Sunday, October 19, 2014

জেনে নিন ভয়ংকর ভাইরাস ইবোলা’র আদ্যোপান্ত

পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পরেছে ইবোলা ভাইরাস। ইতোমধ্যে বহু লোক মারা গেছে। ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বব্যাপী ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। আশঙ্কার ব্যাপার হলো পশ্চিম আফ্রিকাতে বিভিন্ন শান্তি মিশনে কর্মরত রয়েছে বাংলাদেশের সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর শান্তিরক্ষীরা। যাদের মাধ্যমে বংলাদেশেও চলে আসতে পারে এই ভাইরাস। তাই এই ভাইরাস সম্পর্কে সবারই জেনে রাখা উচিত, আর এ জন্য ভয়েস অফ পাইকগাছা তুলে ধরছে ইবোলা ভাইরাস সম্পর্কে আদ্যোপান্ত তথ্য ::


এই ভাইরাসের কোনো প্রতিষেধক টিকা আবিষ্কৃত হয়নি এখনও। নেই কোনো কার্যকর ওষুধ। তাই নেই তেমন কোনো চিকিৎসাও। এই প্রাণঘাতী 'ইবোলা ভাইরাস' শনাক্ত করার কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেই বাংলাদেশে। বিশেষজ্ঞদের মতে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ৯০ শতাংশ। একজন আক্রান্তের সংস্পর্শে আসলেই আক্রান্ত হচ্ছে অপরজন। মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়া এই ভাইরাস বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ঘটাতে পারে স্মরণাতীত কালের ভয়াবহ মহামারী। কারণ এখানে আমরা একই ব্যক্তির জিনিস ব্যবহার করি বহুজন, প্রতি মুহূর্তেই আমরা লেগে আছি কারো না কারো স্পর্শে, অফিসে, রাস্তায়, ফুটপাতে, বাসে, দোকানে।

 

প্রথমে জেনে নেয়া যাক ইবোলা কি?


ইবোলা ভাইরাস আগে রক্তপ্রদাহজনিত জ্বর [Ebola hemorrhagic fever (EHF)] হিসাবেই সমধিক পরিচিত ছিল। ইবোলা মূলত একটি আরএনএ ভাইরাস। যেটির নামকরণ করা হয়েছে কঙ্গোর ইবোলা নদীর নাম থেকে। ইবোলা ভাইরাস গোত্রের ৫টির মধ্যে ৩টি প্রজাতি মানুষের শরীরে সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ করার ক্ষমতা রাখে! বাকি ২টি মানুষের জন্য তেমন ক্ষতিকর নয়। এদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে জাইরে (Zaire) ইবোলা ভাইরাস (জাইরে হলো একটি জায়গার নাম যেখানে সর্বপ্রথম এই ভাইরাসে কোনো মানুষ আক্রান্ত হয়েছিলো)। প্রথমবার এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ছিল শতকার ৯০ শতাংশ! ভয়াবহ এই ভাইরাসটি মানবদেহে রক্তপাত ঘটায়। লিভার, কিডনিকে অকেজো করে দেয়, রক্তচাপ কমিয়ে দেয়, হৃৎপিণ্ডের স্পন্দন কমিয়ে দেয় এবং শ্বাস-প্রশ্বাস ব্যাহত করে।

ইবোলা ভাইরাস মানবদেহে প্রবেশের পর কয়েকদিন থেকে প্রায় ৩ সপ্তাহ কোনো লক্ষণ প্রকাশ না করেই অবস্থান করতে পারে। অর্থাৎ এর লক্ষণসমূহ পরিলক্ষিত হওয়ার জন্য সর্বোচ্চ ২১দিন লাগতে পারে। ফলে আক্রান্ত ব্যক্তি এই রোগ নিয়ে চলে যেতে পারেন এক দেশ থেকে অন্য দেশে। আর সেখানে ছড়িয়ে দিতে পারেন নিজের অজান্তেই।

 

ইবোলার লক্ষণ ::


ইবোলা আক্রান্ত ব্যক্তি প্রথমে নিরীহ ফ্লু’র মতো হালকা জ্বর, মাথা ব্যাথা, শরীর ব্যাথা অনুভব করে। কিছুদিন পর তীব্র মাথা ব্যথা, জ্বর, শরীর ব্যথা, ত্বকে দানা দানা উঠা, মুখে ঘা, ডায়রিয়া এবং মারাত্মক বমি শুরু হতে পারে। চূড়ান্ত পর্যায়ে শরীরের ভিতরে বাইরে রক্তপাত শুরু হতে পারে। এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির লিভার, কিডনি, হার্ট অকেজো করে দেয় যার ফলে রোগীর মৃত্যু ঘটে।

এই রোগের প্রাথমিক লক্ষণগুলো সাধারণ ফ্লু’র মতোই। সর্দি কাশি, মাথা ব্যাথা, বমি, ডায়েরিয়া এবং জ্বর এই রোগের প্রাথমিক উপসর্গ। তাই কারো উপরোক্ত কোনো উপসর্গ দেখা দিলে যত দ্রুত সম্ভব রক্ত পরীক্ষা করাতে হবে! রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে এটা ম্যালেরিয়া, হ্যাপাটাইটিস, কলেরা বা অন্য কোনো রোগের জীবাণুর কারণে হচ্ছে কিনা!

 

কিভাবে ছড়ায়?


বলা হয়ে থাকে বাদুরের খাওয়া ফল থেকেই ইবোলা ভাইরাস মানুষের দেহে প্রথম প্রবেশ করে এবং পরবর্তীতে তা মানুষ থেকে মানুষে ছড়াতে শুরু করে। ইবোলা আক্রান্ত মানুষের দেহরস অপর কোনো মানুষের দেহের স্পর্শে আসলে সেই ব্যক্তিও আক্রান্ত হতে পারেন। এমনকি আক্রান্ত ব্যক্তির মৃত্যুর পরও ভাইরাসটি বেশ কয়েকদিন টিকে থাকে।

আশার কথা হলো, রোগটি ফ্লু ও অন্যান্য বায়ুবাহিত রোগের মতো ছড়ায় না, আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শে না আসলে এই রোগে সংক্রমিত হবার ভয় নেই।

 

চিকিৎসা ::


রিহাইড্রেশন এবং হালকা বেদনানাশক দিয়ে করা হচ্ছে ইবোলা আক্রান্তের চিকিৎসা। খুব একটা কার্যকরী কোনো প্রতিষেধক এখনো আবিষ্কৃত হয়নি। নেই কোনো প্রতিষেধক টিকাও। তথ্য মতে এই রোগে মৃত্যুর হার ৫০%-৯০%।

সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই রোগের লক্ষণগুলো অন্য আরো অনেকগুলো রোগের লক্ষণের সাথে মিলে যায়! ফলে রোগ শনাক্ত করতে সময় লেগে যায়!

তাই সঠিক রোগ শনাক্ত করা এবং সে অনুযায়ী চিকিৎসা দেয়াটাও অনেক বড় একটা চ্যালেঞ্জ! তবে যদি রোগ দ্রুত সময়ের মধ্যে শনাক্ত করা যায় এবং সঠিক মেডিক্যাল সাপোর্ট দেয়া যায় তাহলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক বেড়ে যায়!

 

আমাদের করণীয় ::


যেহেতু এর কোনো টিকা আবিষ্কৃত হয়নি তাই এই ভাইরাসটি যাতে আমাদের দেশে প্রবেশ করতে না পারে এই ব্যাপারে সচেতন হতে হবে। বিমানবন্দরে কর্তব্যরতদের এই ভাইরাসে আক্রান্তদের শনাক্তকরণের প্রশিক্ষণ দিতে হবে। যদি কোনো আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয় তবে তাকে কিভাবে পৃথক করে চিকিৎসা দিতে হবে সেই ব্যাপারেও প্রস্তুতি থাকা প্রয়োজন।

আমাদের মনে রাখতে হবে, আমরা এমন একটি দেশ যেখানে প্রতি বর্গকিলোমিটারে হাজারের বেশি মানুষ বাস করি। তাই এই ভয়াবহ ভাইরাসটি যাতে কোনোভাবেই আমাদের দেশে ছড়িয়ে পড়তে না পারে সেই বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন এখনই।

তারপরও সতর্কতা হিসাবে সবসময় সাবান ও গরম পানি দিয়ে হাত ধুতে হবে। খেয়াল রাখতে হবে যেন হাত না ধুয়ে চোখ, নাক বা মুখে হাত লাগনো না হয়। আক্রান্ত ব্যক্তির কাছে যাওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আক্রান্ত ব্যক্তির শরীরের কোনো প্রকার তরল যাতে আপনার সংস্পর্শে না আসে সে দিকে খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে এই রোগের লক্ষণ দেখা দেয় তবে সাথে সাথে নিজেকে আলাদা করে ফেলতে হবে যাতে অন্য কেউ এ রোগে আক্রান্ত না হয় এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে।

 

সরকারের করণীয় ::


বাংলাদেশ সরকারের উচিত এখনই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আফ্রিকার দেশে থেকে আগত যে কাউকে ইমিগ্রেশন পার হবার আগেই মেডিক্যাল চেকআপের ব্যবস্থা করা। মনে রাখতে হবে এটি খুবই সংক্রামক রোগ। তাই এই ব্যাধি মহামারী আকারে ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগবে না।

এলাকাবাসী সংঙ্ঘবদ্ধভাবে রাত জেগে পাহারা দিচ্ছে গোটা গ্রাম

পাইকগাছায় ১৩ বনদস্যু নিহতের পরও কাটেনি আতংক


আশংকা প্রতিশোধের নেশায় হানাদিতে পারে ডাকাত দলের অন্যরা


সুন্দরবন উপকূলীয় খুলনার পাইকগাছায় কথিত বন্দুক যুদ্ধে ১৩ বনদস্যু নিহত ও বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হলেও গত ১৫ দিনেও আতংক কাটেনি জনপদে। কথিত বন্দুক যুদ্ধের গুলির শব্দ বিভৎসতা এখনও তাড়া করে ফিরছে সেখানকার অধিবাসীদের। নদীতে ট্রলার ও রাস্তায় মোটর সাইকেল বা নসিমনের (ইঞ্জিন চালিত ভ্যান) আকস্মিক শব্দে দুর্গম পল্লীবাসীরা।

অনেকের ধারণা বিস্তীর্ণ সুন্দরবনের অন্যতম প্রধান কাশেম বাহিনীর মাত্র ১৩ দস্যু নিহত হলেও বাকীরা প্রতিশোধ নিতে যে কোন সময় হানা দিতে পারে ঐ পল্লীতে। এমন নানান আশংকায় আতংকিত এলাকাবাসী নিজেদের জানমালের নিরাপত্তায় রীতিমত সংঙ্ঘবদ্ধভাবে রাত জেগে পাহারা বসিয়েছে।

চারদিকে নদী বেষ্টিত দ্বীপ গ্রামটিতে সন্ধ্যা নামতেই তৈরী হচ্ছে এক অন্যরকম ভীতিকর পরিবেশ। দিনের বেলাও যেন পাল্টে গেছে চীরচেনা গ্রামের সাধারণ মানুষের গতি-প্রকৃতি। অপরিচিত কারোর সাথে নুন্যতম কথাটুকু বলতেও যেন অনেক অজানা প্রতিবন্ধকতা। ইতোমধ্যে অপহরণকারীদের হাত থেকে বেঁচে আসা কলেজে প্রভাষক প্রশান্ত কুমার ঢালী পরিবার পরিজন নিয়ে গ্রাম ছেড়েছেন। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন অন্যত্র বসবাসের।

উল্লেখ্য, চলতি মাসের ৫ অক্টোবর উপজেলার জিরবুনিয়া গ্রামে সশস্ত্র ডাকাত দলের সাথে পুলিশের দু’দফা কথিত বন্দুক যুদ্ধে নিহত হয় ১৩ জন ডাকাত। ঘটনার রাতে তারা মূূলতঃ সেখানকার জিতেন্দ্র কুমার ঢালী নামের এক স্কুল শিক্ষককে অপহরণ করতে তার বাড়িতে হানা দেয়।

এ সময় ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তিনি ও তার স্ত্রী বাড়ির পেছন দিক থেকে পালিয়ে যেতে সক্ষম হলেও তাকে না পেয়ে তারই ভাই কলেজ শিক্ষক প্রশান্ত কুমার ঢালীকে অপহরণ করে পালিয়ে যাওয়ার সময় তাকে ছেড়ে দিলেও গ্রামবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় ডাকাত দলের সবাই আটক হন।

এরপর প্রথমত গণপিটুনি ও পরে পুলিশের সাথে কথিত দু’দফা গুলি বিনিময়ের ঘটনায় আটক ১৩ জন ডাকাতের সকলেই নিহত হয় এবং পাইকগাছা থানার ওসি শিকদার আক্কাস আলী’সহ ৬ পুলিশ সদস্য আহত হন।

ঘটনার পর সেখানে গেলে কলেজ শিক্ষক প্রশান্তকে বাড়িতে না পাওয়ায় কথা হয়, স্থানীয় আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুকৃতি মোহন সরকারের সাথে। তিনি জানান, ঘটনায় প্রশান্ত কুমার ঢালী থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকে থানা পুলিশ, মানবাধিকার কর্মী, গণমাধ্যম সহ নানা সংস্থার কর্মীদের নানাবিধ প্রশ্নের জবাব এড়াতে প্রশান্ত পরিবার-পরিজন নিয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন। যদিও তার পারিবারিক সূত্র বলছে, আতংকে তিনি এলাকা ছেড়েছেন।

উপজেলার সংশ্লিষ্ট দেলুটি ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মঙ্গল গাইন জানান, কলেজ শিক্ষক অপহরণের পর থেকে দু’জন চৌকিদার ও গ্রামবাসীরা তিনটি দলে বিভক্ত হয়ে রাতে লাঠি-সোটা নিয়ে পাহারা দিচ্ছে। পুলিশও তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও এলাকাবাসীর মনোবল বাড়াতে সেখানে রাতে টহল ব্যবস্থা জোরদার করেছে বলে জানান থানার ওসি।

উপজেলার বিগরদানা পুলিশ ক্যাম্পের এ,এস,আই মোঃ আব্দুল কুদ্দুস জানান, গ্রামের অভ্যন্তরে ও জিরবুনিয়া বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তায় সন্ধ্যার পর থেকে বাজারে পুলিশ মোতায়েন নিয়মিত করা হয়েছে।

তবে দেলুটি ইউপি চেয়ারম্যান সমরেশ হালদারের অভিযোগ, ডাকাতদের সোর্স আব্দুস সবুর মোড়লকে বাঁচিয়ে রাখতে পারলে হয়তো অনেক ঘটনা স্পষ্ট হতো। ঐদিনকার বন্দুক যুদ্ধে এই সবুর মোড়লও নিহত হয়।

প্রসঙ্গত বছরখানেক আগে সর্বশেষ অপহৃতের ভগ্নিপতি ব্রজেন্দ্র নাথ মন্ডলকে অপহরণ করলে উক্ত সবুর মোড়লই অপহরণকারীদের পক্ষে সমন্বয় করে মুক্তিপনের বিনিময়ে তাকে ছাড়িয়ে এনেছিলেন।

সর্বশেষ ঘটনার দিন ভোরে ডাকাতদের আটকের ঘটনায় সবুর মোড়ল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে ছেড়েদিতে সুপারিশ করেছিল বলে জানান, ঐ চেয়ারম্যান সহ অপহৃতের বড় ভাই জিতেনন্দ্র নাথ ঢালী।

ইবোলা সম্পর্কে জেনে রাখুন