Wednesday, April 30, 2014

পাইকগাছায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়

পাইকগাছায় সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম. বাবর আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাব ভবনে সভাপতি জিএ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের পক্ষ থেকে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। 


এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক জিএম মিজানুর রহমান, বি. সরকার, এসএম বাবুল আকতার, হাফিজুর রহমান রিন্টু, তৃপ্তি রঞ্জন সেন, গাজী সালাম, আব্দুল মজিদ, এসএম আলাউদ্দিন সোহাগ, আলাউদ্দিন রাজা, এমআর মন্টু, রবিউল ইসলাম, স্নেহেন্দু বিকাশ, আব্দুল আজিজ, নজরুল ইসলাম ও কাউন্সিলর সেলিম নেওয়াজ।

পাইকগাছায় হাইব্রিড ভুট্টার মাঠদিবস অনুষ্ঠিত

পাইকগাছায় ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচী প্রকল্পের আওতায় হাইব্রিড প্যাসিফিক ভুট্টার মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলার কাজীমুছা ঈদগাহ ময়দানে ব্র্যাকের সিনিয়র উপজেলা ম্যানেজার একেএম শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার বিভাষ চন্দ্র সাহা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুন কুমার পাল, সাংবাদিক এসএম আলাউদ্দিন সোহাগ, আব্দুল আজিজ, ইউপি সদস্য ফজিলাতুন্নেছা। উপস্থিত ছিলেন ব্র্যাকের মাঠ সংগঠক ফারুক হোসেন, টেকনিক্যাল এ্যাসিট্যান্ট আকায়েদ হোসেন, তন্ময় মন্ডল, ফিরোজ আলী, ও কৃষক মোশারফ হোসেন।

উল্লেখ্য, চলতি মৌসুমে কাজী মুছা মৌজায় ৭৭ জন কৃষক ৩৮.০৭ একর জমিতে ভুট্টার আবাদ করেন। কর্তন শেষে একর প্রতি ১১৯ মন ভুট্টার উৎপাদন হয়েছে বলে উল্লেখ করা হয়।

সুন্দরবনে নারীর প্রতি ডাকাতের সম্মান !

জীবিকার তাগিদে সুন্দরবনের অভ্যন্তরের খালে কাঁকড়া ধরতে যাওয়া ১১ নারীকে ২ হাজার করে ২২ হাজার টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে একটি বনদস্যু বাহিনী। টাকা দিয়ে তাদের জানিয়ে দেওয়া হয়, বনে যেন তারা না আসেন। কারণ সুন্দরবনে আরও কয়েকটি দস্যু বাহিনী রয়েছে। তারা এসব নারীদের অসম্মান করতে পারে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন মোল্লাখালি খাল এলাকায়। বনদস্যুদের কবল থেকে ফিরে আসা এসব নারীর বাড়ি কয়রা উপজেলার ৬ নম্বর কয়রা গ্রামে।

গ্রামবাসী জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও গ্রামের নারী-পুরুষ দল বেঁধে পাশ্ববর্তী সুন্দরবনের বিভিন্ন খালে কাঁকড়া ধরতে যান। কাঁকড়া ধরা অবস্থায় হঠাৎ বনদস্যু কবিরাজ বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হলে তারা আতঙ্কিত হয়ে পড়েন।

৬ নম্বর কয়রা গ্রামের স্বপন গাইনের স্ত্রী কমলা, ঈশ্বর বাইনের স্ত্রী ঊষা রানী, প্রভাষের স্ত্রী মিনতী গাইনসহ ফিরে আসা নারীরা বলেন, "ডাকাতরা আমাদের সঙ্গে সম্মান দিয়ে কথা বলেছে। তারা বলে, এই টাকা নাও, আর বাড়ি ফিরে যাও। তারা আমাদের সঙ্গে থাকা পুরুষদের বলে, তোমাদের সঙ্গে কোনো নারীকে জঙ্গলে নিয়ে আসবে না। কারণ বনের মধ্যে সবাই আমাদের মতো নয়। অনেকেই নারীদের সম্ভ্রমহানি ঘটাতে পারে।"

পাইকগাছায় আদালত প্রাঙ্গণে ধূমপান করায় ৪ জনের জেল

আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ৪ ধুমপায়ীকে ৫ ঘণ্টা করে জেল দিয়েছে বিজ্ঞ আদালত।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে পাইকগাছা আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে ধুমপায়ী সুজাত আলী, আকবর মোড়ল, আবুল হোসেন ও মনোরঞ্জন মন্ডলকে উপজেলা স্যানিটারি অফিসার উদয় মন্ডল আদালতে তোলেন।

এ সময় বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তাদের কারাবাসের নির্দেশ দেন।

পাইকগাছায় দুই মাদক বিক্রেতা‘সহ ৬ আসামি আটক

পাইকগাছা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতা’সহ ওয়ারেন্ট ও নিয়মিত মামলার ৬ আসামিকে আটক করেছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে এস.আই নজরুল ইসলাম ও এস.আই সোহেল রানা অভিযান চালিয়ে দরগামহল গ্রামের শেখ রওশন আলীর পুত্র মাদক বিক্রেতা আমিরুল ইসলাম (৪৯) ও আলমতলা গ্রামের বাবর আলী গাইনের পুত্র জিনারুল ইসলাম (৩০) কে গাজা ও পরিমাপ যন্ত্র‘সহ আটক করেন।

এছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্ট ও নিয়মিত মামলার ৬ আসামিকে আটক করা হয় বলে ওসি সিকদার আক্কাছ আলী জানান।

ওসি সিকদার আক্কাছ আলী’র উদারতার পরিচয়; আসামি শিশু মিঠুন মুক্ত

পাইকগাছায় আটক ওয়ারেন্ট ভুক্ত আসামি শিশু ফয়সাল আলম মিঠুন সরদারকে ছেড়ে দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন ওসি সিকদার আক্কাছ আলী। তিনি বুধবার সকালে মিঠুন‘এর মা ফাতেমা বেগমের হাতে তাকে তুলে দেন। সে গদাইপুর গ্রামের জিল্লুর রহমানের পুত্র ও ভোলানাথ সুখদাসুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গদাইপুর গ্রামের খোকন সরদার বাদী হয়ে পাইকগাছা থানায় একটি মামলা করেন। যার জি.আর নং-৩২, তাং-১৮-০১-১৩। মামলায় স্কুলছাত্র ফয়সাল আলম মিঠুনকে ২২ বছর বয়স দেখিয়ে আসামি করা হয়। আসামি মিঠুনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হলে মঙ্গলবার রাতে থানার এস.আই রোকনুজ্জামান অভিযান চালিয়ে তাকে আটক করেন।

বুধবার সকালে মিঠুনকে থানা হেফাজতে দেখে হতভম্ব হয়ে যান ওসি সিকদার আক্কাছ আলী। পরে তাকে তার মায়ের হাতে তুলে দিয়ে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

তাকে ছেড়ে দেয়ার সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক শিশু সুরক্ষা ফোরামের সদস্য এস এম আলাউদ্দীন সোহাগ ও আব্দুল আজিজ।

খুলনা-পাইকগাছা সড়কে আবারও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবার আশঙ্কা

আসন্ন বর্ষা মৌসুমে খুলনা-পাইকগাছা সড়কে আবারও যানবাহন চলাচল বন্ধ হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। তালা থেকে কপিলমুনির গোলাবাড়ি পর্যন্ত রাস্তা উঁচু করণসহ কার্পেটিংয়ের কাজ যেভাবে ঢিমেতালে চলছে তাতে করে বর্ষা মৌসুমের আগে কাজ সম্পন্ন করা খুবই দুরুহ ব্যাপার বলে মনে হচ্ছে। 

বিগত দিনের ন্যায় বর্ষার আগ মুহূর্তে বা বর্ষার মধ্যে কাজ করা শুধু শুধু সরকারের অর্থ অপচয় ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন সচেতন স্থানীয় মহল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা-পাইকগাছা সড়কের তালা ব্রীজ এলাকা থেকে কপিলমুনির গোলাবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তার মধ্যে (প্রতি বছর বর্ষা মৌসুমে রাস্তার যে অংশটুকু পানিতে নিমজ্জিত থাকে) সাড়ে ৬ কিলোমিটার রাস্তা ১০ কোটি টাকা ব্যয়ে উঁচু করণসহ কার্পেটিংয়ের কাজ চলতি মাসে শুরু হয়েছে। বর্তমানে উক্ত সাড়ে ৬ কিলোমিটার রাস্তার দু’পাশে দু’থেকে চার ফুট মাটি ফেলে উঁচুকরণ কাজ চলছে। রাস্তা উঁচুকরণ সম্পন্নের পর কার্পেটিংয়ের কাজ শুরু হবে।

সূত্র মতে, রাস্তা উঁচুকরণ কাজ শেষের আগেই বর্ষা মৌসুম শুরু হবে এবং বর্ষা মৌসুম শেষ হলেই কার্পেটিংয়ের কাজ শুরু করা হবে। সেক্ষেত্রে বর্ষার মধ্যে রাস্তাটির হাল ফের পূর্বাবস্থায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত ৩৩ কিলোমিটার রাস্তার মধ্যে মাত্র সাড়ে ৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু হলেও বাকি সাড়ে ২৬ কিলোমিটার রাস্তাও ভেঙেচুরে যান চলাচল অনুপযোগি হয়ে পড়েছে। উক্ত সাড়ে ২৬ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের ব্যাপারে কর্তৃপক্ষ এখনও কোন সিদ্ধান্ত নিতে পারেনি।

জানা যায়, প্রচন্ড বৃষ্টিপাত ও কপোতাক্ষ নদের পানি বৃদ্ধির কারণে ২০১১ সালের ৮ আগস্ট অত্র সড়কের তালা ব্রীজ এলাকা থেকে কপিলমুনির কাশিমনগর পর্যন্ত রাস্তা ৫/৭ ফুট পানিতে নিমজ্জিত হয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মাসের পর মাস বন্ধ থাকে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল। সেই থেকে অদ্যবধি অত্র সড়কটি নির্বিঘ্নে চলাচলের যোগ্য হয়ে ওঠেনি।

২০১৩ সালে ৪ কোটি টাকা ব্যয়ে আঠারমাইল থেকে কপিলমুনির গোলাবাড়ি পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তার রিপিয়ার সীলকোটের কাজ হলেও স্রেফ জোড়াতালি ও বর্ষার মধ্যে করায় তা মাত্র ৬ মাসও দীর্ঘস্থায়ী হয়নি। ভেঙ্গে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

সড়কটির কপিলমুনির শ্রীরামপুর নামক স্থানে সরেজমিনে গেলে সাংবাদিকদের দেখে পথচারী কেষ্ট পদ দত্ত বলেন, প্রতি বছর সংস্কারের নামে সড়কের উপর কিছু খোয়া ও পিচ ছাড়া কিছুই জোটে না। প্রতিবার সংস্কার কাজ পুকুর চুরি করে যেনতেন ভাবে সারা হয়। ফলে কিছুদিন পরেই সড়কে পূর্বের অবস্থা বিরাজ করে।

পথযাত্রী কৃষি উদ্ভাবক এম. আজিজুর রহমান বলেন, সরকারি টাকায় কাজ হয় তাই কি এত অনিয়ম আর স্বেচ্ছাচারিতা ? সুষ্ঠু ও সুন্দরভাবে সংস্কার কাজ শেষ করতে হলে চাই সংম্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের তদারকি।

এদিকে পাইকগাছা-কয়রা সড়কের শিববাটী ব্রীজের উত্তর-পূর্ব পাড়ের সংযোগ সড়কের পৌনে দু’কিলোমিটার একেবারে ভাঙাচুরা রাস্তায় সম্প্রতি সংস্কার কাজ শুরু হয়েছে। এখানেও রিপিয়ার সীলকোটের কাজ হওয়ায় এর স্থায়িত্ব নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে অত্র বাইপাস সড়কটিও ফের ভেঙ্গে যাবার সমূহ সম্ভাবনা রয়েছে।

খুলনা-পাইকগাছা সড়কের সাড়ে ৬ কিলোমিটার রাস্তার কাজ দ্রুত গতিতে করা ও শিববাটী ব্রীজ সংযোগ সড়কের রিপিয়ার সীলকোটের পরিবর্তে কার্পেটিং করার ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

জিরোপয়েন্ট এলাকায় পাবলিক টয়লেট ও যাত্রীছাউনির অভাবে জনদুর্ভোগ

পাইকগাছা পৌর বাসষ্ট্যান্ড সংলগ্ন শিববাটী ব্রীজ সংযোগ সড়কের জিরোপয়েন্ট এলাকায় পাবলিক টয়লেট ও যাত্রীছাউনি না থাকায় প্রতিনিয়ত শত শত যাত্রী সাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বাসের অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের।

এছাড়া টয়লেটের অভাবে মারাত্মক ভোগান্তিতে পড়তে হচ্ছে বিশেষ করে মহিলা যাত্রীদের। আশপাশ এলাকায় যত্রতত্র মলমূত্র ত্যাগের কারণে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই দাবি দু’টি দীর্ঘদিনেও বাস্তবায়িত না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে ঘুরে ও ভুক্তভোগি যাত্রীদের সাথে আলাপ করে জানা গেছে, পাইকগাছা পৌর সদরস্থ জিরোপয়েন্ট এলাকাটি মূলত পাইকগাছা-কয়রার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কেননা খুলনা বা অন্য যেকোন স্থান থেকে কয়রা যেতে হলে যাত্রীদের জিরোপয়েন্টে এসে অবস্থান করতে হয়, তেমনি কয়রা থেকে পাইকগাছা-খুলনা তথা দেশের যেকোন স্থানে যেতে হলে পাইকগাছা জিরোপয়েন্ট হয়েই যেতে হয়। সে কারণে শিববাড়ি ব্রীজ সংযোগ সড়ক জিরোপয়েন্ট এলাকায় প্রতিনিয়ত অসংখ্য (নারী-পুরুষ) যাত্রীর ভীড় থাকে।

এখানে কোন যাত্রীছাউনি না থাকায় যাত্রীদের রোদে যেমন পুড়তে হয় তেমনি বৃষ্টিতে ভিজতে হয়। আবার যাত্রীরা রাস্তার উপর এলোমেলো অবস্থান করায় যানজটের পাশাপাশি দুর্ঘটনাও ঘটছে কমবেশি। এদিকে কোন পাবলিক টয়লেট না থাকায় যাত্রীরা লোকলজ্জা ভুলে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন যত্রতত্র। ফলে পরিবেশ দূষিত হচ্ছে হরহামেশা। দুর্গন্ধ ছড়াচ্ছে বাতাসে।

এ প্রসঙ্গে অত্র ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রভাষক এস,এম মুস্তাফিজুর রহমান বলেন, জনস্বার্থে জিরোপয়েন্টে অবশ্যই একটি পাবলিক টয়লেট ও যাত্রীছাউনি থাকা প্রয়োজন। বিশেষ করে পাবলিক টয়লেট না থাকায় মহিলা যাত্রীগণ ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। বাধ্য হয়েই তারা পাশের বাড়িগুলোতে গিয়ে তাদের টয়লেট ব্যবহার করছেন। ফলে আশপাশের বাসাবাড়ির লোকজনও অতিষ্ঠ হয়ে পড়েছেন।

এমতবস্থায়, জরুরী ভিত্তিতে জিরোপয়েন্ট এলাকায় একটি পাবলিক টয়লেট ও যাত্রীছাউনি নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগি মহল।

পাইকগাছাতে শিলা বৃষ্টি

কয়েক সপ্তাহের টা‍না গরমের পর রাত আড়াইটায় নেমে এল স্বস্তির বৃষ্টি। ঠ‍াণ্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি।


তবে, এতে করে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে পাকা ধানের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এমনিতেই সারা বছর অনাবৃষ্টিতে পানির খরচ অনেক বেশি গুনতে হয়েছে কৃষকদের। আর এখন আবার ধান কাটার সময় শিলা বৃষ্টি অনেক ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে তাদের।

প্রচন্ড তাপদাহে প্রাণিকুল যখন অস্থির তখন এই শিলা বৃষ্ঠিতে কতটা ক্ষতি হল সেই হিসাব করতে রাজি নন অনেকেই। কারণ, এ যে বহু প্রতীক্ষিত বৃষ্টি !

বহু প্রতীক্ষিত বৃষ্টির ফোঁটায় সিক্ত পাইকগাছার মাটি !

অবশেষ পাইকগাছাবাসী বৃষ্টির দেখা পেল ! দুঃখিত ! দেখবে কি করে এখনতো (রাত ২:৪৫ মিনিট) সবাই ঘুম। কিন্তু যারা এখনও জেগে আছেন, বছরের প্রথম বৃষ্টির পানিটা গায়ে লাগাতে ভুলবেননা।


কয়েক সপ্তাহের টা‍না গরমের পর রাত আড়াইটায় নেমে এল স্বস্তির বৃষ্টি। ঠ‍াণ্ডা বাতাস আর রিমঝিম বৃষ্টি।

অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১২ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল আজ বুধবার প্রকাশ করা হবে। এই ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nubd.info) রাত ৮টায় পাওয়া যাবে।

এছাড়া সন্ধ্যা ৬টা থেকে যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে NU H1 Roll No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে করে ফলাফল পাওয়া যাবে।