Thursday, December 14, 2017

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি। বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী নাদিয়া সুলতানা, প্রচেতা জামান নিধি ও মুসফেকা আফরোজ।


অনুরূপভাবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক আব্দুল ওহাব, প্রণব বিশ্বাস, ফজলুল আজম, পঞ্চানন সরকার, রোকনুজ্জামান, শিক্ষার্থী রুমানা ইসলাম মৌ, মৌমিতা শীল, জান্নাতুল ফেরদৌস চাঁপা ও সুমাইয়া বিনতে মাসুদ।


এছাড়া পাইকগাছা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মিঠু গাজী (৩৪) উপজেলার উত্তর নাছিরপুর গ্রামের শামছুর গাজীর ছেলে।


ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই মহিবুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কপিলমুনির সিংহবাড়ির সামনের প্রধান সড়ক থেকে ১০০ পিস ইয়াবাসহ মিঠু গাজীকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বিজয়ের মাসে পাইকগাছায় লাল সবুজের ফেরিওয়ালা রিপন

স্মৃতিচারণ :: বিজয়ের মাস উপলক্ষে পাইকগাছার পৌর বাজারের অলিগলিতে লাল সবুজের পতাকা বিক্রি করছেন এক ফেরিওয়ালা। নাম তার মোঃ রিপন হোসেন। ছোট বড় বিভিন্ন সাইজ ও মাপের লাল সবুজের জাতীয় পতাকা, হেড ও হ্যান্ড ব্যান্ডসহ বিজয় দিবসে ব্যবহার উপযোগী হরেক রকম সামগ্রী বিক্রয় করছেন তিনি। 

আসন্ন বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রির পাশাপাশি ছোট ছেলে মেয়েরা হেড ব্যান্ড, হ্যান্ড ব্যান্ডসহ ছোট ছোট পতাকা ক্রয় করছে। 


রিপন জানান, তার বাড়ী মাদারীপুরে। গত সপ্তাহে তারা ১০/১২ জন খুলনা শহরে এসে বিভিন্ন ভাগে শহর ও উপজেলা শহরগুলিতে ফেরি করে পতাকা বিক্রি করছেন। বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। 

ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পতাকা বিক্রি হয় বেশি। এর মধ্যে ডিসেম্বরে মহান বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকার চাহিদা থাকে। তারা প্রতিবছর এই কয়েক মাস দেশের বিভিন্ন জেলায় ফেরি করে পতাকা বিক্রি করেন।

-প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা। (ডিসেম্বর ২০১৬) 

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। আসামি মোতালেব আলী হাওলাদার (৬০) উপজেলার দেলুটি ইউনিয়নের মৃত সুন্দর আলী হাওলাদারের ছেলে।


পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপব জানিয়েছেন, আটক মোতালেব পাইকগাছা থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা ৫২/০৩ নং মামলার আসামি। আদালতে তার ৩ বছরের সাজা হয়। বুধবার দুপুরে এএসআই মহিবুলাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলুটি খেয়াঘাট এলাকা থেকে মোতালেব'কে গ্রেফতার করেন।

পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়ে গেল পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ১৫ জন রোভার ও ৭ জন গার্লস ইন রোভারকে দীক্ষা প্রদান করা হয়।


বুধবার সকালে পাইকগাছা কলেজ চত্বরে খুলনা জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার ও অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বানু ডলি।




বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, খুলনা জেলা রোভার স্কাউটসের প্রতিনিধি জিএমএম আজাহারুল ইসলাম, রোভার স্কাউট লিডার মোমিন উদ্দীন, প্রভাষক সুষ্মিতা সরকার, হারুন-অর-রশীদ, লিলিমা খাতুন, মল্লিকা অধিকারী, মাহবুবা নাজনীন ইরানী, আব্দুর রাজ্জাক বুলি, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, মোবারক হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন, শিক্ষার্থী এরশাদ হোসেন, পম্পা সরদার, আল-আমিন মোড়ল ও আফরোজা সুলতানা।