Monday, February 15, 2016

পাইকগাছায় এমপি নুরুল হক ও তার পুত্রের বিরুদ্ধে আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

পাইকগাছায় স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হক ও তার পুত্র বাড়ীর চারপাশে সিমানা প্রাচীর নির্মাণ করে অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন আ’লীগ নেতা আব্দুল আজিজ গোলদার। তিনি এই অবরুদ্ধ অবস্থার প্রতিকার চেয়ে রোববার পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।


লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি ১৯৬৬ সাল থেকে (বর্তমান পৌরসভার) ৪নং ওয়ার্ডের আ’লীগের সাধারণ সম্পাদক হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি সরল মৌজায় এসএ ৫৫ নং খতিয়ানে ৫২৮৫নং কোবলা দলিল মূলে মৃত হরিপদ রজকের ছেলে মুকন্দ রজকের কাছ থেকে .৭২৬০ একর জমি খরিদ করি। যা থেকে কিছু জমি হস্তান্তর করি। বিক্রয়কৃত জমি স্ব স্ব ক্রেতাদের নামে রেকর্ড হয়। অবশিষ্ট .১৯৭৫ একর জমি আমার নামে রেকর্ড হয়। যার ডিপি নং ১৯৪ এবং .০১ একর জমি আমার চাচীর নামে রেকর্ড হয় যার ডিপি নং ৯০৯। উক্ত জমিতে ১৯৮৫ সাল থেকে বিক্রয়কৃত ক্রেতাগণ আমি ও আমার পরিবার বাড়ী-ঘর নির্মাণ করে বসবাস করে আসছি।
এমতাবস্থায় স্থানীয় সংসদ সদস্যের ছেলে গত ৪/১১/১৫ তারিখ ৩৪৬৬ নং পাওয়ার অফ এ্যার্টনী দলিল মূলে এসএ ৫৭ নং খতিয়ানে .৫০ একর জমি গ্রহণ করেন। যা (খ) তফসিল ভূক্ত অর্পিত সম্পত্তি। পাওয়ার অফ এ্যার্টনী নেওয়ার পর এমপি’র ছেলে ও তার লোকজন আমাদের বসতবাড়ী ভাংচুর করে আমার বসত ঘরের চারিপাশে সিমানা প্রাচীর নির্মাণ করায় আমি ও আমার পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছি।
তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অবরুদ্ধ অবস্থার প্রতিকার চান।