিলম্ব করছিল। এ সময় দ্রুত টাকা চাইতে গেলে টোলের লোক তাকে গাড়ি থেকে টেনে নিয়ে মারপিট করে।

এ ধরনের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে থানা পুলিশকে পাঠানো হয় বলে ওসি শিকদার আককাস আলী জানান।