Wednesday, February 19, 2014

কয়রায় জামায়াত সমর্থিত প্রার্থী আ খ ম তমিজউদ্দিন জয়ী

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে কয়রা উপজেলায় বেসরকারিভাবে ১৯ হাজার ৩২৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আ খ ম তমিজউদ্দিন।

আ খ ম তমিজউদ্দিন পেয়েছেন ৫৩ হাজার ৬৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মহসিন রেজা পেয়েছেন ৩৪ হাজার ৩৭১ ভোট।

কয়রা উপজেলায় ৭টি ইউনিয়নে ৫৮টি ভোট কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৫ শত ২৮টি ভোট রয়েছে।

অবৈধ দখলদারদের উচ্ছেদ ও ব্যবসায়ীদের পুর্নবাসনে এমপির নির্দেশ

পাইকগাছায় পৌর বাজারের অবৈধ দখল উচ্ছেদ ও প্রকৃত ব্যবসায়ীদের পুর্নবাসনের নির্দেশ দিয়েছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। 

তিনি বুধবার সকালে পৌর বাজারে নির্মানাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্ধারিত স্থান ও উচ্ছেদকৃত এলাকা পরিদর্শনকালে আগামী ১৫ দিনের মধ্যে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং উচ্ছেদকৃত প্রকৃত ব্যবসায়ীদের পুর্নবাসনের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, সাবেক ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরূল হাসান টিপু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু’সহ আরও অনেকে।

এর আগে এমপি এ্যাড. শেখ নুরুল হকের সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভা বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরীফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রকাশ ঘোষ বিধান ও এ্যাড. শফিকুল ইসলাম কচি’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি-২০১৪

২০১৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ এপ্রিল। চলবে ৫ জুন পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হবে ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত।
 
ভালো রেজুলেশনের জন্য ডাউনলোড করুন। প্রয়োজনে প্রিন্ট করতে পারেন।