Saturday, February 22, 2014

কয়রায় জামায়াত-আ.লীগ সংঘর্ষে নিহত ১

জমি নিয়ে বিরোধের জের ধরে কয়রা উপজেলায় জামায়াত ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও অর্ধশত আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাবাদ মোল্লা। তিনি স্থানীয় যুবলীগ কর্মী। সংঘর্ষের ঘটনায় পুলিশ ছয় জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামে আড়াই বিঘা জমি নিয়ে জামায়াত সমর্থক ওয়াসার আলী মোল্লার পরিবারের সঙ্গে ওমর আলী মোল্লা’র পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াসার আলী মোল্লার ছেলে ওসমান, আলী, তৈয়ব ও প্রতিবেশি রাজ্জাক গাজীর নেতৃত্বে অর্ধশত লোক ধারালো অস্ত্র নিয়ে ওমর আলী মোল্লার ছেলে জাহাবাদ মোল্লাকে তাড়া করে।

এসময় জাহাবাদ মোল্লার লোকজন খবর পেয়ে এগিয়ে আসে। কিন্তু এর আগেই ওয়াসার আলী মোল্লা’র সমর্থকরা জাহাবাদকে কুপিয়ে আহত করে। পরে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে উভয়পক্ষের অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের খুলনাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়, জায়গীর মহল হাসপাতাল থেকে আহতাবস্থায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৪। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় এমপি এড. শেখ মোঃ নুরুল হক, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, মুক্তিযোদ্ধা শেখ শাহাদৎ হোসেন বাচ্চু সহকারী কমিশনার (ভুমি) মোঃ কামরুল ইসলাম, ওসি এম মসিউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে শুক্রবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

ভেজালবিরোধী অভিযানে মেয়াদ উর্ত্তীর্ন কোমল পানীয় ও এনার্জি ড্রিংক জব্দ

পাইকগাছায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ১২ বোতল মেয়াদ উর্ত্তীর্ণ কোমল পানীয় ও এনার্জি ড্রিংক জব্দ করা হয়েছে। 

শনিবার সকালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল পৌর বাজারে অভিযান চালিয়ে শফিকুল ইসলাম টুকু’র "ভাই ভাই বেকারী" থেকে মেয়াদ উর্ত্তীর্ণ মাউন্টেইন ভিউ ১, ফ্রুটিকা ৩, সেভেন আপ ২, পেপসি ৩, পাওয়ার আপ ৩ বোতল সহ ১২ বোতল কোমল পানীয় ও এনার্জি ড্রিংক জব্দ করেন। 


অভিযানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ বাহার উল্লাহ।

পাইকগাছায় স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির সভা

পাইকগাছায় স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থাপনা কমিটির এক সভা শনিবার সকালে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে কাউনন্সিলর মোঃ আব্দুল লতিফ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

পৌরসভা ও নবলোক পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর কাজী নেয়ামূল হুদা কামাল, আসমা আহম্মেদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোর্তজা জামান রুলু, পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আবু জাফর, ইমদাদুল হক এবং নবলোক পরিষদের শেখ মইনউদ্দিন ও এজাজুর রহমান।

সভায় হোটেল রেস্তোরার মান উন্নয়নের উপর বিস্তারিত আলোচনা হয়।

পাইকগাছায় বিনয় মল্লিকের বসতবাড়ি ভষ্মীভূত; এমপি’র সহায়তা কামনা

পাইকগাছায় বিনয় মল্লিক নামের এক ব্যক্তির বসতবাড়ি ভষ্মীভূত হয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেছেন নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

জানা গেছে, শুক্রবার বিকালে উপজেলার আধারমানিক গ্রামের মৃত বরদাকান্ত মল্লিকের পুত্র বিনয় মল্লিকের বসতবাড়িতে হঠাৎ করে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত বসতবাড়িতে ছড়িয়ে পড়ে এবং এ ঘটনায় ঘরের ভিতরে থাকা নগদ অর্থ ও আসবাবপত্র আগুনে পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়।

খবর পেয়ে শনিবার ক্ষতিগ্রস্থ বসতবাড়ি পরিদর্শন করেন নাগরিক কমিটির সভাপতি। এ ব্যাপারে আর্থিক সহায়তা চেয়ে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হকের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ বিনয় মল্লিক।

একুশের প্রথম প্রহরে কপিলমুনির শহীদ মিনারে মানুষের ঢল

একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে পাইকগাছার কপিলমুনি কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ সাধারন মানুষের ঢল নামে। ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেত হন কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে।

একুশের প্রথম প্রহর বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পণ করেন, সম্মিলিত ২১ উদযাপন কমিটি। এরপর একে একে পুষ্পার্ঘ অর্পন করেন বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানসহ সাধারন মানুষ।

নয়নাভিরাম পাইকগাছা !


ছবিটি পাইকগাছা উপজেলার কপিলমুনি থেকে তোলা।

স্বপ্নের শিববাটী ব্রীজ আর গুরুত্বহীন হয়ে পড়া একটি ফেরীর গল্প !

পাইকগাছায় যখন প্রথম শিববাটী ফেরীঘাটে ফেরী চালু করা হল তখন এই ফেরীর গুরুত্ব ছিল অপরিসীম। কারণ, পাইকগাছা থেকে কয়রায় বাস চলাচলের একমাত্র মাধ্যম ছিল এই ফেরী।

কালের পরিক্রমায় পাইকগাছাবাসী পেল স্বপ্নের (টোলযুক্ত) শিববাটী ব্রীজ ! আর গুরুত্বহীন হয়ে পড়লো এই ফেরী !



বি.দ্র.: বর্তমানে শিববাটী ব্রীজকে টোলমুক্ত ঘোষনা করা হয়েছে।